ভোলা আজ ভীষন খুশী, বাবা তাকে মেলায় নিয়ে যাবে, ঘুম তাই ভোরবেলাই ভেঙ্গে গেছে। বাবা বলে দিয়েছে আর কাউকে না বলতে, তাহলে আর যাওয়া হবে না। অন্য ভাই বোনেদের জন্য কষ্ট লাগলেও, মেলায় যাবার লোভ সামলাতে পারে নি ভোলা। নাঃ কাউকে কিচ্ছু বলে নি, কাল অনেক রাত অবদি ভেবেছে মেলায় গিয়ে কি কি কিনবে, ভোলার কাছে একটা আধুলি আছে কি না!
চান করে ভোলা খেতে বসেছে, খাবার দেখে ভোলার চোখ ছানাবড়া, কতদিন হয়েছে ভাত খেতে পায়নি আর আজ গরম গরম ভাত!!! মা খাইয়ে দিচ্ছে, আর ভোলা বড়ো বড়ো চোখে গপ্ গপ্ করে গিলছে।
খাওয়া শেষ, লাফাচ্ছে ভোলা, একটু পর পর এসেই মাকে আদর করছে আর জিজ্ঞেস করছে মেলা থেকে মায়ের জন্য কি আনবে?
যাক, যাবার সময় হয়ে এসেছে, ছেলে বাবার হাত ধরে যাবার জন্য তৈরী। মাকে এসে চুমু দেয়।
আর নিজেকে সামলাতে পারে না লক্ষী, ছেলেকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে থাকে। ভোলা তো একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে, কিছুই বুঝতে পারে না, কেন মা কাঁদছে ?
সনাতন বুঝলো আর দেরী করলেই মুশকিল, তাই ছেলেকে বলল “নে তাড়াতাড়ি কর! দেরী হয়ে যাছে না!”
“বিকেলেই তো ফিরে আসবো মা, তুমি কাঁদো কেন?” মায়ের কান্না আর থামে না।
এবার সনাতন এসে আবারো লক্ষীকে বোঝায়, বিদেশ থেকে আসা বাবুদের কাছে ভালো থাকবে ভোলা, মানুষ হবে, অনেক বড়ো হবে,সবথেকে বড় কথা ছেলেটা রোজ দুবেলা পেটপুরে খেতে পাবে।
লক্ষী সারা রাত ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে। একমাত্র গর্ভধারিণী মা ছাড়া পৃথিবীর আর কেউ কি জানে সন্তান হারানোর কষ্ট ? চোখ দিয়ে আর জল গড়ায় না লক্ষীর, কান্না তাদেরই আসে যাদের চোখের জল এখনো শুকায় নি।
আবার বাপের তাড়া খেয়ে এবার ছেলে বাপের হাত ধরে কিছুদুর এগিয়ে গেল। কিছুদূর গিয়ে হটাৎ কি মনে হলো দৌড়ে এসে ভোলা মায়ের গলা জড়িয়ে ধরে। চোখ মুছিয়ে দিতে লাগল মায়ের, বাপকে বলল “বাবা তুমি চলে যাও, আমি আর একদিন মেলায় যাবো ”
পাথর বেঁধেছে বুকে সনাতন, মনকে বুঝিয়েছে, ঝড়ে তোলপাড় হয়ে গেলেও কঠিন থাকার চেষ্টা করেছে, সনাতন আর দেরী করে না
কসাই যে ভাবে পাঁঠাকে জবাই করতে নিয়ে যায়, ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে সনাতন, পাঁঠার মা শুধু নির্বিকার দৃষ্টিতে পাঁঠার দিকে তাকিয়ে থাকে ।
সারা রাত দুই চোখের পাতা এক করতে নাপারা সনাতন শুধু ভাবে ওপরওয়ালার বিধান কোনোমতেই সবার জন্য সমান নয় ?
মন্তব্য
গল্প টা সুন্দর হয়েছে । সনাতনের প্রশ্ন টা আসলেই বুকে লাগে ।
নিবিড় ।
ধন্যবাদ আপনাকে,
গল্পের মা বাবার কষ্ট পাঠকদের ভাবাতে পারলেই আমার লেখা সার্থক।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
উপর ওয়ালার বিধান এমনি!
কিছু মনে করবেন না, একটু তাড়াহুড়ো করে ফেললেন মনে হয়!
আমি পাঁকা আমের বদলে আমসত্ব পেলাম। অথচ গল্পের বিষয়টি এত্ত ভাল লেগেছে!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
একটু খোলসা করে বললে ভালো হয়, তাইলে পরের বার চেষ্টা নিতাম। কেউতো সমালোচনা করেনই না।
লীলেন ভাই আজকাল আমার আবজাব লেখা পড়ে না।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ছোট ছোট দুঃখ কথা আরো ছোট করে অনু গল্পের আকারে অনেকটা কবিতার প্রতিদ্নী হয়ে যায়। লেখকেরো সময় কম পাঠকের আরো কম। এই দোটানায় পাঠাদের কথা রাগের আলাপহীন জালা-র মত হয়ে যায়। সেখানে না আলাপ না বিস্তার। মানে পাঠক ফেক্ট জানতে চায়, লেখক শুধু ফেক্টটা বলেই গল্প শেষ করেন।
পরিবেশ পরিস্থিতি অনুভূতি পাঠক নিজেই কল্পনা করে নেন।
কেন, কোন পরিস্থিতি একজন পিতিকে পাঠা বলি দিতে বাধ্য করেন তা শোনার সময় পাঠকের নেই। লেখককে সে দিকে নজর দিয়ে গল্প লিখতে হয়।
"একটি অতি প্রাকৃত গল্প" কী আরো ছোট করে লিখলে আরো লোকে পড়ত!
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
ভালো লাগলো, ভবিষ্যতে চেষ্টা করবো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমার সাথে এরকম কিছু সত্যিকারের পাঠার পরিচয়ও আছে। যুদ্ধের পর বাংলাদেশ থেকে পাঠানো বাচ্চাদের। একটা লেখা শুরু করেছিলাম দেখি আবার লিখতে পারি কিনা। কিন্তু লেখাটা অবশ্যই আরো বড় হতে পারতো।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দিদি, একঘণ্টা সময় নিয়ে লেখা, আর সব সময় মাথায় থাকে অনুগল্প, এখন দেখলাম মাঝামাঝি হয়ে গেছে।
আবারো মনে হচ্ছে বিষয় আর বস্তর সাথে মিল থাকছে না।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমাদের একজন প্রাক্তন ব্লগার কমরেড লাল মিয়া বলতেন- ঈশ্বর আছেন নিশ্চিত এবং তিনি তিলে খচ্চর
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
হাঃ হাঃ এইটা একটা ভালো কথা কইয়ে গেছেন কম-রেড লাল মিঁয়া।
কতো বড়ো মোল্লা হইলে ঈশ্বরকে খচ্চরের মতো এক্টা মহান প্রাণীর মধ্যে দেখতে পান।
লাল সেলাম কমরেড
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ছুঁয়ে গেল আপনার অনুগল্প।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
একজন লেখকের এর থেকে বেশী চাওয়ার আর কি থাকতে পারে ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আপনার বিষয়বস্তুগুলো ভীষন নাড়া দেয়।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জেনে ভালো লাগছে, আমি বার্তা পৌঁছাতে পারছি তাহলে। ধন্যবাদ আপনাকে।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আপনার অনুগল্প মনোযোগ ধরে রাখার ক্ষমতা রাখে। অনেক ভাল লাগল।
চেষ্টা চলছে নিরন্তর । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
এই গল্পটা খুব ভাল লাগল। বিষয়বস্তু খুবই ছুঁয়ে যাবার মতো।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
এই মন্তব্যগুলি সত্যি সত্যি অনুপ্রেরণা যোগায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন মন্তব্য করুন