সুনীল যতবারই বিপাশাকে বিয়ের প্রস্তাব করে প্রত্যাখ্যাত হয় ততবারই তার গরম চায়ের কথা মনে পড়ে যায়। কেন যা তার শিক্ষা হয় না
“হৃদয় আর ঠোঁট” প্রতিবার পোঁড়ার পরই মনে পড়ে, তার আগে কিছুতেই নয়।
****
অন্ধকারই ভালোবাসে নিবিড়, তার সবচেয়ে আপন, উত্তাল হয় মন মাতাল হয় হৃদয়, আলোয় তার চোখ জ্বালা করে, লেলিহান শিখায় যেদিন তার মা বাবাকে কেড়ে নিয়েছে, চোখের সামনে যেদিন ওদের দগ্ধ হয়ে যেতে দেখেছে সেদিন থেকেই ভয় করা আলোকে, সেদিন থেকেই আলোর প্রতি তার ঘৃনা আর সেদিন থেকেই বোধহয় ভালোবাসা অন্ধকারকে।
কতগুলো হিংশ্র পশু রাতের আজ অন্ধকারে আঁচড়ে খুবলে কামড়ে রক্তাক্ত করেছে তার প্রিয়াকে।
নিবিড় আজ থেকে অন্ধকারকেও যে ঘৃনা করে।
*****
একা একা ঘুরতে থাকা ছোট্ট মেয়েটি আমার হাত ধরে টেনে বললো আমি হারিয়ে গেছি আমাকে কি বাড়ী পৌঁছে দিতে পারো,
প্রশ্ন করলাম তুমি কি জানো তোমার বাড়ী কোথায় ?
না তো ! তুমি জানো না বুঝি ?
ওই দেখা যায় পুলিশ ফাঁড়ী, নিয়ে গেলাম,
সবাই হাসছে, কেউ একজন বললো আর একজন কে মুরগী বানালো।
কি ব্যাপার চালাক ছূড়ী নাকি সেকেণ্ড অফিসারের মেয়ে আর এরকম মাঝে মাঝেই মুরগী ধরে আনে।
****
ছেলে অধীর আগ্রহে বসে আছে বাবা দিয়েছে আজ লাল চকলেট নিয়ে আসবে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে তবু চোখের পাতা টেনে খুলে রাখছে।
বাবা ফিরতেই ছেলে এক লাফে বাপের কাছে হাজির। চকচকে চোখ ছেলের।
পকেট থেকে উঁকি দিচ্ছে লাল রঙ। ছেলেকে দেখে বাপের মনে পড়লো চকলেটের কথা।
ছেলে ছোঁমেরে নেবার আগেই বাপ খাবলা মেরে পকেট থেকে চকচকে লাল জিনিষটা (কামসুত্রের প্যাকেট) সরিয়ে নিতে নিতে বলল এটা ছোটদের না বড়দের চকলেট।
বলা বাহুল্য বাপকে সেদিন আবার বাজার থেকে ছেলের জন্য চকলেট কিনতে হয়েছিল।
****
এই ছেলেটি ছাড়া আর কাউকে জীবন সঙ্গী করতে পারবে না নন্দিনী। আর কাউকে কল্পনায়ও আনতে পারছে না।
কিন্তু সব থেকে বড় প্রশ্নের উত্তরটাই জানা নেই, ছেলেটি বিবাহিত না কি অবিবাহিত?
জিজ্ঞেস করবে বলে যেই না পা বাড়িয়েছে ততক্ষনে ট্রাফিক লাইট লাল থেকে সবুজ হয়ে গেছে, মুহুর্তেই লাল রঙের পাজোরো হুঁস করে দিয়ে বেরিয়ে গেল।
মন্তব্য
ভালো লাগছে
থ্যাংকু ভাঙ্গা ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ভালো লাগলো... একবারে এত্তগুলা দিলে কেমন গোলমালায়া যায়... কোনটাতেই মন থাকে না... একটা দুটো করে দিয়েন...
(অবশ্য এটা একান্তই আমার নিজের মত, পাঠক হিসেবে)
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজুভাই, প্রথমে আমিও তাই ভাবছিলাম, পরে ভাবলাম দেখি না কি হয় !!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হুম............ তিন নাম্বারটা ভাল লেগেছে ।
নিবিড়
ওটায় বোধহয়, নির্মল আনন্দ ছিল
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমার কাছেই সবগুলোই খুব ভালো লেগেছে।
আপনি কি তিন নম্বরে কামসুত্রের প্যকেট বলতে 'কনডম' বোঝাতে চেয়েছেন?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হুমম, ভাগ্যিস রণদীপমদার কমেণ্ট আগেই দেখে নিয়েছিলাম।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ভালো লাগলো। তবে ভুলেও তীরন্দাজ ভাইয়ের মন্তব্যের উত্তর দিতে যাবেন না। গল্পের মজা নষ্ট করে ফেলা হবে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
থ্যাংকু রণদীপমদা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
তিন নম্বরটি তো বেশ লাগলো।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমারো কিন্তু তিননম্বরটাই সবথেকে ভালো লেগেছে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
এগুলো প্রত্যেকটা একাই একটা গল্প হতে পারে না? সময়ের অভাবে এরকম? নাকি পরিকল্পনাটাই এমন? এভাবেও যে খারাপ লাগতেছে তা কিন্তু নয়।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
পলাশদা, এগুলো প্রত্যেকটাই তো এক একটা অনু/পরমানু গল্প। আমার মনে হয় আপনি বলতে চাইছেন এগুলো ইচ্ছে করলেই বড়ো করা যেতে পারে, তা ঠিক তবে আমি পরিকল্পনা করেই এরকম করেছি, কয়েকটা সিরিজ করতে চাই, হটাৎ করে মাথায় খেলে যাওয়া আর কি ? সময়ও বাচেঁ, ফাঁকি দেওয়া সোজা।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
সবগুলাই ভাল্লাগছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ পরিবর্তনশীলভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
- শেষেরটা জোস!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন