এখানে ক্লিক করার আগে ঃ-
এবারের পরমাণু গল্পগুলির মধ্যে একটু অশ্লীলতার ছোঁয়া আছে, তাই পড়ার আগেই অযু, কনফেসন, প্রায়শ্চ্যিত্ত যার যা যা করবার করে নিবেন।
****************
মাটির দিকে মাথা নুইয়ে রাখলেও ছেলেটিকে আঁড়চোখে দেখে নিচ্ছে সুনয়না, লজ্জা তো পাবারই কথা, ছেলের পক্ষ আজ দেখতে এসেছে যে !! কি সুন্দর, আর মায়াবী চেহারা, তবে বয়স একটু কম বলেই মনে হচ্ছে।
রঙ একটু বেশী চাঁপা হলেও মেয়েটিকে ভালোই লেগেছে শশীধর বাবুর। তবে আবার বিয়ে করার ইচ্ছে যে একেবারে ছিল না তা নয়, কিন্তু এসব কথা কি আর মুখফুটে বলা যায় ? এখন সবাই চেপে ধরেছে বলেই বাঁচা গেছে, বুড্ডা বয়সে তাই আবার নতুন করে টোপর পরার শখ হয়েছে। বয়সটা একটু বেড়েছে বটে, কিন্তু তাই বলে বিয়ের বয়েসও পেরিয়ে যায় নি।
পাশে বসা ভাগ্নে হ্যবলার মতো তার হবু মামীর দিকে তাকিয়ে আছে দেখে কিছুতেই রাগ সামলাতে পারছেন না শশীধরবাবু। আজকালকার ছেলে মেয়েদের নিয়ে হয়েছে এই এক সমস্যা, যা দেখে তাতেই জিব থেকে লোল পড়ে।
মেয়েটাও আচ্ছা বেয়াড়া, আড়চোখে সেও দেখেই চলেছে তার ভাগ্নেকেই।
****************
প্রেমিকের সাথে তার মোটরসাইকেলে অন্য একটা মেয়েকে বসা দেখে প্রেমিকা তো রেগে একেবারে কাঁই।
অমুক-তুঁতো, তমুক-তুঁতো, পাড়াতুঁতো আরো কিসব তুঁতো বোন বলে ছাড় পেলো প্রেমিক।
কিছুদিন পরে প্রমিকাকে সুদর্শন এক ছেলের সাথে দেখে প্রেমিক জিজ্ঞেস করলো এ তোমার কোনতুঁতো দাদা !!
রাখঢাক না করেই প্রমিকা বললো, “আজ ভাই, কাল হবে জামাই”
****************
সদ্য দুজনের মধ্যে পরিচিতি হওয়া ছেলেটি অনেক কষ্টে মেয়েটিকে তার বয়স জিজ্ঞেস করল
“মেয়েদের কখনো বয়েস জিজ্ঞেস করতে নেই” বলে মেয়েটি এড়িয়ে গেল।
ছেলেটির কাজ ধরন জানতে চেয়ে মেয়েটি যা উত্তর পেলো তা এরকমঃ
“মাসের শেষে ছেলেদের পেছনের পকেট কতটা ফুলে থাকে তা দেখেই নাকি ছেলেদের কাজের ধরন বুঝে নিতে হয়”।
****************
সোমত্ত বউ বার বার জোয়ান ছেলের দিকে মিটমিট করে তাকাচ্ছে দেখে মধ্যবয়স্ক স্বামী তার স্ত্রীকে বললেন,
আচ্ছা তুমি কি জানো বয়সের সাথে টাকার কি সম্পর্ক ?
উত্তরে স্ত্রী জানালেন, বয়সের সাথে টাকার সম্পর্ক অনেকটা অর্থনীতির ডিমাণ্ড আর সাপ্লাইয়ের মতো।
ঠিক বলেছো, তবে তাদের মধ্যে আরো একটা বৈরিতা আছে বটে। বয়স আসলে টাকার ঠিক উলটো। যত কম তত গরম।
স্ত্রী বেচারীর হয়ে গেল কান গরম।
****************
পাড়ার রকে বসে আড্ডা মারছে ছেলেরা, সদ্য দলে যোগদান করা ল্যাবলু ল্যুবলু ছেলেকে বখাটে যাওয়া দলের লীডার জিজ্ঞেস করলো
“হ্যাঁরে, তোদের পাশের বাড়ীর সুন্দরী বৌদির সাথে কার লটরপটর আছে বলতো” ?
ছেলেটির উত্তর “তা আমি কি করে জানবো ? তবে আমাকে অবশ্য মাঝে মঝেই উনার ছেলেকে দুপুরবেলা স্কুল থেকে বাড়ী পৌঁছে দিতে হয়”
লাফিয়ে উঠলো দলপতি, সাবাস বেটা!! তোর মত ছেলেদেরই আমাদের চাই, তোর জন্যই তো আমরা এতোদিন ধরে বসে ছিলাম কিনা।
লজ্জায় অবনত ছেলেটির মাথা, ভাবছে এজন্যই বুঝি অন্ধরা হাতিকে নানারকম ভাবে দেখতে পায়।
*** একি !!! আপনারাও কি সব যা তা ভাবছেন !!! ***
মন্তব্য
কোন অশ্লীলতার ছোঁয়া তো দেখলাম না। ভাল লাগলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
তীরন্দাজভাই মনে আপনি ঠিকই বলছেন। পোষ্ট করার সময় কেমন জানি মনে হচ্ছিল।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আমি আরো ভাবলাম কি না কি... এখন দেখি নিরীহ।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নজুভাই, আরো ডেঞ্জারাস কিছু আশা করছিলেন নাকি ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
রাগ না করলে একটা কথা বলি, একটু চন্দ্রবিন্দু দোষ দেখলাম: আঁড়চোখ, চাঁপা (ফুল নয়), তুঁতো। শুধরে নিলে পড়ে চোখেরও সুখ হয়।
রাগ করলে কি আর বলবেন ন ? এইটা কোনো কথা হইলো ? অবশ্যই বলবেন, রাগ করলেও বলবেন না করলে তো আর কথাই নাই।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নাহ্ দাদা, আপনার দৃষ্টিটাই আসলে অশ্লীল হয়ে গেছে ! কই, অশ্লীল খুঁজে খুঁজে হয়রান হয়ে আমি তো অশ্লীল কিছুই পেলাম না !
বড় দুঃখু দিলেন !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
বড়ই লজ্জা পাইলালাম।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন মন্তব্য করুন