“এই নিয়ে আমি দু-দুবার বার বিয়ে করলাম, কিন্ত একটাও টিকলো না” - এক বদ্ধ মাতাল তার এক মাতাল বন্ধুকে দুঃখ করে বলল।
প্রথমটা মরে গেল বিষ খেয়ে আর দুনম্বরটার মাথাফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে।
আহা! ভীষন দুঃখজনক ব্যাপার, কিন্তু মাথাই বা ফাটলো কি করে?
আর বলিস না, কিছুতেই বিষ খেতে চাইলো না বলে।
*****************
এক আইনজ্ঞকে তার মক্কেল যা নয় তাই বলে গালাগালি দিচ্ছিলো আর বলছিল, আপনাদের জাতটাই হচ্ছে রক্তচোষার জাত। একটা লোক যতক্ষন অব্ধি না কপর্দকশুন্য হচ্ছে ততক্ষন অবদি আপনারা তার রক্ত চুষেই যান। আজ এতদিন হয়েছে আমাকে ঝুলিয়ে রেখে আমার রক্ত চুষেই চলেছেন, আমাকে ফতুর করেই চলেছেন, আমার কেইসের মীমাংসা করার নামই নিচ্ছেন না।
অমায়িক হাসি হেসে আইনজ্ঞ অভদ্রলোকটি বললেন, “আপনি আমার সবথেকে রেগুলার পেমেণ্ট করা কাষ্টমার বলে আপনার থেকে আমি ২০% কম ফি নেই, যা আর কারো থেকে নিই না, আর আপনি! একেই বলে এহেসান ফারামোস,”
থ্ মক্কেল, হতভম্ব !! ভাবলো এরা শুধু একটা প্রানী না অনেক জন্তু জানোয়ারের মিশ্রনে তৈরী।
*****************
সদ্য পাব থেকে বেরিয়ে আসা মদ খেয়ে একদম চুর হওয়া মাতাল বাস ষ্টপে এক মহিলাকে জড়িয়ে ধরতে গেলে বিরাশি সিক্কার এক থাপ্পড় খেলো।
থাপ্পড় খেয়ে মনে হয় কিছুটা হুঁস ফিরলো, বেচারা হাতজোড় করে মাপ চেয়ে বললো মহিলা নাকি অবিকল তার বিয়ে করা বৌ এর মত তাই বোধহয় এই ভুল।
মহিলা এবার যাচ্ছেতাই গালাগালি দিয়ে মাতালকে সামনে থেকে সরে যেতে বললো।
মাতাল তো থ্ !! বলে দেখতে আমার বৌ এর মত হলেও মানলাম এ আমার বৌ নয়। কিন্তু গলার স্বর এমনকি গালাগালি পর্য্যন্ত হুবহু কি করে মিলে যায় ?
ব্যথিত মাতাল এবার চিন্তত হয়ে পড়লো।
*****************
কখন বোঝা যায় যে একজন রাজনীতিবিদ মিথ্যা কথা বলছেন ?
উনার মুখের দিকে তকিয়ে থাকতে হবে, যখনই উনি মুখ খুলবেন তখনই বুঝতে হবে ......
*****************
চওড়া সড়কের একেবারে মাঝখানে কুচকুচে কালো ষাঁড় দাঁড়িয়ে আছে।
বিরাট এক লক্কড়-ঝক্কড় ট্রাক বিশাল গতিতে এদিকেই ধেয়ে আসছে।
ট্রাকের না জ্বলছে হেডলাইট না ব্যকলাইট। রাস্তারও ষ্ট্রীট লাইট গুলোও জ্বলছে না, এমনকি আশেপাশের কোনো দোকানের আলোবাতিও জ্বালছে বলে মনে হচ্ছে না।
এতো কিছুর পরও এত গতিতে ধেয়ে আসা ট্রাক ঠিক ষাঁড়টার সামনে এসেই বিরাট জোরে ব্রেক চেপে দাঁড়ালো।
কেউ কি বলতে পারে কোথাও কোন আলো জ্বলছে না তার পরও ট্রাকের ড়্রাইভার কোন কেরামতিতে ট্রাকটা থামালো !!
তেলেসমাতি আর কারো নয়, আমার। ভর দুপুরে কার যে ঠেকা পড়েছে আলো জ্বালিয়ে রাখার !!!
*****************
মন্তব্য
- অনেক বিষাদের মইধ্যেও একটু দাঁত খুইলা হাসলাম রে ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এক্কেরে ঠিক, যা দিনকাল পড়েছে তাতে মন খুলে হা হা করে হাসলেও লোকে সন্দেহের চোখে তাকায়। এই তো কালকে আণ্ডারগ্রাউণ্ডে কোনো একটা কারনে হাসতেই দেখি কামরা শুদ্ধ লোক আমাকে মাপছে। দেরী না করে পরের ষ্টেশনেই নেমে গেলাম, তারপর অন্য একটা ট্রেন নিয়ে বাড়ী ফিরলাম। ভাবতাছিলাম আমাকে কি ওরা পাগল ভাবতেছিল না কি কামরা শুদ্ধ সবাই পাগল ছিল।
যাঃ কি সব যাচ্ছেতাই বলছি, অত পাগল একসাথে ছাড়া পাবে কি করে ?
আচ্ছা ক্যপশানটা এই রকম হইতে পারে ঃ-
মানবজাতি কি ভূলিয়া গেছে আর কি এখনো ভূলে নাই !!
হাসতে আর হিংসা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হ আমিও হাসলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আপ্নের ইমো টা দেখে আমারো হাসি পাইলো, থ্যাংকু কীর্তিনাশা ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
বাহ, বেশ তো!
এখানে এমন মজা অপেক্ষা করছিল, না ঢুকলে টেরই পেতাম না। ব্লগরব্লগর ট্যাগ দেখে তো এরকমটা বোঝার উপায় নেই, নাকি!
..................................................................................
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
লালন বলে তাই জানিলে
পাপ পুণ্যের নাই বালাই।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমুল্য রতন।
উক্তি এখানে মানায় না। থ্যাংকু মুজিব ভাই।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
নতুন মন্তব্য করুন