পরমানুর পঞ্চবান - ৫ (হাসির গল্প)

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: মঙ্গল, ২৮/১০/২০০৮ - ৬:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

autoএক মদন টকটকে লাল দুটো কান নিয়ে ডাক্তারের কাছে হাজির।

লাল টকটকে কান দেখে ডাক্তার বলল বাম কানটা কি করে পুড়লো? উত্তরে বব্বর বলল সে নাকি জামা কাপড় ইস্ত্রী করছিল আর তখনই মোবাইলে ফোন আসায় ভূল করে ফোনের জায়গায় গরম ইস্ত্রী বাম কানে দিয়ে দিয়েছিল।

কোনো রকমে হাসি চেপে ডাক্তার বলল তা ডান কানটাই বা পুড়ল কি করে ?

আর বলবেন না, একটু পরে সেই একই হারামী আবার কল ব্যাক করেছে।

****************

এক কঞ্জুস টাইপের লোক বাসে চড়ে বসেছে। তা কণ্ডাক্টারের কাছ থেকে টিকিটে দাম শুনে বললো, "তার থেকে তোমরা আমাদের গাড়ী চাপা দিয়ে মেরে ফেলো না কেন" ?

এক কাঠি সরেস কণ্ডাক্টার বলে স্যার দুটো ক্ষেত্রেই টিকিট কিন্তু আপনাকেই কাটতে হবে।

বাসে চড়লেও আবার চাপা পড়লেও।

***************

গ্রামে এক বিরাট পীর বাবা এসে তাঁবু গেড়েছেন, খুব নাকি এলেম, যা বলেন তাই অক্ষরে অক্ষরে মিলে যায়, অন্ধ, লোলা, ল্যাংড়া, সবাই বাবার ধূলো পড়া নিয়েই পার পেয়ে যাচ্ছে।

তা বাবার তাঁবুতে নাকি খারাপ নিয়ত-ওয়ালা কেউ ঢুকলেই সে অদৃশ্য হয়ে যায়। প্রথমবার গ্রামের মোড়ল গেলেন, নিমেষে উধাও তিনি, তারপর নাটকার রাজ্যেশ্বর রক্ষিত তাঁবুতে প্রায় ঢোকার আগেই হাওয়া, প্রচুর সাহস নিয়ে বিনোদিনীও ভেতরে গিয়ে পার পেলেন না।

শেষমেষ সবাইমিলে প্রায় জোর করে মাতাল পরেশ ঘোষকে ঢুকিয়ে দিল। মিনিট খানেক বাদে মাথা চুলকাতে চুলকাতে পরেশ বেরিয়ে আসায় সবাই তো অবাক।

সবাই মিলে ভেতরে গিয়ে দেখে পীর বাবা নিজেই গায়েব !!

***************

প্রেমিকঃ- প্রেয়সী তুমি যা বলবে আমি তাই শুনবো, তুমি যা বলবে আমি তাই বলবো।

প্রেমিকাঃ- তুমি ঠিক বলছো ?

প্রেমিকঃ- অবশ্যই, তুমি যদি দিনকে রাত বলো আমি মানবো, রাতকে দিন বললে আমিও তাই বলবো কারন পাগলের সাথে তর্ক না করে সব মেনে নেওয়াই ভালো, কি বলো!

***************

এক ভদ্রলোক চাপচাপি করে, গাদাগাদি করে, ঠেলাঠেলি করে মায় মারামারি করে এক ভীড় বাসে উঠে কোনরকমে পা রেখেই বললেন যত্তসব জানোয়ারেরা চড়েছে এই বাসে।

পেছন থেকে কেউ একজন বলে উঠলো, সব জানোয়ারই আছে, বাকি ছিল শুধু গাধার, তাও অবশেষে যোগাড় হলো।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কয়েকটা অনেকবার শোনা হয়েছে তবুও মজা লাগল।

দেবোত্তম দাশ এর ছবি

অনেকগুলোই অনুবাদ (চুরি করা) অন্য কোথাও থেকে
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

হ ! কীপ অন স্মাইলিং ধুগো ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাহাহাহাহাহাহাহা দারুন লাগল সবগুলো হিহিহিহিহিহি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

আপ্নের হাসি দেখে আমারো হাসি পাইলো। থ্যাংকু মুমু
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দ্রোহী এর ছবি
দেবোত্তম দাশ এর ছবি

উমমম
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কীর্তিনাশা এর ছবি

মজা পেলাম হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু কীর্তিনাশা ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রেনেট এর ছবি

প্রথমটা জট্টিল।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দেবোত্তম দাশ এর ছবি

হি হি হি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অনিন্দিতা এর ছবি

প্রথমটা বেশী মজার।

দেবোত্তম দাশ এর ছবি

ঠিক বলেছেন, অনেকেই তাই বলছেন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জ্বিনের বাদশা এর ছবি

হাসতে হাসতে মারা যাচ্ছি .... প্রথমটা পড়ে বিশেষ করে ...

একটা কথা, আপনার এই "পরমাণুর পঞ্চবাণ" টাইপের কাঠখোট্টা নামটা দেখে ভেবেছিলাম আপনিও বুঝি অভিজিৎ, তুলিরেখা, শিক্ষানবীশদের মতো জটিল পরমাণুতত্ব নিয়ে লিখছেন!! ... অভিজিতের অতিশয় সহজবোধ্য লেখা পড়েই মাথায় ঝিম ধরে, তাই এতদিন আপনার এই সিরিজ ভয়ে মাড়াইনি ... এখন তো দেখি এটা হাসির খনি !!!
আরেকটু সোজাসাপ্টা নাম দিলে মনে হয় আরো কিছু লোকের দিন ভালো কাটতো চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দেবোত্তম দাশ এর ছবি

তাই ভাবি কেউ পড়ে না কেন ? এবার থেকে মনে হয় সবাই পড়বেন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

বিপ্লব রহমান এর ছবি

খুব ভালো। ক্যারি অন! হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু বিপ্লব ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অভ্রনীল এর ছবি
দেবোত্তম দাশ এর ছবি

প্রায় সবাই তো তাই বলল।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সবগুলিই দারুণ মজার।

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু থ্যাংকু আখতারুজ্জামান ভাই । চুরি করা সব লিখে আমি একাই বাহবা নেই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অমিত আহমেদ এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।