টিকিট চেক করেতে এসে টিকিট চেকারকে এক ভদ্রলোক দুটো টিকিট এগিয়ে দিলেন।
দুটো টিকিট কেন কেটেছেন প্রশ্ন করলে যাত্রীটি বলল, কোনো কারনে যদি একটা টিকিট হারিয়ে যায় তাহলে আরেকটা তো আছে।
আর যদি দুটো টিকিটই হারিয়ে যায় তাহলে - প্রশ্ন চেকার বাবুর ?
“তাহলে মান্থলি (মাসিক) টিকিটটা করেছি কি করতে ?” সোজা জবাব এলো।
*****************
পার্টিতে ব্যাপক খানাপিনা, নাচ গানা হচ্ছে।
এক ডাকসাইটে সুন্দরীকে দেখে এক কমবয়েসী ছেলের সুন্দরীর সাথে নাচার ভীষন শখ হলো।
কাছে গিয়ে বললো ম্যাডাম আমরা কি একসাথে একটু নাচতে পারি !
পিচ্চি ছেলেকে দেখে মহিলা বললেন বাচ্চার সাথে আমি নাচি না,
মাথা চুল্কে ছেলেটি বলল কিন্তু ম্যাডাম আপনাকে দেখে একেবারেই প্র্যাগন্যাণ্ট (অন্তঃস্বত্তা) বলে মনে হচ্ছে না।
*****************
একবার এক ভারতীয়, একজন বাংলাদেশী আর এক পাকিস্থানী একসাথে ঘুরতে বেরিয়েছে।
শুনশান রাস্থায় হটাৎ এক আলাদিনের সাগরেদ জিনের দেখা পেলো। জিন সবাইকে একটা করে বর দিতে চাইল।
প্রথমে বাংলাদেশী বললো আমাদের শষ্য শ্যামলা জমি আরো উর্বর করে দাও। তাই হলো।
পাকিস্থানী বলল, পুরো পাকিস্থান মোটা দেয়াল দিয়ে ঘিরে দাও তাহলে কোনো শ্ত্রু আমাদের আর আক্রমন করতে পারবে না। হুকুম নিমেষে পালন হলো।
ভারতীয় দেয়ালের ব্যাপারে আরো বিশদ জানতে চাইলে জিন জানালো, দেয়াল ২৫০ ফিট উঁচু, ৫০ ফিট মোটা এবং কোনো কিছুই এটাকে ভাঙ্গতে পারবে না। বাইরের কেউ ভেতরে যেতে পারবে না।
তাহলে বর হিসাবে আমি চাই সেটাকে পুরো জল দিয়ে ভরে দাও, ভারতীয় বলল।
*****************
প্রমিকা ঃ- কতদিন হয়ে গেল আমাদের দেখা নেই মানলাম, কিন্তু তাই বলে কি আমাকে চিঠিও লিখতে পারতে না
প্রেমিক ঃ- বলো কি, আমি কতোগুলো চিঠি দিলাম, তুমি নিজেও অনেকগুলোর উত্তর দিয়েছ। এই দেখ বলে চিঠি বের করে দেখালে
প্রমিকা ঃ- একি, এই চিঠিগুলি তো আমার মার হাতের লেখা ?
প্রমিক ঃ- বলো কি? তার মানে আমি কষ্ট করে রোজ এত টাকা খরচ করে কি তোমার মায়ের সাথে ফোনে কথা বলতাম ?
*****************
একবার এক পাঞ্জাবী ভদ্রলোক লণ্ডনে যাবার প্লেনে উঠে ইকনমি ক্লাসের টিকিট নিয়ে ফার্ষ্টক্লাসে বসে পড়েছেন। এখন উনাকে বার বার বলা স্বত্তেও উনি উঠতে চাইছেন না এই বলে যে “সর্দারজী একবার কোথাও বসে গেলে আর তাকে তোলা যায় না”
হয়েছে মহা সমস্যা, পুলিশ ডাকা যায়, কিন্তু তাতে অনেক ঝামেলা, ফার্ষ্ট ক্লাসের অন্যান্য যাত্রীদেরও অসুবিধা দেওয়া হবে।
এর মধ্যেই অন্য একজন যাত্রী এসে পাঞ্জাবী ভদ্রলোককে কানে কানে কি সব বলতেই পাঁইয়া জী আগে বলবে তো বলে সুড়সুড় করে নিজের যায়গায় চলে গেল।
সবাই তো অবাক। পরে ভদ্রলোককে প্রশ্ন করে জানা গেলো উনি পাঞ্জাবী ভদ্রলোককে শুধু বলেছেন ফার্ষ্টক্লাসের যাত্রীরা সবাই প্যারিস যাচ্ছা, একমাত্র ইকনমি ক্লাসের লোকেরাই লণ্ডনে যেতে পারবে বলাতেই ভদ্রলোক নিজের যায়গায় চলে গেলেন।
*****************
মন্তব্য
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হি হি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হি হি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
তিন নাম্বারটা পুরা আগুন! তবে বরটা ভারতীয় না চেয়ে বাংলাদেশীটা চাইলে আরো ভালো লাগতো...
আমি লিষ্ট বানাচ্ছি কে কে চায় না।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
পাক-ভারতীয় চৌবাচ্চা ট্রিটমেন্টে খিক খিক..
ঃ)
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থ্যাংকু পরিবর্তনশীল ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
চুরি করা এগুলো
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
শেষেরটা বেশি ভালো লাগলো।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
থ্যাংকু শিমুল বোন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন