পরমানুর পঞ্চবান - ৭ (হাসির গল্প)

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: বিষ্যুদ, ৩০/১০/২০০৮ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

small ১ম গাধাঃ- আমি যে ধোপার বাড়ী কাজ করি সেই ধোপা আমাকে খুব মারে

২য় গাধাঃ- তাহলে তুই ওই বাড়ী ছেড়ে পালাস না কেন ?

১ম গাধাঃ- আসলে ধোপার এক খুব সুন্দরী মেয়ে আছে, আর মেয়েটা কিছু করলেই ধোপা তাকে বলে “তোকে আমি গাধার সাথেই বিয়ে দেব”।
আজ কত বছর হয়ে গেল সেই আশায় আজো ধোপার বাড়ী ছাড়তে পারি নি।

********************

এক শিক্ষক ক্লাসে এক পোংটা ছাত্রকে জিজ্ঞেস করলেন “জ্ঞান চাও না টাকা” ?
স্বভাবতই ছাত্রটি বলল “টাকা স্যার”।

স্যারঃ - তা আমি জানতাম, তুমি কি জানো আমি হলে কি চাইতাম?

ছাত্রঃ - “সোজা স্যার, আপনি জ্ঞানই চাইতেন”।

স্যারঃ - (হেসে) কেনো বলতো ?

ছাত্রঃ - (মুচকি হেসে) যার যেটা নেই সে তো সেটাই চাইবে !!

********************

এক বার এক তোতা পাখী খুব জোরে উড়ছিল, তার উল্টোদিকেই একটা ফেরীও ভীষন স্পীডে আসছিল।

তোতা গতি সামলাতে না পেরে ফেরীর সাথে টক্কর খেয়েই বেহুঁস হয়ে পড়ে গেল, একটা লোক বেচারা বেহুঁস তোতাকে বাড়ি নিয়ে শুশ্রুষা করে খাঁচার মধ্যে রেখে দিল।

কিছুক্ষন পরে তোতার হুঁস ফিরলে, খাঁচার মধ্যে নিজেকে দেখে “জেল জেল বলে চিৎকার করে বললো, তাহলে কি ফেরীর ড্রাইভার মারা গেল?”

********************

অফিস থেকে সদ্য ফেরা স্বামীকে তার স্ত্রী বললেন খুব শিগগীরই তারা তিনজন হতে চলেছেন।

স্বামী খুব খুশী হয়ে বললেন “তুমি মা হতে চলেছ বলে তোমায় অভিনন্দন”

স্ত্রীঃ- আমি মা হতে চলেছি তোমায় কে বললো ?

স্বামীঃ- কেন এই যে এইমাত্র বললে আমরা তিনজন হতে চলেছি ?

স্ত্রীঃ- (হেসে মুখ চেপে) যাঃ কি যা তা বল!! আমার মা আমদের সাথে পাকাপাকি থাকবে বলে চলে আসছে।

********************

সিনেমা হল থেকে সিনেমা দেখে বেরোনো যাত্রী সদ্য দেখা শাহরুক খানের ছবি নিয়ে রিক্সা চালকের সাথে বেশ ভালোই বাদানুবাদ করছিল। রিক্সাওয়ালা যতই বলে শাহরুক খান ছাড়া কেউ অভিনয় পারে না, যাত্রীটি ততই বোঝানোর চেষ্টা করে আমির শাহরুকের থেকে অনেক ভালো অভিনয় করে।

রিক্সাওয়ালা চুপ করে যায়। বুদ্ধিমান শিক্ষিত যাত্রী রিক্সাওয়ালা তার কথা মেনে নিয়েছে বা বুঝেছে ভেবে রিক্সাচালককে আরো জ্ঞান দিতে থাকে।

রিক্সা চলছে তো চলছে, হটাৎ করে রিক্সাচালক তার যাত্রীকে প্রায় জোর করে রিক্সা থেকে নামিয়ে দিয়ে বললো, “যান আপ্নের আমিরকে গিয়ে বলেন আপ্নেরে বাসায় পৌঁছে দিতে”।

********************


মন্তব্য

হিমু এর ছবি

অনলাইন কোন ছবির লিঙ্ক যখন দেন, তখন কোডএর প্রথম ভাগটা [img=auto] এর পরিবর্তে [img=small] করে নিতে পারেন। তাহলে আর লেখা ভচকাবে না।


হাঁটুপানির জলদস্যু

দেবোত্তম দাশ এর ছবি

ঠিকাছে হিমু ভাই। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অমিত আহমেদ এর ছবি
দেবোত্তম দাশ এর ছবি

এই পর্ব খুব হাসানোর মত ছিল না বুঝি ?
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি দারুন, আম্মুকেও কয়েকটা পড়ে শুনালাম, দুজন মিলে খুব হাসলাম। হো হো হো
তবে তোতা পাখিরটা বুঝতে পারলাম না।
চলুক আপনি এই সিরিজটা কন্টিনিউ করেন।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু মুমু, চেষ্টা করব, তবে চুরি করে করে ক্লান্ত ঃ)
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
তোতা পাখিরটা পড়ে হাসতে হাসতে শেষ। হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দেবোত্তম দাশ এর ছবি

তাইলে প্লিজ মুমুকে বলে দাও ঘটনাটা, আমি ভাবছিলাম বলবো।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রণদীপম বসু এর ছবি

প্রথম দুটো আগের শোনা। তবে বাকিগুলো নতুন, মানে আগে শুনি নাই।

তবে চলতে থাকুক। একটা হাসির আর্কাইভ তৈরি হয়ে উঠুক।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক... এরকম হাসির খোরাকের দরকার আছে অনেক... হো হো হো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।