পরমানুর পঞ্চবাণ - ৯ (হাসির গল্প)

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: রবি, ০২/১১/২০০৮ - ৯:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

smallমাঝরাতে ঘুম থেকে জেগে উঠে ভদ্রমহিলাটি দেখেন তার একান্ত অনুগত স্বামীটি তার পাশে নেই। ভদ্রমহিলা বেশ চিন্তিত হয়ে বিছানা ছেড়ে উঠার সময় পুরুষ কণ্ঠের আওয়াজ পেলেন।

দেখলেন ভদ্রলোক বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে কাঁদছেন।

কি ব্যাপার জানতে চাইলে ভদ্রলোক বললেন “আজ থেকে বাইশ বছর আগে তোমাকে বিয়ে করায় অসম্মতি জানালে তুমি আমাকে আমাকে আত্মহত্যার ভয় দেখিয়ে বলেছিলে, “তোমার মৃত্যুর জন্য আমাকে দায়ী করে যাবে এবং আমাকে জোর করে তোমাকএ বিয়ে করতে বাধ্য করেছিলে”

ভদ্রমহিলা বললেন “হ্যাঁ, মনে আছে, কিন্তু আজ এতবছর পরে এসব কথা হচ্ছে কেন?”

ভদ্রলোক আরো জোরে জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বললেন “সেদিন আমি জেলে গেলে আজকের দিনটায় আমি জেল থেকে মুক্তি পেতাম”।

*****************

মদের বারে বসে অনেকেই মদ খাচ্ছিল।

কোন এক কারনে পাশাপাশি বসা দুই মদ্যপের মধ্যে ভীষন তর্কাতর্কি লেগে গেলো, কথা কাটাকাটি যখন তুঙ্গে তখন এক মাতাল বলে উঠলো “I slept with your mother আমি তোর মার সাথে শুয়েছি”।

পুরো বার নিঃশব্দ হয়ে গেল, সবাই ভাবছে এবার দ্বিতীয় মাতাল ভয়ংকর কিছু একটা বলবে আর তার পরই শুরু হবে লাঠালাঠি আর মারামারি।

কিন্তু দ্বিতীয় মাতাল কোনো প্রত্যুত্তরে কিছু বলল না দেখে প্রথম মাতাল আরো উচ্চস্বরে একই কথা আওড়ালো।

আশেপাশের সবাই একটু ফিসফাস করতে শুরু করলো।

এবার দ্বিতীয় মাতাল শান্ত স্বরে বলল “বাবা বাড়ী যাও তুমি মাতাল হয়ে গেছো”।

*******************

এক মাতাল আর এক মাতালকে জিজ্ঞেস করলো, আচ্ছা ফোর্ড নাম টা কিসের !

দুনম্বর মাতাল বলল একটা গাড়ী তৈরী কোম্পানীর নাম।

তাহলে অক্সফোর্ড কিসের নাম !!

একদম সোজা, অক্স মানে ষাঁড় আর ফোর্ড তো জানই।

*******************

এক পাঞ্জাবী আর এক বাঙ্গালী রেষ্টুরেণ্টে ঢুকেছে খেতে। রেষ্টুরেণ্টে একটাই চিকেন রোষ্ট ছিল আর দুর্ভাগ্যবশতঃ সেই বাঙ্গালী প্রথমেই ওটার ওর্ডার দিয়ে দিল। এখন পাঞ্জাবীও চিকেন রোষ্ট খাবে, তাই বাঙ্গালী লোকটাকে রোষ্ট না নিয়ে অন্যকিছু নিতে বলল।

কিন্তু বাঙ্গালী লোকটাও নাছোড়বান্দা। কিছুতেই সে ওটা ছাড়বে না।

রেগে গিয়ে পাঞ্জাবী লোকটি বলল তাহলে তুই যেভাবে মুরগী খাবি আমি ঠিক সেইভাবে তোকে টের পাওয়াবো।

মুরগীর রোষ্ট এলো, বেচারা বাঙ্গালী মুরগীর ঠ্যাংএ কামড় দিতেই পাঞ্জাবী ভদ্রলোকের পা মুচকে দিল, মুরগীর হাত ধরে টান দিতেই বেচারার হাত খামচে দিল।

রেগে মেগে বাঙ্গালীটি বলল, “এবাই আমি যা করবো তা তোমাকে করতে হবে না হলে তোমার খবর আছে বলে মুরগীর পাছা চাটতে লাগল”।

*******************

ভোর বেলা মদন তার পোষা কুকুরকে নিয়ে মর্নি ওয়াকে বেরিয়েছে, তো বেশ কিছুদুর হেঁটে যাবার পর একজন আধপরিচিত ভদ্রলোকের সাথে দেখা হলো।

ভদ্রলোক দেখেই বললেন, “সকাল সকাল গাধাকে নিয়ে কোথায় বেরিয়েছ” ?

মদন বলল, “এটা গাধা নয় কুকুর”।

ভদ্রলোক বললেন, “আমি তো কুকুরকেই সেটা জিজ্ঞেস করছিলাম”

*******************


মন্তব্য

এনকিদু এর ছবি

“I slept with your mother আমি তোর মার সাথে শুয়েছি”।

অনুবাদ হওয়া উচিত "আমি তোর মায়েরে ... "

তাইলে ফ্লেভারটা আরো ভাল হইত চোখ টিপি

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দেবোত্তম দাশ এর ছবি

"আমি তোর মায়েরে ... "

এটার ইংরাজী বোধহয় অন্য কিছু হবে !!! আর এটা একটু বেশী বেশী হয়ে যায় না ঃ) ...

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পান্থ রহমান রেজা এর ছবি

দেবুদা', ই-বুক পাঠানোর জন্য আপনার ই-মেইল চাইলাম, কোনো সাড়া শব্দ পাইলাম না। দেইখেন, পরে কিন্তু আমারে দোষারোপ করতে পারবেন না।

দেবোত্তম দাশ এর ছবি

dabattam.das@bt.com .... দৌড়ের উপর আছি, পরে কথা হবে পান্থ ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহা শেষেরটা পড়ে হাসতে হাসতে পরে গেলাম গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পান্থ রহমান রেজা এর ছবি

ইশরে! ব্যথা পান নি তো?

মুশফিকা মুমু এর ছবি

হুমম পেয়েছি ওঁয়া ওঁয়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দেবোত্তম দাশ এর ছবি

ওটা মজার ছিল বটে।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুলতানা পারভীন শিমুল এর ছবি

প্রথমটা খুবই মজার। হাসি
তারপর দ্বিতীয়টা।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দেবোত্তম দাশ এর ছবি

হুমম, মানলাম
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

জ্বিনের বাদশা এর ছবি

প্রথমটা অন্য লেভেলের মজার চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জি.এম.তানিম এর ছবি

কেবল ভুক্তভোগীরাই জানে?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দেবোত্তম দাশ এর ছবি

দিল্লীকা লাড্ডূ
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

দেবোত্তম দাশ এর ছবি

একেবারে ঠিক ।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

রেনেট এর ছবি

আজকের কৌতুকগুলো পড়ে বেশ মজা পেলাম দেঁতো হাসি চলুক
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু রেনেট ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

অতন্দ্র প্রহরী এর ছবি

এইবারেরগুলো আসলেই অনেক মজার, দেবু'দা... বিশেষ করে প্রথম দুইটা হাসি

দেবোত্তম দাশ এর ছবি

থ্যাংকু, থ্যাংকু প্রহরী ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।