ছেলেঃ- বাবা বল তো কে বেশী বুদ্ধিমান, তুমি না আমি ?
বাবাঃ- আমি, কারণ আমি তোমার বাবা, তোমার থেকে বয়সে বড় এবং সবচেয়ে বড়কথা আমার তোমার থেকে অভিজ্ঞতা বেশী।
ছেলেঃ- ঠিকাছে বাবা, বলতো আমেরিকা কে আবিষ্কার করেছে ?
বাবাঃ- এটাও জানো না, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে ?
ছেলেঃ- তাহলে কলম্বাসের বাবা কেন আমেরিকা আবিষ্কার করে নি !!!
***********************
আচ্ছা এরকম চোর ঘরে রাখ কেন বলো তো !!
কেন কি হয়েছে সেটা বলবে তো ?
কি আর বলবো, শয়তানটা তোমার ঘুষের পাওয়া পুরো টাকাটা মেরে দিয়েছে।
বলো কি !! এখন আমি পুলিশকে কি বলবো ?
***********************
ছেলে বাবাকে বলছিল, আচ্ছা বাবা তুমি এত টাকা পয়সা কি করে করলে ?
বাবাঃ- অনেক কষ্ট করে, বলতেও অনেক সময় লাগবে।
ছেলেঃ- তবুও বলো না।
বাবাঃ- তখন আমার কাছে মাত্র ৫০ টাকা ছিল, সেটা দিয়ে আমি একঝুড়ি আম কিনে বিক্রী শুরু করি। তার পরদিন আরো এক ঝুড়ী, এরকম করে ......
ছেলেঃ- তারপর কি বাবা ...... অনেক আম বিক্রী করে অড়লোক হয়ে গেলে ?
বাবাঃ- আরে দূর বোকা, এরকম করে কি আর সবাই অত টাকার মালিক হতে পারে ?
ছেলেঃ- তাহলে !!!
বাবাঃ- আম বিক্রী শুরু করার কিছুদিন পরেই আমার স্বশুর মশায়ের মৃত্যু হয়ে গেল।
***********************
রাস্থায় এক্সিডেণ্ট হয়েছে। চারিদিকে লোকজন জড়ো হয়ে আছে, কার কি হয়েছে, কি ভাবে হয়েছে, কে মারা গেছে কিছুই এতটুকু বোঝার উপায় নেই। কিছু দেখা যাচ্ছে না, লোকজন চারিদিকে গিজগিজ করছে।
এক মাঝবয়ষ্ক লোকের হটাৎ জানার খুব ইচ্ছে হলো যে কে মরেছে, কিন্তু চারিদিকে এতো লোকজন ঘিরে আছে আর এতই ভীড় যে কিছুই দেখা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না।
হটাৎ ভদ্রলোক চিৎকার করে বললেন যে মারা গেছে আমি তার পিতা।
সঙ্গে সঙ্গে ভদ্রলোকের জন্য রাস্থা পরিষ্কার হয়ে গেল।
ভদ্রলোক ভেতরে গিয়ে দেখেন একটা কুকুর মরে পড়ে আছে।
***********************
এক ভদ্রলোকের এক মুরগী রোজ সকালে একটা করে ডিম পাড়ত, আর লোকটি ডিমটা নিয়েই ওমলেট করে খেয়ে ফেলতো।
একদিন উনার মুরগী পাশের বাড়ীতে গিয়ে ডিম পাড়ায় সেই বাড়ীর মালিক ডিমটা রেখে দিল।
তা এই বাড়ীর ভদ্রলোক সেটা ফেরত চাইলে ওই বাড়ীর মালিক বলল যেহেতু মুরগী ওনার বাড়িতে ডিম পেড়েছে সেহেতু ডিমটা ওনারই হবে।
ভদ্রলোক বলল এভাবে তো আর হটাৎ করে ডিমটা আপনার হয়ে যেতে পারে না, তার চেয়ে চলুন এক কাজ করি আমরা পরীক্ষা করি, যার গায়ে যত জোর ডিমটা তারই হবে। কি ভাবে! একজন আর একজনের বিচিতে লাথি কসানোর পর যে যত তাড়াতাডি উঠে যাবে ডিমটা তারই হবে।
দুজনেই রাজী হলে, মুরগীর মালিক ভদ্রলোক মোটা জুতো পরে পাশের বাড়ির ভদ্রলোককে একটা বিশাল লাথি কষালে।
মিনিট ১৫ বাদে লোকটা ওঠে বলল এবার আমার পালা।
মুরগীর মালিক এবার ওই ভদ্রলোককে ঊনার মুরগীর পাড়া ডিমটা রেখে দিতে বলল।
***********************
মন্তব্য
শেষের টা জটিল!!!
হা হা হা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
- কি সাংঘাতিক!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাংঘাতিক মানে অতীব সাংঘাতিক!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
খাইছে!!!!!!!!!!!
কী ব্লগার? ডরাইলা?
খাইছে তো পাশের বাড়ীর ভদ্রলোক ঃ)
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
জটিলরে ভাই বহুত জটিল।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নজমুল ভাই, এইটা জটিলস্য জটিল।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
শেষেরটায় পুরা জাঝা
-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
থ্যাংকু
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
এবারের সব কয়টাই উড়াধুরা হইছে, দেবুদা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এক্কেরে ধুলা উড়াইয়া দিয়া
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
দারুন দেবু'দা... দারুন!
থ্যাংকু প্রহরী ভাই। হাসতে আমাদের সবারই ভালো লাগে, আর আমার ভালো লাগে সবাই যখন পড়ে হাসেন।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আণ্ডার দাম একটু বেশি হয়ে গেল...
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
বেশ বেশ।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
হ, নিজের আন্ডা দিয়া মুরগির আন্ডা পাইলো।
নতুন মন্তব্য করুন