• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

পরমানুর পঞ্চবাণ - ১২ (হাসির গল্প)

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: বুধ, ১৯/১১/২০০৮ - ১০:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

small
ভদ্রলোকঃ- হ্যালো হ্যালো হ্যালো আমার বাগানে চোর ঢুকেছে, মনে হয় এরা এবার আমার ঘরে ঢুকে পড়বে।

পুলিশঃ- দেখুন এইমুহুর্তে আমাদের একজনও পুলিশ পাঠাবার মতো নেই সবাই ব্যস্ত, আপনি বরং ভালো করে দরজা লাগিয়ে রাখুন আর ততক্ষনে কেউ ফাঁকা হলেই আপনার ওখানে পাঠিয়ে দেব।

ভদ্রলোকঃ- কিন্তু এরা যে এখনই ঢুকে পড়বে?

পুলিশঃ- তো আমরা কি করতে পারি বলে লাইন কেটে দিল।

(মিনিট দুয়েক পরে)

ভদ্রলোকঃ- হ্যালো আমি একটু আগেই আপনাদের ফোন করেছিলাম আমার বাগানে চোর ঢুকেছে বলে, তা আপনাদের আর আসতে হবে না, কারন আমি সবকটাকেই গুলি করে মেরে দিয়েছি বলেই ভদ্রলোক ফোন কেটে দিলেন।

পাঁচ মিনিটের মধ্যে তিন ভ্যান পুলিশ আর ওসি নিজে হাজির। সবকটা চোর ধরা পড়লো।

পুলিশঃ- আমার মনে হয়েছিল ফোনে আপনি ওদের গুলি করে মেরে ফেলার কথা বলছিলেন ?

ভদ্রলোকঃ- আমার মনে হয়েছিল ফোনে আপনি বলেছিলেন যে আপনারা সবাই ব্যস্ত।

*****************

স্বামীঃ- এই শুনছো আজ আমি আমার খুব কাছের বন্ধুকে রাতে আমাদের বাড়ীতে খাবার জন্য নিমন্ত্রন করেছি।

স্ত্রীঃ- কি বললা! তুমি কি পাগল হয়েছো ? সারা ঘর আগোছালো, বাজার-ঘাট কিছু করা হয় নি রান্নাঘরের অবস্থা খারাপ, থালা-বাসন কিছু ধোয়া নাই,

স্বামীঃ- (হেসে বললো) ওই জন্যই তো ওরে নেমতন্ন করেছি।

স্ত্রীঃ- ওইজন্য মানে ?

স্বামীঃ- বিয়ে করবার জন্য একেবারে পাগলা হয়ে উঠেছে কি না, তাই একটু ...

*****************

একবার বন্যার সময় জল হু হু করে বাড়ছে,

একজন ভদ্রলোক বাড়ির ছাদে বসে রইলেন।

উদ্ধারকারীরা এসে উনাকে উদ্ধার করতে চাইলে তিনি জানালেন ঈশ্বর উনাকে রক্ষা করবেন।

উদ্ধারকারীরা চলে গেল।

জল বাড়তে থাকলো, উদ্ধারকারীরা আবার এসে দ্বিতীয় বারের মত উদ্ধার করতে চাইলে তিনি আবারো জানালেন যে ঈশ্বর উনাকে রক্ষা করবেন।

উদ্ধারকারীরা চলে গেল।

এবার জল বাড়তে বাড়তে বিপদ সীমা অতিক্রম করলে উদ্ধারকারীরা শেষ বারের মত উনাকে উদ্ধার করতে চাইলে এবারও তিনি একই কথা বললেন যে ঈশ্বরই নাকি উনাকে রক্ষা করবেন।

উদ্ধারকারীরা চলে গেল।

জল এত বেড়ে গেলো যে আর কিছু করার ছিল না, উদ্ধারকারীরাও নেই, ভদ্রলোক মারা গেলেন।

:(

মৃত্যুর পর ভদ্রলোক ঈশ্বরের কাছে জানতে চাইলেন ঈশ্বর উনাকে কেন বাঁচান নি ?

ঈশ্বর বললেন, আমি তো তোমাকে উদ্ধার করতে পাঠিয়েছিলাম, কিন্তু তুমিই তো তিন তিন বার প্রত্যাখ্যান করলে ?

*****************

একটা পাজি ছেলে একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করলো “তোমার দোকানে কি সিগারেট আছে ?”
দোকানদার বলল “না”

ছেলেটিঃ- তোমার দোকানে কি সিগারেট আছে ?
দোকানদার আবার বলল “নাঃ নেই”

ছেলেটিঃ- “তোমার দোকানে কি সিগারেট আছে ?
দোকানদার বলে উঠলো “বললাম তো নেই”

ছেলেটিঃ- তোমার দোকানে কি সিগারেট আছে ?
দোকানদার বলল “তুই কি কানে কম শুনিস নাকি, বললাম তো নেই ”

ছেলেটিঃ- তোমার দোকানে কি সিগারেট আছে ?
দোকানদার রেগে গিয়ে বলল “আর একবার বলেছিস কি ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেবো”

ছেলেটিঃ- তোমার কাছে ডাণ্ডা আছে ?
দোকানদার বলল “না নেই, কেন কি হয়েছে?”

ছেলেটিঃ- তোমার দোকানে কি সিগারেট আছে ?

*****************

সুনু আর মুনু হসপিটালে পাশাপাশি বসে আছে ।

মুনু ভেতরে চলে গেল, কিছুক্ষন পরে ভেতর থেকে মুনু কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো।

মুনুকে কাঁদতে দেখে সুনু জিজ্ঞেস করল কি হয়েছে

মুনু বলল ব্লাড টেষ্ট করবে বলে আঙ্গুল থেকে রক্ত নিতে গিয়ে আঙ্গুলটাই কেটে ফেলেছে।

এটা শুনে সুনু এবার হাউমাউ করে কেঁদে ফেলল।

হতভম্ব মুনু, সুনুকে জিজ্ঞেস করলো কি হয়েছে?

আমি তো এখানে ইউরিন টেষ্ট (মুত্র পরীক্ষা) এসেছিলাম।

*****************


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
দেবোত্তম দাশ এর ছবি

:))

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মাহবুব লীলেন এর ছবি

শেষেরটা আপনার নিজের অভিজ্ঞতা বলে খুবই দুঃখ পেলাম
আহারে বেচারা...

দেবোত্তম দাশ এর ছবি

আমি তো মুনু ছিলাম :), সুনুটা তাইলে কে :D
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পান্থ রহমান রেজা এর ছবি

দুই আর পাঁচ নম্বর তোফা হয়েছে। :))

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

হা হা.... ২/১ -টা পুরনো হলেও পরিবেশনা জোশ ছিল... গরম গরম খেয়ে ফেললাম

শামীম এর ছবি

৩নংটা ঈশপের গল্পের স্টাইল .....

Evan Almighty সিনেমাতে বিধাতার সাহায্য নিয়ে একই রকম উপদেশ ছিল।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

৪ আর ৫ নম্বর জটিল হয়েছে। (হোহোহো)

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

শেষের দুইটা আসলেই জটিল মজার :-))

তবে এইবার ভেজাল খাওয়ালেন মনে হচ্ছে! তিন নাম্বারটা তো 'হাসির গল্প' হল না, এইটা তো 'শিক্ষণীয় গল্প' :-?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।