হা সেলুকাস, তুমি কি দেখিয়াছ বিচিত্র এই দেশ !

দেবোত্তম দাশ এর ছবি
লিখেছেন দেবোত্তম দাশ (তারিখ: রবি, ২৭/০৯/২০০৯ - ৭:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
চারিদিকে লোকে লোকারণ্য, চারিদিক লাল-সাদা ফিতে দিয়ে ঘিরে দিয়েও ভীড়ের ঠেলা সামলাতে পুলিশের কালঘাম ছুটে যাচ্ছে। তবু আম জনতার কাউকেই পুলিশ ধারে-কাছে ঘেঁষতে না দেবার চেষ্টা করেছে। এরমধ্যে সরকারী বেসরকারী টিভি চ্যানেল গুলোর ক্যামেরা সরাসরি ধারাবিবরনী (লাইভ টেলিকাষ্ট) দিয়ে চলেছে। শোনা যাচ্ছে খোদ মন্ত্রী,পুলিশের বড়কর্তা আরো কে কে সব হোমরা চোমরাদের নিয়ে যে কোন সময় হাজির হতে পারেন। কেউ কেউ আবার বলছে জুলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়া থেকে প্রত্নতাত্তিক দের’ও নাকি ডাকা হয়েছে পরীক্ষা করে দেখার জন্যে।

কি ব্যাপার! পূজোর এই সময় কেউ আবার খুন-টুন হয়ে গেল নাকি! জানার উৎসাহে ভীড়ের মধ্যেই মাথা গলানোর চেষ্টা করতেই উৎসাহী আম-জনতার এক জনদরদী ভাই জানালেন, “দাদা সয়ং মায়ের দর্শন মিলেছে, এতদিন পরে বোধহয় মা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, মা মাগো আমাদের আশির্বাদ করো মা” হুংকার ছেড়ে ভদ্রলোক দু-হাত একেবারে শূন্যে তুলে দিতে ভূললেন না। কেউ কেউ আবার ভক্তিভরে সেখানেই মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম করছে। এক লালটুপীওয়ালা পুলিশকেও দেখলাম কপালে হাত ঠেকাতে, কর্মস্থলে এসে উনিও ধর্ম করে নিচ্ছেন আর কি!

রামপ্রসাদের গান মনে এলো, “মা তোর কতো রঙ্গ দেখবো বল”

এর মধ্যে এক পাজি ছিঁচকে ছেলে সুর করে গেয়ে উঠলো, “মা হয় দেখা দে,নয় ট্যাকা দে”
আরেক পাঁজি ছোঁড়া বক্তা ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠলো “দাদা টাকাই যখন চাইছেন তাহলে মা’কে আর দেখা করতে বলছেন কেন?”

আরে দাদা আমায় কি বোকা পেয়েছেন নাকি, মা দেখা দিলে তো তার কাছে ট্যাকাই চাইবো
টেকো মতন কেউ একজন বলে উঠলেন, এই জো, সবকিছু নিয়ে ইয়ার্কি মারাটা কি ঠিক?

ভীড় ঠেলে এগুতে এগুতে যা শুনলাম তাতে বুঝতে পারলাম, কালিদাশ বাবু তার অনেকদিনের কিনে ফেলে রাখা যে জমিতে এবার দালান উঠাবেন বলে কিছুদিন যাবৎ কাজ শুরু করিয়েছিলেন, সেখানে নাকি আজ রহমত মিঞা মাটি খুঁড়তে গিয়ে বহু পুরোনো এক সোনার মূর্তি পেয়েছে। সেটা নাকি সয়ং মায়ের, অবশ্য অনেকেই বলছে মূর্তি সোনার না হয়ে পেতলের হলেও হতে পারে

কোন এক জাতে মাতাল তালে ঠিক ব্যাটা বলে উঠলো, তা দাদা পেতল হোক আর সোনা হোক মূর্তিটা তো মায়েরই, তাতে কি কারো কোন সন্দ আছে? থাকলে আমারে কন

আর দাঁড়ালাম না, বিষয় আমার কাছে সোজাই ঠেকলো বটে। বুঝতে পারি কেন আজ হটাৎ কালিদাশবাবুর জমিতে মাটি ফুঁড়ে মায়ের উদ্ভব হয়েছে, এও বুঝলাম এখন এখানে কালিদাশবাবুর বাড়ি না হয়ে মৃণ্ময়ী মায়ের মন্দির হবে। এখনো এই নিয়ে অনেক পলিটিক্স হবে, অনেক জমা খরচ হবে এ-নিয়ে, তবে এই জমিতে যে কালিদাশবাবুর নিজের আর দালান তোলা হবে না এইটুকু গ্যারাণ্টি আমি শুধু নয় যে কেউ দিতে পারে

*************************

পরদিন খবরে শোনা গেলো মাথায় কোন ভারী বস্তুর আঘাতে রহমত মিঞা মারা গেছে, অনেকেই বলতে লাগলো ব্যাটা মুসল্মান হয়ে মায়ের মূর্তি ছুঁয়েছে তাই মা তাকে আর রেহাই দিলে না

*************************

কিছুদিন আগে অবধি আমি পঁই পঁই করে কালিদাশবাবুকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়েছিলাম এই বলে যে, ক্লাবের অসভ্য ছেলেদের সাথে সাতে-পাঁচে না গিয়ে ওদের সাথে একটা সমঝোতা করে নিতে। মানেননি ভদ্রলোক, এখন মনে হচ্ছে পুরো জমিটাই উনার হাতছাড়া হলো বলে

ভাবতে ভাবতে শিউরে উঠলাম মেরুদণ্ডহীন আমাদের এই যুব-সমাজের কথা ভেবে, কতদূর নিচে ওরা নামতে পারে যে কালিদাশবাবুর জমি হাতাবার জন্য উনারই জমিতে রাতের আঁধারে কোন এক মূর্তি পুঁতে রেখে দেয়, সেটাকেই আরো অথেণ্টিক করতে পরদিন রহমত মিঞাকে দিয়ে সেই মূর্তি তোলায়। আবার সেই ওরাই পুলিশের জেরার সামনে রহমত মুখ খুলে দিতে পারে ভেবে তাকেই চিরতরে হাপিস করে দেয়

হা সেলুকাস, তুমি কি দেখিয়াছ, দেখিয়াছ কি বিচিত্র মোর এই দেশ !

ছবিসুত্রঃ- অন্তর্জাল


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অনেক দিন পরে দেখা মিললো, ছিলেন কোথায় এদ্দিন?

গল্প হিসেবে ভালো, তবে এই জাতীয় ঘটনাকে রাজনৈতিক পরিপ্রেক্ষিত বাদ দিয়ে দেখা সম্ভব নয়। আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোথাও এ জাতীয় কিছু ঘটলে পার্টি তাতে জড়িত থাকবেই। দুষ্কর্মের হোতা তারাই হবে এমন বলছি না, কিন্তু তাঁদের নজর এড়িয়ে এই সব আর ঘটা সম্ভব না। কাজেই ঐ অ্যাঙ্গেলটা মিস করলাম গল্পে।

শিগগির পরের লেখা দিন, এতো লম্বা লম্বা গ্যাপ দিলে হবে?

দেবোত্তম দাশ এর ছবি

ঠিক বলেছেন, রাজনৈতিক অ্যাঙ্গেলটা উহ্য না রেখে সামনে আনাটা বেশী দরকারী ছিল বটে।
কেমন আছেন আপনি !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মাহবুব লীলেন এর ছবি

মাইচ্চেরে
এতো জমি দখলের মারাত্মক এক ক্রিয়েটিভ কৌশল

বাংলাদেশে ভেজালি জায়গার এক কোণায় মসজিদ মন্দির বানিয়ে পুরোটা দখল করতে দেখেছি

জঙ্গলের মধ্যে হঠাৎ পাথর আবিষ্কার করে পীরের দরগা বানিয়ে ফেলতে দেখেছি

কিন্তু এই কৌশল একেবারে নতুন...

দেবোত্তম দাশ এর ছবি

এক্করে নতুন না।
কেমন আছেন লীলেনদা !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সুবিনয় মুস্তফী এর ছবি

বহুদিন পর আপনার দেখা মিল্লো। আজকে দুপুরে (রবিবার) কতিপয় লোকাল সচল একত্র হচ্ছি, আপনি কি ফ্রি আছেন?
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

এনকিদু এর ছবি

আপনারাও আড্ডাবেন ?


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

দেবোত্তম দাশ এর ছবি

না রে দাদা, বাড়ি থেকে বেরোনোর পারমিশান নেই, শরীরটা বেশ খারাপ, আপনার নম্বরটা মেইল করে দিন, আমার মোবাইল চুরি হয়ে গেছে অনেকদিন।
আপনারা সবাই মিলে খুব জমজমাট আড্ডা দিন।
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

শাহেনশাহ সিমন এর ছবি

আগে পড়েছি এমন ঘটনা।
ফলাফল ও যে আগের মত-ই সেটাতে আমিও নিশ্চিত।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দেবোত্তম দাশ এর ছবি

যাক তাও ভালো আপনি শুধু পড়েছেন স্বচক্ষে দেখার সৌভাগ্য আপনার হয় নাই।
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তাও ভালো এটা গল্প! বাস্তবতা কাছাকাছি যদিও চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্, ভালো তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

ভালো লেগেছে...
---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

অতিথি লেখক এর ছবি

যুবসমাজের নৈতিক অবক্ষয় আমাদের সমাজব্যাবস্থার দোদুল্যমান অবস্থানের সৃষ্ট দৈন্য। এ সমাজের...
আইজকা ব্যাস্ত আছি, লেকচার অন্য একদিন দিবনে...

মনজুর এলাহী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।