শোকাবহ ১৪ ডিসেম্বরঃ ভুলিনি, ভুলবো না......

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: শুক্র, ১৪/১২/২০০৭ - ১১:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের সালাম আর তোদের জানাই ঘৃণা......

আসুন স্বরণ করি আমাদের মহান বীর শহীদদের, পাশাপাশি এই শোককে শক্তিতে রূপান্তর করে রুখে দাড়াঁই রাজাকার- আলবদর-আল শামস্‌ গংদের এবং তাদের নতুন প্রজন্মকে! দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আমরা ঘৃণা করি পৃথিবীর তাবত যুদ্ধাপরাধীদের। একজনও যুদ্ধাপরাধী যতদিন বেচেঁ থাকবে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ততদিন যেন আমাদের সংগ্রামের মৃত্যু না হয়।
জয় বাংলা ।।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান"। শহীদ সকল বুদ্ধিজীবিদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করি। দৃপ্তকন্ঠে শপথ করি, এই বাঙলার মাটিতেই আমরা ঘাতক,যুদ্ধাপরাধীদের বিচার করবই,করব।

সু

জ্বিনের বাদশা এর ছবি

একদম অপূরণীয় ক্ষতি ... বাংলাদেশ শুধু এই এক কারণেই পিছিয়ে গেছে অনেক অনেক বছর ...
আর আমরা হতাশ হয়ে সেই ক্ষতিকারী চুতমারানী আলবদরদের কমান্ডারকে মন্ত্রীর গাড়ি চড়তে দেখি, রাষ্ট্রের প্রতি বিশেষ অবদানের জন্য বনানীতে জমি পেতে দেখি ...

"দৃপ্তকন্ঠে শপথ করি, এই বাঙলার মাটিতেই আমরা ঘাতক,যুদ্ধাপরাধীদের বিচার করবই,করব।"

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

----------------------------------------
পাখীটা উড়ে যেতেই চাঁদ উঠে পড়লো-
আজো সেই রক্তমাখা মুন্ডুটাই উঠলো ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আড্ডাবাজ এর ছবি

শুধু স্মরন নয়, আমাদের শোক আর কস্ট পরিবর্তনের শক্তি জোগাক। যুদ্ধাপরাধীদের বিচার হোক, স্থিতিশীল গণতন্ত্র ফিরে আসুক।

থার্ড আই এর ছবি

ধ্রুব ভাই, এই পোষ্টার আপনার আঁকা?? দূর্দান্ত হয়েছে!!
---------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ধ্রুব হাসান এর ছবি

ও থাংকু! কিছুতো বালের করতে পারিনা, যাষ্ট ছোট্ট একটি নিবেদন শহীদদের প্রতি!

দিগন্ত এর ছবি

এ প্রসঙ্গে দৈনিক সংগ্রাম আজকে কি লিখেছে দেখুন
---------------------------------
আমি ততদিন নাস্তিক ছিলাম যতদিন না আমি বুঝেছি যে আমি নিজেই ঈশ্বর।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

ধ্রুব হাসান এর ছবি

দেখলাম আর হাসলাম...। ওদের এই বুদ্ধিবৃত্তিক রাজাকারি দেখে আস্‌ছি সেই অনেক আগে থেকে, নতুন প্রজন্মের অনেকে ওদের এই ষড়যন্ত্রের ফাদেঁ ভুলে পা দিতে পারে এবং দেয়। তবে আজকের আরেকটি উল্লেখযোগ্য খবর হলো এখানে । আজ এতোদিন পর রাজ্জাক সাহেবের নিজেদের ভুলের স্বীকারোক্তিটা ভালো লেগেছে; দুঃখ শুধু এই একটাই আওয়ামী লীগের হঠকারিতার জন্য আমরা অনেক ভুল করে ফেল্‌লাম! তবে এখনো সময় আমাদের হাতের নাগালের বাইরে যায়নাই।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জয় বাংলা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।