ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু হিমু'র গাওয়া জাতীয় সঙ্গীত আমাকে এমন করে আন্দোলিত করলো যে, মনে হলো আজ এই দিনে আমারো কিছু শেয়ার করার আছে আপনাদের সাথে। এখানে বঙ্গবন্ধু'র কিছু বক্তব্যের অডিও ভার্সন তুলে দেয়া হলো, যার একটি ২১ ফেব্রুয়ারী ১৯৭১ সালে দেয়া, অন্যটি ২৩ মার্চ ১৯৭১ সালে দেয়া। এই দু'টি ভাষনই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের সাথে। ভাষন দু'টি 'শেখড় সন্ধান' প্রতিষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধুর ৩৫ ঘন্টার ভাষণ সম্বলিত 'পিপ্ল্'স ভয়েস' শিরোনামে প্রকাশিত অ্যালবাম থেকে তুলে দিলাম। এই পোষ্টটি তাদের হয়তো ভালো লাগবে যারা এই ভাষণগুলো শোনেন নাই!
(বিঃদ্রঃ পাইরেটেড সফট্ ব্যবহার করাতে আর্টিষ্টের নাম আর একটা বাঝে সাউন্ড এসছে ব্যাকগ্রাউন্ডে। এ কারণে দুঃখিত। আবারো ধন্যবাদ হিমুকে আমাকে অডিও ফাইলটির কনভারশনে সহযোগিতা করার জন্য।)
মন্তব্য
উফ, নেতা পাইসিলাম শালার সেই রকম একটা... ফালতু কামে মাইরা ফালাইলাম।
আমরাযে বড় অভাগা জাতি। নইলে আমাদের এই দূর্গতি হইবো ক্যান?
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ধ্রুবদা, অসাধারণ একটা কাজ করছেন আপনি। আমি আগে শুনি নাই এটা। খুব ছোটবেলায় বেশ কিছু ভাষণ ছিল আমাদের বাসায়। সবই ক্যাসেটে, সিডি জমানার আগে... হারিয়ে গ্যাছে সব। খুব ভাল্লাগলো। (বিপ্লব)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
উনার এমন আরো অনেক ভাষন আছে যা শুনলে সত্যিই গায়ের লোম খাড়া হয়ে যায়...এতটা স্বতস্ফূর্ত একটা মানুষ কি করে হতে পারে??
অজস্র ধন্যবাদ, ধ্রুব হাসান।
"বজ্রকণ্ঠ" শব্দবন্ধটি কার আবিষ্কার, জানা নেই, তবে বঙ্গবন্ধুর বক্তৃতা শুনলে মনে হয়, এর চেয়ে উপযুক্ত শব্দ আর হতে পারে না।
কিছুটা অফ-টপিক: অংশুমান রায়ের গাওয়া "শোনো একটি মুজিবরের থেকে" গানটি কারুর সংগ্রহে থেকে থাকলে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমার কাছে এই মুহুর্তে হাতের কাছে ইনস্ট্রুমেন্টে বাজানোটা আছে, ঐটা চাইলে নিতে পারেন। আর গাওয়া গানটাও আছে কিন্তু অনেক ডকুমেন্টের নীচে; পরে একসময় আপনাকে পাঠায়া দিবো নে।
গানটি অংশুমান রায়ের গাওয়া হলে অবশ্যই পাঠাবেন! রেনেসাঁর গাওয়া ভার্সনটি আমার আছে। ওটা অতো জুইতের লাগে না।
আর আপনার হাতের কাছে যেটা এখন আছে, সেটা ঠিকানায় পাঠিয়ে দিলে খুব খুশি হবো। আর বাকিটি সময়-সুযোগ বুঝে পাঠাবেন। অপেক্ষায় থাকবো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আমি ইচ্ছেকৃতভাবে ২১ মার্চ ১৯৭১ এর ভাষণটা পরিবর্তন করে ২৩ মার্চ ১৯৭১ এর ভাষণটা তুলে দিলাম (কারণ একসাথে দু'টো অডিও ফাইল আপলোড করা যাচ্ছে না)। আজ ২৫ মার্চ সকাল (লন্ডন টাইম), ২৩ মার্চে দেয়া এই ভাষনই বঙ্গবন্ধুর শেষ ভাষণ স্বাধীনতা'র আগে! এর পরের ভাষণটি যতদূর জানি ০৮ জানুয়ারি ১৯৭২ লন্ডনে দেয়া। সো আজকে স্বাধীনতা দিবসের আগের রাতে মনে হলো, ভাষণটি সবার আবারো শোনা উচিত (যারা শুনতে চান)। খেয়াল করবেন, বঙ্গবন্ধু ২৩ মার্চে যদিও আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন কিন্তু স্পষ্ট ভাষায় তিনি ঘোষনা দিলেন, "আমার দেশ তোমার দেশ, (জনতা গর্জে উঠলো) বাংলাদেশ, বাংলাদেশ"।।
বাঘের বাচ্চা!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ধ্রুব হাসান পাগল করে দিলেন। আজ কেন যেন (বিপ্লব) 'র ভান্ডার উজার করে দিতে ইচ্ছে করছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
পত্রিকায় পড়েছিলাম, বঙ্গবন্ধুর ভাষণের সংকলন সিডি আকারে বাজারে ছাড়া হয়েছিল। আছে কি কারুর সংগ্রহে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন