অর্ধেক পৃথিবী বুক বেধেঁ বসে আছে পরিবর্তনের আশায়!
ওবামা, জানি তুমিও আর দশটা মানুষের মত......
তবুও মনুষত্ব্যের ধসে যাওয়া পুরোনো দালানের স্তুপে
তুমি যেন এক টুকরো খোলা ছাঁদ নিঃশ্বাস নেয়ার!
মানুষের আস্থায় গড়া লতার বর্মে বেড়ে উঠা তুমি
আজ দাড়াঁতে যাচ্ছো আসমানের কাছাঁকাছি.........
বারাক ওবামা, আমার এই ক্ষুদ্র ৩২ বছরের জীবনে
সবচেয়ে বড় আশাজাগানিয়া মানব তুমি!
...তোমায় স্বাগতম!!
শুধু যুদ্ধে যুদ্ধে, ক্ষয়ে ক্ষয়ে বেচেঁ যাওয়া অভাগা প্রাণেদের
ইসরাফিলের মতো ফুতকারে উড়িয়ে দিয়োনা কখনো!!
নোটঃ আজকে ওবামা যদি হেরেও যায়, তবু কোন দুঃখ থাকবে না এই মানুষটিকে মূল্যবান ভেবেছি বলে।
মন্তব্য
সবাই আশায় বুক বাঁধে, আমিও আশা করি - ওবামা জিতবে। এর বেশি ভাবতে ভয় হয় - কী হবে যদি ওবামারও অন্য রূপ বের হয় ? বাংলাদেশ সহ অন্যান্য তৃতীয় বিশ্বের দেশগুলির প্রতি কি মনোভাব রাতারাতি পালটে যাবে যুক্তরাষ্ট্রের ?
কি হবে আর ভাবতে চাই না, আপাতত ওবামা জিতুক এটাই চাই।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
২৮৪-১৪৫
এবিসি নিউজ বারাক ওবামা কে প্রোজেক্টেড ফলাফলে প্রেসিডেন্ট ঘোষণা দিয়ে ফেলেছে।
আবার লিখবো হয়তো কোন দিন
নোটের মন্তব্যটা বাদ দিলাম। নতুন নেতাকে স্বাগতম রাতজাগাটা কাজে দিলো, এবার যাই বিজয়ী প্রসিডেন্টের ভাষনটা শুনে আসি। সবাইকে চিয়ারস্
বিদায়ি ভাষনটা জোস!!
তবে -------সাগতটা মনেহয় ততটা হলোনা
কি বলেন আপনরা?
িক্লনটন পরিবারের নাম একবার উচ্চারিত হওয়া উচিৎছিল।
আমারও মনে হয়না পাল্টাবে। পুঁজিবাদি লবি তো সিন্দাবাদের ভূত হয়ে ঘাড়ে চেপে থাকবে, সুতরাং পাল্টাবার পথ কোথায়?
_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!
নতুন মন্তব্য করুন