জেগে থাকো বাবা

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০০৭ - ৯:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

------শব্দগুলো আছঁড়ে পরে কানের দরজায় -_-_-_-_নিশব্দ দরজাটা আগলে রাখে;---___---তবুও রিডেবল আমার কন্ঠের ধ্মনী!_______হেইই______ইইই তুমি ভালো আছো ?? অনেক ইচ্ছে ছুটে যায় অন্ধকারের দিকে-----------আলোতে কি আর বিশ্বাস রাখা যায় ??? তবু কেন বাচঁতে ইচ্ছে করে অবিশ্বাসের সাথে !!!


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

অথিতি থাকাকালীন গতকাল ছাপা হয়েছিল লেখাটি, আবার নিজের ব্লগে দিলাম নতুন পাঠকদের জন্য।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সুস্বাগতম ধ্রুব হাসান। সচলায়তন ঋদ্ধ হোক আপনার সৃষ্টিতে।

অতিথি হিসেবে লেখাটা সরিয়ে দিলাম প্রথম পাতা থেকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
ধ্রুব হাসান এর ছবি

ধন্যবাদ জানাতে দেরী হয়ে গেল দাদা সকল, জানেনতো বিদেশে কামলা দিতে দিতে আর সময় মেলে না। অনেকদিন পর একঝাক বাঙ্গাল (আমিও একজন) একসাথে পেলাম যেখানে দুটো আলাপের ঝড় তোলা যায়! বিশেষ করে ধন্যবাদ তাদের, যারা এই সাইটটিকে শুধু তৈরী করেই ক্ষ্যান্ত হননি রক্ষনা-বেক্ষন করে চলেছেন নিয়ত। ব্যাপারটা অসাধারন...সচল থাকুক সচলায়তন এই কামনা করি...

দ্রোহী এর ছবি

"ধ্রুব হাসান" কি "ধ্রুব এষ" এর আত্মীয়?

সচলায়তনে স্বাগতম!


কি মাঝি? ডরাইলা?

ধ্রুব হাসান এর ছবি

নারে ভাই তবে তাদের অযোগ্য উত্তরসূরী বলতে পারেন!

দ্রোহী এর ছবি

এষ হন বা আয়েস হন, নিদেন পক্ষে পায়েস হন-- আপনিই ধ্রুব!

ধ্রুব হাসান- হাসাতেই যখন এসেছেন তখন হাসান। আমরা প্রস্তুত!


কি মাঝি? ডরাইলা?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।