কোন এক অপরাহ্নে

ধ্রুব হাসান এর ছবি
লিখেছেন ধ্রুব হাসান (তারিখ: রবি, ০২/০৯/২০০৭ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কি যেন খুজঁছি, আহা কি যেন ভাবছিলাম!
০৯৮৭৬...৮৯৪...২......০...এটা কি তবে
শর্ট টাইম মেমোরি ফেইল !
শিরদাড়াঁ বেয়ে গড়িয়ে পরছে নোনতা জল,
সামনে একগাদা কাগজের স্তুপ।

জেগে উঠলাম শ্যামল উষ্ণ ভেজা ত্বকের
মৃদু অতচ তীব্র স্বাদে!
জেগে কি উঠলাম...!
দুর্গার মতো কোমরের দখল নিয়ে বসে
এতটা অনুরাগে কেন ভিজিয়ে
চলেছো আমার তনুর প্রতিটি রোমকূপ??
যেন ক্লিনিক্যালি ড্যাথ কোন এক ব্যক্তিকে
প্রচন্ডভাবে শক্‌ দিয়ে জাগানোর চেষ্টা...!

ঘুমের ভেতরে "বোবা ধরা"-র মতো আমার
অনুরাগের তীব্রতা যেন আটকে গেছে...
একটি আছঁড়, একটি ইমেজ তৈরীর সেকি
তীব্র সংগ্রাম; মুশকিল হলো
রঙ্গের ইনটেনসিটি যদি শূণ্য হয়
তবে কি তৈরী হয় কোন আকার...??
কিন্তু আমি পারি, যেমন ঈশ্বর পারে!

তোমার কান্না আর কামনার ভেতর জেগে উঠি হঠাৎ ,
দেখি, দু'গালের দু'ধারে জমে আছে
কালো দু'টি জলপথ আর ধুলোমাখা কাগজের স্তুপ...!!!


মন্তব্য

ধ্রুব হাসান এর ছবি

(লেখাটি অনেক পুরোনো...ভাবছিলাম কিছু কারেকশন করবো কিন্তু পরক্ষনেই মনে হলো অই মানুষ যে বয়সে বা সময়ে লেখাটা লিখলো সে আর আজকের আমিতো ঠিক এক মানুষ না! তো কেন বাবা অই লোকটার উপর পোদ্দারি!...থাক সে তার ইম্মেচ্যুরিটি নিয়েই...রেখে দিলাম অইরকম...)

দৃশা এর ছবি

গুড ডিসিশন... আমিও কবিতার ব্যাপারে পোদ্দারি ফলাব না।ঃ)
কিন্তু কই পড়তে তো খারাপ লাগলো না।

দৃশা

জিফরান খালেদ এর ছবি

যা করতে চাই, বা বলতে, বা দেখাতে, যদিও সেটার নিষ্প্রয়োজনীয়তাও সারাক্ষণই খোঁচাতে থাকে কোথাও, এইরকমই হয় হয়তো, যখন তা কোনোমতেই আর করা হয়ে ওঠে না, কি একটা মিসিং থাকে...

হয়তো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।