যেটি কোন ভূলই নয় তাকে ঘিরে প্রগতিশীল মতিউর রহমান প্রকাশ্যে ক্ষমা চেয়ে যে দৃষ্টান্ত সৃষ্টি করলেন,তাতে কি সংকেত মিলে,২০০৭ এর বাংলাদেশে কারা শক্তিমান ?৭১ এর বাংলাদেশ আজ কাদের দখলে?? ৭১ এর পাপের জন্য কাদের ক্ষমা চাওয়ার কথা,আর কারা আজ ক্ষমাপার্থী? সেদিন কি আর বেশী দূরে নয়,যেদিন আমরা সকলে মিলে গোলাম-নিজামী-মুজাহিদ-শায়খুল হাদিস-খতিব ওবায়েদ এদের প্রত্যেকের কাছে হাতজোড় করে ক্ষমা চাইবো,"আমাদের মাফ করে দিন আব্বা হুজুরগন, আমরা এই দেশ স্বাধীন করে যে ভুল করেছি সে অপরাধের জন্য। কারন আমরা ইসলামী পাকিস্থানকে ভাগ করে পক্ষান্তরে ইসলামী শক্তিকে দূর্বল করেছি; এতে আপনাদের মতো ধার্মিক মানুষের ধর্মীয় অনুভূতির যে অপূরনীয় ক্ষতি হয়েছে তার জন্য আমরা আজ ক্ষমাপ্রার্থী, লজ্জিত। ৩৭ বছর পর আমাদের অন্তর আজ শয়তানের শয়তানি থেকে মুক্ত, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে নবীর সুন্নত পালন করুন।"
মন্তব্য
এ দুর্বলতার দায় কে নেবে ধ্রুব?
মতিউর রহমানই বুঝবেন ভালো কেন আজ তাকে খতিবের হাত ধরে তওবা করতে হলো (দৈ.ইনকিলাব)।
কারণ এই মতিউর রহমানরাই স্বাধীনতার সপক্ষ শক্তির, ধর্মনিরপেক্ষতার সমর্থকদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। সম্প্রীতি ও সংহতি নষ্ট করেছেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মনে হচ্ছে মতি সাহেবকে বিয়ের কবুল পড়াচ্ছে জনৈক মৌলভী সাহেব (স্বয়ং খতিব মহোদয়), পাশে উকিল বাবা মইনুল এমন ভাবে তাকিয়ে আছে যেন মতি কি বলে তা শোনার অপেক্ষায়।
কী সুন্দর দেখা গেল! বলতেই হবে বাংলার চোখের চোখ ভাল।
হুম, মঈনুল যেন বলছেন "কবুল বল মতি, কবুল"...আচ্ছা খেজুড় বা খোরমা বিলি করেছে কিনা কেউ জানেন?
কালে কত কি দেখব আরো! সবে ত খেলা শুরু।
কি মাঝি? ডরাইলা?
কোন এক আশ্চর্য ক্ষমতা বলে বাংলাদেশ সময়ের উল্টোদিকে যাওয়া শুরু করেছে। এখন তা যোড়শ শতকে অবস্থান করছে। একই সময়ে ইটালিতে যাওয়া গেলে গ্যালিলিওকে দেখা যাবে চার্চের কাছে ক্ষমা চাচ্ছে।
______ ____________________
suspended animation...
ছাইড়া দ্যান বেচারারে, সে এইসব আলোচনার উপযোগিতা হারাইছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কবুল বলো "মুহম্মদ" মতি , কবুল।
ধ্রুব, এক্টু শুধরিয়ে দিলাম।
আর এই কমেন্টটা পড়ে আমাদের এতো কষ্টের মাঝেও হাসলাম।
জাস্ট বিপ্লব।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
আপনি জাষ্ট পারফেক্ট সংশোধনীটা করলেন,ধন্যবাদ...cheers!
নতুন মন্তব্য করুন