বিষণ্ণতার পুজারী

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: শনি, ০৭/০৭/২০০৭ - ৪:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুম ভাঙলে ধূমায়িত কফির মতো মনখারাপ প্যাঁচিয়ে ওপরে উঠতে থাকে।
দেড়দিন ধরে ফোন বন্ধ, সবকিছু থেকে দূরে থাকতে চেয়েও হচ্ছে কি! চারদিকে একটা বিষণ্ণতার ছোঁয়া, নিজের ভেতরে বিষণ্ণতার মেলা। ব্যস্ততার গহীন অরণ্যে পথহারা হঠাৎ রিলিফ কিছু নেই আর। সব কিছুই কেমন বিষণ্ণতায় ভরা...


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

কমেন্টামোনা মন খারাপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'ওই আলবাব ভাই ওই'

দৃশা এর ছবি

আগে বলেন বিষন্নতা জিনিসটা কি?
বিষন্নতার রঙটা কি?
বিষন্ন হওয়ার দরকারটা কি?
বেখেয়াল মানুষদের বিষন্ন হওয়া মানা...তারা শুধুই হবে বেখেয়াল আর হাসিখুশি ...আর কিছু না...কখনই না।

দৃশা

দৃশা এর ছবি

বিষণ্ণতার*

দৃশা

সৌরভ এর ছবি

দূর, সব ছেড়েছুড়ে কোথাও যাইতে ইচ্ছা করে।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

শিমুল কি কিছুটা ফাকিবাজ আজকাল?
তাই তো মনে হচ্ছে।

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আরিফ ভাই ধরে ফেলছে!!!
ডায়ালগটা কিন্তু দারুণ - 'ওই আলবাব ভাই ওই!'

কারুবাসনা এর ছবি

দূর।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

ইরতেজা এর ছবি

ধুসর গোধূলি রিসেন্টলি ছেকা খাইছেন নাকি
__________________________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

ঝরাপাতা এর ছবি

বিষন্নতা আছে বলেই তো প্রসন্ন হবার সুযোগ ঘটে। এবার তাড়াতাড়ি ঝেড়ে ফেলুন বিষন্নতার ক্ষণগুলো।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি


-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ধুসর গোধূলি এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

ব্যস্ততার গহীন অরণ্যে পথহারা হঠাৎ রিলিফ কিছু নেই আর। সব কিছুই কেমন বিষণ্ণতায় ভরা...

এইটা ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিবাগিনী এর ছবি

বিষন্ন থাকতে থাকতে আমি খুব ক্লান্ত..
খুব বেশি কমন পড়ে মাঝে মাঝে কারও কোনো লেখা।

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।