সচলদের মাঝে অনেকেরই বই ইতোমধ্যে মেলায় চলে এসেছে। শুধু খারাপ লাগে হাসান মোর্শেদ দাদার বইটার জন্য। জানি এতে তার নিজের কষ্টটাই বেশি আমার কিংবা আমাদের চাইতে। তথাপি মনেহয়, আমরা সচলেরা গর্ব করার মতো একটা বই মিস করলাম এ যাত্রায়।
আজকে বিকেলে মোড়ক উন্মোচন হচ্ছে আরও একটি বইয়ের। আরও একজন সচলের।
প্রথাগত বেষ্টনী থেকে বের হবার চেষ্টায় Monga Caravan অবমুক্ত হচ্ছে আজ, বিকেল চারটায়, বইমেলায় বিডিনিউজ টুয়েন্টি ফোর-এর স্টলে। পাওয়া যাবে জনান্তিকের স্টলে।
Monga Caravan নিয়ে আমি আগাম কিছুই বলছিনা, সেই দুঃসাহসেও যাচ্ছিনা আপাততঃ। শুধু জানিয়ে রাখি বইটার ফ্ল্যাপে উল্লেখিত বাক্যসম্ভারই যথেষ্ট বইটির ব্যাপারে একটা ছোটখাটো আইডিয়া দেয়ার ব্যাপারে।
'তীর্যক রচনা'র রচয়িতা মাসকাওয়াথ আহসান তাঁর প্রথম ইংরেজী বইটিতে যে জিনিষের প্রতি খেয়াল রেখেছেন তা হলো পাঠকের সুবোধ্যতা। বাংলাভাষী নভেলিস্টদের মাঝে ইংরেজী বাক্য ব্যবহারে যে দুর্বোধ্যতার সণ্ণিবেশ ঘটানোর প্রবণতা লক্ষ্য করা যায়, বোধকরি সেই দোষ থেকে মুক্ত। আমি ইংরেজীতে মোটামুটি স্ব-অক্ষর জ্ঞান সম্পন্ন হয়েও বইটির যে কয়টা গল্প পড়ার সুযোগ পেয়েছি, তার প্রতিটা লাইন অনুসরণে মোটেও অসুবিধে হয় নি। অসুবিধে হয়নি বুঝতেও। গল্পগুলো পড়ার সময় এটি দেব কিংবা জয়-এর পকেট সংস্করণ ও কাছে রাখার প্রয়োজন পড়েনি। ইংরেজী উপন্যাস তো হওয়া উচিত এরকমই। পাঠক বান্ধব। দাঁত ভাঙা ইংরেজী বাক্যের সমাহারে নয়।
মন্তব্য
শুভকামনা
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভেচ্ছা!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
- শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে যাবে ফাহা এবং রং নাম্বার বাউল।
ধন্যবাদ আপনাদের।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফ্ল্যাপের লেখাটা কার?
প্রচ্ছদ অন্যরকম হয়েছে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
- যার লেখা তার নাম ভুলে গেছি দেখি কুংফু!
এখন কী হবে আমার? আমি যে বুড়া হয়ে গেলাম...
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রচ্ছদে স্বকীয়তার ছাপ পেলাম।
মাসকাওয়াথ ভাইয়ের লেখার ব্যাপারে আপনার মন্তব্যে পুরোপুরি একমত। খুব সুপাঠ্য।
হাসান মোর্শেদ এর বিষয়টা কি? আর হবে না নাকি এবার?!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
- না, লুৎফুল আরেফিন। এ যাত্রায় আর হাসান দাদার বইটা পাওয়া হলো না আমাদের।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাসকাওয়াথ ভাইকে আরেক দফা অভিনন্দন এবং ধুসর গোধূলিকে পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
কিন্তু অফিসের কাজের চাপে মাসকাওয়াথ ভাইয়ের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যেতে পারিনি। একই সঙ্গে মিস করলাম অমিত আহমেদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানাচ্ছে: বাংলায় লিখে পরিচিতি পাওয়া মাসকাওয়াথ আহসানের ইংরেজি সাহিত্যে অভিষেক হলো একুশে বইমেলায়। ইরেজিতে লেখা মাসকাওয়াথের প্রথম গল্পগ্রন্থ 'মঙ্গা কারাভান' এর মোড়ক উন্মোচন হয়েছে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজ রুমে বিকেল ৪টায় বইয়ের মোড়ক উন্মোচন করেন অনলাইন সংবাদপত্রটির প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। আটটি গল্পের সংকলন 'মঙ্গা কারাভান' এ প্রান্তিক জনগোষ্ঠীর যাপিত জীবন, শিল্পায়ন এবং এর হাত ধরে আসা অনিবার্য বিচ্ছিন্নতা, বৈশ্বিক পরিসরে নানা ধর্মের উগ্রবাদ, আধুনিক জীবন সঙ্কট- এর সামগ্রিক রূপ প্রকাশের চেষ্টা করেছেন লেখক। ...
সচিত্র পুরো প্রতিবেদনটি বাংলায় পাওয়া যাবে এখানে । আর ইংরেজীতে এখানে । ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হাসান মোরশেদ এর বইটা প্রকাশ হলোনা কেনো?
সচলায়তনে ও উনার লেখা পাচ্ছিনা ।
গোধূলী ভাইকে ধন্যবাদ । মাসকাওয়াথ আহসান বই কিনতে হবে অবশ্যই
ইংরেজী ভীতি সেই ছোট বেলা থেকেই... তবে প্রিয় লেখক মাসকাওয়াত আহসান বলে কথা, তবুও পকেটে জয় কিংবা দেব যাই নিতে হয় নিব, প্রয়োজনে বাংলা একাডেমী সংস্করণ ও টেবিলে নিব, তবুও আছি...
শুভকামনা উভয় লেখকের জন্য।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
একটা কাজের কাজ হয়েছে । দেশে ছিলাম না , আজ এসেছি । কালকে বইমেলায় প্রথম কাজ হচ্ছে মাসকাওয়াত ভাইয়ের বই কেনা ।
- বেগতিক ভাই বই রেখে বউ নিয়ে দেশের বাইরে ঘুরে বেড়ায়, ইয়ে বাত কুচ হজম নেহি হোয়ি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুব ইচ্ছে করে।
বাংলাদেশের একজন
বুকারস কংবা পুলিতজার পাক
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
- রানা ভাই, বাড়িয়ে বলছিনা মোটেও, আপনি নিজেও কি হতে পারেন না তেমন একজন?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভেচ্ছা মংগা কারাভ্যানের চালককে! হেল্পারকেও শুভেচ্ছা!
কি মাঝি? ডরাইলা?
- ধন্যবাদ কন্ডাক্টর ভাই।
প্যাসেঞ্জার কি আরও উডামু বস?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুসর গোধুলি
আপনার অসাধারণ স্বপ্ন
এবং সেন্স অফ হিউমারের জন্য ধন্যবাদ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
- গরীবের স্বপ্নরে তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন ভাই?
অপু ভাইকে একটা কমেন্ট করেছেন আপনি। অপু ভাই কতো ভালো লেখেন সেটা বুঝার মতো বুদ্ধি তাঁর কখনোই হয়নি, হবেও না।
আমি নগণ্য মানুষ, আপনার সামনে এই কথা বলার ধৃষ্টতা রাখি না। কিন্তু জর্জ বার্ণাড 'শ এর অনুরুপ অর্থের একটি কথা আছে জানেন বিশ্বাস করি।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দেখি অটোগ্রাফটা ইংরেজিতে পাওয়া যায় কিনা
অল দ্যা বেস্ট উইশেস
আমার একটা প্ল্যান আছে।
উলটো পথে হাঁটা যায় নাকি তার চেষ্টা করবো।
বাংলা বই কানাডার ভালো কোনো প্রকাশককে দিয়ে ছাপানো যায় নাকি তার চেষ্টা করবো।
- এক্সিলেন্ট আইডিয়া অমিত। প্রেন্টিস হল না কি যেনো আছে। তাদেরকে ধরতে পারেন। প্রকাশকই যখন ধরবেন তাহলে রাঘব বোয়ালই সই। পুঁটি মাছ ধরে মনের সন্তুষ্টিটা নাও থাকতে পারে তেমন।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লাখ কথার এক কথা।
নতুন মন্তব্য করুন