হাত বাড়িয়ে দাও...

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: মঙ্গল, ২৬/০২/২০০৮ - ১২:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দেশে থাকাকালীন ছাদের কার্ণিশে উবু হয়ে সিগারেট ধরানোটা কখনোই হয়নি। বারান্দার রেলিঙেও না। বিদেশের বাড়িতে ছাদ নামক জায়গাটির বড়ই অভাব। রাতের বেলা হঠাৎ একাকীত্ব গলাটিপে ধরলে একটু পায়চারী করে তা দূর করার কোন পথই খোলা রাখেনি এখানকার ছাদের নকশাকারীরা।

ভাগ্যক্রমে এখন যেখানে থাকি সেখানে এক চিলতে ছাদ রাখা আছে আমার মতো বিষাদগ্রস্তদের জন্য। একটা টেবিলের পাশে কয়েকটা বেতের চেয়ারও রাখা আছে সেখানে। পেট সমান উঁচু গ্রীলের ঠিক ওপাশেই পাথরের টুকরো ফেলা চওড়া একটা শেড। এটাই আমার বিষণ্ণতাদূরীকরণের উদ্যান, নগ্ন আকাশের নিচে ধূমপানের এক স্বতস্ফুর্ত অভয়ারণ্য।

চারতলায় রাওখারদের টিভি রুম পেরিয়ে পাশের কাঁচের দরোজা খুলে বেরিয়ে পড়লেই মেলে মুক্তির আনন্দ!

ছাদ থেকে সন্ধ্যার আলোতে মেকেনহাইম ইন্ডাস্ট্রী পার্কের হলুদ বাতির সারিগুলো দেখে উপর থেকে রাতের বেলার এথেন্সকে মনে হয়। হাতের বাঁ দিকে, একটু দূরে, লোকালয় ক্রমশঃ উঁচু হতে হতে বিরাট পাহাড়ের আদল। তার চূড়ায় সন্ধ্যা বেলায় আলো জ্বলে একমাত্র চার্চের মাস্তুলে। ডানদিকে ঘনবসতি লোকালয় ডুইসডর্ফ ছাড়িয়ে ব্রুজারবেয়ার্গ। ঐদিকে তাকাই না, মন আরও বিষণ্ণ হয়। ইট-কাঠ-পরিবর্গের শহর দেখতে ভালো লাগেনা এই সময়টায়।

বসন্তের আগমনী বার্তা প্রকৃতি পেয়ে গেছে আগেভাগেই। নতুন পাতা এখনি জাগেনি গাছে। মার্চের ২০ তারিখে কাগজে-কলমে বসন্ত শুরু হবে। তবে পাখিরা গাইছে এখন থেকেই। ছাদের রেলিঙে কনুই ঠেকিয়ে উপুর হয়ে পাখির মুষলধারে কিচিরমিচির শুনতে শুনতে সিগারেটে চুমুক দিয়ে সিদ্ধান্তটা ফাইনালাইজ করার একটা তাগিদ এলো ভেতরে। তাগিদের সাথে সাথে একটা গানের লাইনও মনে এলো, 'সময় হয়েছে ফিরে যাবার / মন কেনো যেতে চায় না!'

************************
শিরোনামের জন্য কৃতজ্ঞতা রইলো এই গানটার প্রতি
************************


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ন্যারেটিভ লেখাগুলোই কেন যেন বেশী ভাল লাগ। চমতকার লাগল।

ধুসর গোধূলি এর ছবি

- ন্যারেশন-এ আমি সবসময়ই কাঁচা। তারপরও আপনি লেখাটাকে ন্যারেটিভ মুকুট পরালেন! সবিনয় কৃতজ্ঞতা নেচারলাভার।

আপনার ভালো লাগাটা যে আমার জন্য কতোটা সম্মানীয় তা কি আর বলার অপেক্ষা রাখে? হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

মুহম্মদ জুবায়ের এর ছবি

কী হলো আবার? মন খারাপ কেন?

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি

- আপনি জুবায়ের ভাই, একটা মন্তব্য দিলেন আমাকে তাও জিজ্ঞাসু দৃষ্টিতে! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

হাসিব এর ছবি

ধান্দা কি ঠিক্কৈরা কও । বিয়া করতে মন চাইতেছে ?

ধুসর গোধূলি এর ছবি
ফারুক ওয়াসিফ এর ছবি

প্রবাসে আকাশ দেখে দেশের কথা মনে পড়ে?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বহুদিন হলো নিকষ কুঠার ফেলে এসে ভুলে
দাঁড়িয়েছি আজ মেঘের কিনারে এসে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি

- দেবদাসে পার্বতীকে মনে করার প্রেক্ষিতে দেবুর একটা কথা ছিলো অনেকটা এরকম, তোমাকে তো কখনোই মনে পড়েনি, তবে হ্যাঁ আমি প্রতিবার নিঃশ্বাস নেবার সময় সেই নিঃশ্বাসে তুমিও ছিলে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো পড়ে। মাঝে মাঝে মনে হয়, বিড়ি খাওয়ার রোগ থাকলে হয়তো আর সবার মত বিড়ি খেতে গিয়ে দেশকে মনে করতে পারতাম। পরক্ষণেই মনে হয়, যেটুকু নস্টালজিয়া আছে তার জ্বালাতেই তো পুড়ে অঙ্গার!

ধুসর গোধূলি এর ছবি

- বিড়ি ধরালে সেই অঙ্গারটাই নিঃশেষ হয়ে উবে যেতো, পড়ে থাকতো একটা দীর্ঘশ্বাস- বিরাটকায় এক দীর্ঘশ্বাস।

বাই দ্য ওয়ে বস, বিড়িরে খারাপ কৈলেন নাতো আবার! চিন্তিত
_________________________________
<সযতনে বেখেয়াল>

জ্বিনের বাদশা এর ছবি

লক্ষণ তো ভাল না চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি
মুজিব মেহদী এর ছবি

আমি ছাদে থাকি। ইতোমধ্যে একটা ছাদক্লান্তিও অর্জন করেছি। তবু আপনার ছাদার্তি ছুঁয়ে গেল বর্ণনার গুণে।

লেখাটার ভাষা টানটান, অলংকৃত ও স্বচ্ছ। 'এটাই আমার বিষণ্ণতাদূরীকরণের উদ্যান, নগ্ন আকাশের নিচে ধূমপানের এক স্বতস্ফুর্ত অভয়ারণ্য।' কেবল 'বিষণ্ণগ্রস্তদের' নেয়া গেল না। 'বিষাদগ্রস্তদের' বা 'বিষণ্নদের' হলে বড়ো ভালো হতো।

....................................
...ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি...

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ধুসর গোধূলি এর ছবি

- অনেক ধন্যবাদ আপনাকে।

শব্দটা টাইপ করার পর অনেক্ষণ ভ্যাবলার মতো হা করে ছিলাম। এরকম কোনো শব্দের সঙ্গেতো পরিচয় ছিলো না আগে। পরিশেষে যথাযোগ্য শব্দটি হেড অফিস থেকে আউটপুট না হওয়াতে ঐটাই বহাল রাখতে হয়েছে, সিক্যুয়েন্সের খাতিরে হাসি

তবে এখন শুদ্ধ করা হয়েছে। এজন্যও আপনাকে আরেকদফা ধন্যবাদ। আপনারা না ধরালে এই অধম(দে)'র ভুল চোখে পড়বে কী করে!
_________________________________
<সযতনে বেখেয়াল>

রায়হান আবীর এর ছবি

ছাদে বিড়ি খাওয়া খায়ি বাদ দিয়া এবার একটু গাছে উইঠা দেখেন।

ধুসর গোধূলি এর ছবি
রায়হান আবীর এর ছবি

উইঠা সাইরা আওয়াজ দিয়েন। মজার জিনিস দেখামুনে।

ধুসর গোধূলি এর ছবি

- আওয়াজ আর দিমু কি! গাছেই তো বাড়িঘর খুইলা বইছি গুরু। মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

অপালা এর ছবি

আচ্ছা তুই আছিস কোথায়, কোন খোজ খবর নাই,

ধুসর গোধূলি এর ছবি

- সারাদিনই তো এইখানে পইড়া থাকি। এট্টানি কুনাব্যাঙ হইছি, তাই বইলা হাইবারনেশনে যাই নাই এখনো! হাসি
আপনেগোও তো কোনো তত্ব-তালাশ মিলে না দেহি। পুলা আছে কিমুন?
_________________________________
<সযতনে বেখেয়াল>

স্বপ্নাহত এর ছবি

গুরু, আফনের কাহিনী কিছু বুঝিনা আমি।
তয় মনে হয় আফনে ব্লগ লেখেন হাত দিয়া,
আর কমেন্ট লিখেন মুখ দিয়া। হো হো হো

আপনার ব্লগ পড়ে কমেন্ট দেয়া মানুষটার সাথে ঠিক মিলানো যায়না।

অনেকটা নিজের চোখের জল দিয়ে অন্যের মুখের হাসি ধুয়ে দেবার মত হাসি

যে যাই মুখে বলুক,বুকের মধ্যে সবাই মনে হয় আস্ত একটা নদী নিয়ে ঘুরে...।

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- গুরুরে কি কঠিন কথাটাই না কৈলেন। আমি এত্তো কঠিন কথা বুঝলেতো হৈতই হাসি

আমার ব্যাপারে আপনের কানে কানে আরেকটা কথা কই!

ব্লগ, কমেন্ট লেখকের বাইরে যে বাস্তবের আমি সে কিন্তু আরও আলাদা।
থার্ড অফ অ্যা কাইন্ড - দেঁতো হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে !
একই অঙ্গে কত রূপ !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
তবে যাই বলেন না কেন
আমি স্বপ্নাহতের সাথে পুরোপুরি একমত।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- বুঝলাম!
ও তো স্বপ্না নামক কারো কাছ থেকে ছ্যাঁকা খেয়ে আহত, আর আপনি!!
_________________________________
<সযতনে বেখেয়াল>

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চোরের মন পুলিশ পুলিশ...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

গুরু...আপনার এই লেখা কোন কারণে আগে পড়া হয় নি।
এখন পইড়া বুঝলাম...
আপনারে কী আর এমনে এমনে গুরু কইয়া ডাকি।
বসসসসসসসসসসসসসস............
পাঁচে পাঁচ দিলাম।
স্বপ্নাহত ঠিক কথাই কইছে মনে হয়

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- গুরু, আপনে ঠিক কইরা কন তো, স্বপ্না নামে কোনো মেয়েরে চেনেন যার কাছ থেকে আহত হইয়া ব্যাটা খালি এটা সেটা বলা ধরছে!

বিদ্রঃ আপনার নাম পরিচয় গোপন রাখা হবে কিন্তু।

সীমাহীন ধন্যবাদ দিতে কার্পণ্য করে ফেলেছিলাম গো গুরু!
_________________________________
<সযতনে বেখেয়াল>

পরিবর্তনশীল এর ছবি

কাওরে কইয়েন না।
ব্যাপারটা সত্যি হওয়ার চান্স বেশি!!!

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

এইখানে দেখি আমার অবর্তমানে গীবত চলিতেছে...
দু্নিয়ায় নামায কালাম বইলা আর কিছু থাকলোনা...

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
বুকের মধ্যে আস্ত একটা নদী নিয়ে ঘুরি

---------------------------------

বাঁইচ্যা আছি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তাগিদের সাথে সাথে একটা গানের লাইনও মনে এলো, 'সময় হয়েছে ফিরে যাবার / মন কেনো যেতে চায় না!'

হ রাইনের অমিয় সুধা বড়ই জটিল জিনিস।
বিষন্নতার সওদাগর ফিরছে। বাকি লোকজন ফিরার চান্স কম ।

ধুসর গোধূলি এর ছবি

- সওদাগর ফিরছে, এখন পূজারীরাও ফিরবে। শুধুই সময়ের অপেক্ষা! হাসি
_________________________________
<সযতনে বেখেয়াল>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।