১.
প্রথম ট্রেনে চড়ি সেই বাচ্চাবেলায়। বড় হবার আগে সেই রুটটাই উঠে যায়। ট্রেনের অপেক্ষায় বাবার সঙ্গে দাঁড়িয়ে দুই পাটের ক্রিম মাখানো বিস্কুটের স্বাদ চাখা হয়ে ওঠেনি তারপর আর।
বড়বেলার উপবনের সেই যাত্রাটুকু আর পাওয়া হবে না। চকিত অভিযান শেষে ফেরার পথে প্রচন্ড আবেগে বাড়ানো হাতটা অস্পর্শিতই থেকে যাবে অনাদিকাল। আকষ্মিকতা কিংবা অন্য চিন্তায়, বাড়িয়ে ধরা ভাজ করা ফিনফিনে ওড়নাটা ছুঁয়ে দেখবোনা কখনোই।
সিলেট গিয়েছি আগে। ভবিষ্যতেও যাবো হয়তো! বিশদ চর্বন চলবে যাত্রার, কেবল মনের চিলে কোঠা থেকে বের হয়ে বর্ণগাঁথা হবে না সংক্ষিপ্ত মধুর সে ঘটনার!
২.
"ফ্রো ভাইনাখটেন" - ইস্টারের সময়ে ক্রিসমাসের শুভেচ্ছা-সম্বোধনে সৃষ্ট প্রশ্নবোধকে ডানিয়েলা তুষারপাতকে নির্দেশ করে। বড্ড বেশী ভুল সময়ে হয়ে গেলো! জানালার সার্শী গলে সাদা ক্যানভাসে চোখ রেখে মুঠোফোনে আলাপ সারি। পেঁজা তুলোর বর্ষণের নিচে হাত ধরে হাঁটা হবে না প্রিয় মানুষটির সাথে। ভুল সময়ে হয়তো ভুল মানুষটিই আপন হয়ে উঠবে কখনো!
৩.
তিব্বতের ঘটনায় চীনের হিংস্রতার খবর টিভি জুড়ে। অলিম্পিকের মতো অনুষ্ঠান বর্জন করা এতো সহজ না! আমি ক্ষুদেমানব, আইওসি'র দাওয়াতনামাটা প্রত্যাখানের অধিকার আমার গণতান্ত্রিক। পরপর চারবার বিশ্বঅলিম্পিকের আয়োজকদের সঙ্গে কাজ করার স্বপ্নের বিনিময়ে তিব্বতে শান্তি ফিরে আসুক, কামনা করি!
মন্তব্য
মনে হচ্ছে, আপনার মনটা খুব বিক্ষিপ্ত ("বিশেষভাবে ক্ষিপ্ত" অর্থে নয়)? লেখাটা তবু ভালো লাগলো। তবে আপনার ইদানীংকালের লেখায় পরিচিত আপনাকে পাওয়া যাচ্ছে না। কী "গঠনা", বলুন দেখি?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
- মন লগে থাকলে না বিক্ষিপ্ত হবে। ঐ বদমাইশতো সেই কবেই উৎক্ষিপ্ত, একেবারে মুক্তিবেগে সোজা উত্তর দিকে!
জনগণের লেখা পঠন করতে করতে এখন নিজেকে কোন চিপা গলিতে যে হারাইছি তার কোনো গঠনাই মনে পড়ে না।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু,বিষণ্ন সপ্তাহ পার হইতে হইতে তো বিষণ্ন বছর হয়ে যাবোগা।
একবার বত্রিশটা দাঁত বের করে আমাগোরে দেখায়া দেন না...??
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
LoVe is like heaven but it hurts like HeLL
---------------------------------
বাঁইচ্যা আছি
- টেনশন নাই গুরু, বছর পার হৈলে তখন নতুন ডেডলাইন হইবো বিষণ্ণ যুগ।
দাঁত আগে গজাক, তারপরে বাইর করি? এখন বাইর করলে তো লোকজন পুতা দিয়া বাইরাইয়া বাকি কয়টাও ফেলাইয়া দিবো!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাল লাগল বস। কিন্তু আরো বড় লেখা হলে, আরো ভাল লাগত! বড় কোন লেখা পড়ার অপেক্ষায় থাকলাম ...
অতন্দ্র প্রহরী
- বড় ল্যাখা লেখতে বইলেন না বিডিআর ভাই। আমি অনেক কষ্টে সারাংশ লেখন প্র্যাকটিস করতাছি। ভাবসম্প্রসারণে আমি এমনিতেই বেজায় ভালো। তয় কাজের কথার চাইতে আবজাবের পরিমানটা একটু বেশী হইয়া যায়, সমস্যা ঐটুকুই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু... কী হইছে
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- আক্ষেপ গো গুরু আক্ষেপ!!!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সইত্য করা কন তো...
আপ্নের এই আক্ষেপের পেছনে কোন ললনার হাত কিংবা অন্যকিছু আছে নাকি??
খালি নামটা কন...
সাইজ কইরা দিমু
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- উপরের তিনটা ঘটনার ২ টাইতো ললনার কারণে। একজনের নাম তো কৈলামই, আরেকজনেরটা কওন যাইবো না।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বুঝতে পারতেসি ঐ আরেকজনেই সব কিছুর মূল
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- সেইটা ক্যাঠা গুরু?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নেন একটা কোক খান...
---------------------------------
এসো খেলি নতুন এক খেলা
দু'দলের হেরে যাবার প্রতিযোগিতা...
- কোক তো দিলেন অখন কেক দিবো কোন হালায়? খালি কোকে কি আর পেট ভরে?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিক ছে, তাইলে একলগে কেকআর দুধ খান...
আর হুনেন আইইউটি আইবেন কবে। তুরাগের পাড়ে একটা পার্টি দেওনের ইচ্ছা আছে...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
-ইচ্ছাতো করে আজকাই যাইগা, মাগার হাডানতো নাই
মিয়া, তুরাগের পাট্টির কথা বেবাকরে জানাইয়েন না। পরে দেহা গেলো মুরুব্বিগো লাইগ্যা আমরা চান্সই পাইলাম না।
সাধু সাবধান, সবাই কিন্তু ওয়াচিং!!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাথে একটা কিক দিলে কেমন হয় গুরু??
(আমি স্বপ্নাহত।বাড়িত যামু।পিসি ক্লোজড এই জন্যে মহিব এর টা থাইকা )
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- কিক'টা বরং ঐদিকেই থাকুক গুরু?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওম শান্তি।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
কনফু ভাইয়ের হইলটা কি? ওম শান্তি আর জয় বাবা শুরু করছে...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
- কুংফু ভায়া জগতের সকল প্রাণীর মঙ্গল (লোকে বলে বৃহষ্পতি) কামনায় মগ্ন।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার
মনে
হয়
এইটা
ঠিক
আছে।
ধূসর
একটু
রঙীন
হইতেছে।
সামনে
বিয়া
শাদী
আছে,
টেলিফোনে
জননীর
সাথে
আলাপ
হয় -
এই
ইংগিত
আগের
এক
পোস্টে
পাওয়া
গেছে।
- আপনের মুখে হাসনাহেনা ফুলের বিশাল বিশাল কয়েকটা গাছ হোক, সেই গাছ থেকে ফুল পড়ে ভরে থাকুক তামাম দুনিয়ার জনগণের কান। নাইলেতো কোনো উপায় দেখি না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভুল সময়ে হয়তো ভুল মানুষটিই আপন হয়ে উঠবে কখনো!
কি হয়েছে ঝটপট বলে ফেলেন তো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হ হ।.।.।. গুরু কইয়া ফালান।
এক মাইয়া গেসে বদলে তিন মাইয়া আসবো।
স্বপ্নারে না পাইলে কি হইবো,মাগার ওর বড় বোনটা এখনো খালিই আছে
মুখ ফুইটা খালি কন একবার।এরপর দেখেন কি হয়।.।.।.
(স্বপ্নাহত ভায়া রায়হান আবীর)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
দেখো দেখি কী কারবার! এসব খবর এতো দেরীতে দিলে চলে!!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অসাধারণ এই কবিতাগুলায় ব্লগরব্লগর ট্যাগ দিছিস ক্যান ধুসর?
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- সত্য কথা বলি, আপনেরে ফলো করে ক্ষুদ্রগল্প লেখতে চাইছিলাম। কিন্তু কী হইয়া গেলো বুঝলাম না
এটা একটা নিষ্কলুষ স্বীকারোক্তি!
ট্যাগ উঠায়া ফেলবো?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শরমে পড়ে গেলাম...
কবিতা ট্যাগ লাগায়া দেও। আমার এইগুলারে কবিতাই মনে হইতাছে। এখন বলগের কবি বাবাজিরা কি বলেন সেইটা কথা। অবশ্য বেশি কথা বলতে দেখলে আমি আবার আমুনে। দিমুনে মাথাত একটা কইরা বাড়ি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- ঐযে নিচে দেখেন কী বুইলছেন একজন। আমার নাকি এ্যামোডিস ব্যামো হইছে!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পাত্তা দেয়ার কোন দরকার নাই। আমি ১৭ বছর ধইরা পাত্তা দিছি বেডারে। সেইটা ভাগাভাগি কইরা আমরা সবাই নিয়া যাবনে। তাইলে নতুন কইরা আর কেউ পাত্তা না দিলেও চলবে।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
প্রথম দুইটা রচনা মূলত পেটের অসুখ সংক্রান্ত
সুতরাং নো কমেন্ট
ফ্লাজিল জাতীয় কিছু একটা খেলে সেরে যাবে
আর তৃতীয়টা;
তিব্বতে শান্তি আসুক
সমর্থন
- প্রথম দুইটা নিয়ে সমস্যায়ই আছি তাইলে, ঘরে তো ফ্ল্যাজিল নাই। ফাজিল পেটের অসুখরে খেদামু কী দিয়া?
আর তৃতীয়টাঃ না হইলে কষ্ট পামু। অনেক বড় একটা ছাড় তো দিলাম!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তিব্বতে শান্তি ফিরে আসুক, কামনা করি!
______________________________________
পথই আমার পথের আড়াল
গোধূলি কিভাবে ধুসর হয় ভাইডি হেরতো আন্ধার রাইতে
পরিণত হবার কথা।
- গোধূলি, ধুসর হয়না দেইখাই তো আমারে পাইলেন, নাইলে তো আন্ধাকুন্দা কই খুঁজতেন বলেন দেখি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আম পাকে বৈশাখে
কুল পাকে ফাল্গুনে
গোধূলি ধুসর হয়
(তাঁর) ভাবনার প্রকাশে
- বাহঃ, অসংখ্য ধন্যবাদ দারুণ ছড়ার জন্য।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মন্তব্যের লাইন ধরে হাঁটতে গিয়ে লেখাটাই হারিয়ে যাচ্ছে দেখি। ;
)
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
- সেদিন একজন বলছিলো, আমি মন্তব্য করি মুখ দিয়ে আর ব্লগ লেখি নাকি হাত দিয়ে!
আপনাকে আমার ব্লগে দেখলেই নাচতে ইচ্ছে করে!
এই লেখাটা অনেক সময় নিয়ে, থম ধরে থেকে, ভেতর থেকে লেখা জুবায়ের ভাই। আপনাকে ধন্যবাদ এটা বুঝতে পারার জন্য।
কিন্তু এখানে যারা মন্তব্য করেছেন তাঁরাও তো আমার ভেতরেরই অংশ। আমাকে ঘাটলে ঘুটলে ভেতর থেকে হয়তো অমন কিছু বের হবে, কিন্তু এই যে ভেতরের মানুষগুলোর সাথে সময়, সেটা তো বয়ে যাবে। এই সময়টাকে এনক্যাশ করার চেষ্টাতেই হয়তো লেখাটা আড়াল হয়ে যাচ্ছিলো।
বিশ্বাস করুন, এই লেখাটার চাইতে আপনাদের আবেদন আমার কাছে অনেক অনেক বেশি!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু এই ধরণের কথা শুনলে মনটা কেমন কেমন জানি করে!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
বস, ডানিয়েলার একখান কারেন্ট ছবি দ্যান। সেকেন্ড সীন হইব একখান ট্রেন। জানালায় ডানিয়েলার মুখে ঘোমটা, চোখে পানি। আপনে বাবার হাত ধইরা দাঁড়াইয়া আছেন ডাইন হাতে কাঠি লজেন্স নিয়া... গোধূলী-রূপবান কাহিনীর নায়িকা ডানিয়েলা যাইতেছে বনবাসে আপনারে থুইয়া।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
জুবায়ের ভাইয়ের কমেন্টে আপনার জবাব টা দেখি নাই। আমার আগের মন্তব্যের জন্য দুঃখিত। কমেন্টস গুলো পড়তে পড়তে ভাবলাম একটু রসিকতা করি... ক্ষমা চাই, আমি ভীষণ লজ্জিত!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- ধুরো মিয়া। জুবায়ের ভাই মোটেও ভুল বলেন নাই। আবার আপনি যে কমেন্ট করেছেন সেটাও মোটেও খারাপ করেন নাই।
ফিল ফ্রী ম্যান ফিল ফ্রী।
কোনো লেখায় প্রতিক্রিয়া জানানো আপনি দু'ভাবেই পারেন। আপনি মজার ছলে কমেন্ট করেন আর সিরিয়াসলী, লেখাটা পড়েছেন বলেই তো একটা চরিত্রকে (ডানিয়েলা) নিয়ে আসতে পেরেছেন। আর যেহেতু পড়েছেন, আমি স্বার্থক!
রসিকতা ইজ অলওয়েজ ওয়েলকাম।
মজার ব্যাপার হলো, জুবায়ের ভাই নিজেই কমেন্টটা মজা করে করেছেন। শেষের ইমোটিকনটা দেখেন!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হোকে বস্। ডাংকে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভুল সময়ে হয়তো ভুল মানুষটিই আপন হয়ে উঠবে কখনো!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
- জলিল মামু, আমার খুব পছন্দের একটা লাইন এটা।
খুব আশাবাদী দৃষ্টি নিয়ে বললে, আমার কাছে এটা মনে হয়েছে সময়ের দাবী।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রত্যাখান করে দিলেন?
আপনার গাটস আছে ,,,, প্রত্যাখান পত্রে তিব্বতের শান্তির কথা ঠিক এইভাবেই লিখে দিয়েন
,,,,(বিপ্লব)
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
লে হালুয়া।
ওম শান্তি!! শান্তির মা তো মরে গেছে অনেক আগে, শান্তি কি আসবে?
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
- শান্তিতো আর মরে নাই, আসবো না ক্যান?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন