এইটা একটা ট্রেলার পোস্ট

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ৯:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্যাপারটা কিঞ্চিৎ বিব্রতকর। না ভাইসব কোষ্ঠকাঠিন্যের কথা বলছি না। লেষ্খকাঠিন্যের কথা বলছিলাম আরকি! এমন নয় যে লেখার কিছু নাই। আছে, এবং সেটা বেশ ভালো পরিমানেই মাথার এমাথা-ওমাথা গুঁতাগুতি করে যাচ্ছে। তবে ভাইসব প্রশ্ন করতে পারেন, "তাইলে হালায় ল্যাখেন না ক্যা। বইয়া বইয়া ফাও কেলানী বাদ দ্যান"। আমি বলবো, আরে ভাই চেতেন কেলায়? আপনেগো প্রশ্নের জবাব খাড়া করার লাইগাই তো এই ট্রেলার পোস্ট। তো যা কইতাছিলাম...

লেখার ইচ্ছা এবং বিষয় উভয়ই বিদ্যমান আছে, কিন্তু লেখতে পারতাছিনা, তার জন্য তো আর বর্তমান সরকার দায়ী না। অবশ্য এই কথাগুলা বায়তুল মোকাররমের দক্ষিণ গেইট কিংবা মুক্তমঞ্চে খাড়ায়া বলার সুযোগ থাকলে অবশ্য দায়টা সরকারের কান্ধেই দিয়া দিতাম। দিয়া ধানমণ্ডি ব্রীজের উপরের টং দোকান থাইকা বাবা জর্দা দিয়া একটা খিলি পান মুখে দিয়া আরামছে ধূমা ছাড়তাম (এই ধূমার সাথে হিথরোতে বেগতিক ভাইয়ের বেদিক দিয়া নির্গত ধূমার কোনো সম্পর্ক নাই কইলাম)। এখন যেহেতু কলরেডীর মাইকের সামনে গলা ফাটানোর সেই সুযোগটা নাই তাই আপাতত দায়ভার নিজের কান্ধেই ফালাইলাম। কিন্তু তাই বইলা তো নিজেরে ঝামেলায় ফালাইতে পারি না।

অনেক হিসাব কিতাব কইরা ঠিক করলাম, "আইলসামী"। হ ভাইসব, ঠিকই শুনতাছেন। এই আইলসামীর কান্ধেই বেবাক দোষের সাড়ে নয় আনা ফালাইলাম। কয়দিন যে "ব্লগ লিখুন" বাটনে টিবি দিয়া ফ্যালফ্যাল কইরা চাইরা রইছি মনিটরের দিকে তার ইয়ত্তা করতে গেলে অতলান্তিকের পানি শুকায়া যাইবো। তাই সেই হিসাবে আর গেলাম না। জনগণরে পানিতে মারার কোনো ইচ্ছা আপাতত হয় নাই। কোনোদিন কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হইলে ভাইবা দেখুম নে।

তো সবদিক বিবেচনায় রাইখা আমি একটু আগেই ঠিক করলাম। যা আছে কুলকপালে, ভোট দিমু কোদালে। খাড়ান ভাইসব। চেইতেন না। ইলেকশনের ক্যানভাস করতাছি না। কইতাছিলাম একটা ঘোষণার কথা। আমি এই মর্মে গলাবাজি কর্তাছি যে আইজকাই যেকোনো মূল্যে একটা পোস্ট দিমু। সেইটা হইতারে ছেলেবেলার ডিলিটেড সীন, হইতে পারে ললনা ভজগটের কোনো ধুন্দুমার কাহিনী, হইতে পারে কোনো নীল নয়নার ফাঁদে পড়তে গিয়াও কোনোমতে কোণাখামচি ধইরা হ্যাঁচড়াইয়া তীরে উঠার কাহিনী। তাইলে আর আপনেরা গুঁতাগুতি না কইরা লাইনে ঠিকঠাক দাঁড়ান। কেউ ঠেলাঠেলি করবেন না জনাব। কারও কোনো প্রশ্ন থাকিলের জায়গায় থাইকা হাত উঠাইয়া আওয়াজ দিবেন, আমাদের কোম্পানীর লোকজন পৌঁছে যাবে আপনার কাছে। নো হাংকিপাংকি।

ইতি লেখার আগে একটা অনুরোধ করি ভাইসব। বাঙ্গালরে পারতে কোনোদিন মাইক দিয়েন না। তিন লাইনের একটা ট্রেলার পোস্ট লেখতে গিয়া কয়েক দিস্তার ফাও প্যাচাল পাড়োনের বেহুদা পাবলিকের হাত থেইকা নিষ্কৃতি পাওনের সহজ উপায় জানা থাকলেও কেউ জানায়া যাইয়েন ভাইসব।


মন্তব্য

আলমগীর এর ছবি

আপনে স্কুলে যাওয়া বাদ দিয়া রাস্তায় ক্যানভাস শুইন্যা দিন কাটাইছেন। আপনের ক্যাম্বাস শুনলাম, এখন বড়ি বাড়া কিছু দেন।

ধুসর গোধূলি এর ছবি

- দিলেনতো গোঁপন কথা বেবাকের সামনে ফাঁস কইরা। কামডা হৈলো কী কন দেহি!

বড়িবাড়া আসিতেছে জনাব। আজকেই শুভমুক্তি, আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে। ডানাকাটাপরীর ছমছমাছম নাচ... আআসিতেছেএএ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

নাচ দিয়া কী করুম। ক্ষমতা বাড়ানোর লাইগা কোম্পানির কিছু আছে কিনা কন।

স্পর্শ এর ছবি

আরে আলমগীর ভাই!! বেফাসে আপনার "পেরাইভেট" কথা ফাস কইরালাইলেন তো!! দেঁতো হাসি
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- পরবাসের জীবন এতোই রঙহীন যে এইটা নিয়া বয়ানের আর কিছুই নাই। বরং শান্তিনগর মোড়ে অশান্তির জ্যামে পইড়া থাকলে অনেক কিছু মাথায় আনাগোণা শুরু করে, ঐগুলা ব্লগে ঝারা শুরু করলেই কম্পিউটারের কালি শেষ হইয়া যাওনের কথা।

যাউকগা, আপনের কমেন্টের উত্তর দেহি উলট পালোট হৈয়া গেলোগা। নিচের উত্তর মনেহয় উপরে দিয়া উপরেরটা নিচে দিয়া দিছি। মিশটেক খাইছি। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি

- আমার কোম্পানী ক্ষমতা বাড়ায় না জনাব, ক্ষমতা দেখায়! চোখ টিপি

তবে আমার মনে হচ্ছে আপনি "যুবক ও বিবাহিত ভাইদের জন্য সুখবর" টাইপের কিছু খুঁজছেন। চিন্তা করবেন না জনাব। আপনি অতিসত্বর বলাইদা'র সঙ্গে যোগাযোগ করেন। তাঁর কাছে কয়েকটা লিফলেট থাকলেও থাকিতে পারে!

শুনিয়াছি এই সকল লিফলেট কালেক্ট করা তাঁর হবি। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

নিচের উত্তর মনেহয় উপরে দিয়া উপরেরটা নিচে দিয়া দিছি।

সেইটা কোন বিষয় না। শান্তিনগরে শুনছি সবই পাওয়া যায়। আর আপনার ধুতির কাহিনী কিছুটা অনুমান কর্তাছি।

ধুসর গোধূলি এর ছবি

- বিশ্বাস করেন জনাব, আমি শান্তিনগরের ক্যানভাস জীবনেও শুনি নাই এটেণ্ড করা তো দূরের কথা।
তবে আমার এলাকায় হাটবারে ক্যানভাসের একটা গান এখনো মুখস্ত আছে।

"একোলার বাপ আমি, দোকোলার বাপ আমি
কেরমত আলী।
বউ আছে আমার হালির হালি..."

- আর মনে নাই। দেঁতো হাসি

উপরের কমেন্টটা আসলে "টাচ" ভাইজানরে উদ্দেশ্য কইরা কইছিলাম। মাগার আবার প্যাচ খাইয়া গেলো দেহি। আমার ধূতির মতোই। চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

হে হে হে! এইতো 'লেষ্খকাঠিন্যের' আসল ঔষধ টাই মাইরা দিসেন!! এখন লেখা স্টার্ট হয়ে গেল। হাসি
এইবার গল গলিয়ে ছাড়তে থাকেন! হাসি

আমি বুঝিনা প্রবাসী দের আবার লেষ্খকাঠিন্য হয় কি করে!! তাদের চারপাশে কত কিছু ঘটে! সেই গুলান নিয়া লিখলেই তো হয়ে যায়। লিখেন মিয়া তাড়াতাড়ী। ট্রেলার তো দেইখা ফালাইসি।
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- এই যে জনাব, আপনে হঠাৎ করিয়া ফুঁশ করিয়া লাইনের মাঝখানে ঢুইকা গেলেন ক্যামনে? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্পর্শ এর ছবি

হে হে হে!! এইটাই তো রহস্য!! চোখ টিপি
মডারেশন রে ভাই মডারেশন। দেখেন না নিচে কি স্টাটাস দিয়া রাখসি!!

তয় পরবাস রঙ হীণ হইতে যাইবো ক্যান!! হলিউডী মুভি তে যা দেখি বাইরে বাই!! আর ইংলিশ গুলা তো আরো পাঙ্খা!!
-----------------------------
এখনো নজরবন্দী!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি এর ছবি

- হলিউডে মজা হোলেও হোতে পারে। হলিউড ছাড়া বাকী পৃথিবীটা সৌরজগতের ভিতরে কী না তাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুহম্মদ জুবায়ের এর ছবি

জায়গায় বইসা থাকলাম, আসুক কোম্পানীর মাল। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ধুসর গোধূলি এর ছবি

- জ্বী জনাব, শুধু বইসা থাকলেই চলবে না। হাত উঠাইতে হইবে, আওয়াজ দিতে হইবে, তবেইনা কোম্পানীর লোক যাবে আপনার নিকটে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রায়হান আবীর এর ছবি

হ ঠিকাছে।

আপনার লেষ্খকাঠিন্য হইছে আর আমার হইছে উলটা। খালি লিখতে ইচ্ছা করে। আপাতত নিজেরে দমাই রাখছি। খাইছে

ট্রেইলার এর পর আসল পোস্ট কি আজকেই আসবে? দিয়া দেন। আমি ঢাকা যাই। রাতে রসায়া রসায়া পড়বো। পরীক্ষা শেষ, কাজ কাম নাই কোন...কি যে বোরিং লাগে। পরীক্ষার সময় সিনেমা দেখতে ভালো লাগে, ব্লগ লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে। কিন্তু শেষ হবার পর সব কিছু বোরিং লাগে। ধুর!!!

---------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- লিখিতে ইচ্ছা করিলে খালি ঝপাং করিয়া লিখিয়া ফেলেন। এতে আমারও সুবিধা হয়। এক পাতায় দুই পোস্ট জ্বলজ্বল করলে মোটারামরা আমারে কেটিসাইজ করবো। এমনেই মোটারামগো লগে আমার সম্পর্ক সুবিধার না। মাঝে মাঝেই দুষ্টু কথা বলে (অবশ্য দুই মোটারাম বাদে। এদের একজন মুরুব্বি আরেকজন ক্রাউনের দিকে দৌড়ের উপর থাকে অলওয়েজ)।

স্করিয় মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। অতএব মস্তিষ্ক যতো পারেন ফ্রী রাখেন, এইটা কইছিলো কোনো এক জোতিষী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

আমিও আইতাসি।
বিপ্লব ভাই মনে বড়ই দুস্ক পাইসে মনে হইলো।


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- আসেন জনাব, আগায়া আসেন।
আর বিপ্লব ভাইয়ের কথা বইলেন না। তিনি নাকি এই ভাম বয়সে এসে ছ্যাঁকা খাইয়াছেন। মওলানা সাহেব সেরকমই ইঙ্গিত দিয়াছেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঐ মিয়া... হালায় আমি আছি দৌড়ের উপরে... ব্লগ পড়ার সময় পাইনা এমনেই... আপনের পোস্ট দেইখা উঁকি দিলাম এখন দেখি তত্ত্ববধায়ক সরকারের লাহান খালি ভুজুং ভাজুং...
আসল লেখা দেন মিয়া... ব্যস্ততাতেও লগ ইন কইরা বইসা রইলাম... যদি না দিছেন তো খবর আছে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- জনাব, ভুজুং ভাগুংএর দেখছেন টা কী? খালি বাইম মাছের মতো চিপা দিয়া পলাইয়া যানগা। আপনে মিয়া পোস্ট দিলেও তো চাইটা পুইটা এই অধম শ্রেনীর পাঠকেরা খাইতে পারে, মাননীয় সরকারের লাহান হাভাতে রাখেন ক্যালা ভাইজান?

আমি যখন কইছি লেখা দিমুই দিমু, এইটা ওয়াদা। খারাপ মানুষ ওয়াদা খেলাপ করে না। করলে আমার কামড় আপনের শালিকার হাত (আমার চটি আপনের গাল, এইরূপে পড়িতে হইবে!) চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আলমগীর এর ছবি

আমি যখন কইছি লেখা দিমুই দিমু, এইটা ওয়াদা।

খুবই উত্তম কথা। কিন্তু এক লেখা দিবেন কইয়া ফাও কামে এই ট্রেলার পোস্ট দিলেন। একটারে ভাইঙা দুইটা। এক বিড়ি দুইজনে এখন কেউ খায়?

ধুসর গোধূলি এর ছবি
স্বপ্নাহত এর ছবি

হো হো হো

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

মুশফিকা মুমু এর ছবি

রিলিস ডেট কবে??
আমিও লাইনে আছি, হাত তুললাম। দেঁতো হাসি
ট্রেলারতো দেখলাম/শুনলাম যদিও কিলিয়ার কিছু বলিলেন না আর পোস্টার কই?
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- পোস্টার ছাপাইতে দিছি, শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে প্রেসে কারেন্ট গেছেগা।

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

ওহ কিন্তু আপনার ছিনামা চলা কালিন থুক্কু লিখা পড়া কালিন যেন কারেন্ট না যায় সেই ব্যবস্থা করতে ভুইলেন না দেঁতো হাসি
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- হারকিউলিসের বউ জেনা'রে মোটরের লগে বাইন্ধা রাখছি কী সাধে!
তাপবিদ্যুৎ উৎপন্ন করার ধান্দায় আছি চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক ওয়াসিফ এর ছবি

হো হো হো হো হো হো এতক্ষণ একটু তফাতে শুল্টির মদ্যে অয়া অয়া মজমা মারা দেখিচ্চিলাম। শালার জাউরা তো ভাল জমায়। আর না প্যারা লাইনে খাড়ালাম। ভাই ধূগো, হামাক কিছু কওয়া লাগবি না। আপনার বড়িতে ইমান আনিছি। বড়া খায়্যাই তো ইঙ্কা তেজ হছে আপনার, নাকি? খালি ভাই-মুরুব্বিগণ মজমা দেখেন ভাল। কিন্তু পকেট সাবধান। পকেটমার আবার ওনার শালা লাগে কিনা!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

তীরন্দাজ এর ছবি

এইডাই অয়! কারো কোষ্ট কাঠিন্য, কারো কারো পাতলা হা...! তবে ভয় পাইয়েন না। সবই ঘুইরা ঘুইরা আসে...এক দার্শনিকে কইছিল!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

ধুসর গোধূলি এর ছবি
সুলতানা পারভীন শিমুল এর ছবি

ট্রেলারে আসল জিনিসের চুম্বকীয় অংশ তো কিছু থাকার কথা।
সেইগুলান গেল কই?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ধুসর গোধূলি এর ছবি

- এই আইছে আরেকজন!

আপনের কথায় চুম্বক দেই তারপর জিগান, চুম্বক আছে মাগার আকর্ষণী ধাতু কই? তখন আবার চুম্বকের লাইগা ধাতু খুঁজতে গিয়া পড়ি ফ্যাসাদে!

এমনিতেই যা দিনকাল পড়ছে। জান লইয়া চলার যোগাড় নাই। সত্য যুগ নাকি শ্যাষ। এ যে দেখি ঘোর কলিকাল! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

চুম্বকীয় যা কিছু থাকার কথা সে গুলো আপনার মধ্যে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

জ্বি জনাব
ঘোর কলিকালের চুম্বকের কথাই বলিয়াছি, সত্যযুগের নয়।
কাজেই চরিত্র কিছু তো বদলাইতেই পারে।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

এখনো আপনার মধ্যে চুম্বকীয় বিদ্যমান আছে , কারন আপনি খুব সহজে কাউকে কাছে টেনে ছুড়ে ফেলে দেন- এক কথায় ছেকা দেয়া।

ধুসর গোধূলি এর ছবি

- অরে, কেউ হামকো ধরতা হায়।
মাননীয় অতিথি কী কয় এইসব!
আমার সকাল বিকালের খাবার আমি আবার কারে দিলাম? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

আপনারে ধরি নাই।
ধরছি শিমুল আপারে।
উনি তো আমার কথা শুইনা পালাইছে।
কি আপা শরম পাইছেন নাকি?

ধুসর গোধূলি এর ছবি

- অ, তাইলে ঠিকাছে। ধরেন। ভালো কইরা ধরেন। ছাই লাগলে কইয়েন, আমার কোম্পানীর লোক যোগান দিয়ে দিবে। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হায় হায় !
বুঝি নাই তো !
মাননীয় অতিথি শরমের কথা কিছু কইছেন নাকি !!
শরমিন্দা হইলে তো ভাই নিজের নামঠিকানা বোরখা দিয়া ঢাইকা রাইখা বেনামীতে লিখতাম আর কমেন্ট করতাম।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

আপনার শরম ধুইয়া মুইছা ফালাইছেন তা তো জানতাম না।

ধুসর গোধূলি এর ছবি

- শ্রদ্ধেয় অতিথি,
আপনার আগমনের কোনো তিথি না থাকলেও সচলে কমেন্ট / পোস্ট করার একটা ধারা আছে। সেই ধারা মোতাবেক আপনি আপনার নাম দস্তখত করবেন, সেটা কাম্য।

আশাকরি আপনার পরবর্তী মন্তব্যে ধারাটা বজায় রাখবেন।

কোনো সমস্যা থাকলে জায়গায় থেকে আওয়াজ দিবেন, কোনো ধাক্কাধাক্কি করবেন না, পিলীজ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক ওয়াসিফ এর ছবি

এই হইল দ্যাশের অবস্থা!!!


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ফারুক ওয়াসিফ এর ছবি

@ অতিথি বেচায়েন: জানবেন ক্যামনে, ময়লা কী আর জানে কয়লার সঙ্গে তার তফাত কোথায়? জানার ইচ্ছা থাকলে জিগায়েন, আছি। আমি কোম্পানির লোক। ঠিক না কি, ওস্তাদ গোধূ চোখ টিপি চোখ টিপি


মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

ধুসর গোধূলি এর ছবি
বিপ্লব রহমান এর ছবি

আমি এই মর্মে গলাবাজি কর্তাছি যে আইজকাই যেকোনো মূল্যে একটা পোস্ট দিমু। সেইটা হইতারে ছেলেবেলার ডিলিটেড সীন, হইতে পারে ললনা ভজগটের কোনো ধুন্দুমার কাহিনী, হইতে পারে কোনো নীল নয়নার ফাঁদে পড়তে গিয়াও কোনোমতে কোণাখামচি ধইরা হ্যাঁচড়াইয়া তীরে উঠার কাহিনী।

...তীরে ওঠার কাহিনীটাই আগে শুনি। পরে না হয়, অন্যগুলো... প্লিইইইইইজ! দেঁতো হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি

- হেহ হেহ হেহ হাসি
পরে সব ললনারে ডাইকা দেখাইবেন। কইগো খোদেজার মায়েরা আসো দেইখা যাও তোমাগো ধুসর কী করছে! চোখ টিপি

এইটা একটা ষড়যন্ত্র। তেব্র পেত্তিবাদ রৈলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহীন হাসান এর ছবি

ধূসর সময় এখন সোনালিচিলের বাড়ি
কী হবে হায়! হৃদয়ের জোছনা পোড়ায়ে?
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পোস্টে আমার নামে উলটাপালটা কিছু না বলায় ধন্যবাদ।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এটা আমার ট্রেলার কমেন্ট হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

হো হো হো

সন্ন্যাসীজী, আপনাকে ট্রেলার উত্তম জাঝা!

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

তানবীরা এর ছবি

ছবির অপেক্ষায় রইলাম। বেশীক্ষন আবার আমার ধের্য্য থাকে না কইলাম। আল্লাহু আকবর।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি
স্বপ্নাহত এর ছবি

গুরু, মন ভালো কইরা দিসেন।

অনেক ধন্যবাদ হাসি

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

ধুসর গোধূলি এর ছবি

- মনের বাড়িতে আবার কী হইলো? চিন্তিত
মন ভালো করার মতো জটিল একটা কাজ করতে পারছি বইলা নিজেরে প্রেসিডেন্ট বুশের সমকস্ষ মনে হইতাছে। দেঁতো হাসি

ইয়াবাবা বুশিনাথ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

মুল পর্বের অপেক্ষায়।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- ঘটনা কী জনাব!
বড়ই বেচইন মনে হইতেছে আপনি তথা আপোনাদের কার্যকলাপ। চিন্তার কথা, বিরাট চিন্তার কথা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

হ বুইঝলাম!!!

কামকাজ থুইয়া কুমিল্লার শ্রীপুরের বড়ি বেচা ধরছে!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হ দেঁতো হাসি

আমরা আবার ডিলার খোঁজতাছি। অতিসত্ত্বর ডিলারশীপের লাইগা আবেদন করেন জনাব। ফরম পাইবেন এন্টারনেটে। এ্যাড্রেসের ঠিকানা আপাতত কওন যাইবো না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।