গরমের কিচ্ছা

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বুধ, ০২/০৭/২০০৮ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

গরমে জান খান্দান!

২০০৬ এর পরে এই প্রথম আউলাটক্কর গরম পড়ছে। গরম কি গরম, যেমন তেমন গরম? পরনের কাপড় খুলে ম্যারাথন না হলেও ৪০০ মিটার রীলে দৌড় দিতে মন করতেছে।

এজ ইয়্যুজুয়াল তাড়াহুড়ায় হাতের কাছে পাওয়া টি-শার্টটা পরেই বেরিয়ে গেছি ঘর থেকে। এখন মনে হচ্ছে পৃথিবীর অষ্টমাভুলের একটা হয়েছে এইটা, সিনথেটিকের টি-শার্ট পরাটা। মনে হচ্ছে পিঠের সাথেই চুল্লিতে কিছু একটা তন্দুরীর ন্যায় ভাজা হচ্ছে, কাঁধে জ্বলন্ত কয়লার একটা বিশাল বস্তা নিয়ে হাঁটছি! এই অবস্থায় মাথামুথা ঠিক রাখা দায়। হঠাৎ চরম ইচ্ছা হতে লাগলো টি-শার্টটা ঘড়াৎ করে খুলে ফেলি। নিচে স্যান্ডো আছে, সমস্যা না। আবার ভাবলাম, টি-শার্ট খুললে তো খালি স্যান্ডোটা ছাড়া আর কিছুই দেখা যাবে না। অবশ্য কঙ্কালের অবয়বটা বুঝা গেলেও যেতে পারে।

মনটা শান্ত হলো দেশের কথা চিন্তা করে। দেশেতো এর চাইতেও পাগলাগরম। সেখানে মানুষ নিশ্চই আর বস্ত্রহীন হয়ে ১০০ মিটার স্প্রিন্টের প্রস্তুতি নিচ্ছে না! এই নিয়ে ভাবতে ভাবতে দেখলাম আমার মোটা মাথায়ও ভালো একটা জিনিষ খেললো। এই যে এই অসহ্য গরম লাগা, কম তাপমাত্রায়ও বস্ত্রহীন হয়ে পড়ার আকাংখা, এর পেছনে আসলে কারণ কী! কারণ আর কিছুই না, "ললনা"।

স্কুলে, গরমের দিনে ক্লাস করাটা বিরাট আজাবীয় মনে হতো। একেতো কো-এড ক্লাসে পোলাপাইনের ঘাপলাঘাপলি তারউপর নাই কোনো বাতাসদানযন্ত্র, আর বাইরে চলতো চৈত্রের চুড়ান্ত তাপদাহ। তো এমন একদিন ক্লাসে কী নিয়ে কথা হচ্ছে হঠাৎ এক ছেলে বলে উঠলো স্যার গরম লাগে কারণ মেয়েরা কথা বলে বেশি। স্যার বলেন, বেশি কথা বলার সাথে গরমের কী সম্পর্করে? পোলা কয়, স্যার মেয়েরা কথা কয় আর তাদের পেটের ভেতর থেকে ভুকভুক করে গরম বাতাস বের হতে থাকে। সেই গরম বাতাসই ক্লাস গরম করে ফেলে!

এখানকার মেয়েরা আরেক কাঠি সরেস। কথা বলার ইচ্ছার পাশাপাশি তাদের বস্ত্রের সংকুলানের তীব্রতাও প্রবল। একেতো গরমে চান্দি ফাটে তার উপর চোখের সামনে দিয়া ফুলচন্দন মার্কা স্বল্পবসনা ললনারা ইয়ে দুলিয়ে হেঁটে গেলে কার আর শীতল লাগে!

আশার কথা হলো, এই রিপোর্ট লেখার সময় আকাশ কালো করেছে কিঞ্চিৎ। মৃদুমন্দ সমীরণ না হলেও মোটামুটি দমকা স্টাইলেই হাওয়া দিচ্ছে। গাত্রউদোম করা এই গরমে আপাতত স্বস্তির খবর এটাই!


মন্তব্য

হিমু এর ছবি

এখন রাস্তাঘাটে বের হলেই শরম লাগে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- তোর লাগে শরম আর আমার লাগে গরম।
তা তুইও কি আমার মতো ভালো হৈয়া যাইতাছোস নাকি রে, গরম রাইখা শরম লাগে ক্যান?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

কান্ট্রোল নাহি হোতা, তাই শরম লাগে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- বাঘের মতো ঝাঁপাইয়া পড় মাই বয়!
সৃষ্টিকর্তাতো আর তোরে কম দেয় নাই। যা ফুঁ দিয়া দিলাম। আইজকাই যা...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক হাসান এর ছবি

এইবার বাংলা ছায়াছবির 'বৃষ্টিভেজা গানির ডালি' সিডিটা লাগান।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক হাসান এর ছবি

কোমলমতি !?!
বছরের সেরা জোক্স
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ফারুক ভাই যা বলতে চায়, তার সাথে জনগণ এক্কেরে পুরাপুরি একশো ভাগ একমত।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

গরমে জান খান্দান!
আগাপাস্তলায় গরম লাগলে কী করতে হয় জানা না থাকলে (বৃষ্টিটার নিশ্চয়তা নাই।) গলাপানিতে দাঁড়াইতে পারতেন।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ধুসর গোধূলি এর ছবি

- ২০০৬ এ করছিলাম।
আগা ঠিক রাইখা পাস্তলার কাপড় তুইলা ফ্যানের সামনে ধইরা রাখছিলাম ঠান্ডা না হওয়া পর্যন্ত! দেঁতো হাসি

এইবার তো ভালো হৈয়া যাইতাছি, তাই পানির নিচে গিয়া খাড়ানোটাই ঠিক মনে হৈতাছে। আর রাস্তায় বাইরাইলে এক বালতি পানি লগে আগে থাইকাই লগে রাখা! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

আকতার আহমেদ এর ছবি

ধুগো'র লাগে গরম
হিমুর লাগে শরম
ব্যাপার দ্যাখি চরম.. !

ধুসর গোধূলি এর ছবি
অতিথি লেখক এর ছবি

চিন্তিত আমার কেন এতো ঠান্ডা ঠান্ডা লাগে আজ বুঝলাম। এর একটা বিহিত করা দরকার!

~ ফেরারী ফেরদৌস

ধুসর গোধূলি এর ছবি

- হা হা হা ফেরদৌস ভাই। দেরী হয়ে যাবার আগেই যা করার করেন বস। ঠান্ডায় নিউমোনিয়া হয়ে গেলে পরে! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

ধূসরের সমস্যা কী? এত বছর হয়ে গেল, এখনো গরম লাগে ক্যান? আর হিমুরটা ঠিকাছে। আগামী বছর আর শরম লাগবে না।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আপনেরে কতো কইরা কইলাম, একটা ব্যবস্থা করেন। আপনে খালি গুতুম মাছের মতো পিছলান। গরমের দিনে গরম লাগবোনা তো কী শীত লাগবো? আর শীত লাগলে এরে তারে দেইখা শরীর ওম করার পাঁয়তারায় ঝাপ্টাইয়া ধরলে সেইটা কী ভালো হৈবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

হিমুরে ঝাপ্টাইয়া ধরার বুদ্ধিটা কেমন ?


কি মাঝি? ডরাইলা?

দ্রোহী এর ছবি

আরে আমার কথা কই নাই । আপনেরে ধরতে কইছি ।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- আপনে ঝালেমায় পড়লে আমার কান্ধে আস্তে কইরা হিমুরে ফালাইয়া টাকি মাছের মতো মোচরা দিয়া বাইরাইয়া যানগা মিয়া! এইটার এট্টা বিহিত হওন দরকার মেম্বর সাব।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দ্রোহী এর ছবি

ডরাইয়েন না। চিপায় ফালাইয়া যামু না। দরকার পড়লে বুক (!!!!) পেতে দিবো।


কি মাঝি? ডরাইলা?

ধুসর গোধূলি এর ছবি

- হ, আপনে দিবেন বুক! তাইলেই হৈছে।
বুক বাইন্ডিংএর কাজ-কাম রাইখা, এইসব খাইস্টা কথা বাদ দিয়া কন শালী কবে দিবেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

চরম হয় পরম নরম-গরম কিছু পেলে, কী বলেন! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গরম না হট? কোনটা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি
সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্দ না ধান্দা? কোনটা?
ধান্দা হইলে কিসের ধান্দা?
গরমের নাকি হটের?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ধুসর গোধূলি এর ছবি

- এইবার তো পুরাই ধন্দ লাগাইয়া দিলেন নজু ভাই!
কোনটা কইয়া কোন্দিকে ফাইসা যাই কেম্নে কৈ? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

নাম পাল্টান, নাম রাখেন গরম গোধূলি, হেভভি মিলসে ! দেঁতো হাসি

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি
তানবীরা এর ছবি

লেখা জটিল হইসে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুমন চৌধুরী এর ছবি

আমার এই দ্যাশের গরম ভাল্লাগে।

শরিলের কষ্ট ভুলি পথে ঘাটে।
মাঠেবাটে যাহাদের বহাটহা ঠিকনাই...



ঈশ্বরাসিদ্ধে:

অচেনা কেউ এর ছবি

প্যান্ট ছাইড়া লুঙ্গি ধরেন ধুগো ভাইয়া !!! ভাল কাজ দিবে আশ রাখি।লেখা খুব সরেস হয়েছে।

ধুসর গোধূলি এর ছবি

- আমি তো ভাই সেই কবেই লুঙ্গি ছাইড়া গামছা ধরছি জাপ্টাইয়া!
লেখা পড়ার লাইগা আপনেরে এক গ্লাস গুলিস্তানের বোনাজীশরবত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

চিন্তিত আমি বলি লুঙ্গি/গামছা/টি-শার্ট সব ছাইরা সাতারের কাপর পরেন, দেখেন কোনও লাভ হয় কিনা খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি
মুশফিকা মুমু এর ছবি

আগে সাতারের কাপর পইরা দেখেন, যদি তা কাজে না আসে তাইলে নাহয়..... খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- বুঝছি, তোমার নিয়তও সুবিধার না। কোমলমতি আমারে দুষ্টু চিন্তার দিকে ধাবিত করার চেষ্টা! লও তুমি একটা গান শোনো-

Get this widget | Track details | eSnips Social DNA

___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

omg i love this song হাহাহাহাহাহা
তবে জার্মান ভারশনটা শুনিনি আগে। ১৯৯৮-৯৯ এর দিকের না এটা? তখন এটার ইংলিশ ভারশনটা আমি বাসায় চিতকার করে গাইতাম আর আপনার ওই ভুতের মত নাচতাম হাহাহাহা, আহ সেই দিনগুলি, মনে করায়ে দিলেন এখনও দেখি মুখস্ত কথাগুলি দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍এইডা কী ভাষার্গান?
তার্চে অর্জিনাল্টা শুনেন। আংরেজিতে। মাত্র ৩ মেগা। গ্রুপ্টা, মনে লয়, আপ্নেগো দ্যাশের।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

দেঁতো হাসি অনেক অনেক ধইন্যবাদ সন্ন্যাসী জি দেঁতো হাসি শুনিতেছি, আজকে কাজে মনেহয় সারাদিনই শুনব হাহাহাহাহা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- গানটা মনেহয় চাঙ্কু টাঙ্কু ভাষার। ৯৯-০০ তে শুনেছিলাম প্রথমে। পরে দেখা গেলো ওটা আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেলো! সকালে-বিকালে-দিনে-দুপুরে-যখন-যেখানে-এখানে-সেখানে- সব জায়গায় খালি লেবু গাছই বাজে। গানটায় অনেক কিছুই ফেরৎ পাওয়া যায়। বারউড, ইস্টলেক্স, এপিং ইত্যাদি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অমিত আহমেদ এর ছবি

দ্যাখো ছেলেপেলের কান্ড!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি

হায়রে বাইচ্চা পুলাপাইনরা !!!!!


কি মাঝি? ডরাইলা?

রায়হান আবীর এর ছবি

আমাদের এখানে দারুন আবহাওয়া। সারাদিন খালি ঘুমাইতেছি...আহ কি আরাম।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

ধুসর গোধূলি এর ছবি

- আইইউটি তে এমনিতেই ঠান্ডা ঠান্ডা লাগে। আর ঘুমের জন্য তো যেকোন আবহাওয়াই "বেস্ট"! খালি চোখটা কোনো মতে বুজে কোথাও ধপাস করে পড়তে পারলেই হয়। কেল্লাফতে। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অচেনা কেউ এর ছবি

হুম্‌, পুলাপাইন সব আসলেই পাকনা হয়ে গেল দেখতেছি !!!!

ধুসর গোধূলি এর ছবি
মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুশফিকা মুমু এর ছবি

আবার পড়লাম, হঠাত মনে হল; চিন্তিত
আচ্ছা আপনি এমন "হট" চোখ টিপি হয়ে ঘুরে বেড়ান আর আপনার ললনার অভাব হয় কিভাবে চিন্তিত এত "হট" হয়ে ঘুরলেতো জার্মান ললনাদের আপনার উপর ঝাপায়ে পরার কথা চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- আরে, আমি তো "হট" হয়ে ঘুরে বেড়াই না বরং আমি "হটের" ভেতর দিয়া ঘুরে বেড়াই। আমি ছাড়া আমার চারপাশে সবই "হট" মানে গরম আরকি!

আবহাওয়া হট, জিনিষপত্রের দাম হট, মানুষের মাথা হট, আর ললনারা তো আছেই। শুধু তারা "হট" হলেও হতো, যেসব জামাকাপড় পড়ে চোখের সামনে দিয়ে ঘুরে, ওগুলা দেখলে "হটের" কারণে মাথার চুল সব খাড়া হয়ে যায়।

তোমার সমীকরণ ঠিকই আছে। যে "হট" তার উপরেই বাকীদের ঝাপায়ে পড়ার কথা, এবং হচ্ছেটাও ঠিক এমনি। আমি ছাড়া বাকী সব কিছুর উপরই জনগণ ঝাঁপিয়ে পড়ছে। ললনাদের উপরে চামে চামে আমিও ঝাঁপানোর চেষ্টা করি। কিন্তু পারি কই। বিশাল লাইন। হট দামের জিনিষ খাওয়া হট হট লোকজনের বিরাট ঠেলাঠেলি। আমি আর কি, লাইনের বাইরে বইসা বিড়ি ফুঁকি! দেঁতো হাসি

বুঝলা এইবার? নাকি আরও বুঝামু কে কোথায় কেনো কার উপর ঝাঁপিয়ে পরে কি পড়ে না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

মনে হচ্ছে পিঠের সাথেই চুল্লিতে কিছু একটা তন্দুরীর ন্যায় ভাজা হচ্ছে, কাঁধে জ্বলন্ত কয়লার একটা বিশাল বস্তা নিয়ে হাঁটছি!

আর আপনি এখন কন আপনি "হট" না খালি চারিপাশ "হট"?? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- কান্ধের মধ্যে চুলা নিয়ে হাঁটলে নিজে "হট" হয় নাকি কান্ধের চুলাটা "হট" হয় চান্দু!

এখানে লেখক "হট" না, লেখক হলো "সাফারার"। এই জিনিষটাই লেখক উক্ত ল্যাখায় ব্যক্ত করতে চেয়েছেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

ওহহহহহহহহহহহহহ ! মাই মিশটেক খাইছে
কিন্তু কান্ধের মধ্যে চুলা নিয়ে হাঁটেন কেন? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কনফুসিয়াস এর ছবি

ধুসরের পোস্টে ঢুকলে অযু রাখা মুশকিল দেখি!
হো হো হো

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ধুসর গোধূলি এর ছবি

- ভাইরে, ইদানিং আল্লাহ্ বিল্লাহ্ শুরু করছি! আমি ভালো হৈয়া যাইতাছি না? এই ইন্টেরিম পিরিয়ডটা ইট্টু সহ্য করেন। তারপর নাহয় অযুর পানি আমিই সাপ্লাই দিমু নে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফ্রুলিক্স এর ছবি

গরমে শইলটা গরম হইলে তো সমস্যা। কখন আবার কোথায় ঝাপাই পড়েন। একটা এসি সব সময় সাথে রাইখেন।
মাত্র তো গতদিন একবার গরম পড়ছে। আজকে আবার বৃষ্টি। বদ্দার মতো আমিও গরম বালা ফাই।

ধুসর গোধূলি এর ছবি
মুজিব মেহদী এর ছবি

ঘুমাতে যাবার আগে কেন যে এই পোস্টটায় ঢুকলাম অযথা! পোস্ট ও মন্তব্য সব ফলো করে দেখি যে ঘুম ঘুম ভাব আমার একদম ছেড়ে গেছে।
কী করি না করি! এখন যে আমারও গরম গরম লাগে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ধুসর গোধূলি এর ছবি
আলমগীর এর ছবি

সমস্যা কী? গরম লাগবে কেন?

বিপ্লব রহমান এর ছবি

ধু. গো. টা কী ফাজিল গো! হো হো হো


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

ধুসর গোধূলি এর ছবি
পরিবর্তনশীল এর ছবি

দুনিয়া জুড়ে আরো বেশি বেশি ফাটানি গরম নামুক। বিশেষ করে বাংলাদেশে। সবাই বলুন আমিন।

চন্দ্রবিন্দুর ভাষায় বলা যাক।

মেয়েরা ভীষণ স্মার্ট
পরে ছোট মিনিস্কার্ট।
আমারই যে শীত করে টন টন টন টন।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- কী এট্টা গান হুনাইলেন গুরু। এক্কারে কাইত হয়া গেলাম।
আরে এইটাতো আমার গণসঙ্গীত! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

এই পোস্টে এতো কমেন্ট ক্যানো?
জম্মান পুলায় কি বাইরের লোক (থুক্কু বালিকা) ভাড়া করে নিজের পোস্টে কমেন্ট করায় নাকি?

গরম হইসে তো কী হইসে? পানিত ঝাপ দিলেই হয়। মাথা, দিল সব ঠান্ডা হইয়া যাইবো ।


আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

এই পোস্টে এতো কমেন্ট ক্যানো?
জম্মান পুলায় কি বাইরের লোক (থুক্কু বালিকা) ভাড়া করে নিজের পোস্টে কমেন্ট করায় নাকি?

এইটা এট্টা লাখ টেকার গোপন কথা মুরুব্বী!

গরম হইসে তো কী হইসে? পানিত ঝাপ দিলেই হয়। মাথা, দিল সব ঠান্ডা হইয়া যাইবো ।

গরমের দিনে কি তাইলে কোলে পানির লোটা লৈয়া ঘুরুম নাকি? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।