নিরালা হাসির ও দরকার আছে

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: রবি, ২১/০৯/২০০৮ - ৮:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা ভয়াবহ পোতানো অবস্থায় পেয়ে বসেছে আমাকে। এদেয়াল সেদেয়ালে মাথা ঠুকছি সেই ঘুলঘুলিয়া থেকে বের হবার দরজা না পেয়ে। বার কয়েক খুব কাছাকাছি এসেও আবার পরিণতি যেই-হেই-সেই-হেই।

হাসতে মন চায় আমার খুব। হাসিও। হুদাহুদিই হাসি। কেউ ব্যাথা পেলে হাসি, কাউকে কাঁদতে দেখলেও হাসি, আর কাউকে হাসতে দেখলেতো কথাই নাই!

তবে মন পোতানো থাকলে কারো অট্টহাসিও বিরক্তিকে চরমে নিয়ে যায়। অতি অল্পতে ঘন্টা কয়েক আগে এরকম এক অবস্থা পাশ কাটিয়ে গেছি কোনমতে।

ইস্নিপ্সে ঢুকতে গিয়ে একটা ভিডিও চোখে পড়লো। বাবুদের নিয়ে। এরকম ভিডিও গুলো দেখে বেশ মজা লাগে। ভাবলাম দেখি, এই ভিডিওটা দেখেই মনের ভ্যাপসা-পোতানো ভাবটা একটু দূর করা যায় কিনা!


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জোস ভিডিও দেঁতো হাসি

বস মন খারাপ থাকলে এইটা দেইখেন, মন ভালো হয়ে যাবেঃ

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি
তানভীর এর ছবি

খালি পোতায়ে থাকলেই চলবো?

= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।

নজমুল আলবাব এর ছবি

মজা হইছে... মজা পাইছি।

ভুল সময়ের মর্মাহত বাউল

পরিবর্তনশীল এর ছবি

এইবার পোতানো ভাবটা গ্যাসে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

অতিথি লেখক এর ছবি

দুইটাইতেই ব্যাপক মজা পাওয়া গেছে দেঁতো হাসি

কল্পনা আক্তার

...............................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

সৌরভ এর ছবি

পোতানো অবস্থায় আছি। মুক্তি নাই জেবনে।


আবার লিখবো হয়তো কোন দিন

অতন্দ্র প্রহরী এর ছবি

কি ব্যাপার গোধু'দা, আপনের আবার কি হইল, এত পোতাপুতি কেন! ইয়ে, মানে...
___________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

ধুসর গোধূলি এর ছবি
মুশফিকা মুমু এর ছবি

ব্যাপার কি?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

পোতানো ভাবটা এখনো থাকলে হাগিস পইরা ঘুম দেন, মনডা ভালা হইয়া যাইবো ধুগোদা। কিংকর্তব্যবিমূঢ় ভাইয়ার ভিডিও দেইখা কিছু শিখেন। হেঃ হেঃ হেঃ
আপনার ভিডিওর জন্য ধন্যবাদ, তয় আমার আবার পুলাপাইন আছাড় খাইয়া পড়তে দেখলে বেশি হাসি লাগেনা। ওগুলা ছাড়া অন্যগুলান ঠিকাছে।

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- আমার আবার যেকোনো কিছুতেই হাসি পায়।
বড় মানুষ আছাড় খাইয়া পড়লেও পায়। আমি নিজে পড়লেও পায়।

কিংকং এর ভিডিও দেইখা শিখার ধান্দায় আছি। হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পরিবর্তনশীল এর ছবি

ধূগো রে নিয়া জনগণ ব্যপক চিন্তার মাঝে আছে। আমি গোধূদার পোতানো ভাব দেইখা মনের দুঃখে একটা পুঁথি রচনা করেছি। বড়ই দুঃখ। মন খারাপ
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ধুসর গোধূলি এর ছবি

- রচনা কইরা লাইছেন? মন খারাপ
বুঝছি কপালে রামপঁচানি আছে। গুরু গো ইট্টু হলুদ কার্ড দেখাইতেন রচনার আগে। পোতাইল্যা ভাব কই যাইতোগা নিমিষে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

ঘন ঘন মন পোতাইতেছে, লক্ষন ভালো না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।