শরতের আকাশ নিয়ে কোন দ্বিমত নেই। বছরের সবচাইতে সুন্দর আকাশ দেখা যায় ওই সময়টায়। ঘাসের ওপর সটান শুয়ে সাদা সাদা মেঘের মধ্যে পালতোলা নৌকা, হাতি, প্রিয়জনের মুখ সবই বানানো যায়। কিন্তু যখন রোদ ওঠে, পিঠে গিয়ে লাগে!
যখন 'ঋতুরাজ' নির্বাচনের ভুটাভুটি হয়, তখন ভালোলাগার দিক থেকে শরৎ বেশ কিছু ভোট পেয়েছিলোও বটে। কিন্তু ঠিক তার পরের ব্লকেই হেমন্ত নামের আগুন একটি ঋতু বাস করে বলে ঋতুরাজ হিসেবে তার কপালের শিঁকে ছিঁড়েনি। আর বড়ই আকর্ষণীয়, মনকাড়া রূপসৌন্দর্য্য নিয়েও হেমন্ত ভুটে জিততে পারেনি ঠিক তার পাশেই অমন দিল ধাকধাককরা মাধুরীর মতো মিষ্টি 'শরৎ' ছিলো বলে!
গ্রীষ্ম আর বর্ষা ভুটের রাজনীতিতে খুবেকটা সুবিধে করতে পারেনি। শোনা যায় তারা নির্বাচন কমিশনের আদেশকে পেঁয়াজ-কাঁচামরিচসহ মুড়ি খাওয়ার আহ্বান জানিয়ে, বৃদ্ধাঙুল দেখিয়ে ইলেকশনে নয়ছয়রঙা পোস্টার ছাপায়। ঝড়-তুফান-বৃষ্টি আর কাঁদার দেয়াল লিখনে ভরে তোলে যত্রতত্র। আর্মি ইন্টেলিজেন্স তো দাবী করে ভুটের আগের রাতে নাকি 'গ্রীষ্ম' রীতিমতো নিয়মনীতির তোয়াক্কা না করে জনগণকে 'উপঢৌকণ'ও প্রদান করে। এইযে এতো এতো ফল পাই আমরা গ্রীষ্মকালে, এগুলো তো সেই উপঢৌকণেরই বাইপ্রোডাক্ট!
শীত বেচারা একটু ম্যাদা মার্কা ছিলো ছোটকাল থেকেই। অনেকটা আমার মতো আলসে। চাদর মুড়ি দিয়ে খালি ঘুমায় ব্যাটা। অনেক চমকদার, রকমফেরী শাক-সব্জি আর সুস্বাদু খেজুরের রসের প্রত্যক্ষ সাপোর্ট থাকা সত্বেও কেবলমাত্র আলসেমীর কারণেই কিনা ইলেকশানে পিছিয়ে গেলো ব্যাটা! শালা একটা ফাজিল বটে!!
শেষমেশ টেক্কাটা মারলো সুযোগসন্ধানী 'বসন্ত'। গ্রীষ্মের নামে দুদকে দুর্নীতির মকদ্দমা ঠুঁকে তাকে হঁটিয়ে দেয় ইলেকশানের রিলেশান থেকে। গ্রাসরুটের প্রবল সমর্থন থাকা শীতের আলসেমীর বিরুদ্ধেও সে সোচ্চার, কখনো শীতল আর কখনো অগ্নিময় কথাবার্তায় কাঁপিয়ে তোলে বাংলার পথঘাটপ্রান্তর। নিজের ইলেকশনের প্রচারণার জন্য ইমপোর্ট করে উপমহাদেশের নামীদামী সঙ্গীত শিল্পী 'কুকিল'কে। কুকিল তার কণ্ঠের ইন্দ্রজালে জড়িয়ে নেয় গোটা সিলেকশনবোর্ড। সবাই সুন্দরের পূজারী। জনগণও তাদের বয়ষ্ক বউদের ঘরে রেখে চ্যাঙড়া কুকিলের জলসায় হাজির হয়। সুযোগ বুঝে বসন্ত ঘোষনা দিয়ে বসে, "ভাইসব, আপনারা আমাকে ঋতুরাজ হিসেবে নির্বাচিত করুন। আমি নিজের তহবিল থেকে খরচ করে আপনাদের ঘরে বসে কুকিলের সুকণ্ঠি অমৃত সেবনের ব্যবস্থা করে দিবো!" পটেটো সিনড্রোমের জনগণ আর কী করে! দিলো নিজের ভুটখানা বসন্তকেই।
সেই থেকেই না বসন্তকে ঋতুরাজ মানার নিয়ম!
মন্তব্য
বলেন কী, এই কাহিনী তাহলে?
তবে আর কইচি কী?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বসন্ত-বর্ণনা শুরু করছেন, অতিথি লেখিকার রহস্য সমাধান হয়ে গেছে?
বসন্ত ভাল না। সামার তথা গ্রীষ্মকাল ভাল।
সামার তো ভালো লাগবেই!
দুই নাম্বার লুকজনের দুই নাম্বার ঋতু ভালো লাগে। আমারও ভালো লাগে!
চিন্তা করে দেখলাম, রহস্যকে রহস্য হিসেবেই রেখে দেওয়া উচিৎ। তাই রহস্য উদঘাটন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা করা হলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"তাই রহস্য উদঘাটন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষনা করা হলো!"
নাকি এই পোস্টের আড়ালে প্রচ্ছন্নভাবে সেই লেখিকা বা প্রেমিকাকে ডাক পাঠানো হইলো?
বসন্তের গুনগান কেন, বুঝলেন না আলমগীর ভাই?
"বসন্ত ছুঁয়েছে আমাকে....এখন যে প্রয়োজন তোমাকে..."
এইখানে যে "আমাকে"র জায়গায় ধুগো আর "তোমাকে"র জায়গায় রহস্যময়ী লেখিকা/প্রেমিকা বুঝিতে হইবে, এইটা জনগণ ভালোই বুঝে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ঘরের কথা পরে জানলো ক্যামনে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এতো বিরাট গবেষণারে! কবে করলি?
লোকজন গরমকালকে পছন্দ করে ঠিকাছে। কিন্তু এভাবে আলমগির মাস্টারের মতো প্রকাশ্যে না বলাটাই মনে হয় ভালো। এখানে যথেষ্ট নাবালেগ ভাই বেরাদর আছে আমাদের। যাদের বড়ো একটা অংশ আবার ইউরোপ অষ্ট্রেলিয়ায় থাকে। সমুদ্দুরতো আর বেশি দুরে না।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
- ভাবী মনেহয় বেড়াইতে গেছে বাউল। এই সুযোগটা মাস্টার ভাই হেলায় হারাইতে চায় নাই। খালের ঐ পাড় থাইকা বইলা দিছে! ভাবী ফেরৎ আইসা এই কমেন্ট দেখলে বুঝবোনে মজা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কুকিল কি পরে কোন উকিলের ঘরে কিসু করসিলো ?
হাঁটুপানির জলদস্যু
- হাহাহাহা
তুই ভুলোস না ক্যান কোনো কিছুই, ব্যর্থ স্যার সেন্টু খাইলে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হেহেহেহেহে...
এই কতাখানা আগে কইবেন না। স্কুলে এই বিষয়টার ওপর একখানা ফর্দ লিখতে হইছে রচনা হিসেবে। তখন বললে তো এইসব বলে বেশি নম্বর পেতাম। ইশরে! আপনি না...
- আরে আমি ও তো ঐ একই কারণে নিজেরে গাইলাইতেছি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুম...... এই তাইলে ব্যাপার ।
নিবিড়
- জ্বী, এই হইলো ব্যাপার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অবশেষে কুকিল কুহু কুহু ডাকিলো,
আর...
আমারো অশেষ জ্ঞান প্রাপ্তি হইলো
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চমৎকার!
- আরে, ধুগোর প্রিয় ভাবী সেলিনা তুলি (ওরফে রং নাম্বার মিসেস বাউল) আপনে থাকেন কই বলেনতো!
'চমৎকার' বলছেন সেইজন্য অবশ্য ধন্যবাদ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুঃগো কি নির্বাচন কমিশনে ছিলেন , না ভোটার ? অই (অ-ই, অই যে...আরে অই যে ! ) ( কার না কার ) অনামিকা শালির কোন ভুমিকা আছে না কি এই পোস্টের জন্মদানে ?
---------------------------------------------------------
'...এইসব লিখি আর নাই লিখি অধিক
পাতার তবু তো প্রবাহেরই প্রতিক...'
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
দেখ দেখি কী কারবার! সবাই খালি ধরেবেঁধে সব গরু নদীতে নিয়ে ফেলতে চায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নির্বাচনে কারচুপি হইছে।
বসন্তরে ঋতূরাজ মানিনা, মানুম না!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- আমিও সেইটাই বলি। তবে বস, আস্তে! জরুরী অবস্থা চলতাছে কিন্তু!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পোলাটা বড়ই ভালা আছিল। কিন্তু আজ একি অবস্থা? দুঃখে আমারই কান্দন পায়।
নামকরণের উৎস ফাটাফাটি হয়েছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
- প্রথমাংশে আত্মজীবনীমূলক কমেন্ট লেখলেন নাকি গুরু?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুমম, বুঝলাম এতোদিনে কেনো শিঙারায় আলু দেয়া হয়। ভাগ্যিস আমাদের সৎহাজী রাজনীতিকরা সচল পড়ে না তাহলে আপনার দুই নম্বর বুদ্ধি তারা নির্বাচনে ব্যবহার করে আমাদের ঠকিয়ে দিতো। মূর্খ থাকার সুবিধা অনেক ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- সিঙারার কথা কইয়া তো দিলেন দাবাণল জ্বালাইয়া! এখন কী হবে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালোই, আপনার হেমন্ত ঋতুরাজ হইতে পারলো না বইলা এত অপবাদ দিয়ে দিলেন বসন্তরে? ক্যান? কুকিল কি আপনারে ভালো পায় নাই?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
- হেমন্ত'র কারণে বিরাট সেন্টু খাইছিলাম।
কুকিলের কথা আর কী বলি! সেই যে উকিলের ঘরের পিছনে অবস্থান নিলো আর তো কোনো কিছুর নাম গন্ধ নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন