একদা আমি পুলাপাইন ছিলাম। সেইকালে সঙ্গীতের বড়ই ভক্ত ছিলাম। সঙ্গীত বলতে কথা সর্বস্ব সঙ্গীত না, বরং কথাহীন সঙ্গীত। বোদ্ধারা যাকে যন্ত্রসঙ্গীত বা ইন্সট্রুমেন্টাল বলেন। আমাদের ঘরে তখনো সিডি প্লেয়ার আসেনি। প্রথমে একটা টুইন ওয়ান ছিলো। শেষটা যদিও আর হয়ে ওঠেনি তবে শুরুটা ছিলো সেখান থেকেই। একটা একটা করে নানা পদের মিউজিক্যাল এ্যালবাম দিয়ে ভরে ফেললাম ড্রয়ার। যখন চোখ ফুটতে শুরু করলো, তখনই পেঁদিয়ে বের করে দেয়া হলো বাড়ি থেকে। শত ঘাটের পরে এখন অস্থায়ী(!) নোঙর পড়েছে বনের বন্দরে।
সাম্প্রতিক একটা সঙ্গীত শুনে কেবলই ফিরে ফিরে যাই সেদিনে। বাতাসেরা হুড়মুড়িয়ে আসে। উড়িয়ে নিয়ে যায় আমাকে কালের ম্যাজিক কার্পেটে চড়িয়ে।
|
শেষবার যখন আমার সেই কালেকশনে হাত বুলিয়েছিলাম তখন স্কুল জীবনের সংগ্রহের পৌণে সিকিভাগও অবশিষ্ট ছিলো না। যা ছিলো তার ভেতরের মালমশলাও গন কেইস, শুধু ক্যাসেটের ঠোশ গুলো ফাঁকা বাদামের খোসার মতো পড়েছিলো। বোধকরি এখন সেগুলিও আর নেই। সময়ের তোড়ে আর স্মৃতির ধূলোর পুরুত্বের কারণে গুটিকয়েক কম্পোজিশনের টুংটাং ছাড়া নিউরণ আর কিছুই খুঁজে পায়না। আমি হাতড়ে বেড়াই, এর ওর কাছে হাত পাতি, ফলাফল শূন্য! পুরাতনকে ভুলে নতুনকে আঁকড়ে ধরি। পুরাতন ভালোবাসার পাশাপাশি নতুন ভালোবাসা তার বসত গেড়ে বসে। আমি তাতে নিজেকে সিক্ত করি, ডুবি ভাসি।
|
যন্ত্রসঙ্গীতের মধ্যে বাঁশীটাকেই সবচেয়ে বেশি ভালো পাই। গীটার বেহালা ছাড়া বাঁশীও যে কাঁদতে জানে এটা প্রথম টের পাই শেরাটনে গিয়ে। কী অসাধারণ সেই সুর। সুরে সুরে কান্না শরৎ বাবুর হেমাঙ্গিনীর মতো কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া যেমন ওঠে তেমনি রক্তের ভেতর অদ্ভূত এক নাচন ধরাতেও এই বাঁশীর সুর ওস্তাদ।
তার একটা উদাহরণ এখানে অন্যান্য সব বাদ্যের সঙ্গে বাঁশীর ব্লেণ্ড।
|
আরেকটা উদাহরণ হতে পারে এখানে, বেসিক্যালী তবলার সঙ্গে দারুণ এক কম্বিনেশন।
|
আগের মতো এতো বিস্তৃত সময় নিয়ে এখন আর ইনস্ট্রুমেন্টাল শোনা হয় না। ঢাকায় কয়েকবার কনসার্টে যাবার পরিকল্পনা ভেস্তে গেছে বন্ধুদের সঙ্গ না পাবার কারণে। তাদের এক কথা, 'আবালের লাহান কী খুঁইজা পাস কথা ছাড়া এইসব বালছালে!" আমার হাসি মোটেও সুন্দর না, তারপরও ঠ্যা ঠ্যা করে হাসি। হেসে উড়িয়ে দেই। কনসার্টে যাওয়া হয় না আমার। যখন সবার মাঝে থাকি, তখন এইসব ছাইপাশ শুনিওনা। কিন্তু যখন একা থাকি। যখন একাকীত্ব খুব জড়িয়ে ধরে আস্টেপৃষ্ঠে, তখন একটু রিলিফ চাই আমার। আমার নিজস্ব পৃথিবীর দরোজাটা আস্তে করে খুলি। ভেতরে ঢুকতেই এক ঝাঁক রঙীন প্রজাপতি আমাকে স্বাগত জানায়। চোখ ভরে উপভোগ করি নানান রঙের মেলা। হাঁটি, দৌঁড়াই নিজের এক চিলতে চোট্ট আঙিণায়!
আরেকটু গুছিয়ে, আরেকটু ভালো কয়েকটা সঙ্গীত তুলতে পারলে মনেহয় ভালো হতো। কিন্তু ঐযে ধৈর্য্য, তাতে তো আর কুলালো না। তাই হাতের কাছে যা পেলাম তাই ঢেলে দিলাম আবঝাব নাম দিয়ে।
মন্তব্য
ভাইডি, মিউজিক অব মাউন্টেনস শুনেছিলেন? আমি শুইন্যা এক রাইত ঘুমাইতে পারি নাই। পুরা তব্ধা লাগাইয়া দিসিলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
- লিংক দেন ভাইসাব।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মগবাজার থেকে বাংলামটর লিংক রোড দিয়া গিয়া সেখান থেকে আজিজ মার্কেট যাওয়ার লিংক রোড দিয়া গিয়ে সেখান থেকে হাতিরপুল হয়ে এলিফ্যান্ট রোড যাওয়ার লিংক রোড দিয়ে আগালে গীতাঞ্জলির গানের দোকান। আমি সেখান থেকেই তিনটি ক্যাসেট কিনেছিলাম। এছাড়া আর কোনো লিংকের খবর আমি জানি না।
ভার্চুয়াল লিংক পাইলে জানামুনে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এই লিংক থেকে গানগুলো শুনে দেখুন তো। নেট কানেকশন স্লো বলে শুনতে পারছি না। বুঝতেও পারছি না, এগুলো সেই গানগুলো কিনা। যা হোক, এগুলো ভালো লাগলে জানাবেন। শত হলেও মিউজিক অব মাউন্টেন নামটা আছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হু, এইটা শিবকুমার শর্মার মিউজিক অব দ্যা মাউন্টেইন্স্
...........................
Every Picture Tells a Story
ডেজার্ট টাও কিন্তু সিরাম, রিভারটা শুনলে মনে হয় নদীতে নৌকায় ভাসছি।
সি-টা ভাল লাগেনি তেমন।
- শুনলাম। এই ধরণের মিউজিকগুলো আমার কাছে 'রিল্যাক্সেশন' নামে পরিচিত। এরকম আরও কিছু শুনেছিলাম বেশ আগে, সাউণ্ড অফ স্ট্রীম-এর কথা মনে পড়ছে এই মুহূর্তে। বাঁশীর অনুরাগী হলেও এ ধরণের মিউজিকগুলোও খারাপ লাগেনা। ধন্যবাদ শোনানোর জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"যথারীতি ধূসরীয়"
আমিও ইনস্ট্রুমেন্টালের চরম ভক্ত। অ্যাকুস্টিক গীটার, গ্র্যান্ড পিয়ানোর পাশাপাশি বাঁশী, সানাইও খুবই ভালো লাগে। কয়েক বছর আগে প্রায় প্রতি রাতে জেট অডিওতে টাইমার সেট করে কেনি জি, এনিগমা শুনতে শুনতে ঘুমাতে যেতাম। এখন আর সেভাবে শোনা হয় না আগের মতো।
মিউজিকগুলা এখন আর শুনতে পারলাম না, পরে শুনে জানাব কোনটা কেমন লাগল।
- ইয়ান্নি, কিটারো বাদ পড়লো ক্যান জনাব?
শুনে জানিয়েন কেমন কোনটা। প্রয়োজনে আরও শোনানো হবে। বিশাল হিউজ বিস্তৃত কালেকশন ছিলোরে ভাই। খুঁইজা পাইতা কয়েকটা মোটে পাইছি।
আপনের কাছে থাকলে গরীবরে কিছু দিয়েন। কৃতজ্ঞ থাকবে গরীব আপনার কাছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খালি ইয়ান্নি, কিটারো না, আরো অনেক কিছুই পরে শোনা হইসে। কিন্তু সেসময় ওই কেনি জি, এনিগমা শুনতে শুনতেই ঘুমাতাম
এই কয়দিনের ঝামেলায় শোনা হয়নি আপনার আপলোডানো এই মিউজিকগুলা। এখন শুনব। তারপর জানাব কেমন লাগল। আমার কাছে ইনস্ট্রুমেন্টালের বিশাল কালেকশন ছিল। হার্ডডিস্ক ক্র্যাশ করায় সব গেছে গা!
তবে এক কলিগকে একটা ডিভিডি রাইট করে গিফট করসিলাম, প্রায় সাড়ে চার গিগার মতো হবে কালেকশনটা। তার কাছ থেকে ডিভিডিটা ধার নিয়ে সংগ্রহে রাখব আবার। আপনারে পরে স্ক্রীনশট পাঠাবনে। যদি কোনোটা লাগে তো গরীবরে আওয়াজ দিয়েন। পাঠায়া দিবনে। আর যদি দেশ থেকে খুব সহসা কেউ জার্মানি যায়, তাইলে বইলেন, তার হাতে ডিভিডিটাই পাঠায়া দিবনে।
- হ, যন্তর মন্তর রেডি কইরা রাখেন। কেউ আসলে জায়গায় দাড়ায়ে আওয়াজ দিমুনে জনাব।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকাছে। কলিগকে জানাইসি, সে বলসে কালকে নিয়ে আসবে।
মিউজিকগুলা শুনলাম। ভাল্লাগসে সবগুলাই। মাঝের দুইটা অল্প একটু বেশি ভাল্লাগসে।
সব গুলো শুনলাম, পুরোনো দিনের কথা মনে করে দিলে।
খুব ভালো লাগলো ।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
- নিজেকে ধন্য মনে করছি জালাল ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চমইতকার পুস্ট। বাড়িত গিয়া ডাউনলোডামু। এখন শুনার উপায় নাই।
এই পোস্টে কয়েকটা আছে।
=============================
- বাহ, সাবাশ গুরু। ধন্যবাদ 'কয়েকটা'র জন্য।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনে এই পোস্টটা আমারে উৎসর্গ করতে পারেন। কারন বহুদিন পরে আজকে থেকে আমার ল্যাপি শব্দ করতে পারতেছে। সবজান্তা ঠিক করে দিলো আজকে।
তবে এগুলো শোনা হলো না... কারন এতগুলো ডাউনলোড করতে করতে জীবন আর রাইত দুইটাই শ্যাষ...
পরে শুনুম্নে... তবে এক্ষনে জানায়ে রাখি ইন্সট্রুমেন্টাল আমার বড়ই প্রিয়... এই বিষয়ে আমার কালেকশন মন্দ না... তবে সবই সিডি মারফত... তাই আপনারে দিতার্লাম্না...
ভালো থাইকেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আম্নের বাসায় আমারে দাওয়াত দেন্না
হরিপ্রসাদ চৌরাশিয়া কিংবা শিবকুমার শর্মা সাথে সুলতান খাঁ বা জাকির হোসেন শুনতে মঞ্চায়।
...........................
Every Picture Tells a Story
- সুলতান খাঁ আর জাকির হোসেনের একটা যুগল বন্দী ছিলো আমার কাছে, এই বছর আড়াই আগেও। সিডিটা ভ্যানিশ হয়ে গেছে হঠাৎ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নামাইছিলাম এই লিঙ্ক থিকা দেখেন তো জীবিত কিনা, আর এই এল্বামটাই কিনা। তবে এইটা না হইলেও এইটা শুইনা দেইখেন আমি উইড়া গেছিলাম।
http://www.megaupload.com/?d=XVBEBKCP
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
- লিংকটা আর জীবিত নাই পণ্ডিত। তবে ছবি দেইখা মনে হৈতাছে এইটাই। জিনিষই একখান!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
- করলাম আপনার নামে উৎসর্গ!
সিডি গুলা দিতে হইবো না বস, আপাতত নিয়ত সাফা করিয়া, ঈমান খাড়া করিয়া ঐগুলা যতন করিয়া রাখিয়া দেন। আমি আসিয়া চাহিবা মাত্র প্রোভাইড করিয়েন। ডরাইয়েন না, মারিং করুম না। এই জিনিষের কদর আমি বুঝি, ফিরায়া দিমু। ঈমানে কইলাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুসরীয় পছন্দ, অতি খুপসুরত পছন্দ! অইতেই অইব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
- হেহ হেহ হেহ তীরুদা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুব ভাল লাগলো। অনেক দিন পর বাঁশি শুনলাম। একটা সময় ইন্সট্রুমেন্টালের পাগল ছিলাম। আহ, সেই দিনগুলো।
- আমার পাগলামী এখনো আছে। মনে হয়না এই পাগলামী এতো সহজে যাবে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার বন্ধু গুলা বালা না । আবার ঢাকায় আইলে আওয়াজ দিয়েন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
- আমার বন্ধুরা বালাই, আমিই মনেহয় বালা না।
দিমু, ঢাকায় গিয়া আওয়াজ না দিতে চাইলেও দেয়া হয়ে যাবে। পরিবার এখন বিশাল বড়। লতায় পাতায় জড়ায়া দেখবেন একসাথে আলুপুরিতে কামড় বসাইতেছি আমরা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যেহেতু পোস্টটা ইনস্ট্রুমেনটাল নিয়ে আর নজরুল ভাইকেও দেখা যাচ্ছে, তাই ভাবলাম অনেকদিন থেকেই মাথায় আসা একটা প্রশ্ন করে ফেলি।
আজকালকার বেশিরভাগ বাংলা নাটকে, ইভেন ফারুকী সাহেবের নাটকগুলাতেও দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে অনেক বিখ্যাত রক গানের খন্ডাংশ অথবা ইনস্ট্রুমেনটাল তুলে দেয়া হচ্ছে। এই বাবদ কি রেকর্ড কম্পানিগুলাকে কোনও রয়ালিটি (সিরিয়াসলি, নট অ্যা জোক) দেয়া হয় ?
দেশে এত প্রতিভাবান মিউজিশিয়ান থাকতে এই কাজ গুলা কি অন্যায় নয় ?
- আপনার প্রশ্নে সহমত প্রকাশ করলাম।
প্রসঙ্গক্রমে আমাদের দেশেরই একজনের (যুবায়ের) করা একটা কম্পোজিশন তুলে দিলাম এখানে।
http://www.box.net/index.php?rm=box_mp3_player_run&id=f_259268124&name=Zubair-Mike-ridee.mp3&myfiles=1
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধু গো,
চমৎকার পোষ্ট। বাঁশীর কালেকশান গুলো খুবই ভাল। এখন পর্যন্ত যে কোন দীর্ঘ রাতে আমার অনিদ্রা সঙ্গী বাঁশির কিছু চমৎকার বাদন।
তোমার যেহেতু খুব পছন্দ, তাই আরেক জনের নাম করতে চাই, আসলে আরো দুই জনের। পন্ডিত রঘুনাথ শেঠ এবং পন্ডিত রনু মজুমদার। দুই জনেই চমৎকার বাজান। বাঁশির দুনিয়ায় পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এমন ছায়া ফেলে রেখেছেন, যে আমরা সচরাচর বাকিদের দেখা পাই না। এই দুই জনের বাদন শোনার মত। এইখানে আমি পন্ডিত রনু মজুমদারের একটা কম্পোজিশান দিলাম---মহাত্মা গান্ধীর অতি প্রিয় 'বৈষ্ণব জন' ভজনটি তিনি বাজিয়েছেন। ঝিম ধরিয়ে দেবার মত।
- একটা সত্যি কথা বলি অনিকেত'দা। এই লেখাটা লেখার সময় আমার যাঁর কথা মনে হয়েছে তিনি হলেন আপনি। এবং প্রত্যাশাও ছিলো এই পোস্টে আপনার মন্তব্য পাবো। আপনার করা কাজগুলো মাথায় ছিলো, মুগ্ধ হয়ে প্রায়শঃ শোনাও হয়।
পন্ডিত রনু মজুমদারের কম্পোজিশনটা শুনছি এখন, তৃতীয়বারের মতো।
আগ্গুন জিনিষ দিলেন। অনেক ধন্যবাদ অনিকেত'দা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পন্ডিত হরিপ্রসাদ আর উস্তাদ জাকির হুসেনের যুগলবন্দী এখানে ৷
"সওয়াই গন্ধর্ব উত্সব' দিয়ে সার্চালে আরও কিছু ভাল ভাল পিস পাবেন ৷ পন্ডিত শিবকুমার শর্মা ও উস্তাদ জাকির হুসেনের যুগলবন্দী ও "সওয়াই গন্ধর্ব' থেকে পেয়ে যাওয়া উচিত্৷
আর বাখের গোল্ডবার্গ ভ্যারিয়েশান কোথায় যেন একটা ফ্রী ডাউনলোড দেখেছিলাম ৷ খুঁজে পেলে লিঙ্ক দিয়ে যাবো৷
------------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
- দন্তময়ী লিংক দেয়ার কথা বলে সেই যে গেলো বেদের মেয়ে জোশনা'র মতো...!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুড পোস্ট।
মোগাম্বো খুশ মে বেহুঁশ হুয়া!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
- হুঁশ এখনো আসে নাই মোগাম্বোর?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কী বেহেড বেহুঁশ জিনিস হুনাইলেন রে ভাই?! একটার চেয়ে আরেকটা!
আমারে তো খালি কই জানি টাইন্যা নিতেছে ওরা! জানি না কোনো গত জন্মে কি না!
মেলা শক আর শোকও মনে করাইলেন ধুগো! কতো কিছু যে হারাইছি ক্যাসেড থেকে সিডি আর সিডি থেকে ভার্চুয়াল মেমোরির বয়ঃসন্ধিক্ষণগুলাতে!
হ, আমিও আবাল, ম্যালা ভালো পাই এইগুলান, আপ্নের পোস্টিত-গুলানরেও সিরাম পাইলাম। আপ্নের আবজাবের লেইগ্যা ধন্যবাদ দেই আরেট্টুসা?!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
- দ্যান খান ভাই, দ্যান। যতোখুশি ধন্যবাদ দ্যান। আইজকা ধন্যবাদ খাইয়া পেট ভরুম কৈ মাছের ঝোলের লগে!
এই গুলান হইলো একেকটা জানালা, এস্কেপ মারোনের লাইগা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ জানি, একেকটা পুষ্কুনি, ডুব মারনের লেইগ্যা।
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন