শিরোনাম পড়ে যেনো কেউ ভাববেন না বাংলার স্বনামধন্য পোমো কোবির পেছনে ব্যাম্বো প্রদান করার চেষ্টায় আছি। তাইলে সেন্টু খাবো। কারণ এইটা নিতান্তই একটা নিষ্কণ্টক খাওয়া বিষয়ক পোস্ট!
নামের শানে নুযুল একটু পরেই টের পাবেন। এই রেসিপিতে এর আগে কেউ কিছু ট্রাই করে থাকলে দূরে গিয়া মরেন, কারণ এইটার কপিরাইট কেবল আমার।
এইটা মূলতঃ রান্নার ইম্প্রোভাইজেশন।
উপকরণঃ
১) আগের দিনের বেঁচে যাওয়া ভাত।
২) একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ।
৩) হাতের নাগালে যতো পদের মশলা আছে, সব।
৪) তেজপাতা, ঠ্যাঙ্গা, এলাচি, লবঙ্গ, এগুলাও বাদ দিয়েন না।
৫) তেল, নুন- ভুইলেন না।
৬) বাটার থাকলে হাতের কাছে রাখেন, লাগলেও লাগতে পারে।
৭) এটা অপশনাল উপকরণ। আপনার নিজের ইচ্ছানুযায়ী যেকোনো কিছু এখানে যোগ করতে পারেন। বাজারে হাজার রকমের সস টস পাওয়া যায়, লাল কারি সস, নীল কারি সস, হলুদ কারি সস, সবুজ কারি সস ইত্যাদি। হাতে সময় থাকলে পরে কখনো এইসব যোগটোগ করে দেখা যেতে পারে!
রন্ধন প্রণালীঃ
প্রথমে পেঁয়াজের দুই সাইডের মাথা ফেলে দিন। তারপর মাঝ বরাবর কেটে দুই ভাগ করে ফেলুন। এবার খোসা ছাড়ান (মিনিমাম তিন পরত)। এইবার কাটেন লম্বালম্বি। বেশি মোটা করবেন না, সেদ্ধ হতে সময় লাগবে বেশি।
এবার একটা ফ্রাই প্যানে তেল ঢালুন অল্প। তেলের বোতলটা প্যানের উপরে নিয়ে একটানে যতোটুকু পড়ে আরকি। তাই বলে আবার দাঁতমুখ খিঁচিয়ে ধরে রাখবেন না যেনো! এবার তেলের উপর একটু বাটার ছেড়ে দিন। মনে করে চুলাটা অন কইরেন কিন্তু।
এবার এক কাজ করেন, কাঁচা মরিচের কথা বলতে ভুলে গেছি। আপনি নিজ দায়িত্বে যোগ করে নেন লিস্টিতে। বোম্বাই মরিচ হলে ভালো হয়। কাঁচামরিচ মাঝ বরাবর শৈল্পিকভাবে ফেঁড়ে ছেড়ে দিন তেল-বাটারের মিশ্রণের ওপর। তিন আঙুলের দুই আঙুল ইউজ করে প্রথম ভাগের চেয়েও কম পরিমানে লবন চিমটি দিয়ে ছেড়ে দিন ওদের উপর। এবার কতোক্ষণ হাতের কাছে, লাঠি, কাঠি, চামচ যা পান তাই দিয়ে ঘাটেন এদিক সেদিক। খেয়াল রাখবেন, আপনার ঘাটায় অতিষ্ঠ হয়ে কিছু বেয়াড়া পেঁয়াজ প্যান ছেড়ে বেরি যেতে চাইবে, যেকোনো মূল্যে তাদের সেই মনোবাঞ্ছা পূরণ হতে দেবেন না যেনো!
পেঁয়াজের রং একটু ব্রাউন হলে তার উপর এক এক করে সব রকমের গুঁড়া মশলা ঢালতে থাকেন অল্প পরিমানে। এটার আসলে কোনো পরিমান নাই। গাইতে গাইতে গায়েন হয়ে যাবেন আশাকরি।
এবার আবার কতোক্ষণ আপনার হাতের কাঠি, লাঠি বা চামচ সহযোগে জিনিষটাকে নাড়তে থাকুন। যখন দেখবেন তলায় লেগে যাওয়ার উপক্ষম হয়ে যাচ্ছে, তখন হাতের কোষে করে সামান্য পানি দিয়ে দিয়েন। আর যদি ননস্টিকি প্যান হয়, তাইলে ধরেন মিনিট দুই কড়া আঁচে নাড়ার পর বাসী ভাত গুলো জটলা ছাড়িয়ে ছড়িয়ে দিন প্যানের পরে। এবার পেঁয়াজের মিশ্রণের সাথে ভালো করে মেশান। যদি দেখেন নিচে লেগে যাচ্ছে তাহলে চুলা বন্ধ করে দিন নতুবা ফ্রাইপ্যান সরিয়ে নিন চুলা থেকে।
ভালো করে মেশানো শেষ হলে নিজের জন্য পরিবেশন করুন।
টিপসঃ ঘরে শশা থাকলে কয়েক টুকরো শশা কেটে নিন। সময় থাকলে সাথে ডিম ভাজি করে নিতে পারেন শুধু লবন দিয়ে।
এবার প্রাণভরে উপভোগ করুন "ব্যাম্বোয়াতি আ´লা ফ্রাইড রাইছু"-এর স্বাদ।
গুটেন অ্যাপেটিট
মন্তব্য
হাহাহহা...... নামটা জোশ হৈছে!
রেসিপিটা বৌরে দেখাইছি দেখি কি কয়
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- এই জিনিষের স্বাদ একবার যদি ঠিকঠাক পান তাইলে বেহেশ্তে গিয়াও চইন পাইবেন না সুজন্দা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পুরান ভাত দিয়ে এই জিনিস তো আম্মা মাঝে মাঝে করতো। তবে আপনার মতো করে নয়, তার নিয়মে। দেখি ট্রাই দিব। পড়তে পড়তেই তো হাহাপগে
আমি এইটা প্রায় সব সময় বানাই- বাঙ্গালী, চাইনিজ পাঞ্জাবী , মেক্সিকান ষ্টাইল। খালি সস টস গুলা বদলাতে হবে।
ভাতের পরিমান বেশী হয়ে যাওয়া আমার জন্য খুব কমন ব্যাপার। গেষ্ট থাকলে তো কথাই নাই, খালি মনে হয় - হবে তো?
- আগেই বলে নিছি, এই রেসিপির ক্রেডিট কেউ দাবী করতে পারবে না। এই রেসিপি এতোদ্বারা মহামান্য ধুগো কর্তৃক প্যাটেণ্টকৃত!
আপনার বাসায় তো তাইলে দাওয়াত খাইতে যাওয়া যাবে না। মানুষ দাওয়াত খাইতে যায় একটু ভালোমন্দ খাওয়ার জন্য। আপনি তো দেখি গেষ্টদেরকেও "ঠাণ্ডা রাইছ এণ্ড চুহা ডাইল" খাওয়াইয়া দেন!
নব্য পাকোয়ান পাঠক, 'ডোণ্ট ট্রাই দিস এ্যাট হোম', আই মিন, এইটা কেবল নিজের জন্য রেসিপি। যাদের বউ বিরাট সফরে দেশে বেরাতে গেছেন (পিপিদা এই মর্ম টের পাচ্ছেন হারে হারে)। কিংবা যারা আমার মতো প্রবাসী ভাতখোর পাবলিক আছেন (রেনেট আর ইশতি রউফঃ যারা কিনা র্যামেন নুডলসের উপর নির্ভর করে থাকেন)। তাদের জন্য এই রেসিপি। ঈমানে কই, সময় বেশি লাগে না। পক্ষান্তরে খাওয়ার পরে দেখবেন মনে হবে, 'আহা য্যান অমৃত খাইলাম'!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস!!, রেসিপি দেইখা রান্না করলাম, আমি বেশ তৃপ্তি ভইরা খাইলাম, কিন্তু বউ আমার কেমন ভ্রু কুচকায় তাকাইলো, গন্ধ শুইকা ভাগলো, বোঝা গেল, এইটা আরেক দিন রানলে খবর আছে
- বউ থাকলে এই রান্না রাঁধবেন ক্যান মিয়া? আর এই সিরিজে সেযব রেসিপি আসতে থাকবে ঐগুলার মর্ম তো কোনো মহিলা লোক বুঝবেন না। আমি ভয়ে আছি, সিদ্দিকা কবির না আবার আমার নামে মকদ্দমা ঠুঁকে বসেন। তাঁর রেসিপি ব্যবসায় ধ্বস নামানোর কারণে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
না না, ঐ বেটি মামলা করতে আইলে আমরা উনার মাথা কামায়া দিমু না!! যাক রেসিপির জন্য ধন্যবাদ ধুগো বস জিন্দাবাদ। আরো কয়ডা রেসিপি দেন, নারী মহলরেও কাইত কইরা ফেলব আপনার রেসিপি দিয়া।
নামটা ভালোই দিছেন। আর আমিও রেসিপি পইরা হাহাপগে...
______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!
______________________________________
লীন
- এইবার রাঁইন্ধা খেয়ে দেখন। ঈমানে কই, খাওয়ার পর বসা থেকে উঠতে পারবেন না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই রান্নাটা একটু নিজের মত করে মা প্রায়ই করেন, বিকেলে বা সন্ধ্যায়। মাখানো ভাত (মা সেটাই বলেন) খেতে দারুণ টেশ্ লাগে!
তবে আপনার রেসিপি নামকরণটা অভিনব। সাথে অন্যান্য যে মালমশলা দিলেন সেটাও!
- মায়ের আশেপাশে থাকলে এই রেসিপি ইনভ্যালিড বস। ট্রাই দেয়ার আপাততঃ দরকার নাই। ভবিষ্যতে বউ যদি আপনের লগে কাইজ্যা কইরা (এইটা হবেই কারণ বউ জাতিটাই শুনছি নিষ্ঠুর) বাপের বাড়ি চইলা যায় একা একা তখন আপনে লুঙ্গি কাছা মেরে এই রেসিপি ট্রাই দিবেন। বউরে বুঝায়া দিবেন, তারে ছাড়াও আপনের চুলা জ্বলে, পেটও ভরে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এরচেয়ে সহজ রেসিপি -
১) আগের দিনের বেঁচে যাওয়া ভাতে পানি মিশিয়ে পান্তা করুন।
২) শুকনা মরিচ পোঁড়া, লবণ আর পেঁয়াজ দিয়ে ডলে খেয়ে ফেলুন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- ভুখা-নাঙ্গা আদমীদের নিয়া মশকরা করেন, না? ঠাডা পড়বো কৈলাম, ঠাডা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধুগো ট্রাই মারুম, কিন্তু ও্যরস্যালাইন ফ্রী তো?
- ওরস্যালাইনেরও রেসিপি আছে মামুন ভাই। লাগবো, দিমু?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি গরম মসলা কমাইয়া কাঁচামরিচ যোগ কইরা বানাই....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
- গরম মশলা আসলে কম দিলেই স্বাদটা ভালো লাগে। কিন্তু তেজপাতাটা স্বাদটা বাড়ায় অনেক গুণ (তাই বলে কয়েক কেজি দিয়া দিলে তো পিরোবলেম)। কাঁচামরিচ ছাড়া এই জিনিষের 'টেশ' পাওয়া যাবে না তেমন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কি আশ্চর্য! এই জিনিসটি আমি মাঝে মাঝেই বানিয়ে খাই যখন ঘরে বাজার থাকে না বা হাতে টাকা থাকে না!
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
- আগের দিনে গুহার মানুষও মাংস আগুনে ঝলসাইয়া খাইতো, কিন্তু ওরাতো আর এইটা বলতে পারতো না যে তারা স্টার কাবাবের শিক কাবাবই খাইছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
রান্নার ধোঁয়া লাগলেই আমার চোখ দিয়ে পানি পড়ে।
- আপনে এখন কতো কিছু কইবেন!
যান, চোখের পানির অংশটা বিশ্বাস করলাম, বাকিটা করি নাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি এতো জটিলতায় যাই না। আমার রেসিপি শুনেন...
পয়লায় ২/১ টা ডিম ঝুরা কইরা ভাজি সামান্য তেলে... লগে গুল্মরিচের গুড়া...
তারপর তেলের উপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছেড়ে গরম করি... লগে অবশ্যই লবন দেই।
তারপরে ভাত ছেড়ে দেই... হয়ে গেলে উপরে ডিমঝুরা ছড়ায়া আরেকটু গুল্মরিচের গুড়া মারি...
নামায়া গরমাগরম খাওন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- আরে মিয়া, মরতেই যখন একদিন হৈবো, ভালোমন্দ খাইয়াই মরেন। হুদা বয়দা আর সাদা ভাত খাইয়া মরলে পরকালে জবাব দিবেন কী? বিভিন্ন মশলা হৈলো আল্লাহ্'র নেয়ামত। এই নেয়ামতের খেয়ানত করলে খবরই আছে! বুইঝেন কইলাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালৈ হইসে, রেসিপিটা আমার ভবিষ্যতে কাজে লাগবে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
- স্যরি, এই রেসিপি কোনো মহিলার জন্য না। আমার এই রেসেপি হইলো দুনিয়ার তাবত বউ নির্যাতিত স্বামীকুলের জন্য। যারা বউয়ের হাতে মাইর খাইতে খাইতে প্রায় প্রতিদিনই সন্ন্যাসব্রত লৈয়া হিমালয়ে চলে যেতে চায়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই রেসিপি জনাব ধুগো জনৈকা কর্তৃক নির্যাতিত হইয়া হিমালয় গমন করিয়া জনৈক নাঁগা সন্ন্যাসীর কাছ থেকে বর পাইয়া ছেন।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
- হ, আপনেরে কইছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এজন্যই তো বললাম ভবিষ্যতে কাজে লাগবে, বিয়ের পর জামাইয়ের সাথে ঝগড়া হলে আপনার এই রেসেপি হাতে ধরায়ে দিয়ে বলব, যাও গিয়ে নিজে রান্না করে খাও।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ঝগড়া করে আবার রেসিপি সরবরাহ করে কোন বেকুব?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
- কোন বেকুব মানে? মুমুরে বেকুব কৈলেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বেকুবেরা এসব করেনা । এগুলো মুমুয়িত কর্মকাণ্ড ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অতি জটিল রান্না
এর থেকে সহজ কিছু নেই?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
- আছে!
একটা গেলাস লন, তারপর সেইটারে পানির কলের নিচে ধরেন। অবশ্যই খোলা মুখ উপর দিকে রাখতে হবে। তারপর কল থেকে পানি নিয়ে আরামসে খান।
কি, পেট ভরছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মানিক
মুহাহাহাহা....
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সবই ঠিকাছে... কিন্তুক...ব্যাম্বোয়াতি মানে কি?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
- দেশী খাওনরে বিলাতি নাম দেওনের চেষ্টা আরকি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধু-গো'জ কিচেন ঃ)
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বস, আপনি তো দেখি উড়াধুরাধুনী! সিদ্দিকা কবিরের দিন তাইলে শেষ।
শিরোনামটা ফাটাফাটি হইছে।
- শিরোনামেই তো পরিচয় বিডিআর ভাই। সিদ্দিকা কবির মকদ্দমা না করলেই হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধূ-গো এটা তোমার মৌলিক পেটেন্ট না। এটা সবারই হয় কম আর বেশী। তুমি এর সাথে ছোট একটা জিনিশ ট্রাই দাও। প্রথমে খুব অল্প তেল দিয়া , তেল গরম হলে,তার উপরে একটা ডিম ভেঙ্গে দাও। ডিমটা ওখানেই ফ্রাই করো। ডিমটা নরম থাকতেই ভাত গুলো দিয়ে দিও ওর ভাত ভাজির মাঝখানে কাচা ডিমটা মিশাবে। ডিমটা ভাতের সাথে ফ্রাই হবে। ইয়ামী হবে ইয়ামী। আর লাজানিয়া কিংবা পায়েলিয়া বা অন্য কিছু ট্রাই করত চাইলে আমারে কইও, নাম মাত্র মূল্যে শিখাইয়া দিমুনে ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- এইটা ট্রাই করি নাই কে বললো! সাথে কয়েক পদের সস দিয়েও ট্রাই করছি। সবচেয়ে মজাদার লাগছিলো কোকোনাট আর অরেঞ্জ দিয়ে বানানো একটা সস দেবার পর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লাজানিয়া খাইতে তো আমার চরম মজা লাগে !
-------------------------------------------------------
--------------------------------------------------------
কি দিলেন এইটা গো গুরু!
খাওয়ার আগেই বিষম খাইতেসি খালি
সাধে কি আর গুরু মানি!
---------------------------------
তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্ পাটুস্ চাও?!
---------------------------------
বাঁইচ্যা আছি
- আইয়ো রামা, কৈ থাকে এই ছোকড়াগুলা? মক্তবের হুজুরের মতো চ্যালা পাঠাইয়া চ্যাঙদোলা কইরা ধইরা আনতে হইবো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাহাহাহাহা! বিয়ের আগেই বউ এর ভয়ে রান্না টেরাই মারতেসেন, বউ রাইগা গেলে কি পরে বাচ্চা পয়দা করনও টেরাই করবেন নাকি?
-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
- টেরাই করুম কি, আমি তো রাজীই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
নতুন মন্তব্য করুন