ক্রিকেট বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচগুলো সম্প্রচার করার ব্যাপারে আইসিসি'র নেয়া একটা প্যাথেটিক সিদ্ধান্ত দেখা গেলো। কেবলমাত্র ভারতের ওয়ার্মআপ ম্যাচগুলোই সম্প্রচার করা হবে। আর বাকি খেলাগুলো ফি-সাবিলিল্লাহ। দেখালে সবগুলোই দেখানো হোক, না দেখালে একটাও বা দেখানোর কি দরকার? আর এটা কোন ধরণের ছাগলামী, যেখানে বাংলাদেশ হোস্ট হয়েও নিজেদের ওয়ার্মআপ ম্যাচ সম্প্রচার করার অনুমতি পায় না!
বাই দ্য ওয়ে, আইসিসি'র বর্তমান প্রধানের নাম কী? তিনি ভারতীয় না?
ঘৃণিত জায়গার চার রাস্তার মোড়ে যাক আইসিসি আর তার প্রধানেরা। পাকিস্তানরে লোটা ধরানোর কাজটা শুরু হয়ে গেছে শেরে-বাংলায়।
সাবাশ বাংলাদেশ। সেভেন মোর টু হান্ট!
শুভকামনা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ দলের জন্য।
মন্তব্য
আরে কী বলেন? এরই মধ্যে তিন নাম্বার রাস্তা মাপতে চইলা গ্যাছে
way to go....BLOW THE BLAST BANGLADESH
-অতীত
এক্ষণ একটা উইকেট দরকার... এক্ষণ
______________________________________
পথই আমার পথের আড়াল
আইসিসি চলে বিসিসিআইয়ের নিয়মে। ইন্ডিয়া চাইলে ১ দিনের মধ্যেই আইসিসিতে যেকোনো আইন পাস করিয়ে নিতে পারে।
আরো ২ উইকেট দরকার ৩৫ ওভারের ভিতরে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হে হে হে
সো ফার আষ্টজনরে নামাইছে বোলিং-এ। আমাদের নির্বাচকদের বহুল আলোচিত "ত্রিমুখী স্পিন এ্যাটাক" কাজে না দিলে মুশফিকুরকেও বল করতে হতে পারে। নির্বাচকদের বুঝা উচিৎ জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ছাড়াও অনেক দল বিশ্বকাপে খেলে।
আর কি, আইসিসি'র সিদ্ধান্তে খুব স্বাভাবিকভাবেই হতাশ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যাহ যাহ যাহ ... রুবাই'র কাছে যা। তোদের নিয়ে ছিঃনেমা হবে, আউট হয়ে যা।
----------------------------------------------
আমার যত অগোছালো চিন্তাগুলি,
রয়ে যাবে এইখানে অযতনে ।।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আইসিসির প্রধানের নিজের দেশেই করাপ্টেড আর অকর্মণ্য মন্ত্রী হিসাবে নাম আছে। বেশী কী আশা করা যায়?
ব্যাপারটা খুবই বিরক্তিকর। আমি সন্ধ্যায় চার ঘন্টা ঘুমিয়ে নিয়েছি রাতে খেলা দেখবো বলে। দেখি কোথাও দেখাচ্ছে না। ভাবলাম ক্রিকইনফোতে বল-বাই-বল কমেন্ট্রিই সই। দেখি তাও নেই। এই ধরনের একমুখি আচরণ থেকে আইসিসির বের হয়ে আসা দরকার।
হে হে হে অমিত।
আমার আজকে বেলজিয়াম যাওয়ার কথা ছিলো সকালে। গেলাম না এই খেলাটা দেখবো বলে। এখন ঘরে বসে আশরাফুলের দুই ওভারে ১৭ রান দেয়ার কথা পড়ি আর রাগে হাত কামড়াই।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দুই পাকি সেঞ্চুরি করে ফেললো এই দুঃখ কই রাখি বলেন।
কিচ্ছু করার নাই। ঢাকার উইকেট সবসময়েই ব্যাটসম্যানদের স্বর্গ। এই সত্যকে বাইপাস করে যদি জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড স্ট্যান্ডার্ডের ফরমেটে বাংলাদেশ দল খেলে তাইলে রানের পাহাড়ের নিচে চাপা পড়া ছাড়া গতি নাই।
এই ম্যাচের পরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ অনুযায়ী দলের ফরমেট নিয়া ভাবুক আবার।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কথা সত্য। বিশ্বকাপের আগে এই ম্যাচটার তাই দরকার ছিলো খুব। ভুল-চুক যা শোধরানোর শুধরে নে বাবারা।
অন্য ম্যাচে আয়ার্ল্যান্ড জিম্বাবোয়েকে আর হল্যান্ড কেনিয়াকে হারিয়েছে। এরাও বাংলাদেশের গ্রুপে আছে, সুতরাং বাংলাদেশের জন্য খারাপ সংবাদ। উপমহাদেশের পিচে পাওয়ার প্লে নিয়ে ২৮৫ রান তাড়া করা উচিত, এটা এখানে বড় স্কোর নয়, তাই ভাল একটা খেলা আশা করছি।
ম্যাচগুলো আই-সি-সি স্বীকৃত নয়, তাই আই-সি-সির পারমিশনের বালাই থাকার কথা না।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ভুল তথ্য। ম্যাচগুলো অবশ্যই আইসিসি স্বীকৃত এবং একদিনের আন্তর্জাতিক মর্যাদা প্রাপ্ত। আইসিসি নিজেই বিশ্বকাপ প্ল্যানিং এর সময় এই ১৪টা ম্যাচ অন্তর্ভুক্ত করেছে ক্রিকেটপ্রেমীদের জন্য।
উপরন্তু গত ৭ (নাকি ৯) ফেব্রুয়ারী থেকে আইসিসি ইভেন্ট শুরু হয়ে গেছে। এর পর থেকে প্রতিটা দলের, প্রতিটা ইভেন্টের যেকোনো রকম সিদ্ধান্তের জন্য কেবল এবং কেবলমাত্র আইসিসি'র এখতিয়ারই থাকবে। সুতরাং, এই সময়ে অনুষ্ঠিত ম্যাচ সম্প্রচারের ক্ষেত্রে আইসিসি'র পারমিশনের বালাই নেই, এইটা সর্বাংশে ভুল একটা কথা।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ম্যাচগুলো একদিনের আন্তর্জাতিক মর্যাদা প্রাপ্ত নয়। তবে ম্যাচ পরিকল্পনা যৌথভাবে আইসিসি এবং ক্রিকেটবোর্ডগুলোর করা, এটা ঠিক।
এখানে দেখা যেতে পারে
তবে কথা সেটা না। কথা হলো, আইসিসি ইভেন্ট চলাকালীন যে কোনো সিদ্ধান্তের ভার আইসিসি'র কী-না! সেরকম কিছু হলে ভারতের খেলা সম্প্রচারের অনুমতি আইসিসি দিবে, বাকিদেরটা দিবে না— এমন কেনো!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওদের সংবাদে ভুল আছে বলে মনে হচ্ছে। প্রস্তুতিম্যাচগুলো লিস্ট-এ ম্যাচ বলেই জানি। আইসিসি প্রতিটা আন্তর্জাতিক একদিনের ম্যাচকে একটা নাম্বার দেয়। এই ম্যাচগুলোকে কোনো নাম্বারও দেয়া হয়নি।
ঠিকাছে। এগুলা ওডিআই না।
ওডিআই ব্রডকাস্টের ব্যাপারে আইসিসির নিয়ম হলো, দুই দলই ফুল মেম্বার হলে (যেমন, বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ) ম্যাচ অবশ্যই টিভিতে ব্রডকাস্ট করতে হবে (নিপাতনে সিদ্ধ ঝামেলা না থাকলে)।
বাকি ম্যাচের ব্যাপারে টিভি চ্যানেলের বাণিজ্যিক ইচ্ছাই সব।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এই ওয়েবসাইট নিজেও কোনো তথ্যসুত্র দেয়নি যেখান থেকে আমি চেক করতে পারি। যা হোক, আই সি সি সাইটে এই ম্যাচগুলো র্যাঙ্কিং এর লিস্টে (মানে যে যে খেলা র্যাঙ্কিং এর জন্য ব্যবহার হয়) নেই। ক্রিক-ইনফো এর সাইটেও রেসাল্ট আর্কাইভে দেখাচ্ছে না। আমার মনে হয়না এগুলো আই-সি-সির ম্যাচ।
আই-সি-সি আর দেশীয় বোর্ড খেলা সম্প্রচার হলে টাকা কামায়, তাই এদের সম্প্রচারে বাধা দেবার কোনো কারণ নেই। একমাত্র টিভি চ্যানেল বা সম্প্রচারক না-ও চাইতে পারে সম্প্রচারের বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে। সুতরাং টিভি চ্যানেলের অনিচ্ছা ছাড়া আমি কোনো কারণ দেখি না। আপনি কি কোথাও পড়েছেন যে আই-সি-সি অনুমতি দেয় নি?
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
আই-সি-সি র ওয়েবসাইট বলছে - "in line with previous ICC events none of these matches will carry official ODI status"।
এগুলোর ওডি-আই স্টেটাস না থাকায় সম্প্রচারকদের বাধ্যবাধকতা নেই।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
প্রথম বলেই তামিম বোল্ড ২৮৬ রান করবে কে এখন!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আজকে যদি আশরাফুল সেঞ্চুরি করতে না পারে, ওরে হাতপা বাইন্ধা ইভা রহমানের গান শোনানো হবে।
৫ ওভারে ৪৬। আর উইকেট যায় নাই
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অথবা পাকিমনা রুবাইয়াতের সঙ্গে টানা সাতদিন nonstop মেহেরজান দেখানো যেতে পারে।
মনির
সবিতাভাবী ওয়েবসাইটে ইভা রহমানরে নিয়ে একটা কমিকস দিছে। কেউরে পেলে রিকোয়েষ্ট রাখতাম ছ্যামড়াটার জায়গায় আশ্রাফুলের মুখটা বসায়ে দিতে।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
জুনায়েদ, ২৮ বলে ৩৮ করে কটএন্ডবোল্ড
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
মুশফিকুকুর এসে বল চিবাচ্ছে সমানে
ইমরুলও মুশফিককে দেখে শিখছে বল খাওয়া!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এই দুই কানাহুলারে মাইক দিয়া জানাইতে হইব যে এইডা ওয়ান ডে খেলা টেস্ট না।
অনন্ত আত্মা
ইমরুল শিট অ্যাঙ্করের দায়িত্ব ঠিকঠাকমতোই (৫৭ বলে ৩৮, খারাপ না) পালন করছে। তবে বল চিবানো মুশফিকুকুর এবং অধিনায়ক সাকিব মাঠের বাইরে চলে গেছে। আস্কিং রানরেট এখনো সাড়ে পাঁচ-এর আশপাশে ঘোরাঘুরি করতেছে, হাতেও আছে ৬ উইকেট। বাংলাদেশের এই ম্যাচ জেতা উচিত।
কুটুমবাড়ি
গুড়ে কেবল বালিই পড়েনাই, সব বালিমাখা গুড় পিঁপড়া খেয়ে ফেলছে
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আশুর মিশেল্ফুকো দিয়ে একটা ব্যাট তিনটা স্টাম্প দুইটা গ্লাভস দুইটা প্যাড একটা ক্রচ গার্ড ঢুকানোর পর হেলমেট দিয়ে ব্যাপারটা ঢেকে দেয়া হৌক
আমার মনে হয় বাংলাদেশের খেলা শুরু থিকা শেষ দেখতে বসাটাই একটা শাস্তি। দুই ঘন্টা পর পর স্কোর দেখাই ভালো। তাতে অন্তত মানসিক অত্যাচারটা একটু কম হয়।
অজ্ঞাতবাস
হ! এইটা এক্টা নির্যাতন! অথচ না দেখেও পারা যায়না
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
এটা ঠিক বলেছেন।
আশু আউট? অসুবিধা নাই, সে 'বিগ ম্যাচে' ভালো খেলে। আজকেরটা বিগ ম্যাচ না।
ঠুণ্ডা পিছা দিয়া বাইরানোর কাম হালারে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একদিক থেকে ভালোই হয়েছে। এখন ভারতের সাথে খেলায় তাকে বসিয়ে রাখলেও আশরাফুলে ইয়ার-দোস্তরা খুব বেশি ট্যাঁফু করতে পারবে না।
সমস্যা হলো এই রামছাগলটার জায়গায় খেলবে কে?
এরে অসুস্থ দেখায়ে দল থেকে বের করে দিয়ে আমাদের গ্রামের আমির আলীর পোলারে নিলেও চোখ বন্ধ কইরা বারি দিয়া ওর চেয়ে বেশি রান করতে পারতো।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সেটাই। ওর যায়গায় আর যেই খেলুক, আমি খুশি।
আশুর বাচ্চা আশু একটা ক্যাচও মিস করছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শাহরিয়ার নাফিস কে ব্যাটিং করাতে পারত
কারণটা বুঝা গেলো, নাফিস মূল একাদশে আসবেন না।
আজকের খেলায় বাংলাদেশের মূল ব্যাটিং লাইন-আপের মোটামুটি সবাইকেই ব্যাট করানো হয়েছে। ফলাফল, দুইশ অতিক্রম করতেই পায়খানা পাতলা হয়ে গেছে।
এই ব্যাটিং লাইন-আপ নিয়েই কি-না আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু করছিলাম অর মায়রে বাপ।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
প্রস্তুতি ম্যাচে ব্যাটিং নিয়ে হতাশ হইলাম। বোলিং আমার মতে চলনসই ছিলো। আজকালকার ওয়ানডেতে ব্যাটিং পিচে ২৮৫ খুবই এচিভেবল একটা স্কোর। মিডল অর্ডার ফ্লপ মারাতেই এই অবস্থা।
মিডল অর্ডার না টপ?
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
টপ না, মিডলই। তামিম ইকবাল আর বীরেন্দর শেবাগের খেলার ধরণ একই রকম। শুরু থেকেই চড়াও হতে চায়। খারাপ দিনে সেটা দশের নিচেই থামে। ......ইমরুল আর জুনায়েদও তো খারাপ করে নি।
... সমস্যা করেছে মিডল অর্ডার। আশরাফুল- মুশফিক-সাকিব-রকিব-মাহমুদুল্লাহের যে কোন দুইজনের কাছ থেকে বড় স্কোর দরকার ছিলো তিনশো তাড়া করতে। সেটা না হওয়াতেই এই অবস্থা।
প্রথম ছয় উইকেট গেছে ১২৮ রানে, এর পরে কি ভাবে বলা যায় টপ অর্ডার (প্রথম চার জন) ফ্লপ খায়নি? ইমরুল কায়েস আর মুশফিকের বোঝা উচিত শিট এঙ্করের রোল-এর মানে আছে - বলে বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক রোটেট করা। এইটা টপ অর্ডারে কেউ করেনি। আর তামিম যেদিন আগে আউট হয়ে যায়, সেদিনটা অবশ্যই তার ব্যর্থ দিন। একা জুনায়েদই ভাল খেলেছে।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ইমরুলের খেলার ধরণই যে ওই। ওর কাছ থেকে আমি আসলে এর বেশি আশা করি না।...
স্লাইট অফটপিকঃ টপ অর্ডার বলতে কি আসলেই প্রথম চারজনকে বোঝায় ?? আমি জানতাম-বুঝতাম আর কি- তিনেই টপ অর্ডার শেষ। চার নম্বর থেকে মিডল অর্ডার শুরু।
হুম, টপ অর্ডার-মিডল অর্ডার কতটা এটার কোনো জবাব নেই আমার কাছে :(। তবে ইমরুলের খেলার স্টাইল এরকম হলে মুশকিল, কারণ প্রথম দশ-পনের ওভারে রান না তুলতে পারলে শেষে সব রান তোলার জন্য মিডল অর্ডারের ওপর চাপ বেড়ে যায়।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
ধৈর্য্য ধরেন। ওয়ার্মআপ ম্যাচে বাংলাদেশ একটু ওয়ার্মড আপ হয়ে নিচ্ছে, আসল খেলায় ফায়ার্ড আপ হবে। -রু
অফটপিক কিনা বুঝতেছি না! হইলে হইছে, ছাগুশ্রেষ্ঠ সামিউর রহমানের এই নিউজটা পড়েন। আলোর পরে এবার কালুর পাতাও ছাগুর হাগুতে একাকার!!!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শেষ খবর কী?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
শুভকামনা জানাই বাংলাদেশ দলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে............
নতুন মন্তব্য করুন