বিছানায় শুয়ে শুয়ে বেরানোর ধারণাটা আগুন। গলার পরে কয়েক পেগ তরল ঢেলে দিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বুজলেই মন চলে যায় রূপের নগরে! সেখানে একটা ঘোড়ার গাড়ি সাজানো থাকে গাড়োয়ানহীন। উঠে বসলেই ঘোড়া চলতে শুরু করে। ইটসুড়কীর বাঁধানো পথ পেরিয়ে, ঘন ঝোপের পাশ কাটিয়ে গাড়িটি হঠাৎ বাঁক নেয় অজানা এক মেঠোপথের দিকে। মেঠোধূলার পথ, কিন্তু কি আশ্চর্য, কোন ধূলা উড়ে না! গাড়োয়ানহীন গাড়িটি এগিয়ে যায়। টিমটিমে আলোর লোকালয় পড়ে থাকে পিছনে। হলুদ সরষে ক্ষেতের বুকচিরে গাড়ির চাকা গড়িয়ে চলে এক গহীণ বনের দিকে। আকাশ উপচে পড়া জোৎস্নার আলোয় এক নীলাভ ছায়া অবলোকিত হয়। অরণ্যের ওপারেই আছে স্বপ্নের সেই ভূমি যেখানে নীলাম্বরী এক চুল খোলা ললনা দাঁড়িয়ে আছে ঠাঁয়। চিঁহিহিহি শব্দ তুলে ঘোড়াগুলো এগিয়ে যেতে থাকে...
মন্তব্য
সেইখানে দাঁড়িয়ে কেউ কি গেয়ে উঠে, ইস!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ঠিক
ঠিক
ঠিক
ঠিক
ঠিক
রূপের নগরে অটোম্যাট আছে কিনা, কনফার্ম হয়ে তারপর...
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ক্যান শহরে থাকতে কী করবেন?
জঙলায় আপনের লাইগ্যা অটোম্যাট লাগাইবো কোন কোম্পানী? খালি কু-চিন্তা!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বলাই কি আপনাকে তাচ্ছিল্য করলো?
বুঝতে পারলাম না, কি জানি অটোমাটের কথা কইলো। হাজী সাবরে ডাকুম নি?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হইছে
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ধুসর,
"নীলাম্বরী এক চুল খোলা ললনা দাঁড়িয়ে আছে ঠাঁয়। চিঁহিহিহি শব্দ তুলে ঘোড়াগুলো এগিয়ে যেতে থাকে..." তারপর ধুসর টলতে টলতে ললনার কাছে গেল।
ললনা ধুসরের গলা টিপে বলল "কালেমা পড়, কালেমা পড়"। ধুসর নিথর হয়ে পড়ল। তারপর উঠে এসে শুরু করল কম্পিউটারে এই লেখা....
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
তবে এভাবে স্বপ্ন দেখতে ভালো লাগে।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মাত্রা বাড়ায়া দিলে কিন্তু পঙ্খীরাজে কইরা উড়াল দিতে পারতেন। তখন বগলের তলে চাঁদ লইয়া ঘুরতে পারতেন খুব।
______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
বগলে চন্দ্র লইয়া এমনিতেই বিউগম বাজাই ফলেন। পেগের দরকার হয় না
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হাজারদুয়ারীর নতুন সংখ্যা কখন বেরুবে? একটা রম্য লিখেছি ওখানে দেয়ার জন্য। জানাবেন প্লিজ।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
- ডেগ থুইয়া এখন চেরাগ নিষ্কাষিত ঘোলাটে বায়ুতে নাসিকা ডুবাই, তাও ছালার বন্ধে আহে না!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আহা, বছর ঘুরে গেল, ধুসরের কপালে শিকে ছিড়লো না ;(
নতুন মন্তব্য করুন