সেদিন কনফুসিয়াস বলছিলেন এখানে মানসম্পন্ন লেখার কথা। সব গুলো লেখাই এখানে ভালো লেখা অথচ আগে যেখানে একটা ভালো লেখার জন্য পাতার পর পাতা পরিব্রাউজ করতে হতো।
কথাটাকে ঘুরিয়ে একটু অন্যভাবে বলা যায়। যারা এখানে লেখে তাদের লেখার ধরণটাই এমন। সব্যসাচী স্টাইল।
সত্যজিত রায় সম্পর্কে বলা হয়, everything he touches, turns into gold
এখানকার লেখিয়েদের ব্যাপারে এমন কথাই আমার মনে হয়। এরাই তারা যাদের সামর্থ্য আছে সমাজের অনেক অচলতা দূর করার প্রেসক্রিপশন প্রণয়নের।
সচলায়তনের সচল ব্লগারুরা এখন একটা টীম। সচলায়তনের চাকা সচল থেকে সচলতর হচ্ছে একটা সুদৃঢ় টীমওয়ার্কের মাধ্যমে।
আমি সচলায়তনের সচল ব্লগারুদের কাছে হাজারদুয়ারীর এই সংখ্যার জন্য লেখা আহবান করছি।
যেমন করে আপনারা সচলায়তনের প্রতিদিনের চাকা সচল করে চলেছেন তার থেকে একটা দিন বেছে নিন হাজারদুয়ারী এবং বীক্ষণ-এর জন্য। দিন আপনার একটা লেখা সেখানে তুলে, আপনার ভাবনার কথা ছড়িয়ে দিন সর্বত্র, যতোভাবে ছড়ানো যায়। সবাই মিলে চলুন চেষ্টা করে দেখি বদলে যাওয়া সমাজটাকে আগের শেইপে আনা যায় কিনা। ছাড়ানো যায় কিনা বিকৃত ইতিহাসের সিন্দাবাদের ভূতটাকে!
অরূপ কিংবা মাহবুব মুর্শেদকে অনুরোধ করবো 'সচলায়তন' নিয়ে একটা লেখা তৈরী করে দিতে, যেটা 'আকাশদুয়ারে' যাবে। বাকীদের কাছে কোন অনুরোধ নেই, আছে দাবী।
লিখুন - hajarduari AT gmail DOT com এই ঠিকানায়।
মন্তব্য
বীক্ষন কাদের?
উৎস,
বীক্ষণের সম্পাদক আমার পরিচিত, খুব কাছের মানুষ।
তবে পত্রিকাটার সম্পদনা সম্পর্কিত কোন দায়িত্বে আমি নাই। আমি শুধু পত্রিকাটা নিয়মিত ওয়েবে তুলে দেই, আর কিছু করি না।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমাদের কনফুসিয়াসের![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখা দাও লেখকেরা।
লেখা দাও!
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
পিঠটা এমন চুলকান চুলকাইলা যে এহন জ্বলাতেছ!![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
====
মানুষ চেনা দায়!
খাড়াও বার্ণল লাগাইয়া দেই![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
লেখা রেডি করো মিয়া।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইবারের বিষয় কি?
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নজমুল ভাই, এবারের বিষয় 'মুক্তি'। (সম্পাদকীয়টা পড়ে দেখেন)
তবে বিষয় ভিত্তিক না হলেই বা কি? আপনার নিজস্ব কথার অবশ্যই একটা বিষয় আছে, সেটাই তুলে দিন নাহয়।
লোকজন কি পোস্টটারে ওভারলুক করতাছে?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখাতো রেডি আছে। আগের পোস্টেই জিগাইছিলাম। খেয়াল করেন নাই মনে হয়।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধূসর,
আপনার কাছে দুঃখ প্রকাশ করি। ব্লগের মধ্যে যা মনে চায় ছাইপাশ লিখি, কিন্তু পত্রিকায় দিবার মতন মানোত্তীর্ণ লেখা লিখতে পারি না, তাই সত্যিকারের ইচ্ছা থাকা স্বত্তেও আপনারে লেখা দিতে পারি নাই।
ক্ষমা কইরেন।
তবে ভবিষ্যতে দিবার ইচ্ছা আছে।
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মানোত্তীর্ণ লেখা যাবেতো খুব ফরমাল কোন পত্রিকায়, সেদিক থেকে হাজারদুয়ারী কি স্বতন্ত্র না কুংফু? বন্ধুতা এবং লেখালেখির আকাশউঠোন- এর মাঝে কি ফরমাল কোন গন্ধ আছে, বলেন!
ঝরাপাতা, আপনার সেই মন্তব্য চোখে পরেছিলো বলেই তো ডংকাটা বাজিয়ে দিলাম এখানে। আশা করেছিলাম হাজারদুয়ারীতে এবার সচলায়তনের অধিকাংশকেই পাবো। কিন্তু এখন মনে হচ্ছে, আশাহত হবার খুব ভালো একটা চান্স আছে।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওয়েট করেন। কালই আপনি আমার মেইল পাবেন। তবে মানোত্তীর্ণ লেখা লেখন আমার কাম না।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধন্যবাদ ফলেন।
হাজারদুয়ারী মানোত্তীর্ণ না বরং মনোত্তীর্ণ লেখা ধারণ করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করে!
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আয় হায়! দিলো তো উত্তীর্ণের প্যাঁচে ফেইলা!
এত মান আর মন নিয়া চিন্তা করতে গেলে লেখার প্রাণটাই যে ফুরুৎ হবে!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পাবলিক দেখি রস করে!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মানোত্তীর্ণ শব্দ প্রত্যাহার করে নিলাম!
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আমি এই লেখা পড়ি নাই।
আমি এইখানে কমেন্ট করি নাই।
------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...
আবার লিখবো হয়তো কোন দিন
আমিও কিছু দেখি নাই ফ্র্যাগরান্স মোল্লা।![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
কুংফু, যা খুশি তা প্রত্যাহার করে নেন। সময়মতো মেইলটা করে দিলেই হবে। সময় কিন্তু বেশী নাই। সৌরভ গেলো কই, শিমুল তুলা?
বড় ভাইয়েরা, এখনো কিছু কইতাছিনা কইলাম, ডরাইয়েন না- কমুনা কিছু! তবে সময় মতো মেইল না পাইলে খবরই আছে কইলাম (এইটা কইলাম এট্টা হুমকি, সবার লাইগাই)।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লোকজন কি এই পোস্টটার কথা ভুইলা গেলো??
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনেরে আমি এই সপ্তার মধ্যে একটা কিছু লেইখা দিয়া দিমুনে...
বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!
স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...
সিনেমা নিয়া যে মাঝে মাঝে আবোল তাবোল গ্যাজাই, ঐগুলান দেয়া যাইবো?
নেক্সট ইস্যু কবে আসবে নেটে?
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এই সপ্তা হইলে কিঞ্চিত দেরী হইয়া যায় ভাস্করদা। কন যে দিন দুয়েকের মইধ্যে!
প্ল্যান ছিলো ১ তারিখে। কিন্তু সবদিক বিবেচনায় এখনো শিউর না। সেক্ষেত্রে আগে তাইলে সচলায়তন উন্মুক্ত হোক। তার পরেরদিন নাহয় হাজারদুয়ারীর দুয়ার খোলা হবে।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
থাউজেন্ড দুয়ারী কব্বে আইতাছে ????????
দৃশা
- লোকজন এই পোস্টের কথা খালি ভুইলা যায়...
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এখন অবস্থা কি?
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন