চৌদ্দশ বছর আগের সেই ঘটনা। যখন আবু লাহাব বা আবু জাহেলের দল মুহাম্মদ (সাঃ) কে বলেছিলো যদি চাঁদকে দ্বিখন্ডিত করে দেখাতে পারো তাহলে তোমার কথা মেনে নিব। ইসলাম ধর্মে বিশ্বাস করবো। ঘটনাক্রমে চাঁদ দ্বিখন্ডিত হলো কিন্তু সেই দল তখন তাদের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদ (সাঃ) এর আনুগত্য তো স্বীকার করলোই না বরং হাসতে হাসতে বলে চলে গেলো, 'বাহ্ মুহাম্মদ, তুমি তো মস্তবড় যাদুকর'।
কনফুসিয়াসের প্ল্যানচেট আয়োজনের সঙ্গে সামান্য যোগ করি। প্রমাণ, দলিল এগুলো দেখিয়ে কি লাভ! যারা দেখতে চাওয়ার তারা চাইবেই। কিন্তু দলিল, প্রমাণ দেখিয়ে চোখে আঙুল তুলে সত্য বুঝানোর পরেও হাসতে হাসতে নিজের পথেই চলে যাবে তারা। নিজের গায়ে ইসলামের ট্যাগ লাগাবে ঠিকই কিন্তু কাজে কর্মে প্রমাণ দিবে আবু লাহাব এবং আবু জাহেলের উত্তরসূরী হিসেবেই।
ইতিহাস মরে না, বারে বারেই আবর্তিত হয়। আবু লাহাব রাও ফিরে ফিরে আসে, বার বার, হাজারবার। তাদের অভিশপ্ত আত্মাও আমাদের আশে পাশেই ঘুরঘুর করে। তাদের মনোবাসনা হলো, 'আমি বুঝুম না, আমারে বুঝাইবো কোন হালায়!'
মন্তব্য
হাড়মাংসে সেয়ানা হায়েনা
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
- কিংবা রক্তচোষা ভ্যাম্পায়ার!
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হি হি। এই লেখাটা সামহোয়্যার ইনে দ্যান! সিনেমা দেখি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হেঃ হেঃ
বলেছেন মন্দ না!
ভালবাসি, ভালবাসি, ভালবাসি তোমায়!
ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
- তারেক, আপনার কি ধারণা যারা প্রমান চায় তারা বুঝেনা কি বলছে, এবং প্রমাণ দেয়ার পরে কি করবে?
সবই প্রি-ডিফাইন্ড রে ভাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
khaise, choto bhai to jobbor koisos
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই
কথা সত্য।
১০০ ভাগ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
- শতভাগ সঠিক হাসান।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পুরনো প্রবাদ।
যে জেগে ঘুমায় তাকে কখনও জাগানো যায় না।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কাটা মুণ্ডু হাতে ধরিয়ে দিলেও তারা বলবে, এটা আমার না!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
এই হইল ঘটনা
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ঠিক।
তবে মাইরের উপর আর কোন সইত্য নাই-এইটা কিন্তু সবাই বুঝে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
হক কথা।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এরা ইতরের দল। ধর্ম নিয়ে ব্যাবসায় নেমেছে। এ ব্যাবসায় সততার স্থান কোথায়?
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
দলিল-প্রমাণ-যুক্তিতে ওইসব লোকের বিশ্বাস থাকলে এই পৃথিবীতে বসবাস কী সুখেরই না হতো!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
চাঁদ দ্বিখন্ডিত হবার কোন ভুতাত্ত্বিক প্রমাণ নেই।
উইকিপিডিয়াতে কি লেখা আছে দেখুন
According to Denis Gril, the Qur'an does not overtly describe Muhammad performing miracles,[2] and Muhammad did not claim to have done so.
কি মাঝি? ডরাইলা?
আমারও ধারনা ছিল ইসলামের নবী নিজে কখনো কোন অতিপ্রাকৃত শক্তি দাবী করেন নি, যদিও মাঝে মাঝে বিধাতার সাহায্যের কথা সবিনয়ে স্বীকার করেছেন - যেমন মদীনাতে হিজরতের সময় মাকড়শার, কোন এক যুদ্ধের সময় বিপুল সংখ্যক শত্রুর বিরুদ্ধে জ্বীনদের পাশে এসে সহযোদ্ধা হিসেবে দাঁড়ানো, এবং শবে মেরাজের রাতে আকাশে সুদীর্ঘ ভ্রমণ বৃত্তান্ত, যদিও এর শেষেরটি অনেকে অস্বীকার করেন কল্পরাজ়্যে আধ্যাত্মিক ভ্রমণ বিচার করে। যখন তাঁর একমাত্র পুত্রটি শিশুকালে মারা যায়, অনেক আরব এসে বলেঃ আকাশে সে-দিনের চন্দ্রগ্রহণ এই মৃত্যুর শোকবহ, কিন্তু তিনি তা অস্বীকার করে বলেন, এটা স্বাভাবিক ঘটনা। এমন অনেক রেফারেন্সও পাওয়া যায় যেখানে তিনি বলেছেন ঃ একমাত্র কোরান লাভ করাই তাঁর জীবনে একমাত্র অলৌকিক ঘটনা।
আমার ব্যক্তিগত বিশ্বাস যাই হোক না কেন, আমি যেমন সালমান রুশদী বা তসলিমা নাসরিনের মত মন্দ কথা বলে বিশ্বাসীদের মনে আঘাত দিতে চাই না, তেমনি একথাও স্মরণ করিয়ে দিতে চাই যে যাঁরা তাঁর বার্তা প্রত্যাখ্যান করেছিলেন, তাঁদের মধ্যে তাঁর আশৈশব পালক-পিতা চাচা আবু তালিবও ছিলেন, যদিও তিনি তা স্নেহের সাথেই করেছেন, আরেক চাচা আবু লাহাবের মত বিরূপ কটাক্ষ দিয়ে নয়।
যাঁরা স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তাঁদের মধ্যে (খুবই) মুষ্টিমেয় কয়েকজন আদর্শগত কারণে তা করেছেন , কোন গনিমতের মালের আশায় নয়। মুনীর চৌধুরীও বোধ হয় বিশ্বাস করতেন আওয়ামী লীগের মত দলের পক্ষে দেশ চালান সম্ভব নয়, যদিও তাঁকেও শেষ পর্যন্ত ঘাতকের হাতে প্রাণ দিতে হয়েছিল। জামাতের ভূমিকা ছিল অন্য রকম,সেটা আদর্শগত বলে তারা দাবী করলেও তাদের কর্মতৎপরতা প্রমাণ করে তারা বৈষয়িক লাভ-প্রত্যাশায় বাংলার বহু মেধাবী সন্তানের নিষ্ঠুর মৃত্যুর ঘটিয়েছে, এবং এখনো সেজন্য তোওবা করতে প্রস্তুত নয়। শাস্তির ভয় বিধাতার কাছেও নেই,কারণ তারাই আসল অবিশ্বাসী।
- বজলা ভাইয়ের কমেন্টে পুরা ছয়।
এক পাওনা থাকলো বজলা ভাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
রেটিং ৫ আর 'চিলিজ'এ এক দুপুরের ডিনার জমা রইলো।
নতুন মন্তব্য করুন