এই কথাটা ধরে রাখিস...

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: বিষ্যুদ, ২২/০১/২০০৯ - ১১:৪৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে।
যে পথ গেছে পারের পানে,
সে পথে তোর যেতেই হবে।

অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝরের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে।

পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে।
চলার পথে কাঁটা থাকে, দ’লে তোমায় যেতেই হবে।

সুখের আশা আঁকড়ে লয়ে মরিসনে তুই ভয়ে ভয়ে।
জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে।

[কৃতজ্ঞতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কথা ও সুরের জন্য]

মিতা হকের গাওয়া অডিও-

Get this widget | Track details | eSnips Social DNA

কৃতজ্ঞতাঃ দৃশা


মন্তব্য

গৌরী্শ রায় এর ছবি

পারের

পাকের ঘোরে ঘোরায় যদি, ছুটি তোরে পেতেই হবে|
চলার পথে কাঁটা থাকে, দ’লে তোমায় যেতেই হবে|

সুখের আশা আঁকড়ে লয়ে মরিসনে তুই ভয়ে ভয়ে |
জীবনকে তোর ভরে নিতে মরণ-আঘাত খেতেই হবে |

গানটা অনেক দিন পর শোনা হল |

ধুসর গোধূলি এর ছবি

- অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা আর আলাদা করে প্রকাশ করলাম না গৌরীশ রায়। স্যালুট আপনাকে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও অনেক দিন পর গানটা শুনলাম। একদম ২৬ বছর পর। আগে শুনিনি কখনও। দারুণ লাগলো। ধন্যবাদ।

মুশফিকা মুমু এর ছবি

২৬ বছর পর মানে? তোমার বয়স এরো বেশি নাকি অ্যাঁ আমিতো ভাবসিলাম তুমি ২৪-২৫
--------
গানটা খুব ভাল লাগল, মিতা হকের গলাও আমার খুবি প্রিয় হাসি তবে লজ্জা পেলেও বলি এই গানটা আমি আগে কখনই শুনিনি, এই প্রথম। তাই ধন্যবাদ চলুক
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দ্রোহী এর ছবি

আগে শুনিনি গানটা!

রায়হান আবীর এর ছবি

আগে শুনিনাই। খুবি ভালো লাগলো। ধন্যবাদ

=============================

পরিবর্তনশীল এর ছবি

নেটের যে ইশপীড!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

দৃশা এর ছবি

দেঁতো হাসি
(তালিয়া) ।
এই গান দিয়ায় আস্তালা ভিস্তা কইয়েন না। আরো গান দিবেন।
-----------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সুলতানা পারভীন শিমুল এর ছবি

এই গানটা একটা সময়ে বাধ্যতামূলকভাবে শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার দশা হয়েছিলো।
ওই সময়ের বিরক্তি শেষে, এবং আরো অনেক পরে শুনে মনে হয়েছে, গানটা আসলে সুন্দর।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সুমন সুপান্থ এর ছবি

হুম, মুক্তি তোরে পেতেই হবে

সেই আসল কথা । ধন্যবাদ ধুঃগোঃ , শেয়ার করার জন্য ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

ভূঁতের বাচ্চা এর ছবি

গানটা শুনেই ভেতরে একটা জোস অনুভব করছি।
আসলেই ভাল লাগল। আমার কাছেও গানটা নতুন।

----------------------------------

--------------------------------------------------------

সাইফুল আকবর খান এর ছবি

খুব সুন্দর।
ধন্যবাদ। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।