গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ

ধুসর গোধূলি এর ছবি
লিখেছেন ধুসর গোধূলি (তারিখ: সোম, ২৬/০১/২০০৯ - ৯:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অপার সৌন্দর্যে ভরা আমাদের ছোট্ট দেশটা। মেঠো পথের পাশে ধানী জমি পেরিয়ে হলুদে সাজানো শর্ষে ক্ষেতের মনোহর দৃশ্যের হরদম আনাগোণা ছিলো এক সময়। এখনও আছে বুঝি কিছু জায়গায়। এখনো বুঝি ছড়িয়ে আছে গ্রাম বাংলার আবহমান লুপ্তপ্রায় মনপাগল করা সৌন্দর্য।

ছড়িয়ে থাকা এই সৌন্দর্যের মধ্যে এই দেশেই ছড়িয়ে আছে অসাধারণ সব প্রতিভা। ইউটিউবে দেখা মিললো এই ভদ্রলোকের। যিনি বাস (কিংবা ট্রেনে) হাতের বাঁশের বাঁশীটি বাজান। শুনেই বুঝা যাচ্ছে তাঁর বাঁশীতে যেকোনো সুরই প্রাণ পায়, প্রবল মমতায়।

অনেক পছন্দের একটা গান। শুধু আমার না, বোধকরি আপনারও। তুলে রাখলাম তাই এখানে। এবং দেশের গানের সমাহারে তৈরী হইয়া ই-বুকে।

****** ******* ******* ********
গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

ওরে কার পাণে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধূলায় রে আমার
মন ভুলায় রে।

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

ও যে আমায় ঘরের বাহির করে
পায়ে পায়ে পায়ে ধরে
মরি হায় হায় রে।

ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে
যায় রে কোন চূলায় রে আমার
মন ভুলায় রে।

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

ও কোন বাঁকে কী ধন দেখাবে,
কোনখানে কী দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে
ভেবেই না কূলায় রে আমার
মন ভুলায় রে।

গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
আ-মা-র মন ভুলায় রে।

[কৃতজ্ঞতাঃ রবীন্দ্রনাথ ঠাকুর, কথা ও সুরের জন্য]

অসাধারণ এই গানটি রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়েছেন এখানে -

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

অভ্রনীল এর ছবি

অসাধারন!!

এইটা কোন ট্রেন?? বাংলাদেশের কোনো ট্রেনে ইঞ্জিনের আওয়াজ শোনা যায়না এইটাতো চিন্তা করাও যায়না!
_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

এনকিদু এর ছবি

তখন হয়তো ট্রেন থেমে ছিল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

ধুসর গোধূলি এর ছবি
দৃশা এর ছবি

চলুক
---------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব প্রিয় এই গানটি অসংখ্যবার শুনলেও বারবার শুনতে ইচ্ছা করে।

চলুক

এনকিদু এর ছবি

চলুক

দারুন বাজাইল !


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

 গৌরীশ রায় এর ছবি

প্রিয়
ধুসর গোধূলি
গানের কথায় আপনার ব্যবহৃত “ আ-মা-র ” এবং বিস্ময় চিহ্নের ব্যবহার চোখে লাগছিল| গীতবিতান দেখলাম | আমার ধারনাই সঠিক | যেহেতু ই-বুক হবে , সঠিক ভাবে উপস্হাপিত হওয়া উচিত| পুরোটা তুলে দিলাম|

গ্রামছাড়া ঐ রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে|
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধূলায় রে ||

ও যে আমায় ঘরের বাহির করে,পায়ে-পায়ে পায়ে ধরে
ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চূলায় রে |

ও যে কোন বাঁকে কী ধন দেখাবে, কোনখানে কী দায় ঠেকাবে
কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কূলায় রে ||

আপনি স্বরবিতান থেকে সংকলন কবে থাকলে, আমি লজ্জিত এবং দুঃখিত|

ধুসর গোধূলি এর ছবি

- আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো প্রিয় গৌরীশ রায়।

আমি কোনো বিতান থেকেই কথাগুলো নেইনি। যেমনটা শুনেছি, শুনে যেমনটা লেগেছে তেমন করেই লিখে ফেলেছি। আশ্চর্যবোধক চিহ্নগুলো তুলে দিলাম। যদিও আমার কাছে ঐ জায়গাতে এসে কেমন একটা আশ্চর্যমতো শিহরণ লাগে, যখনই গানটা শুনি- তখনই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

হুমম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ইশতিয়াক রউফ এর ছবি

এসব প্রতিভা যে কে তুলে নিয়ে আসবে... কী অদ্ভুত মমতায় বাঁজানো সুর!

কীর্তিনাশা এর ছবি

ইয়া হাবিবি চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।