ফসলের গা ঘেঁষে উচ্ছেদ হল কত বসুধার স্তন
কত নারী, মাটিতে পাচার
কত শিশু, নদীতে পাচার হয়ে গ্যালো...
ওরা কেউই মৃত নয়, জীবিত কাস্তের ঢঙে সেলাম জানায়
আমাদের
আমরা, যারা এত দিন বসুধার স্তন
ভাগ করে, টুকরো করে
মেট্রো প্লাজা, শপিং মল্, সিটি সেন্টারে ~ রেখে এসেছি
আমরা, তারা এত দিন
বসুধার স্তনে
নিজেদের, খেয়াল না-করে
ভুলে গেছি, বেশ ভুলে গেছি, কত বার লুকিয়েছি
প্রবল গোপনে
মন্তব্য
অসাধারন ছন্দে ছন্দে ভরপুর কবিতাটি পড়ে মনটা ভরপুর হয়ে গ্যালো।
- হুমম
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
"বড় বড় নগরীর বুকভরা ব্যাথা..."
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
নতুন মন্তব্য করুন