গোপ্তানী-১

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: শুক্র, ১৬/০৫/২০০৮ - ৬:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

তর আদামরা (অর্ধমৃত) গাই, আর কয়দিন বাদে এম্তেই মরব। অন্তক টাইম আছে, চিন্তা কইরা ক।
কথা শুনে হরিমাঝি একটু দম নিয়ে বলে; এই অধম আম্নের জনম চাকর। এই পাড়ের মানুষ হেই পাড় করলাম হাঙ্গে (সারা) জনম, মরা মা-রে বেইচ্চা, শেষকালে এইকূল-হেইকূল, হগলই খুয়ামু!

কথা শুনে বাঘু পাটনীর, বা হাতের বেত লাফ দিয়ে ডান হাতে উঠে, অগ্রাণ মাসের মাটির উপর বেঙ্গের মোত লাফাইতেই থাকে। সরসে ফুলে মদু খাওয়ার সময় মউ মাছি যেমন পাছা নাচায়, ছাগুইল্লা দাড়ী হেমন নাচাইতে নাচাইতে বাঘু পাটনী কয়:
তগ মালাউনের (হিন্দুর) তেত্তিরিশ কুডি দেবতার লাইগ্যা আমাগো ধর্ম রক্ষ্যা দায়। ইন্দুর থেইক্যা শুরু কইরা হাতি পর্যন্ত তগ ভগবান। মানুষ অইল আডারো হাজার মাকলুকাতের সেরা (আ)জীব! খোদায় দুইন্নাই বানাইছে মাইনষের লাইগ্যা। তরা গরু বুড়া অইলে বনবাসে পাঠাস, আর আমরা হেই গরুর গোস্ত কিমা বানাইয়া খাই, আড্ডি দিয়া নিহারী রান্দি, চামড়া তগ (তোদের) কেতামুইচ্চার কাছে বেইচ্চা, হেই টেহা দিয়া মসজিদ বানাই।
যাউগ্যা, এত কতা কওনের টাইম নাই। কাইল আইছিল অবনী, (কোলার) ক্ষেত বেইচ্চা আলের (হালৈর) গরু কিন্তে। অবনীর কোলাডা (বসত ভিটার আঙ্গিনা), আমার ক্ষেতের বিতরে, হতিনের (সতিনের) পুতের (ছেলের) মত পিড়ি পাইত্তা বইয়া রইছে। ভাইব্বা দেখলাম, পরস্তাব মন্দ না। অবনীরে, তর আদামরা গরুডা গছাইতে পারলে, হেই গরু বাড়িত আন্তে আন্তেই মরব। অবনীর কোলা (আঙ্গিনা) আমার ক্ষেতের লগে মিল্লা যাইব। তুই মরা গরুর দাম পাবি। কেতামুইচ্চায় হেই গরুর খাল বেইচ্চা, অর্ধেক আমারে দিব।

হরিমাঝি কিচ্ছুক্ষন ভেবে বলে; অবতার, গোস্সা (রাগ) হইয়েন না। বামুন ঠাকুর অবনী খুড়োর তে -কূলে কেউ নাই; তারে বিডা ছাড়া কইরেন না।

বাঘু পাটনীর বেতের গুতায় মাটি গার্ত অইয়া গেছে। রাগের ঠেলায় শকুনের পাখার মত ঠোট নেড়ে কয়; হরি, তর বামুন-ঠাকুর জাতী বাই অইয়া তর ছোয়া খায়না, আমার বড় বিবি মাইজ্জালে (বসার ঘরে) বয়াইয়া (বসিয়ে), তরে বোয়াল মাছের কোলের টুকরা (পেটি) পাতে তুইল্যা দেয়। কোরছার চেট তুই হাপ অইয়া কামড়াইছ না (ছোট মুখে বড় কথা বলিস না)! লগি-বইডায় ভোট দেছ (নৌকা মার্কায়), কিছু কইনা। কিন্তুক আমার ক্ষেতে গনতন্ত্র ডাইক্কা আনিছ না। কত কোড-কাছারী কইরা গাডের (ঘাটের) ডাক আনি; কতা না হুনলে অন্য মাঝি রাহুম।

অবনীর বউ মইরা ও ভাইগ্য খুলে নাই; টাহুইরা হের পোলাডারে নিছে, তাপ উইট্টা (জ্বরে) গাই ও মরছে। হেই বিডায় (উঠানে) রইদ পোয়াইব (অনুর্বর ভূমি)। অবনীর বিডাত, আমার কোন খায়েস নাই। কিন্তুক অবনীর কোলাডা (আঙ্গিনা), আমার কোডায় (বর্গাকৃতি জমি), তগ মা কালীর মতন জিল্বা বাইর কইরা রাখছে। আমি খালি হেই জিল্বাডা কাইট্টা, আমার কোডাডা কাবা ঘরের মতন চাইর কোনা করমু। এই শেষ আশাডা পুরলে আমি হজ্জে যামু।

(কুমিল্লার আঞ্চলিক ভাষায় লিখিত)


মন্তব্য

দ্রোহী এর ছবি

আন্নে ত হুরা হাডাইয়ালাইছেন।

আঁর বাড়ি কুঁইল্লাত অইলে কি অইবো, আঁই কিন্তুক নোয়াহাইল্যা বাষায় কতা কই।

আন্নের গল্প জব্বরালী অইছে। হড়ার সুমে ক্যান জানি "দুই বিঘা জমি"র কতা মনে অইছে।


কি মাঝি? ডরাইলা?

পুতুল এর ছবি

দ্রোহী, ভাই অনেক অনেক ধন্যবাদ।
কলম দিয়ে লেখার সময় তেমন বেগ পেতে হয়না। সমস্যা হয় টাইপ করতে।
দেখি, আর কিছু আঞ্চলিক ভাষায় লিখতে পারি কিনা। একজন পাঠকতো পাওয়া গেল।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

আঞ্চলিক ভাষায় লেখালেখির চেষ্টা করাটা কিন্তু দুঃসাহসিক!!


কি মাঝি? ডরাইলা?

পুতুল এর ছবি

দুঃসাহসিক কিনা জানিনা, কিন্তু খুব কঠিন মনে হয়।
তবে মাঝিদের ডর থাকতে নেই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

মাঝিরা ডরায়। কপিলাদের ডর থাকতে নাই।


কি মাঝি? ডরাইলা?

পুতুল এর ছবি

কপিলা মানে কী?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

সব্বোনাশ!! কপিলারে চিনলেন না? মানিক বন্দ্যোপাধ্যায় জানতে পারলে আপনার গল্প লেখা বাইর হইবো!!!!!!!! খাইছে


কি মাঝি? ডরাইলা?

পুতুল এর ছবি

এইবার বুঝলাম।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী এর ছবি

বন্ধু বুঝলা। কিন্তু দেরীতে বুঝলা।

খাড়ান। ভাইজান আসতেছে.............বুঝবেন তখন!


কি মাঝি? ডরাইলা?

পুতুল এর ছবি

কে আইতাছে?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি

কে আর আসবে। মানিক বন্দ্যোপাধ্যায়ের ভুত।

খালি গায়ে, ভুচুমা পেট নিয়া বন্দুক ঘাড়ে করে আইতেছে।

পুতুল এর ছবি

আহা ! যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের ভুত আমার উপড় ভর করত!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দ্রোহী (মন্তব্য লিমিট অতিক্রান্ত) এর ছবি

সর্বনাশ।

আক্ষরিক অর্থেই বুঝাচ্ছেন নাতো (আগের মন্তব্যে আমি যা বললাম আর কী!)? নাকি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক ক্ষমতাটুকু ভর করার কথা বলছেন?

পুতুল এর ছবি

মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক ক্ষমতাটুকু ভর করার কথা বলছি।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

আপনাকে তো আজকাল দেখা যায় না। খুশী হয়েছি লেখাটি পেয়ে। ভাল-লিখেছেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

প্রায় এক মাস পর আজ নেট পেলাম। বাসা বদলের সব ঝামেলা এখনো মিটেনি। কিন্তু নেট পেয়ে খুব শান্তি লাগছে। আনেক লেখা এখনো পড়া হয়নি। কেমন ছিলেন?

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পরিবর্তনশীল এর ছবি

বাহ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

পুতুল এর ছবি

ধন্যবাদ পরিবর্তণশীল।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

দারুন লিখেছেন! আপনার আনঞ্চলিক ভাষা জ্ঞান দেখে আমি বিষ্মিত!!

---
স্পর্শ

পুতুল এর ছবি

সত্যি বলতে কী, আমি শুধু আঞ্চলিক ভাষাই বলতে পারি।
পড়ার জন্য ধন্যবাদ।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হুমম
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পুতুল এর ছবি

হুমম, বুজতারি নাই! হুম

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

খেকশিয়াল এর ছবি

অনেকদিন পর আপনার লেখা পেলাম, দারুন লাগল !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

পুতুল এর ছবি

উৎসাহ দেয়ার জন্য ধণ্যবাদ। এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

গল্পের কাহিনী, গঠন, গড়ন অনবদ্য দারুন। বর্ণনার ভাষায় আঞ্চলিক বুঝতে কিছুটা কষ্ট হচ্ছে ( যদিও এ ভাষা আমার জানা থাকার কথা )

তারপরও কষ্ট করে কেষ্ট পেতে হয়!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

ধন্যবাদ তীরুদা। সত্যিই একটু বেশী আঞ্চলিক হয়ে গেছে।
পরের লেখায় এত অপরিচিত শব্দ আর ব্যাবহার করব না।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শামীম হক এর ছবি

আঞ্চলিক ভাষাটা পুরোপুরি বুঝতে না পারায় গল্পটা ঠিকভাবে ধরতে পারিনি। এর আগে আপনার 'মাটি খোর' পড়েছিলাম। সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদিও।

পুতুল এর ছবি

দুঃখিত, খুব বেশী অপ্রচলিত শব্দ ব্যাবহার করে ফেলেছি। পরের গল্পে এত অপ্রচলিত শব্দ ব্যাবহার করব না।
পড়ার জন্য ধন্যবাদ।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অতিথি লেখক এর ছবি

কেবল আমিই ভাষার পুরোটুক আস্বাদন করতে পেরেছি। মনে হচ্ছিলো গ্রামের বাড়ি বসেই...।
আপনাকে ধন্যবাদ।
-জুলিয়ান সিদ্দিকী

পুতুল এর ছবি

আঞ্চলিক ভাষায় লেখার দুঃসাহস (?) সার্থক হল।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।