পূর্ণ মুঠি নমঃ।

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: রবি, ২১/০৯/২০০৮ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

যে কয়জন কে চিনি, আজিজে গিয়ে খোজ নিতে বললাম।
সবাই বলে সেখানে সচল-এর কেউ নাই, কিছু নাই। এই অচলায়তনের অবসান কল্পে কইলাম শুদ্ধ সর-এ খোঁজ কর।
আজিজে নাকি সব অশুদ্ধ, কোন শুদ্ধ সর (প্রকাশনা সংস্থা যারা পূর্ণ মুঠি প্রকাশ করেছে) নাই।
এদিকে কয়েকদিনের মধ্যে একজনের আসার কথা। বইটা পাওয়া গেলে সে নিয়ে আসতো।
এখন দয়া করে কন বইটা ঢাকার কোথায়, কোন দোনাকানে, কোন ঠিকানায়, কোন মোবাইলে খোঁজ করতে হবে!
ঠিক ঠিকানা পাইলে পোস্ট মুইচ্ছালামু।

মুঠি পূর্ণ কর নমঃ


মন্তব্য

সবজান্তা এর ছবি

'শুদ্ধস্বর' নামটা আসলে খুব ছোট করে লেখা, তাই কেউই বলতে পারেন না ( মানে আমি জিজ্ঞেস করে পাই নি)।

একটা সোজা বুদ্ধি দিতে পারি। যিনি কিনতে যাবেন তাঁকে বলবেন, তিন তলায় নিত্য উপহারের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে ভিতরের দিকে, সেদিকে যেতেই হাতের ডানে প্রথম যে গলিটা গিয়েছে, সে গলিতেই মাঝামাঝি শুদ্ধস্বর।

তবে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন লীলেন ভাই কিংবা শুদ্ধস্বর মালিক রশীদ ভাই।


অলমিতি বিস্তারেণ

পুতুল এর ছবি

ধন্যবাদ, এবার মনে হয় পাবে।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

শুদ্ধস্বর বইয়ের দোকান?? আমি ভাবছিলাম টিএস সি র আবৃত্তি সংগঠনটার কথা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

আমি কিছুদিন কন্ঠস্বর-এ ছিলাম। আবৃতি সংগঠন শুদ্ধস্বর চিনি না।
ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মাহবুব লীলেন এর ছবি

৯১ আজিজ সুপার মার্কেট
তিন তলা

আর আসামীর ফোন নম্বর ব্যক্তিগত মেসেজে দিচ্ছি
যে যাবে তারে বলবেন ধরে মাইর লাগাতে

পুতুল এর ছবি

ঠিক আছে গুরু। তয় মাইরের ব্যাপরটা কাইরে কমু না।
ধন্যবাদ।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।