ব্লগে দেখি অনেকে গান/বাজনা দেয়। আমার একটু তবলা বাজানোর বাতিক ছিল। বাউলদের দুর্দিনে একটু সঙ্গ দিতে ইচ্ছে করছে।
সচল বন্ধুরা তিন তালের গান অনেক শুনেছেন যেমন ধরুন;
নীচের রবিন্দ্র সংগীতটি
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি
গাহিবি গান।।
এ গানটা তিন তালে গায়।
সেখানে বাজে
ধা ধিন ধিন না
ধা ধিন ধিন না
না তিন তিন না
তেটে ধিন ধিন না।।
গানের মত তবলার কম্পোজশান আছে, সেগুলোকে কায়দা বা রেলা বলে। কায়দা একটু ধীরে বাজে, রেলা খুব দ্রুত বাজে। এখানে শুনছেন একটা ফরুক্কাবাদ ঘরনার কায়দা। ঘরানা হল স্টাইল। এই স্টাইলের প্রবর্তক ওস্তাদ কেরামত উল্যাহ খাঁ।
|
মন্তব্য
এমবেড করে দিতে পারেন।
তরিকা জানা নাই, বহু মেহনতে এভাবে দিতে পারলাম।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আপনি যে লিংকটা দিয়েছেন সেই লিংকে গেলে দেখবেন নিচের দিকে দুটা কোড লেখা আছে। দুইটা কোডের নিচেরটা হলো এমবেড কোড। সেটা যাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে, আমি যেমনটা দিয়েছি উপরের কমেন্টে।
আমরা যারা তালকানা তাদের যদি বলেন এটা কী ধরনের তাল বা এর নাম কি তাহলে ভাল হয়। নিদেনপক্ষে জানা হবে।
তিন তালের গান অনেক শুনেছেন যেমন ধরেন
আয় তবে সহচরী
হাতে হাতে ধরি ধরি
নাচিবি ঘিরি ঘিরি
গাহিবি গান।।
এ গানটা তিন তালে গায়।
সেখানে বাজে
ধা ধিন ধিন না
ধা ধিন ধিন না
না তিন তিন না
তেটে ধিন ধিন না।।
গানের মত তবলার কম্পোজশান আছে, সেগুলোকে কায়দা বা রেলা বলে। কায়দা একটু ধীরে বাজে, রেলা খুব দ্রুত বাজে। এখানে শুনছেন একটা ফরুক্কাবাদ ঘরনার কায়দা। ঘরানা হল স্টাইল। এই স্টাইলের প্রবর্তক ওস্তাদ কেরামত উল্যাহ খাঁ।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বাহ বাহ সুন্দর।
ধন্যবাদ, তরিকাটা তেমন কঠিন নয়। অথচ দেখতে বেশ লাগে।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
নতুন মন্তব্য করুন