সচলাদের নাট্যান্দোলন!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: মঙ্গল, ১৮/১১/২০০৮ - ৩:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তানবীরা: ছন্দে ছন্দে নাচি আনন্দে .....
ওহ্, পায়ে লাগছেরে তিথি; ঘুঙ্গুরটা মনে হয় ঠিকমত বাঁধা হয়নি, দেখবি একটু!
তিথি: আপু গন্ডোগোল মনে হয় তালে। আমি আধা তালে গাইছি “অরুন কান্তি কে গো যোগী ভিখারী” তুমি নাচছো ছন্দে ছন্দে কাহারবার গানে!
তানবীরা: তাইতো বলি... দাঁড়া একটু দেখে নেই...
ধা ধা ধেই আ
তিথি: আপু এটা প্লেন তিন তাল
আধা তালের বানী... ধাগে ধীগে ধাগে
তানবীরা: ঐ হল সবই তো ষোল মাত্রা। যাই বলিস একটা তবলচী হলে মন্দ হতো না!
স্নিগ্ধা: রাখো তোমাদের তবলচি! নাচে-গানে তোমরা আজকের এজেন্ডাই ভূলে গেলে!
মুমু: থাক স্নিগ্ধাপু, রাগ করোনা। মুদ্রাদোষ বলে কথা! নাচ-গান রেখে এখন আসল কথায় আসো।
তানবীরা: তা, যা বলেছিস। যেখানে সেখানে হাতে নাচের মুদ্রা চলে আসে। অনেক সময় কথা বলার সময়ও। কি য়ে বিচ্ছিরি লাগে!

তিথি: আপু দুঃখ কর কেন? কত মেয়ে একটু নাচতে পারলে ধন্য হয়ে যেতো!

স্নিগ্ধা: এই শুরু হল আবার! তোমাদের নিয়ে আর পারা গেল না! দুজনকে এক সাথে রাখালেই নাচে গানে মুখর হয়ে উঠো!

তানবীরা: রাগ করছিস ক্যান! আমি যা পারি তাই নিয়ে তোদের আন্দোলনে শামিল হতে এলাম।
স্নিগ্ধা: বাহ্ বাহ্, চমৎকার বলেছ! এই আন্দোলন শুধু আমাদের! সব সচলাদের না!
তানবীরা: তাই কী বলেছি! বুঝলি, বাচ্চা-কাচ্চা বড় হয়ে যাচ্ছে; নিজেও কেমন যেন হয়ে যাচ্চি! দেখছিস না; ছেলে বড় হয়ে যাচ্ছে দেখে, সেলিনা তুলি লেখাই ছেড়ে দিয়েছে!
সু.পা.শিমুল: আর সেই ফাঁকে দ্যাখো, ছেলেদের তাফালিং-এ আমাদের ব্লগে থাকা দায়! যে কোন উছিলায় কেবল শালী খোঁজে!
তিথি: আহা, তাতে দোষের কী!
তানবীরা: তাই তো!
স্নিগ্ধা: সে কথাই তো হচ্ছে!
ক্যামেলিয়া: শোন, এই যে আমাদের দেশটা, সেখানেও নারীদের জন্য ৩০ ভাগ আসন সংরক্ষিত।
স্নিগ্ধা: দেখ এই সচলায়তনে নূপুরের আবেদনে এমনকী সচলদের সমর্থন থাকা সত্বেও মেয়েটা সদস্য হতে পারলো না!
সু.পা.শিমুল: নূপুরতো আর শালী নয়, ভাবী, এবার বুঝেছ ঘটনা!
মুমু: দেখ না! তুলি রেখা কতদিন থেকে সচলাচরণ লিখছে! মেয়েটা আজো সদস্য হতে পারলো না!
ক্যামেলিয়া: ঠিক বলেছ! দেখেছো, কী নিখুঁত অবজারবেশন ক্ষমতা মেয়েটির!
তিথি: দয়মন্তী, অনিন্দীতা, পথে হারানো মেয়ে, কল্পনা আরো কত কত মেয়ে সবার নাম ঠিক মনে নেই! কত ভাল ভাল কমেন্ট করে। কমেন্ট পড়েই বোঝা যায়, কত সুন্দর এদের চিন্তাভাবনা!
তানবীরা: এবার এসো সবাই আমার পেছনে। তোমরা শুধু তালে তালে পা নাচাবে, তাতেই হবে। তিথি নে ধর, প্লেন তিন তাল বুঝলি! নো আধা-ফাদা তাল। ও কে!
হ্যাঁ, এবার শুরু কর ধা ধেই ধেই আ।
তিথি: না, আপু বোলটা হবে .. ধা ধিন ধিন না!
তানবীরা: ঐ হল, ধা ধেই ধেই আ।
সু.পা,শিমুল: ওকে, ওকে ধর যা হয় একটা, তোমাদের তালে বিপ্লব করা মহা ঝামেলার!
স্নিগ্ধা: সবাই রেডী?
মুমু: এখনোতো আমাদের আন্দোলনের কথাই তো বলা হল না!
তুলি রেখা (অতিথি: যাচাই করা হয়নি): শোন সবাই; সচলাদের মানে নারী সচলদের, তিরিশটা মন্তব্য আর তিনটা পোষ্টের পর পূর্ণ সচল করতে হবে!
তানবীরা: তিথি, এবার ধরতো কী যেন গানটা!
তুলি রেখা (অতিথি: যাচাই করা হয়নি): এসো সবাই এক সাথে ধরি!
সবাই এক সাথে: আমরা রেডী, তিথি...
তিথি: এক দুই তিন চার
জাগো নারী জাগো, বহ্নি শিখা...


মন্তব্য

তুলিরেখা এর ছবি

নাট্য-আন্দোলন নাকি? ধা ধা তেরে কেটে করে? আছি। হাসি
কিন্তু সামান্য অসুবিধা আছে। আমি তো তাল রাগ ছন্দ লয় মাত্রা জানিনা! অ্যাঁ
একবার দাদরাকে রাগ আর কি একটা কে যেন তাল বলেছিলাম। মন খারাপ

বি: দ্র: আসলে কমেন্টের সময় আমি লগ-ইন করতাম না তো, ছবিও লাগাই নি আগে।
এখন থেকে লগিন করবো।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ধুসর গোধূলি এর ছবি
পুতুল এর ছবি

কোন অসুবিধা নাই দিদি, আন্দোলনে সামিল হলেই চলবে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আলমগীর এর ছবি

:?

পুতুল এর ছবি

আলমগীর ভাই, মহিলা সচলদের ব্যাপারে নীতিমালা একটু সহজ করার অনুরোধ করছি আর কী, সচল কর্তৃপক্ষের কাছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আলমগীর এর ছবি

বুঝলাম,
এর আগেও এরকম লেখা দেখেছি বলে মনে পড়ে। শেষ পর্যন্ত একটা অস্বস্তিতে গিয়ে সমাপ্ত হয়েছে। সেজন্য প্রশ্ন ছিল।

দেখুন, নেটে বাংলা/ইংরেজি ফোরাম, সাইট, ব্লগ যা কিছু আছে, সবচেয়ে উপভোগ্য জায়গটা হচ্ছে সচলায়তন। এটা একসময় খেতে-বসতে যারা গালি দিত তারাও স্বীকার করে। এর কারণটা হচ্ছে সচলের আপাত-কঠিন নীতি।

সচলের কর্তৃপক্ষ বলে যারাই থাক, মডুর দ্বায়িত্ব যারাই পালন করুক তারা তাদের দিনের বড় একটা অংশ এ সাইটের পেছনে ব্যয় করেন, কোন কিছু আশা না করেই। তারা মাঝে-মধ্যে যে তোপের মুখে পড়েন না তাও না। অর্থকড়ির বিষয় তো আছেই। তাদের প্রতি অধিকাংশ সদস্যের আস্থা আছে বলেই আমার ধারণা। কে কখন সচল হবে তার বিবেচনার ভার তাদের উপরই থাক।

একাধিকবার হিমু (মড হিসাবে) স্পষ্ট করেছেন যে, সচল হবার জন্য লেখা/মন্তব্যের সংখ্যা একমাত্র মাপকাঠি না। তারা দেখতে চান একজন সদস্য অন্যদের সাথে মিথষ্ক্রিয়া ঘটাতে সক্ষম কিনা। ভিন্নমত দেখলে কীভাবে প্রতিক্রয়া করেন। এসব ছাড়াও, আমার ধারণা মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়ে একজনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হতে চান। প্রক্রিয়াটা স্বচ্ছ না, গণতন্ত্র নেই, প্রতিনিধিত্ব নেই- ঠিক আছে, কিন্তু বেশ কাজে দিচ্ছে এখন অবধি। আমার মনে হয়েছে, সচল হওয়া কঠিন না।

আমি নারী-পুরষের ভিন্ন নিয়মও সমর্থন করছি না।

অনেক কথা বললাম, কে কীভাবে নেন কে জানে!

পুতুল এর ছবি

আলমগীর ভাই, আপনার সাথে আমার মতের কোন পার্থক্য নাই।
এখানে নিয়মিত হওয়ার আগে সা,ইন-এ রাজাকারদের দৌরাত্য খুব আহত করতো। সে জন্য এখন সেখানে যাই না। কঠোর মডারেসনের কারনেই এখনো সচলায়তন সে সব গুষ্ঠির থেকে মুক্ত আছে। আমিও এই মডারেশনের পক্ষে।
মহিলা সচলদের বারতি সুবিধা দিতে হবে এমন দাবীও এ লেখাটা আসল উদ্দেশ্য ছিল না। যেমন স্নিগ্ধা আপুকে বলেছি, যাষ্ট ফেন, একটু মজা করা। আর মহিলা সচলদের ব্যাপারে আমি একটা মন্তব্যে আমার ভাবনাটা নীচে কোন একটা কমেন্টে পরিস্কার করব। সময় নিয়ে আপনার মতামত জানানোর জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্নিগ্ধা এর ছবি

পুতুল, আপনি সুস্থ/ঠিকঠাক আছেন তো ??!!!!

পুতুল এর ছবি

আপু, চলে যাচ্ছে এরকম।
তিন সচলের তীর্থ যাত্রা লিখে মনে হল সচলাদের নিয়েও কিছু লেখা দরকার।
কোন ভাবে আপনাকে এলেখার মাধ্যমে চটীয়ে দিয়ে থাকলে ক্ষমা চাইছি।
শুধু ফান করার জন্যই লিখেছি। আর উপরি পাওনা হিসাবে সচলে মহিলাদের সদস্য প্রাপ্তির ব্যাপারে একটু শিথিল হয়ে আরো সচলাদের পদচারনায় ব্লগটি মুখর হয়ে উঠলে ভাল লাগবে।
অন্তত এ ব্যাপারে একটা চিন্তা-ভাবনা সবার মনে উদয় হলেই আমি ধন্য।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্নিগ্ধা এর ছবি

আরে নাহ, চটি নি মোটেই। শুধু ভাবছিলাম, 'মেয়ে' বলে সচল হবার নিয়ম টিয়মে শিথিল হবার দরকার কি আছে? এখানে লিখিয়ে পরিচয় আর "সচলায়তনসুলভ মনোভাব" থাকাটাই আসল ক্রাইটেরিয়া, এবং আমিও সেটাই সমর্থন করি হাসি

আপনার স্ত্রীর শরীর কেমন যাচ্ছে? মেয়ের নাম ঠিক করা হয়ে গ্যাছে?

পুতুল এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধাপু, মেয়ের নাম আঁচল মোটামুটি ফাইনাল।
মা ও মেয়ে ভাল আছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- তানবীরা আপা আইসা দিবোনে দৌড়ানি! চোখ টিপি

তিরিশটা মন্তব্য আর তিনটা পোস্টের পরেই পূর্ণাঙ্গ সচলত্ব!!
হাসতেই আছি গড়াগড়ি দিয়া হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কল্পনা আক্তার এর ছবি

এতো গড়াইয়া হাসার কি আছে....!!! আমরা সচলত্ব পাওনের জন্য আন্দোলন করতাছি আর তিনি আছেন গড়াইয়া হাস'নের তালে.... রেগে টং

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

তানবীরা এর ছবি

ধূগোটা সারাক্ষন আমার ইমেজ খারাপ করার তালে আছে। নিমচা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

গুরু, দৌড়ানীর ভয় নাই। তবুও যদি
মহিলা সচলদের ক্ষেত্র সদস্য প্রাপ্তির ব্যাপারটা একটু শিথিল হয়!
সব জায়গায় দেখি মহিলাদের উৎসাহিত করার চেষ্টা। এখানে সেটা করলে ক্ষতি কী গুরু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

ধূগোটা আমার ইমেজ নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু দেশবাসী ষড়যন্ত্রকারীদের কালো হাত গুড়িয়ে দিবে গুড়িয়ে গুড়িয়ে দিবে

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- ধুগোটা ষড়যন্ত্রকারী হইলেও তার হাত কালো না। হাত কালো হলো 'অমুকে'র। এইখানে আমি কারো নাম নেই নাই কিন্তু! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তীরন্দাজ এর ছবি

বাহ্, নাচ আর তালের আড়ালে বিপ্লবের পদধ্বণি! শুরু করা যাক নাট্য আন্দোলন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

হ, কর্তৃপক্ষ সারা দিলেই বিপ্লব সফল হয় আর কী।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পুতুল এর ছবি

আপু নৃত্য দেখে প্রীত হইলাম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ভূঁতের বাচ্চা এর ছবি

প্রথমে তো মনে করছিলাম যে সচলা আপুদের দিয়ে কোনও নৃত্যনাট্য আয়োজন করা হচ্ছে বুঝি, মনে মনে বললাম বেশ হবে, নৃত্যনাট্য মেলাদিন দেখিনা তারপর এসব আপুরা থাকলে তো পুরাই হিট নাটক। নাটক কবে মঞ্চস্থ হতে যাচ্ছে জানাতে ভুলবেন না কিন্তু !

--------------------------------------------------------

পুতুল এর ছবি

যতদূর জানি, নজু ভাই আর গুরু মাহবুব লীলেন নাট্য পরিচালক।
আমি শুধু চিত্র নাট্য লিখে দিলাম। বাকীটা তাদের মর্জির উপর ছেড়ে দিলাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মৃদুল আহমেদ এর ছবি

আমি কি বোরখা পরে এসে তবলায় হাত লাগাব? বলেন, যদি দরকার হয়... প্রয়োজনে বুকের রক্ত দিয়ে দেব...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মুশফিকা মুমু এর ছবি

ওহহ আপনি সেই বোরখাওয়ালী তবলচি? তাইতো বলি এই বোরখাওয়ালী আপুটার হাতগুলো এমন ছেলে ছেলে টাইপ কেন? চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পুতুল এর ছবি

ওস্তাদ, বোরখার ফাকদিয়ে যেন দাড়ি বের হয়ে না পরে!
মানে একটু ক্লিন সেভ করতে হবে!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তুলিরেখা এর ছবি

ছবি ভালো? থ্যাংকু, থ্যাংকু,থ্যাংকু। হাসি
আহা না না, এ আমি কেন, এ তো ফুলকুমারীর ছবি! দেঁতো হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কল্পনা আক্তার এর ছবি

ওরে আমার নামও দেখি আছে রে!!! পুতুল আপু এগিয়ে চলো আমরা (আমি) আছি তোমার পিছনে.... চোখ টিপি

তিরিশটা মন্তব্য আর তিনটা পোষ্ট এর পর সচলত্ব!! এতো সহজিকরণের পরও মনে হয় আমি "সচলা" হতে পারবো না দেঁতো হাসি

পোষ্টটা সেইরকম হয়েছে.....

.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

পুতুল এর ছবি

ধন্যবাদ দিদি, আমি কিন্তু পুতুল ভাই।
তাও দেখুন বোনদের সচল করতে কসরতের কমতি নাই!
কি দিদি ঠিক কই নাই?
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পান্থ রহমান রেজা এর ছবি

খাইছে

পুতুল এর ছবি

দাদা হাসিটা সেই রকম হইছে।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

পুতুল এর ছবি

গুরু, বিপ্লব এখানেই থামিয়ে দিলেন!
মনটা খারাপ হইয়া গেল!

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আরিফ জেবতিক এর ছবি

পড়তে ইচ্ছে হচ্ছে না , ইউটিউবে আপলোড করে দেন , দেখে নেব খন । হাসি

পুতুল এর ছবি

হ গুরু, লীলেন আর নজু ভাইকে খবর দেওয়া হইসে। কেমেরা বন্দী হইলে নাটক দেখা যাবে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

কীর্তিনাশা এর ছবি

অ্যাঁ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পুতুল এর ছবি

গুরু, মাথা নেরে আন্দোলনের পক্ষে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অমিত আহমেদ এর ছবি

মাথার উপর দিয়ে গেছে।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পুতুল এর ছবি

সরি গুরু, শুধু মজা করার জন্য লেখা।
তয় নারী সচলদের সদষ্য প্রাপ্তির নিয়ম গুলান এট্টু সহজ করার অনুরোধ রইল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

নন্দিনী আপুর নাম বাদ গেছে সচলাদের লিষ্ট থেকে। পুতুল দাদা বিষয় বৈচিত্র্য আর ঝাকানাকা লেখার জন্য আর আপনার লেখায় আমার নাম দেখে ভিরমী খাওয়ানোর জন্য পাচ তারকা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

হ দিদি, কামডা খুব খারাপ অইয়া গেল। সরি নন্দিনীদি, বেশী কেরামতি দেখাইতে গিয়া এমনটা হল!
তানবীরাপু, ধন্যবাদ। ধো.গু-র মন্তব্যে একটু ঘাবরে গিয়েছিলাম। এখন পাঁচ তারা পেয়ে সে ভযটা দূর হল। এই না হলে কি আর তানবীরাপু!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

সেইটা ঠিক আছে দাদা কিন্তু আমি আপনার বক্তব্যের সাথে একমত সেটা কিন্তু বলি নাই। মেয়েরা ইনফিরিয়র কিছু না যে, সংরক্ষিত কোটায় আসতে হইবো। নন্দিনী আপুর মতো লেখিয়ে কমই আছে। তিনি মেধা দিয়েই সচল হতে পারেন, মেয়ে বলে না। তুলিরেখাই হবেন (ঠিক ঠিক মনে পড়ছে না) মাঝখানে অনু – পরমানুর উপড় সিরিজ লিখলেন আরো অনেকেই আছেন খুব সাবলীল লিখেন ঠিক একজন সচল পুরুষেরই মতো। মেয়েদের বলে কিছু দেয়াতে কিন্তু আমার কঠিন আপত্তি আছে চোখ টিপি চোখ টিপি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

পুতুল দেখি আমাগো ধুগো-রে ডাউন দিবার লাইগা কোণা তালে হাঁটতে আছে !
রকম-সকম ভালা বুঝতেছি না !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুশফিকা মুমু এর ছবি

অ্যাঁ এইসব কি বলেন রণদীপম ভাই, পুতুল ভাই আমাদের হিরো, উনি আমাদের মহিলা সমিতির প্রেসিডেন্ট দেঁতো হাসি দেখেননা আমাদের কষ্ট উনি কত ফিল করেন মন খারাপ
ধু-গো ভাই চালাক হইলে পুতুল ভাইকে পটান, ভাগ্যে থাকলে পুতুল ভাই খুশি হয়ে হয়ত কোন সদস্যের সাথে যোগাযোগ করায়ে দিবে খাইছে
*ধুগো ভাই এই মহা মুল্যবান এডভাইসটা আমি আপনাকে বিনামুল্যে দিলাম।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

- বলি, ধুগো কি গ্রামপরিষদের ইলেকশনে দাড়াইছে নাকি যে ডাউন দেওয়ার চেষ্টায় আছে লোকজন! চিন্তিত

আমি চালাক না মুমু। আমি বুকা, ইভেন তারও দুই ডিগ্রী নিচে! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অতো তাড়াতাড়ি শেষ করে দিলেন? মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

পুতুল এর ছবি

একটু অতিরাক্ত ছোট হয়ে গেল!
মাথায় আর বুদ্ধি ছিল নাই।
ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মুস্তাফিজ এর ছবি

পুতুল, এই লেখা লেখার সময় ঘোলা ঘোলা ছিলেন নাকি?

...........................
Every Picture Tells a Story

পুতুল এর ছবি

হ গুরু, আমার আগের লেখায় কমেন্ট হিসাবে যে বোতলটা দিয়েছিলেন, সেটা খেয়ে একটু ডুলো ডুলো অবস্থায় আছি এখনো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিন্দিতা এর ছবি

মেয়েরা ইনফিরিয়র কিছু না যে, সংরক্ষিত কোটায় আসতে হইবো।
একদম টিক কথা।
তবে লেখা ভাল লাগল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অনিন্দিতা, কমেন্টে (বিপ্লব)

অনিন্দিতা এর ছবি

মেয়েরা ইনফিরিয়র কিছু না যে, সংরক্ষিত কোটায় আসতে হইবো।
একদম ঠিক কথা।
তবে লেখা ভাল লাগল

অনিন্দিতা এর ছবি

মেয়েরা ইনফিরিয়র কিছু না যে, সংরক্ষিত কোটায় আসতে হইবো।
একদম ঠিক কথা।
তবে লেখা ভাল লাগল।

দময়ন্তী এর ছবি

অ পুতুলভাই, আমার নামটার যে সাড়ে তেরোটা বাজিয়ে দিলেন গো! আমি বরঞ্চ এই দাবী রেখে যাই -- কারো নামের বানান যে ভুল লিখবে, তাকে সেই বানান ২৫ বার করে প্র্যাকটিস করতে হবে৷ হাসি

অন আ সিরিয়াস নোট: এই দাবীটা আমি সমর্থন করিনা৷ কোথাও কোন নিয়ম থাকলে সেটা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত্৷ ইন্টারনেট ব্যবহার করে, নিজস্ব অ্যাকাউন্ট খুলে যাঁরা লিখতে শুরু করেন, তাঁরা যথেষ্টই এমপাওয়ারড৷ তাঁদের জন্য সংরক্ষণের কোন প্রয়োজন নেই৷

আমি শুধু আমার আপত্তিটা এখানে রেকর্ড করে গেলাম৷ প্লীজ কিছু মনে করবেন না৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

পুতুল এর ছবি

দময়ন্তী, আপু সরি, আপনার নাম দেখে দয়াময়ীর প্রতি শব্দের মত "দয়মন্তী" শব্দটা মাথায় এসে পরে। বিস্তারিত পড়ালেখার সুযোগ বা আগ্রহ ছিলনা বলে এসব শব্দ গুলো অপরিচিতই ছিল এত দিন।
ইতি মধ্যে নাম মুখস্ত হয়ে গেছে। আর ভুল হবে না।
বাকী কথা সবার জন্য একটা মন্তব্যে বলব।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুধু সচলা বাড়ালে তো হবেনা। দেশে এখন যেখানে রাজনৈতিক দলে পর্যন্ত কমিটিতে মেয়েদের সংখ্যা বাড়ানোর রাষ্ট্রীয় চেষ্টা হচ্ছে... সেখানে তো আমার দাবী মডারেটর পদেও... চোখ টিপি

ফুটনোট: দেখেন তো আমার সচলত্ব বাতিল হইলো কি না... চোখ টিপি

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ইশতিয়াক রউফ এর ছবি

নারী মডু পদে নির্বাচন হয় তো আমি ভাবি'কে মনোনয়ন দিলাম। আপনাকে লাইনে রাখতে হবে কিনা... চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
পুতুল এর ছবি

নজরুল ইসলাম ভাই,
লন্ডন গিয়া এত্তোসব দর্শনীয় বস্তু থাকতে আমি গেলাম কার্ল মার্ক্সের কবর দেখতে।
এর পর গেলাম গ্লোব থিয়েটারে সেক্সপিয়ারের নাটক দেখতে। মাগার হেগো ইংরেজীর ই ও বুঝলাম না। ৫ পাউন্ড দিয়া খারানের সিট পাইলাম। যখন দেখি বেকতে তালি দেয়, তহন আমিও দিলাম। সেক্সপিয়ার নিজে এই মঞ্চে নাটক করেছেন বলে জনশ্রুতি আছে। মঞ্চটা চার বার আগুনে পুরে গেছে। কিন্তু এখনো আগের মত ক্ঠ আর দড়ি দায়ে পূর্ণনির্মাণ করেছে। তা সেখানে বুঝি নাই কিছুই তবুও সবাই যখন হাত তালি দেয় আমিও দিলাম। সেক্সপিয়ার বলে কথা, আমি বেক্কল দেইখ্যা বুঝি নাই।
এখানেও আপনার সদস্য পদ খারিজের আশংকাটা বুঝলাম না! তবুও নজরুল ভাই নিশ্চই কোন ওজনদার কথা কইছে। বুঝিনাই তয় কি অইছে, তার পরেও মন্তব্যের জন্য
ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দেবোত্তম দাশ এর ছবি

খাইসে এতো দেখি ফাটাফাটি ব্যাপার
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

নন্দিনী  এর ছবি

মেয়েরা শুধু 'মেয়ে' বলেই বাড়তি সুবিধা নেবে বা তাদেরকে বাড়তি সুবিধা দিতে হবে কেন? আমি ব্যক্তিগতভাবে কোন ধরণের-ই কোটা পদ্ধতির পক্ষপাতি নই । আমার যোগ্যতা ন থাকলে আমি পিছনের বেঞ্চেও বসতে রাজী আছি । 'মেয়ে' বলে কোন সুবিধা নিতে রাজী নই ! শুধু আপনাদের কাছে এক্টাই প্রত্যাশা, মেয়েদের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না - প্রতিবন্ধকতাটুকু সরিয়ে নিন, বাড়তি আহ্লাদ দেখাতে হবেনা ! ব্যাস এটুকুই ! দেখবেন তারা কি করতে পারে ঃ-)

নন্দিনী

হিমু এর ছবি

একটা গল্পের আইডিয়া পেলাম। ধন্যবাদ হাসি । তবে আপনার আর দময়ন্তীর বক্তব্যেরে সাথে একমত।


হাঁটুপানির জলদস্যু

পুতুল এর ছবি

যাক, আমার কষ্ট বৃথা হয় নাই। অন্তত হিমু একটা গল্পের আইডিয়া পাইল।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নন্দিনী  এর ছবি

গল্পটা লিখে ফেলুন ঃ-)। আমার মত বসে থাকবেন না...আমার তো মাশআল্লাহ উঠতে বস্তে চলতে ফিরতে হাজার হাজার আইডিয়া আসে আর লিখার অভাবে বুদবুদের মত মতো মিলিয়ে যায় ঃ( আহা এমন যদি একটা কিছু আবিস্কার হতো, আমি ভাবছি আর সব লিখা হয়ে যাচ্ছে !!!ভাবতে ভাবতে মাথাটা ভারী হয়ে থাকে তো, কি আর করা ঃ-)

নন্দিনী

পুতুল এর ছবি

এগার ভোটের যোগফল দুই কেম্নে হয়! সেটা গনিত বিদদের গবেষনার বিষয়।
জনগনের অবস্থান দেইখ্যা মনে লয়, এই চিপার থেইক্যা বার অইতে আমার একটা কৈফিয়ত দরকার।
সচল বোন ও ভাইয়েরা, কেউ কষ্ট কইরা মূল লেখারটার ভুলটা ধরাইয়া দিলে কৃতজ্ঞ থাকবো। এখানে না হলে ব্যাক্তিগত মেসেজ বা ইমেইলে। পশ্চিমে থাইক্যা মনে লয় আমি নিজের সমাজ সংস্কারের অনেক কিছুই হারিয়ে ফেলেছি। তাই লেখাটা ফান কইরা লেখতে গিয়া কোথাও বিশেষ কোন ভুল হইয়া গেছে। আন্তরিক ভাবে দুঃখিত, ভুল (যা আমি এখনো জানি না) অজ্ঞতাপ্রসূত। ইচ্ছাকৃত নয়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।
নারী সচলদের নারী বলে অতিরিক্ত সুবিধা দেয়ার অভিপ্রায় আমার নেই। অতি চালাকী করতে গিয়া এমন মন্তব্যে অনেকেই বিভ্রান্ত হয়ে তাদের মত প্রকাশ করেছেন। আমার বক্তব্য হল যে কারনেই হোক মহিলাদের জন্য সচলায়তন আমার কাছে খুব নিরাপদ মনে হয়।
সুযোগ, উৎসাহ আমরা যাই বলিনা কেন, সে সবের অভাবে আমাদের বিজ্ঞান সংস্কৃতি যে কোন ক্ষেত্রে তাদের অংশগ্রহন একটু কমই দেখি। এতে আমরা তাদের বুদ্ধি, চিন্তা এসব থেকে বঞ্চিত হচ্ছি।
এখানে যারা (মহিলা) লেখেন তাদের লেখা বা মন্তব্য পড়ে মুগ্ধ বিষ্ময়ে ভাবি; কত ক্রিয়েটিভ এদের চিন্তা বা লেখার হাত।
তো তাদেরকে অতিরিক্ত সুবিধা বা দয়া-মায়া নয়, অন্ততঃ উৎসাহতো দিতে পারি!
আমার সব চেষ্টা এই লেখার পেছনে সেই দৃষ্টি কোন থেকে।
কিন্তু অল্পবিদ্যা ভয়ংকর, সে কারনে সেভাবে বিষয়টি উপস্থাপন করতে পারিনি।
সেটা আমার ব্যার্থতা।
আবারো বলছি কাউকে ব্যাক্তিগত ভাবে কোন প্রকার সমালোচনার জন্য এই লেখা লিখিনি। তবুও কেউ ক্ষুব্দ হয়ে থাকলে সচলা বা সচল আমার মূর্খতার জন্য ক্ষমা প্রার্থী।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

পুতুল দাদা, সব কিছুতেই সিরিকাস হলে বাচা দায় হবে। ক্ষমা চাওয়ার মতো কিচ্ছু হয় নাই দাদা, মজা হিসেবে পারফেক্ট হয়েছে। সব্বাইকে একটা ঝাকি দেয়া হলো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।