রমনীর যাতনা করিতে যতন
রমনীয় পংতি নাহি কমনীয় মন!
একেতো জন্মিল নারী পুরুষ উত্তম
কেমনে শুনিল বাঁশী অরুপ রতন।
মানুষের নাম ধরি নর প্রভূ ধায়
যে মতে যেথায় যাই শুনি শুধু তাই!
নারীর কর্তব্য তায় লিংগ উপাসন
বীর্জ স্খলনে প্রভূ হয় সুখী জন।
কে কবে শুনেছে ভবে মানুষ রতন
লালন-হাসন গাইছে নারীর কীর্তণ!
ঈশ্বর করিতে সেবা স্বামী-পতি ধন
বারবনিতার বেশে রমনী সৃজন।
অবতার কয় কথা স্বর্গীয় কেতাবে
যত ধর্ম বিশ্বে আছে পয়গাম্বর রূপে!
তাহাতে মার্জিত বাঁধা সোনার শিকল
শাঁখা হাতে মাতা কয় ধন্য জীবন।
খেলিতে যাইওনা কন্যা বাটির বাহির
বালক শিখিছে বিদ্যা ধারালো অসির।
করুনার ভিক্ষা লয়ে শোন কন্যা ধন
পুরুষের অংক তলে সঁপিও জনম।
এমতে বধিতে গিয়া অমৃত বচন
তসলিমা পাইল বাঁধা ধর্মের কারন।
শক্তি দিয়া বলদেরা টানিত লাঙ্গল
শুনিয়া ভাবিল ক্ষন তসলিমা কথন।
নতুন ভাবনা শুনে বক্ষ দুরু দুরু
কহিল তসলিমা ভবে নষ্টের গুরু।
অতীব কঠোর সূত্রে ধর্ম পূন্য ধরি
দাঁড়াল মূর্খের দল পথ বন্ধ করি।
লজ্জা কিতাবে নাই নতুন বচন
ধর্ম কিবা শক্তি করে অসুরাচরণ।
এমতে হিন্দুরে মোল্লা কয় মালাউন
বঙ্গেতে বসতি নাইরে সনাতন হিন্দুর!
লুটিয়া নারীর লজ্জা রাজাকারে কয়
তসলিমা কথন কভু ধর্মমতে নয়!
নতুন ফতুয়া দিয়া ধর্ম অন্ধ জনে
তসলিমার মাথাটারে টাকা দিয়া কেনে!
দুষ্টের রক্ষক রাণী রাজ্য-রাক্ষসিনী
নাগরীক রক্ষায় মানে রাজাকার বিধি!
দুটি খূনী করে পন তসলিমা বধিতে
বাঙ্গালি মানিল ক্ষতি জল্লাদ রক্ষিতে!
তসলিমারে নির্বাসিয়া শান্তি আনে দেশে
অসুর রনেতে জয়ী বুদ্ধিবৃত্তি খুনে।
দেখিত পাইল কেহ কী ক্ষতি সাধিল?
মুক্ত চিন্তার সীমা রাজাকারে দিল!
সে পথে দুষ্টের অসি খাপ ছাড়া হল
মুক্ত চিন্তার কন্ঠ “আজাদ” বধিল!
প্রহসন কীর্তি যত দেখিয়া শুনিয়া
বাঙ্গালী অন্তঃপুরে রহিল নিদ্রিয়া!
কবিতার পান্ডুলিপি যত যেনতেন
তাহার উপরে চিন্তা প্রকাশের সম।
স্বাধীন দেশেতে জন্ম মুক্ত চিন্তার
হোক বাঁধা বাক্য গাঁথায় তসলিমা একার
পাঠক বাছিবে পুঁথি পাঠের বিচার
রাজ্যপাল-পুরোহিত তাঁরা কোন ছাড়?
দিকে দিকে পূনঃ পূনঃ উঠিছে ধিক্কার
তসলিমা লিখিছে কাব্য পাঠের অপার!
কাব্য নাট্য বিচারের উর্ধ্বে যে কথা
মত প্রকাশের পথে বাঁধা নাই হেথা।
একে একে ভিন্ন মতে কইবে যে কথা
তাঁহার নির্বাসন দন্ড শুধু তাঁর একা?
রক্ষিতে স্বাধীন চিন্তা যত ভিন্ন মত
ঘরে ঘরে জ্বালি এসো মঙ্গল প্রদীপ।
তসলিমার জন্য নয় আমাদের গীত
মন খুলে কথা কব ভয়ের অতীত।
তাহার তরেতে মিলি যত মুক্ত কন্ঠ
তুলে নাও তসলিমার নির্বাসন দন্ড।
মন্তব্য
টনক নড়ুক..
---------------------------------------------------------
আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আমাদের টনক কী আর এতো নড়বড়ে যে নড়বে!
আমরা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করি, যখন দেয়ালে পিঠ টেকে যায় তখন অনেক কিছু হারিয়ে ফেলি!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
স্পর্শ কাতর দুঃক্ষ একসাথে হয়ে একটা সময় হয়ে যায় ভারী পাথর। যুগ যুগ ধরে নারীর দুঃখের ভারটাও পাথরের মত ভারী লাগে এখন বুকে। আমার দেখেছি মেয়েদের কি অবলীলায় সংসার-সমাজ থেকে নির্বাসন দেয়া হয়। তাসলিমা নাসরীনের বেলায় দেশ। সবসময় চেয়েছি তাসলিমা নাসরীন ফিরে আসুক। বাক স্বাধীনতার সম্মান দেয়া হউক একজন নাগরিককে; একজন লেখককে; একজন নারীকে; একজন মানুষকে।
হৃদয়ছোঁয়া বিষয় নিয়ে আপনার হৃদয়ছোঁয়া কবিতাটি ছুঁয়ে গেল আমাকে।
ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )
ধন্যবাদ নির্জর প্রজ্ঞা,
বাক স্বাধীনতার সম্মান দেয়া হউক একজন নাগরিককে; একজন লেখককে; একজন নারীকে; একজন মানুষকে।
সহমত।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
বাক স্বাধীনতার সম্মান দেয়া হউক একজন নাগরিককে; একজন লেখককে; একজন নারীকে; একজন মানুষকে।
একমত।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আজই পড়ছি তাঁর নির্বাচিত কবিতা, সমর্থন জানাই তাঁর নির্বাসন দন্ড তুলে নেবার দাবীর প্রতি। প্রিয় কবি, আপনি স্বদেশবাসী হোন, সসম্মানে, এই কামনা সর্বান্ত:করণে।
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
কবি, আপনি স্বদেশবাসী হোন, সসম্মানে, এই কামনা সর্বান্ত:করণে।
সুন্দর বলেছে প্রিয় s-s।
বউ দেশথেকে কিছু বই নিয়ে এসেছে তাও অনেকদিন হল। সময়ের অভাবে পড়ার সময় তেমন পাই না। কোন নির্বাচন ছাড়াই একটা বই হাতে নিলাম। খুলে দেখে তসলিমা নাসরিনের আমার অন্তরে আমার স্বদেশ। পড়ে একজন কবির মর্মযাতনায় কষ্ট পেলাম। আমি এতো ছোট মানুষ কী আর করতে পারি! এই লাইন কয়টি লিখলাম।
আমাদের দেশে কবে সেদিন আসবে যখন ভিন্ন মতের জন্য কাউকে দেশ ছাড়তে হবে না!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
- একজন বাংলাদেশী নাগরিক হিসেবে অবশ্যই তসলিমা নাসরীন দেশে ফেরার অধিকার রাখেন। অধিকার রাখেন দাউদ হায়দারও।
গো. আ'র মতো দেশের বিরোধিতাকারী, নাগরিকত্বের বিবেচনায় একদা বাতিল মালেরা যদি দেশে কেবল অবস্থানই না, রাস্ট্রের সর্বোচ্চ গদিতে উঠে নিজের নোংরা, দুর্গন্ধযুক্ত অবস্থান জানান দিতে পারে তাহলে একজন তসলিমা নাসরীন, দাউদ হায়দারকে বাধা দেয়ার বেহায়াপনা থেকে সরে আসা উচিৎ আমাদের।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাই তো!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আমি ধন্যবাদ জানাই পুতুলকে এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে সাহস করে লিখবার জন্য। যারা নারীবাদ আর মানবতার কথা ফেনিয়ে ফেনিয়ে বলেন, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে চারিদিক কাঁপিয়ে ফেলেন সেই সমস্ত তথাকথিত নারী সংগঠন এবং মানবতাবাদি সংগঠনগুলো অসলিমার ব্যাপারে একেবারে নিশ্চুপ! আমরা মুক্তমনার পক্ষ থেকে কিছু কাজ করেছি, এমনকি তসলিমাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে লিখেছি, মাঝখানে ভারতেও যখন তসলিমার থাকা সঙ্গিন হয়ে উঠলো, তখন ভারত সরকারের কাছেও লিখেছিলাম।
আমাদের পত্রিকা মুক্তান্বেষা প্রথম ইস্যুতে এ নিয়ে ফিচারও করেছিলাম আমরা। অনলাইনে নিবন্ধটি পড়ে নিতে পারেন।
যদিও আমি কবিতার খুব একটা বুঝদার মানুষ নই, তবুও বলি - তসলিমার লেখা কিংবা তার লেভেল নিয়ে যত সমালোচনাই হোক না কেন, তসলিমার কবিতা আমার অসাধারণ মনে হয়, এখনো। প্রাসঙ্গিক মনে করায় তার 'পাখি হয়েও ফিরব একদিন' কবিতাটি উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না -
এরকম কিছু অসামান্য কবিতার জন্যই তসলিমা বেঁচে থাকতে পারেন অনেকদিন!
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)
তসলিমার কবিতাটা পড়ে চোখে পানি এসে গেলো।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আসলেই অসাধারণ কবিতা-টা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
প্রিয় অভিজিৎ দা,
আপনার মন্তব্যের এই লাইনটি বড় তাৎপর্যপূর্ণ। মত প্রকাশের জন্য আমাদের সাহসের প্রয়োজন হয়! কে যেন বলেছিল: বিচিত্র এই দেশ সেলুকাস! আমাদের দেশের স্বাধীনতার শত্রুরা শুধু ক্ষমতা দখল করেই ক্ষান্ত হয়নি। ক্ষমতায় বসে আমাদের মত প্রকাশ যাচাই করছে। তাদের পছন্দ না হলে সে মতের বিরোদ্ধে নিষেধাজ্ঞা, ভিন্ন মতের মানুষকে দেশ ত্যাগে বাধ্য করা হচ্ছে। হুমায়ূন আজাদের মত লেখককে কুপিয়ে ফালি ফালি করছে। বিভাজন করে শাষনের মত এক একটা মুক্ত কন্ঠ চেপে ধরছে। আমাদের প্রতিবাদ বক্তৃতা বিবৃতি পর্যন্তই। এখনো পর্যন্ত আমরা আমাদের সংবিধানে এমন কোন নীতি বা আইনের দাবী জানাইনি যা, ভিন্ন মতের মানুষকে রক্ষা করবে। শুনেছিলাম বাংলাদেশে নাকী দশ ট্রাক বোঝাই অস্ত্র আটক হয়েছে! ট্রাকের চালক ছাড়া আর কোন ব্যাক্তির সম্পৃক্ততার খবর এমনকী আমাদের সামরিক সরকার পর্যন্ত বের করতে পারে নি।
এই হল বাস্তবতা। যদি ধরে নেই আমাদের দেশের ৩০ ভাগ মানুষ লিখতে পড়তে পারে, তা হলে তাদের মধ্য থেকে কত জন মানুষ তসলিমা নাসরীনের লজ্জা বা হুমায়ূন আজাদের নারী বইটি পড়ে আপত্তিজনক কিছু পাওয়ায় বইটি নিষিদ্ধ করার জন্য পথে নেমেছে?
এখানে কয়েকটি কাঠ মোল্লার রাস্তা বন্ধ করার জন্যই একটি বই নিষিদ্ধ হয়ে যায়।
জনগনের কোটি কোটি টাকা আত্মসাত করে জামাত বিএনপি গং ক্ষমতায় থেকে যায়। তখন মোল্লারা কোথায় থাকে? কোথায় তাদের সত্য পথের সন্ধান?
প্রশ্নের তালিকাটি আরো দীর্ঘ হতে পারে।
কিন্তু আমরা চুপ করে থাকবো। দেশের সর্বভৌমত্বের খাতিরে এসব মেনে নেব। একটি গৃহ যুদ্ধ এড়াতে, আমরা সব মেনে নেব। কারন একাত্তুরের হাতিয়ার নিয়ে যে যুবক শত্রুর গোলাকে বুক পেতে ঠেকিয়েছে, সে এখন আর সে যুবকটি নেই। আমরা তাদের সাহসের ছিটেফোঁটাও পাইনি।
কিন্তু বুদ্ধিজীবি হত্যার নীল নক্সাকারীরা এখন ক্ষমতায়। । অসুরকে গীতার মন্ত্রে জয় করা দেবতাদের পক্ষে সম্ভব হয়নি অভিজিৎদা। আমরা সাহস করে বলেই দায়ীত্ব শেষ করি।
তাও আবার বিষয়টা স্পর্শকাতর! কোথায় যাব আমরা? তসলিমা নাসরীনের মত বলতে হয়
আমি জানি একদিন আমরা সবাই নিজেকে এই প্রশ্নটা করবো। যদি স্বাধীন বা মুক্ত চিন্তা নিয়ে বেঁচে থাকতে চাই।
তসলিমা নাসরিনের পক্ষে আপনাদের কাজগুলো অবশ্যই নমস্য।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আমার দেশের মাথা মুন্ডু আমি কিছুই বুঝিনারে ভাই ! মানুষগুলোকেও মনে হয়না বোঝা যায় ! অদ্ভুত এক ভাব ধরে থাকে । তসলিমার লেখা কারো ভালো না লাগতেই পারে, তাই বলে একজন লেখককে এক্কেবারে জন্মের মত দেশ ছাড়া করতে হবে! কারো মুখে কোন কথা নেই এই বিষয়ে । নারী নেত্রীদের ভাব দেখলে তো মনে হয় তসলিমার 'নাম' মুখে নেওয়াও হারাম ! ঘেন্না লাগে এসব দেখে শুনে ! পুতুল, আপনার কবিতার জন্য ধ্ন্যবাদ ।
@অভিজিত
একমত।
তসলিমার কবিতাগুলো সত্যি অসাধারণ । আমার ব্যক্তিগত ধারণা তসলিমা যদি খালি কবিতা লেখায় ই নিজেকে উজাড় করে দিতেন তাহলে তিনি দেশের অন্যতম সেরা কবি হতেন নিঃসন্দেহে ।
নন্দিনী
পরিচ্ছন্ন মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ নন্দিনী।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
তসলিমা নাসরিনের কবিতা সত্যিই ভালো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
খুব বেশী পড়িনি তসলিমার কবিতা। যে দুএকটা পড়েছি ভাল লেগেছে।
ধন্যবাদ রানা মেহের।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
পুতুল, আপনার এই পূঁথি ধরনের লেখার হাত সত্যিই ভালো!
পোস্ট এবং মন্তব্যগুলোর সাথে সর্বাংশে একমত।
ধন্যবাদ স্নিগ্ধাপু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আজকে অনেক দিন হলো, তসলিমা নাসরিন আর দাউদ হায়দার কে নিয়ে লিখবার চেষ্টা করছি । শেষ করে উঠতে পারছি না । আপনার লেখা দেখে কিছু বলব না । অনেক অনেক কথা বল্বার আছে এই ব্যাপারে । আশা করি লিখব । অনেক দিন ধরেই তসলিমা নাস্রিনের নীচের কথা গুলো ট্যাগ লাইন হিসেবে ব্যাবহার করছি । তাঁর এই কথা গুলো ভয়ানক রকম কষ্ট দেয় ।
সবশেষে, এই রকম একটি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
লিখুন নিঝুম ভাই,
গুছিয়ে গদ্য লিখতে পারি না, তাই ফাঁকি দিয়ে পুঁথির ছত্রে তসলিমা নাসরিনকে বেঁধে ফেললাম। একরকমের দায়সারা গোছের কিছু। আপনি লিখুন খুব খুশি হব প্রিয় নিঝুম।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
তসলিমাকে দেশে ফিরতে বাধা দেওয়ার অধিকার কে, কোথায় পেলো, এই জিনিসটা বুঝি না। গোলাম আযম, নিযামী প্রসঙ্গ আলাদা থাক - তাদের সাথে তুলনা করে তসলিমাকে কলঙ্কিত করার কোনো অধিকার নেই - কিন্তু তসলিমা কি অপরাধ করেছে, যে তাকে দেশে আসতে দেয়া হয় না?
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হলাম। এই পোস্টে ৩ জন ১ রেটিং করে গেছেন। তারা হয়তো তসলিমার অপরাধটা কি ভালো বলতে পারবেন। শুনতে আগ্রহী।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আশা করি তারা তাদের মতামত জানাবেন।
অছ্যুৎ বলাই, আপনাকে ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সময়াভাবে কোন মন্তব্য করে উঠতে পারি নি। লেখার জন্যে সাবাস!
আর কোন লেখক বা লেখিকার জাতিগত অধিকার হরণ একেবারেই বর্বরতা। এই বর্বরদেরকে প্রতিহত করতে হবে।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
উদাহরণের জন্য বলা, আমরা ইসরাইলের অস্তিত্ব মানি না। ইসরাইলের ভিসা দিই না কোন নাগরিককে। কারণ, ফিলিস্তিনিদের জাতীয়তা মুছে দিতে চায় ওরা। এইটা বর্বরতা। তাইলে তসলিমা নাসরিনের নির্বাসন বর্বরতা না কোন যুক্তিতে? কোন যুক্তিতে নিজের দেশে বসবাসের অধিকার তার নাই?
তসলিমা নাসরিনের একটা সুন্দর কবিতা ছিল এইরকম একটা থিম নিয়ে যে তার খুব শখ সুন্দর স্বপ্নময় দেশ ইসরাইলে যাবার কিন্তু সে বহন করে সবুজ পাসপোর্ট।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
উভাস্ত আলোচনা শীরনামে ব্রেখ্টের একটা নাটকে তিনি বলেছেন
হয়তো জনপ্রিয় নয় তবুও কথাটি আজোও তার তাৎপর্য হারায়নি।
আর পাসপোর্ট থেকেও তসলিমা নির্বাসিতা!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
দারুণ লেখা । আমার ব্লগে কিছুদিন থেকে আমিও লিখছি। চেক করে দেখলে ভালো লাগতো। লিংক দিয়ে দিলাম।-
http://tamosodeep.blogspot.com/2009/04/liberation-of-taslima-nasrin-and.html
http://tamosodeep.blogspot.com/2009/04/my-sentiments-have-been-hurt-mordern.html
http://tamosodeep.blogspot.com/2009/04/anne-frank-taslim-nasrin-and-war-for.html
http://tamosodeep.blogspot.com/2009/04/they-gave-golam-azam-citizenship-of.html
তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য ভোট দিন এখানে-
http://www.google.com/reviews/polls/display/7851939951464460630/blogger_template/vote?font=normal+normal+100%25+Helvetica%2C+Arial%2C+sans-serif&hideq=true&chrtclr=%23dd6599&purl=tamosodeep.blogspot.com&lnkclr=%23dd6599&txtclr=%23474b4e
নতুন মন্তব্য করুন