আপনাদের শুভ কামনা আশা করছি।

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: মঙ্গল, ২৩/১২/২০০৮ - ৫:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমার মূখে কথার খৈ ফুটে। অথচ এখন একটি কথাও লিখতে পারি না! সব গুলো লেখা পোষ্ট করার আগে শুভ একটু বানান ঠিক করে দেয়। অনেক সময় পোষ্ট করা লেখাও। এখন ঠিক করার কেউ নেই।
সচলে বসে বসে পড়ার সময় ধমক দিয়ে বলে না; নিজের লেখা লেখ। খুব স্বাধীন আমি। মৌমাছির পাখার মত ছোট্ট হার্টটা আল্ট্রাসনোগ্রামে দেখে বুকের ভেতর কেপে উঠে। আর মাত্র এক মাস। তার পর আমার ব্লাগানো চাঙ্গে উঠবে! আমাদের আচল পৃথিবীর পথে সচল হবে।
বউকে সন্ধ্যায় গোসল করতে বারণ করিনি। ও চুলটা তোয়ালে জড়িয়ে অনেক সময় নিয়ে শুকিয়েছে।
গত কয়েকদিন খুব ব্যাস্ত ছিলাম। শনিবার রাতে বউয়ের ভয়ংকর কাশি দেখে জরুরি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার বলল; হাসপাতালে নিয়ে যেতে।
আহা বেচারী যদি জানতো সন্ধ্যয় ভেজা চুলে এই শীতের দেশে কত বিপদ ঘটতে পারে! আমিও যদি জোর করে চুল শুকাতে বলতাম! তা হলে ওকে এই বিপদে পরতে হত না!
কাশি একটু কমেছে। কাল পরশু হয়তো বাড়ি নিয়ে আসতে পারব। আল্ট্রাসনোগ্রামে দেখলাম আমাদের মেয়ের মুষ্টিবদ্ধ হাত। এই কটাদিন মেয়েটা একটু সুখে থাকুক ওর মায়ের পেটে।
ভেবেছিলাম মেয়ের জন্মের পর কাজে যাব! এটা-সেটা করে তিন বছরতো কেটে গেল। যাক না আর কটাদিন।
কিন্তু বিধি বাম। “বাপ বেকার” এই অপবাদ ঘোচাতেই হয়ত আঁচলের (আমাদের মেয়ের নাম) কারসাজিতে ফোনটা বাজল। জানুয়ারীর ২ থেকেই জত্তসব অসুস্থ মানুষের রক্ত পরিক্ষা শুরু করতে হবে।
কাজের ফাঁকে মেয়ের দেখাশোনা করতে হবে। লেখা লেখি বা ব্লগিং এর সময় কৈ! নাহ, আমি আর ফুল টাইম লেখক হতে পারলাম না!
তবুও তোমরা দ্রুত সুস্থ হয়ে বাসায় আস। ভংকর এই নীরবতা!
নাস্তিক হওয়ার এই মুস্কিল! বউ বাচ্চার জন্য দোয়া চাইতে পারি না!
আপনাদের শুভ কামনা আশা করছি।


মন্তব্য

আলমগীর এর ছবি

দোয় না চাইলেই কি করা থেমে থাকবে নাকি! চোখ টিপি
অনেক অনেক শুভকামনা রইল আপনাদের প্রতি।

পুতুল এর ছবি

ধন্যবাদ আলমগীর ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আলমগীর এর ছবি

পুতুলদা
নাস্কিকদের তো আর নাস্তিক-প্রভুর ভয় নাই, কোন আচারও নাই যে না করলে এটা-ওটা মিলবে না। জীবনে দু-এক মুহূর্তের জন্য এদিন-সেদিক হলেও বিশেষ ক্ষতি নাই। অন্যের অনিষ্ট না করে, মনের গভীরে শান্তি আনার জন্য কিছু করার মধ্যে দোষ নাই। প্রার্থনা করতেও দোষ নাই। জীবনে কিছু মুহূর্ত আসে সব বিশ্বাস-বোধ অকার্যকর হয়ে যায়। ভয় পাবেন না। সাহস হারাবেন না। আজ থেকে প্রায় বছর ছয়েক আগে আমার এ অবস্থা হয়েছিল হাসি

আবারও শুভকামনা রইল।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঘোর নাস্তিকও মাঝে মাঝে কোন কিছুর উপর ভরসা (যুতসই হলোনা) করে। দোয়া না চাইলেও করা হয়তো থেকে থাকেনা। সবকিছু আগে ঠিকঠাক হয়ে যাক। তারপর উল্লাস হবে।

পান্থ রহমান রেজা এর ছবি

রাশি রাশি শুভকামনা পুতুল ভাইয়া- মা ও মেয়ের সুস্থতার জন্য; আপনার ফুলটাইম লেখালেখির জন্যও।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক অনেক শুভ কামনা! পরবর্তী খবরের অপেক্ষায় রইলাম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

যতো ব্যস্তই থাকেন... মিষ্টি পাঠায়েন... চোখ টিপি

অনেক অনেক শুভকামনা রইলো... মেয়ে এবং মেয়ের মা সুস্থ থাকুক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সাইফুল আকবর খান এর ছবি

আমূল তুমুল শুভকামনা রইলো- তিনজনের জন্যই।
হাসি
ভালো লেখছেন।

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নজমুল আলবাব এর ছবি

অনেক অনেক শুভকামনা আচলের জন্য।

ভুল সময়ের মর্মাহত বাউল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আঁচল ও তার বাবা-মার জন্য অনেক অনেক শুভকামনা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অফুরান শুভকামনা...

শান্ত [অতিথি] এর ছবি

মেয়ে, মা, আর আপনার, তিনজনের জন্যই শুভ কামনা।

কীর্তিনাশা এর ছবি

অনেক অনেক অনেক শুভ কামনা রইলো।
সাথে অভিনন্দন ফ্রি হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
আহমেদুর রশীদ এর ছবি

শুভ কামনা।সবাই ভাল থাকুন।আর জীবনের এই একক অনুভুতিগুলো রিখে রাখুন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আহমেদুর রশীদ এর ছবি

শুভ কামনা।সবাই ভাল থাকুন।আর জীবনের এই একক অনুভুতিগুলো রিখে রাখুন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুস্তাফিজ এর ছবি

শুভকামনা। সবার জন্য।

...........................
Every Picture Tells a Story

রায়হান আবীর এর ছবি

শুভ কামনা।

=============================

সুলতানা পারভীন শিমুল এর ছবি

অনেক অনেক শুভকামনা, আপনাদের জন্য।
মেয়ের নাম তো চমৎকার রেখেছেন ! হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

আন্তরিক শুভকামনা রইল, পুতুল ভাই, আপনাদের সবার জন্য।

নিবিড় এর ছবি

পুতুল ভাই শুভ কামনা রইল আপনাদের দুই জন আর আঁচল এর জন্য ।

ইশতিয়াক রউফ এর ছবি

নামটা খুব পছন্দ হয়েছে। শুভ কামনা রইলো।

রানা মেহের এর ছবি

আঁচল এবং পরিবারের জন্য অনেক শুভকামন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

দ্রোহী এর ছবি

খাইছে রে!!! আমার একটা ছেলে থাকলে আপনার মেয়ের সাথে বিয়ের বন্দোবস্ত করা যেত।

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।


কী ব্লগার? ডরাইলা?

অনিকেত এর ছবি

অ-নে-ক অ-নে-ক শুভ কামনা রইল।

হিমু এর ছবি

অনেক শুভকামনা রইলো তিনজনের জন্যেই।


হাঁটুপানির জলদস্যু

পুতুল এর ছবি

প্রিয় সচল বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।
সব কিছু ঠিক থাকলে মা মেয়েকে পেটে করে ২৬ তারিখ বাসায় আসবেন।
২২ জানুয়ারী ০৯ আঁচল পৃথিবীতে আসার কথা।
ছবি সহ আঁচলকে তখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।