আঁচলায়তন

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: রবি, ০৮/০২/২০০৯ - ৯:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আঁচল
মা ও মেয়ে ঘুমোচ্চে। আজ প্রায় দুমাস লেখালেখি চাঙ্গে উঠছে। কাশির কারনে বউকে হাসপাতালে থাকতে হল আট দিন। অনেক অনুনয় বিনয়ের কারনে ডাক্তার বাসায় আসতে দিলেন। বউ পেট ভরে ভাত খাবে। মনে মনে ভাবলাম এ যাত্রায় বেঁচে গেছি। কিন্তু নতুন করে বিপদ দেখা দিল তার পর দিন। হাউস ডাক্তার রক্ত পরিক্ষার রিপোর্ট হাতে পেয়ে জরুরী তলব করলেন। এখনতো কাশি নেই, তাহলে আবার নতুন কী এমন হল!
ডাক্তার চিন্তিত মুখে বললেন; কলিজার দুটো পেরামিটার got gpt খুব হাই। সাধারনতঃ ৩৫ এর নীচে থাকে, এখন ৬০০ উপরে দুটোই। ভাইরাস জাতীয় ইনফেকসানের কারনে hiv বা হেপাটাইটিস হলে এই পেরামিটার গুলো উপরে উঠে। ডাক্তার প্রশ্ন করেন এই জাতীয় কিছু কখনো ছিল কিনা? মুখ ফেকাশে ছিল শীতের ঠেলায়, এখন রক্ত শূন্য।
মোট কথা হাসপাতাল আমরা ছাড়লে কি হবে, হাসপাতাল আমাদের ছাড়েনি। নবজাতিকার কথা চিন্তা করে, চোখের জলে নাকের জলে মুখ ভিজিয়ে বউ হাসপাতালে যেতে রাজি হল। ছুটলাম আবার হাসপাতালে। বন্ধুরা রোগমুক্তির শুভেচ্ছা জানাতে ফোন করে শুনলো আমরা আবার হাসপাতালে। এখন বলি কী! এতদিন কাশি ছিল। এখন! রোগের নামই জানিনা। এদিকে ভেতো বাঙ্গালির ভাতের চিন্তা আবার শুরু হল। হাসপাতালের খারাব বউ একবার ছুঁয়েও দেখে না। বউ পারলে রাতটাও আমাকে পাশে বসিয়ে পার করতে চায়। বড় দিনের ছুটি বলে পুরো হাসপাতালটা একটা ভূতুরে বাড়ির মত। তিন বেডের রুমে কোন রুগী নেই। আশে-পাশের রুমেও কেউ নেই। নীরবতা এখন নরকের মত মনে হয়। মাঝে মাঝে সিষ্টাররা আসে। তাও প্রয়োজনে ডাকলে। বউ জার্মান ভাষায় অত পটু হয়ে উঠেনি, তাই কারো সাথে তেমন গল্প জমে না। ভয় একাকীত্ব অজানা আসংকায় বেচারী একেবারে কোন ঠাসা। আমি “রান্না” কাজ চালিয়ে নেয়ার মত জানি। কিন্তু সময় কৈ! বন্ধু-বান্ধবরা কাজ-সংসার ফেলে কয়দিন রেধে হাসপাতালে নিয়ে আসবে? তাও যদি বলতে পারতাম কি রোগের কারনে কত দিন থাকতে হবে। লোকে ভাবতো যাক আর একবার রেধে দেই। সেটাও সম্ভব না।
বউয়ের পেটে কী সব যন্ত্র লাগিয়ে বাচ্চার হার্টবিট শোনে। আর বলে বাচ্চা ভাল আছে। তিনদিন পর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিল; গর্ভধারনের কারনে এক ধরনের বিষক্রিয়ার ফল হল লিবারের ইনফেকসনের মত অবস্থার জন্য দায়ী। মুক্তির উপায় হল নির্দিষ্ট সময়ের আগেই গর্ভপাত ঘটানো। এসব কথা বাংলায় বোধগম্য ভাবে বউকে বুঝানো মুষ্কিল। কিছু অনুবাদ করি কিছু অনুধাবনযোগ্য উপমার সাহায্যে বোঝানোর চেষ্টা করি। কিন্তু প্রেগনেনসি-পয়জন-এর কথা আমি নিজেই আগে কখনো শুনিনি, বউকে কি বোঝাব! যাই হোক, ডাক্তাররা বললেন কোন কঠিন কিছু না। বাচ্চা হয়ে গেলেই রোগ আপনা থেকেই চলে যাবে। ভয়ের কিছু নেই। সাহসী লোকের মনের ভয় অভয় দিয়ে দূর করা যায়। আমাদের বুক ভয়েই ভরা। সেখানে ভয় একটু কমানো যায়। আমার কমলেও বউয়ের ভয়তো কমে না। জিগায় “আঁচলের বাবা আমি মনে হয় বাঁচব না, না?” “আমি মরে গেলে মেয়েটাকে দেশে পাঠিয়ে দিও।“ “তুমি আবার বিয়ে করো’।
কাঁটা ঘায়ে লবনের ছিটা আর কি! আমি বলি তোমার কিছু হয়নি শুভ। আঁচল শুধু নির্ধারিত সময়ের আগে আসছে। দীর্ঘ শ্বাস ছেড়ে বউ বলে; তুমি কি আর আমাকে সব কথা খুলে বলবা! আমি হলেও তোমাকে সব বলতাম না। কৈ যাই। বউকে সামলানো হল আরেক বিপদ।
পর দিন থেকে প্রশবের ওষুধ দেয়া শুরু হল। ব্যাথা কম বলে প্রসব আর হচ্ছে না। কিন্তু টেবলেট দিনে একটার বেশী দেয়া যাবে না। নিউ ইয়ারের দিন রাত একটা পর্যন্ত থেকে বাসায় এলাম। টেবলেটে কাজ হচ্ছে না। অন্য ওষুধ দেবে কাল।
বউয়ের ফোন পেলাম সকালে। “তুমি কখন আসবা?” দাঁত মেজে ছুটলাম হাসপাতালে। এবার ওষুধে কাজ হল। কিন্তু এত ব্যাথা! সেটাও নাকী প্রসবের জন্য যথেষ্ট নয়। কাল যেতে হবে কাজে। কি করি! এদিকে দেশ থেকে ঘন ঘন ফোন আসে। কি বলব ওদের। কাজে গেলাম। ফিরতে রাত হল। কিন্তু ঘটনা আগের মতই। কি ভাবে দিনগুলো যাচ্ছে ঠিক টের পাচ্ছি না। চার তারিখ খুব কাজের ওষুধ দেয়া হল। বউয়ের চিৎকারেই বুঝলাম। এখন ব্যাথা কমার ওষুধ দিলোই বুঝি বাঁচি। কিন্তু এ পথ থেকে ফেরার উপায় নেই। পিঠের ছোট মস্তিস্কে লম্বা সুই ঢুকিয়ে সেলাইনের মত ফোটায় ফোটায় যাবে এমন স্থানীয় অবশ করার ওষুধ দেয়া হল। তখন সন্ধ্যা ছ’টা বাজে।
মেয়েকে বললাম “মা যত তাড়া তাড়ি সম্ভব, চলে এসো।“ কাল বাবা কাজে যাব। রাতে ঘুমাতে হবে। আধা ঘন্টা বাইরে থাকার পর আবার “আঁতুর ঘরে” ঢুকলাম। দাই শান্তভাবে বললেন প্রসব পথ তিন সেন্টিমিটার খুলেছে। দশ সেন্টিমিটার না খুললে, প্রসব স্বাভাবিক ভাবে হয় না। কিন্তু এখনো সিজার হবে কি হবে না সে সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি।
নতুন দাই এসে বিনীতভাবে নিজের পরিচয় দিলেন। মনটা একটু প্রশন্ন হল। একটু পরিক্ষা করে তিনি বললেন ডাক্তারকে ডাকবেন। ডাক্তার ভদ্র মহিলা যথেষ্ট বিনয়ের সাথে জানালেন: আর ঘন্টা খানেক অপেক্ষার পর আমরা সিজারের সিদ্ধান্ত নেব। তখন রাত এগারটা। আধা ঘন্টা পর দাই জানালেন প্রসব পথ পুরো পুরি উন্মুক্ত। আমরা প্রসবের জন্য প্রস্তুত হচ্ছি।
সে এক কাহিনী। মেয়েদের এত কষ্ট করে সন্তান জন্মদিতে হয়, তা জানলে বাবা হতে চাইতাম না। সে অভিজ্ঞতা না হয় আমার জন্যই থাক।
মেয়ের মাথা দেখা যাচ্ছে। শরীর বের হচ্ছে না। কেঁটে একটু বাড়ানো হল জন্ম পথ। মেয়ে বের হল রাত ১.১৫মি. ৫ জানুয়ারী ২০০৯ ।

সব ঠিক। নাভী কাটার জন্য ডাক্তার আমাকে অনুরোধ করলেন। কিন্তু আমি পারলাম না। মায়ের বুকে মেয়েটাকে শুইয়ে দেয়া হল। একটা চিৎকার দিয়ে পৃথিবীকে ভৎসনা করে আঁচল শান্ত ভাবে মায়ের বুকে শুয়ে রইল।
রাত তিনটায় মা ও মেয়েকে হাসপাতালে রেখে সচল তীরুদার বাড়ি গেলাম। অভিনন্দন জানিয়ে সকাল সাতটায় ঘুম থেকে উঠার জন্য শুভরাত্রি বলে বিছানায় গেলেন তীরুদা।
একপলক মেয়েকে দেখে কাজে গেলাম। এভাবে ভালই চলছিল। প্রসব কালিন ব্যাথা ছাড়া তেমন কোন সমস্যা হল না। কলিজা ভালোর দিকে যাচ্ছে। প্রতিদিন সন্তোষ জনক খবর। মা মেয়ে ভাল আছে, আর কী চাই!
নতুন কাজ যখন তখন ইচ্ছেমত ফোন করতে বা রিসিভ করতে পারি না। তাছাড়া হাতে রক্তমাখা গ্লভস থাকে। সেটা খুলে ফোন ধরতে ধরতে রাগের চোটে বউ ফোন রেখে দেয় আর বলে: কোন বিপদের সময়ই তোমাকে ফোনে পাওয়া যায় না! বউ ফোন করলো। এবার রিসিভ করতেই হল। কাঁদো কাঁদো গলায় বউ যা বলল তার অর্থ এরকম; “আঁচলের কি জানি হইছে, ওকে একটা কাঁচের বাক্সে রাখছে, অনেক তার-তুর, যন্ত্রপাতি লাগানো ওর গায়ে।“ পিলে চমকানো অবস্থা আর কাকে বলে!
নব জাতিকার জন্ডিস হয়েছে (প্রায় ৬০ ভাগ শিশুর এটা হয়)। লাইট থেরাপী দেয়া হচ্ছে। পরের দিন অবস্থা ভালোর দিকে। সিস্টার বোঝালেন আমরা বাড়ী যেতে পারব না। বাচ্চা এখনো পুরোপুরি সুস্থ নয়। গত ১ মাসের হাসপাতালবাস আর মেয়ের অসুস্থতার খবর বউকে কী পরিমান ভীত করেছে; বুঝলাম বাড়ী যেতে না পারার খবর শুণে সে যখন ফুপিয়ে কেঁদে ফেলল।
একটু পরে সিস্টার আবার এলেন। বউকে কাঁদতে দেখে কান্নার কারন জানতে চাইলেন। এবার তিনি ভাল খবর এনেছেন। আমরা বাড়ী যেতে পারব। আগের খবরটা ডাক্তারের সাথে কথা না বলেই অনুমানের উপর বলেছেন। অনুমান করে বিলিরুবিন বেড়ে যাচ্ছে সেটাও বলেছিলেন। রিপোর্টে দেখলাম, বিলিরুবিন গতকালের প্রায় অর্ধেক। মেয়ে ভাল আছে এই সুখবরে, সিস্টারের “অনুমান-এ” আমাদের দুশ্চিন্তা আর ততোধিক দুঃখ দেয়ার জন্য সিস্টারকে গালি দিতে পারলাম না। কিন্তু এই সিস্টারটা ছাড়া বাকী সবাই খুব দায়ীত্বশীল ছিলেন।
এখন আমরা মুক্ত। বাড়ী যাব টেক্সী করে। টেক্সীতে বাচ্চাদের বসার জন্য বিশেষ একটা সিট লাগে। গতকাল কথাছিল নান্টু ভাই সেটা নিয়ে আসবেন। এখন ফোন করে জানলাম তিনি অসুস্থ। কপাল ভাল যে, সকালে আসার সময় আমি মেয়ের জন্য একটা স্কী স্যুট নিয়ে এসেছিলাম। সেটাও আজ সকালে নান্টু ভাইয়ের নিয়ে আসার কথা ছিল। না আনলে এই বরফের ভেতর মেয়েটাকে বের করতাম কী করে! এবার ফোন এল সচল তীরুদার। তিনি আমাদের বাসাইয় পৌঁছেদিতে চাইলেন। কিন্তু এর মধ্যে টেক্সি ডাকা হয়েগেছে। টেক্সিতে বাচ্চাদের ঐ বিশেষ সিটটি থাকার কথা। তীরূদাকে না করার পর থেকে মুঠোফোনে আর চার্জ নেই। এদিকে টেক্সিওয়ালা জানালো বাচ্চার ওজন কমপক্ষে আট কিলো না হলে তার সিট ব্যাবহার করা যাবে না। এখন তীরুদাকে ফোন করার কোন উপায় নেই। মেয়ে কোলে নিয়ে অনিরাপদ (!) টেক্সিতেই বাড়ীর দিকে ছুটলাম।
মেয়ের মা তখনো ভাল করে হাঁটতে পারে না। এবার বুঝ ঠেলা এখন তাকে হেঁটে চার তলায় উঠতে হবে।

এইটুকু লেখা শেষ করতে দুই সপ্তাহ সময় লাগল। তাও হিমু-র ফোন পেয়ে মনে হল খবরটা সচলদের জানানো দরকার।
এখন আঁচল এবং শুভ আপনাদের শুভ কামনায় সুস্থ, আর আমি একটু অতিরিক্ত ব্যাস্ত।
সবাইকে আঁচলের হয়ে শুভেচ্ছা।


মন্তব্য

হাসিব এর ছবি

আকিকা কবে বস? শুভরে শুভকামনা জানালাম । জানায় দিয়েন । আর ফটুক কুথায়?

পুতুল এর ছবি

ধন্যবাদ হাসিব, ফটুক দিলাম।
শুভর পক্ষ থেকেও ধন্যবাদ জানবেন। অকিকা কি জিনিস জানিনা।
কিন্তু সচল কন্যা সচলদের চুমোয় গর্বিত হয়ে উঠুক, সে ব্যাবস্থা করা হবে। আবহাওয়া একটু ভাল হোক।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হিমু এর ছবি

ছবি দিয়েন। ফ্লিকারে তুলে দিলে সবচে ভালো।


হাঁটুপানির জলদস্যু

পুতুল এর ছবি

আনিস ভাইয়ের বকা খেয়ে লগ ইন করতে শিখলাম।
বিকাল থেকে এখন পর্যন্ত চেষ্টা করে একটা ছবি আপলোড করতে পারলাম।
ফ্লিকারে কেইম্নে ছবি দেয়, হেই হেকমত জানিনা গুরু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আরিফ জেবতিক এর ছবি

আসুন , প্রজন্ম ফোরামের মতো আমরা একটা কম্পুকানাফোরাম বানাই ।
আমি যে কী কী জানি না , সেটা শুনলে আপনি মনে করবেন - পরের দূ:খের কথা করিলে চিন্তন / নিজের অভাব ক্ষোভ থাকে কতোক্ষন ।

এনকিদু এর ছবি

শুভ কামনা । মা, মেয়ে এবং বাবা তিনজনকেই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

পুতুল এর ছবি

এনকিদু , ভাই অনেক অনেক ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নিবিড় এর ছবি

শুভ কামনা রইল । ফটুক থাকলে আর ভাল হইত পুতুল ভাই ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

পুতুল এর ছবি

ছবি দিলাম নিবিড় ভাই।
অনেক অনেক শুভেচ্ছা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিকেত এর ছবি

শুভেচ্ছা রইল বাবা, মা আর তাদের ঘর আলো করা নতুন অতিথির জন্য।

পুতুল এর ছবি

ধন্যবাদ অনিকেত ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তুলিরেখা [অতিথি] এর ছবি

সেই যে নাম ঠিক করা নিয়ে লিখেছিলেন, সুর তাল আর বানান ঠিক করতে বাবামায়ে মিলে কথা বলতেন তখনও অভূমিষ্ঠা কন্যার সাথে, সেই তখন থেকে অপেক্ষায় আছি কবে পোস্ট দেবেন মেয়ে জন্মালে। অনেক অভিনন্দন। খুব সুখেশান্তিতে থাকুন তিনজনে। আর আঁচলের সব দুষ্টুমিষ্টি দিনগুলো দিতে থাকুন। আপনাদের ঘর আলোয় ভরে গেছে, ছবিটা পেয়ে এই সচল ঘরও আলোয় আলো। অনেক ভালো থাকুন।

পুতুল এর ছবি

অনেক অনেক ধন্যবাদ তুলি রেখা,

আর আঁচলের সব দুষ্টুমিষ্টি দিনগুলো দিতে থাকুন।

কিছু না কিছু আমি না চাইলেও এসে যাবে, এখন সময় বের করাই কঠিন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুমন চৌধুরী এর ছবি

আঁচল আর তাঁর মা'কে সহস্র শুভেচ্ছা।

বাপ কেও দেঁতো হাসি



অজ্ঞাতবাস

পুতুল এর ছবি

আপনাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন।
মেয়ের মা তো আপনার কাছে মিষ্টি চাইল, এখন কী করি!

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানবীরা এর ছবি

পুতলদা আর শুভ আপুকে অভিনন্দন। এই যন্ত্রনার ব্যপারে আর কিছু মন্তব্য করলাম না, যা ঘটে সেই জানে।
তো আসবো কবে ভাইঝিকে দেখতে?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পুতুল এর ছবি

ভাইজীকে দেখতে খবর দিয়ে আসতে হয়! যখন খুশি চলে আসুন।
দেশ থেকে ফিরলেন কবে? কেমন কাঁটল? সচিত্র প্রতিবেদন চাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আহা, দেখে খুব ভাল লাগছে। আগামী ৫-৬ বছরের জন্য একটা খেলনা পেয়ে গেলেন!

পুতুল এর ছবি

আহা সেকি খেলনা, সে আমাকে নিয়ে খেলে।
কোলে নিয়ে বসে থাকি, চোখ ফেরাতে কষ্ট হয়।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তারেক এর ছবি

আরে! শুভেচ্ছা আপনাকে। আঁচলের জন্য আদর অনেক অনেক। আর যেন কক্ষনো হাসপাতালে যেতে না হয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পুতুল এর ছবি

ধন্যবাদ তারেক ভাই,

আর যেন কক্ষনো হাসপাতালে যেতে না হয়।

এর চেয়ে বড় চাওয়া আর নেই। তাই যেন হয়।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- এ্যাঁ মা, সে কি কথা, আমরা আবার চাচা হবোনা নাকি? হাসপাতালের ভয়ে আমাদেরকে ডজন খানেক মুখের চাচা ডাক শোনা থেকে বঞ্চিত করার চেষ্টা? মানি না, মানবো না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পান্থ রহমান রেজা এর ছবি

শুভেচ্ছা মা মেয়ে বাবাকে।

পুতুল এর ছবি

ভাই অনেক অনেক ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্পর্শ এর ছবি

বাবা-মা-আঁচল এই তিন ভাগ্যবান মানুষকে অনেক অনেক শুভেচ্ছা।

কিন্তু পুতুল ভাই! আমারে তো আব্বু বলছিলো যে হাসপাতাল থেকে বাবু কিনে আনে! এখন আপনার কাহিনী শুনে তো আমি পুরা ভয় পেয়ে গেলাম! আর কোন সহজ উপায় নাই।? ইয়ে, মানে... আমারো একটা বাবু চাইইইইইইইই......
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

এনকিদু এর ছবি

একটা সহজ উপায় দিতে পারি । আমারে দত্তক নেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

স্বপ্নাহত এর ছবি

কদু ভাইয়ের চেয়েও ছোট বাবু চাইলে আমারে নিতে পারেন দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমি আরও দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পুতুল এর ছবি

সব চেয়ে সহজ উপায় বাবুর জন্য একটা মা নির্বাচন করা।
তারপর সব ব্যাবস্থা তিনিই করে দেবেন।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অনিশ্চিত এর ছবি

শুভেচ্ছা ও অভিনন্দন।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

পুতুল এর ছবি

ধন্যবাদ অনিশ্চত।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম আপনি গেলেন কোথায়, কোন খবর নেই, শেরালীর দেখা নেই। ভাবতে পারিনি এই সুসংবাদ নিয়ে ফিরে আসবেন। অভিনন্দন দাদা, শুভেচ্ছা মেয়ে আর তার মায়ের জন্য।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

পুতুল এর ছবি

শেরালীকে একটু অপেক্ষা করতে হবে, এই যা। সব কিছু একটু স্বাভাবিক হলেই একটু একটু করে লিখব। ধন্যবাদ পান্ডবদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সাইফুল আকবর খান এর ছবি

সকল কাঁটা ধন্য ক'রে ফোটা ফুল শুভই থাকুক।
তিনজনের জন্যই অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে গেলাম আবারও। হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পুতুল এর ছবি

সকল কাঁটা ধন্য ক'রে ফোটা ফুল শুভই থাকুক।

খুব সুন্দর করে বলেছেন তো!
অনেক ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সাইফুল আকবর খান এর ছবি

অনেক স্বাগতম। হাসি
ভালো থাকেন।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

দৃশা এর ছবি

বড় লেখা আমি দেখা যায় প্রায়ই ভেঙ্গে ভেঙ্গে পড়ি। কিন্তু আপনার লেখা গতকাল রাতে পোস্ট হওয়া মাত্রই একটানে পড়ে শেষ করলাম। নতুন পিতা-মাতাকে আবারো নতুন করে শুভেচ্ছা জানাই। আর ভবিষ্যত যুবসমাজের ভবিষ্যত তন্দ্রাহরণী আচঁলের জন্য রইল তার যত খুশি চাই তত ভালবাসা আর আদর।
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

পুতুল এর ছবি

আর ভবিষ্যত যুবসমাজের ভবিষ্যত তন্দ্রাহরণী আচঁলের জন্য রইল তার যত খুশি চাই তত ভালবাসা আর আদর।

আপাততঃ ভালবাসা আর আদরের খবরটা দেব। না হলে ফুপিদের আস্কারা পেয়ে মাথায় উঠবে।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

স্বপ্নাহত এর ছবি

এত ঝড় ঝণ্ঝার পরও প্রশান্তির আঁচল যার মাথা থেকে এতটুকু সরেনি তার ভবিষ্যতও আশা করি সেইরকম হবে।

আর আঁচল নামটা খুব পছন্দ হৈসে।

ভাইয়া, ভাবী এবং আঁচলকে অনেক অনেক শুভেচ্ছা।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পুতুল এর ছবি

এত ঝড় ঝণ্ঝার পরও প্রশান্তির আঁচল যার মাথা থেকে এতটুকু সরেনি তার ভবিষ্যতও আশা করি সেইরকম হবে।

ধন্যবাদ স্বপ্নাহত, ভবিষ্যতের কথা কে জানে, শুধু আপনার সাথে আমরাও আশা করি।
মেয়েটা যেন সুখী হয়।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জ্বিনের বাদশা এর ছবি

শুভকামনা আপনার আঁচলের জন্য
ঝড়ঝাপটার পর আলো ঝকমকে দিন আসে -- আপনাদের মেয়ে, বাবা-মা'র প্রতিটি দিন আলোকিত থাকুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পুতুল এর ছবি

হ্যা ভাই, এখন প্রতিদিন একটু একটু করে আমাদের ঘরের আলো বাড়ছে।
সব কিছু স্বাভাবিক হচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তীরন্দাজ এর ছবি

শুভ হোক দিনগুলো!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

পুতুল এর ছবি

আমাদের শুভ দিন গুলোর পেছনে আপনার এবং উশীর অনেক মেহনত আছে।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভকামনা, অভিনন্দন ।

পুতুল এর ছবি

ধন্যবাদ শিমুল ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রানা মেহের এর ছবি

আঁচল ম্যাডামকে অনেক অনেক আদর
তিনি তাড়াতাড়ি বড় হয়ে উঠুন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

পুতুল এর ছবি

ভাই, তিনি তাড়াতাড়ি বড় হয়ে উঠুন-এইটাই এখন বড় কামনা।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ধুসর গোধূলি এর ছবি

- অনেক খুশির খবর ভাইজান। আইসা পড়েন এদিকে। মিষ্টি আমিই খাওয়াবোনে। মদনের দোকান হইতে নিজস্ব তহবিল থেকে খরচ করিয়া স্পঞ্জ রসগোল্লা কিনিয়া খাওয়াইবো ভাবীকে, আপনাকেও, আঁচল গোটা রসগোল্লা না খাইতে পারিলে তার মুখেও কিঞ্চিৎ রসগোল্লার রস দেওয়া হইবে চাচা প্রদত্ত মিষ্টিদ্রব্য আস্বাদনের নিমিত্তে।

ভালো, সুস্থ আর ফিট থাকুন তিনজনেই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

পুতুল এর ছবি

দেখাতো একদিন হবেই।
মিষ্টি তখন পেট ভরে খাব।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

s-s এর ছবি

ই ইস্ পুতুলদা! খুব খারাপ লাগলো, অনেক দিন পর এসেই এতো নির্মম কষ্টের কথা পড়ে। জন্ম ব্যাপারটার অপরিসীম কষ্টের কথা ভাবলে সত্যিই শিউরে উঠতে হয়!!। এই দুর্গম পথ পাড়ি দেবার জন্য আপুকে একটা বিশাল স্যালুট! আমার পক্ষ থেকে অবশ্যই পৌঁছে দেবেন, আপনার বই বের হবার জন্য নিরন্তর শুভ কামনা রইলো।
বিনীত
ss
বি: দ্র: ওঃ! নতুন অতিথিকে ঠান্ডার হাত থেকে ভালোবাসার উষ্ণতা বাঁচিয়ে রাখুক, এ কামনা করতে তো ভুলেই গেলাম হাসি

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

পুতুল এর ছবি

প্রিয় এস-এস, আপনাদের ভাল বাসার উষ্ণতায় মেয়ে ভাল আছে।
জন্মের ব্যাপারটা সত্যিই খুব কষ্টের।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সচল-কন্যা আঁচল! অতীব চমত্কার!
রাশি রাশি আদর আর ভালোবাসা ওর জন্যে। আর বাবা-মা'র জন্যে অফুরন্ত শুভাশীষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

পুতুল এর ছবি

সন্যাসীদের কাছেই শিশুদের আশ্রয়, নিশ্চিত।
ধন্যবাদ গুরু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আহমেদুর রশীদ এর ছবি

আঁচল এর জন্য অনেক অনেক শুভ কামনা।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

পুতুল এর ছবি

ধন্যবাদ টুটুল ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

অমিত আহমেদ এর ছবি

মেয়ে দেখতে রূপবতী হয়েছে।
বাবা-মা'কে শুভেচ্ছা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

পুতুল এর ছবি

অমিত ভাই, আমরা যেন রুপবতী কন্যাকে গুনবতী করতে পারি।
ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জাহিদ হোসেন এর ছবি

আঁচলের জন্য অনেক অনেক আদর আর শুভকামনা রইলো। ভাল থাকুন আপনারা সবাই।
আমিও কিন্তু আরেক আঁচলের বাপ। হয়তো কোন একদিন দুই আঁচলের দেখা হবে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

পুতুল এর ছবি

আচলরা বন্ধু হোক। আশা করি একদিন আচলদের দেখা হবে। হয়তো বাবা মা রা সাথে থাকবে।
ধন্যবাদ জাহিদ ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।