জীবনের উপর জমিদারী প্রথা চালুর প্রয়াস নিপাত যাক!

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: বিষ্যুদ, ১৬/০৪/২০০৯ - ৮:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ডিএনএ
কৃষক এবং প্রকৃতিবাদীরা জোট বেঁধে মিউনিখে অবস্থিত ইউরোপ পাটেন্ট দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শণ করেছে। মার্কিন জেনেটিক কোম্পানী Nwesham Choice Genetics EP ১৬৫১৭৭৭ নম্বরে উচ্চ ফলনশীল এবং গৃহপালিত পশুর ক্ষেত্রে দ্রুত বর্ধণশীল প্রাকৃতিক এই জীনকে নিজেদের নামে নথিভূক্ত করিয়ে নিয়েছে। এবং এ ধরণের আরো অনেক জীন বিভিন্ন কোম্পানী নিজেদের আবিষ্কৃত বলে দাবী করে পেটেন্টের জন্য লবিং শুরু করেছে। এ প্রসংঙ্গে খোকা বাবুর কথাগুলো মনে পড়ছে....

....

পঞ্চাশ কোটি কি? খোকা আবার জিজ্ঞেস করল।
ব্যবসায়ী বুঝল, শান্তির চেষ্টা বৃথা; কোটি কোটি ছোট ছোট জিনিস। যে গুলি আকাশে দেখা যায়।
খোকা বলল: মশা?
ব্যবসায়ী: ছোট ছোট বস্তু, যে গুলি চক চক করে।
খোকা এবার ভাবল, পেয়েছি: জোনাকি !
ব্যবসায়ী: আরে না না ছোট ছোট সোনালী বস্তু। যে গুলি মানুষকে অলস স্বপ্নে বিভোর করে। স্বপ্ন দেখার সময় আমার নাই, আমি দায়ীত্বশীল লোক।
খোকা: ও বুঝেছি। আকাশের তারা।
ব্যবসায়ী: হয়ত সে গুলি তারা-ই।
খোকা: পঞ্চাশ কোটি তারা দিয়ে আপনি কি করবেন?
ব্যবসায়ী: কিছুই করবনা এগুলি আমার সম্পত্তি।
খোকা: তারার মালিক মানুষ কি করে হয়?
তারা গুলি কার? ব্যবসায়ী একটু রেগেই পাল্টা প্রশ্ন করল।
খোকা: আমি জানিনা, তবে মনে হয় কারই না।
ব্যবসায়ী: তাহলে আমার, কারণ: আমিই সর্বপ্রথম এগুলি আমার ভেবেছি।
খোকা: এতটুকুই যথেষ্ট?
ব্যবসায়ী: নিশ্চই! তুমি যদি একটা হীরের টুকরো কুড়িয়ে পাও, যা আর কারো নয়। তবে সেটা তোমার। ধর তুমি একটা নতুন দ্বীপ আবিস্কার করলে, যা আর কারো নয়, তবে সেটার মালিক তুমিই। যদি তোমার মনে নতুন একটা বুদ্ধি আসে, তুমি সেটা তোমার নামে নথিভূক্ত করে রাখতে পার। কারণ: তোমার আগে আর কেউ সেটা ভাবেনি। এভাবে তারা গুলিও আমার কারণ: আমার আগে কেউ সেগুলি নিজের মনে করেনি।
...

এভাবে নিজের মনে করেই মার্কিন জীন অনুসন্ধান কোম্পানী Monsanto গাভির দুধ, দই এবং আরো অনেক দুগ্ধজাত দ্রব্যের জেনেটিক মালিকানা অর্জণের জন্য প্রায় দুই লাখ ষাট হাজার গাবাদি পশুর জীন সংযোগের উপর নিজেদের মালিকানার দাবীনামা ছাড়পত্রের জন্য পেটেন্ট দপ্তরে জমা দিয়েছে।

১৮৬০ সালে মেন্ডেলের মডেলকে সূচক ধরে ওয়াটসনের ডবল হেলিক্স আবিষ্কারের পর, তার উত্তরসূরীরা এখন জীনের উপর জমিদারী প্রথ চালু করতে চাইছে। তাদের সাফল্যে বাংলার কৃষক আজ হাইব্রীড বীজার উচ্চ চাপে ফঁসির দড়ি গলায় পড়ছে।

তাদের পেটেন্ট পাওয়া জিন গৃহপালিত পশুর বাছুরদের উপরও বহাল থাকবে, চক্রবৃদ্ধি সুদের মত। প্রকৃতিক সম্পদের নতুন উদ্ভাবিত এই পুরান শোষণ নিপাত যাক।

কৃতজ্ঞতা: সুদ ডয়েচে সাইতুং


মন্তব্য

মূলত পাঠক এর ছবি

কঠিন সময়। কেউ আবার সচলের পেটেন্ট নিয়ে না রাখে তলে তলে! তারপর একদিন সবাই আমরা বে-ঘর !

পুতুল এর ছবি

কঠিন সময়। কেউ আবার সচলের পেটেন্ট নিয়ে না রাখে তলে তলে! তারপর একদিন সবাই আমরা বে-ঘর !

অমূলক নয় একেবারেই, সচল কবি মুজিব মেহেদীর বই চুরি করে ছাপিয়েছে আমাদের ঢাকাতেই।
তবে জেনেটিক কোম্পানীগুলোর দৈরাত্ব বারছে আশংকা জনক ভাবে।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নিবিড় এর ছবি

আজব দুনিয়া


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

পুতুল এর ছবি

দুনিয়া সব সময়ই আজব ছিল।
এখনো আছে, আমরা শুধু সব সময় বা সময় মতো দেখতে পাইনা নিবিড় ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

ফারুক ওয়াসিফ এর ছবি

পুঁজি ও কর্তৃত্ব অনবরত শোষণ ও চোষণের নতুন নতুন ক্ষেত্র বের করবেই। এটাই তার নিরন্তর সৃষ্টিশীলতা (!)। আমার মনে পড়ছে শাহজাদ ফেরদাউসের অসাধারণ উপন্যাসটি শাইলকের বাণিজ্য বিস্তার।

বাংলাদেশের অনেক প্রাণ-প্রজাতির পেটেন্ট এভাবে চলে গেছে গবেষণার নামে, জরিপের নামে এবং চুরি করে। সেকারণে পেটেন্ট ভঙ্গকারীরা আমার কাছে বীর। যেমন বীর নীলক্ষেত্রের ফটোকপি ব্যবসায়ীরা। তাদের কল্যাণে অনেক বই কিনতে পারছি, নইলে পুত্রের আয় দিয়েও সেগুলো পারতাম না।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

পুতুল এর ছবি

বইটা পড়া হয়নি। কিন্তু জল এতদূর গড়িয়েছে জানা ছিলনা।
শিক্ষিত ও সচেতন জনগন বলেই এরা প্রতিবাদ প্রতিরোধ তবুও করছে। হয়তো সরকারও নতুন নীতিমালা প্রণয়নে বাধ্য হবে।
কৃষির উপর ভর্তুকি (১ টাকার পণ্য বিক্রি করলে সরকার দেবে আরো ১ টাকা) দিয়েও এদের সন্তুষ্ট রাখা কঠিন। আর এদের গনতান্ত্রিক সরকারের কল্যানে আমাদের দেশের আমার মত পুতুল সরকারদের বাধ্য করা হয় কৃষকদের ভর্তুকি না দিতে।
কাগজে পড়লাম আম্রিকা ইউরুপে ভোজ্য পণ্যের দাম কমেছে। আর আমাদের দেশে বেড়ে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে!
মরা কে আরো মারে। এই দশা হল আমাদের মত গরীব দেশের মানুষদের।
এখানে রাষ্ট্রের কিছুটা নিয়ন্ত্রন মেনে চলে বলেই পুঁজিবাদ টিকে আছে এখনো। আমাদের সরকার আছে রাষ্ট্রের তৃতীয় উপাদান হিসাবে। সে সুযোগে পুঁজিবাদ জোকের মত চুষে নিচ্ছে শেষ রক্ত বিন্দুটুকু। শোষণই তো পুজিবাদের এক মাত্র কাজ।

**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

জিজ্ঞাসু এর ছবি

আপনার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই -জীবনের উপর জমিদারী প্রথা চালুর প্রয়াস নিপাত যাক! কিন্তু চুপ করে বসে থেকে এর প্রতিকার করা সম্ভব হবে না। দরকার শোর তোলা। আমাদের অতি পরিচিত নিম গাছেরও প্যাটেন্ট নিয়ে নেয় অন্যরা। আমরা একটা আইনগতভাবে কায়েম মগের মুল্লুকে বাস করি। এখানে শক্তি আর টাকার দাপটই বড় আইন। আইন মানুষের কল্যাণে এখন মনে হয় আর হয় না। এখন আইন হয় কর্পোরেট জমিদারি রক্ষা করতে। আপনি একটা টেলিফোনের গ্রাহক হোন, বা ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনুন সব ক্ষেত্রে যে ডিড বা চুক্তি সই করতে হয় তাতে এত এত দফা আর ক্লজের মধ্যে ভোক্তা বা গ্রাহক হিসেবে আপনার অধিকার রক্ষার একটা যুৎসই ক্লজও খুঁজে পাবেন না। সাধারণত খুব কমক্ষেত্রেই মানুষ এসব চুক্তিনামা আদ্যোপান্ত পড়ে।
যাহোক, প্যাটেন্টের নামে এসব লোভীচক্রের হাত থেকে কৃষি ও প্রকৃতির সার্বজনীনতাকে বাঁচাতে নিরবতা ভেঙ্গে সবাইকে সরব হতে হবে এখনই।

___________________
সহজ কথা যায়না বলা সহজে

পুতুল এর ছবি

এখানে শক্তি আর টাকার দাপটই বড় আইন।

এই ব্লগেই পড়েছিলাম জার্মানের সিমেন্স কোম্পানী কি করে খালেদা জিয়ার ছেলে কোকো-কে ঘুষ দিয়ে আমাদের দেশে একটা কাজের কন্টাকট বাগিয়ে নেয়। তো সব সম্ভবের এই দেশে সরকার নামের উপাদানটা সব সময় বিদেশী লুটারাদের ছিটে ফোঁটা পেয়েই ধন্যধন্য হয়ে দেশের সবকিছু তুলে দেয় বিদেশীদের হাতে। আগে শোষণ করতে অন্তঃত আমাদের দেশ পর্যন্ত যেতে হত। এখন সেটারও দরকার হয়না। একটা দেশ জোর করে দখলের চেয়ে অনেক কম খরচে শোষণ করছে এরা।
কিন্তু নিজেদের জন্য রেখে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ সব মান দন্ড। সেখানে আমাদের মিলিত আওয়াজই একমাত্র হাতিয়ার।
নিপিড়িত মানুষের জয় হোক। শোষণ নির্জাতন নিপাত যাক। প্রানবন্ত মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় জিজ্ঞাসু।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

সুহান রিজওয়ান এর ছবি

লেখাটা পড়ে সত্যি প্রচন্ড অবাক হলাম...
এরপরে আমাদের কৃষকদের উপর কোন দিক দিয়ে আঘাত আসবে- কে জানে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

পুতুল এর ছবি

ভাল করে খোঁজ নিলে হয়তো আরো অনেক অবাক হওয়ার মত ব্যাপার পাওয়া যাবে। পড়ার জন্য ধন্যবাদ!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

শাহীন হাসান এর ছবি

পুতুল লেখাটি বেশ ভাবনা-চিন্তার জন্ম দিয়েছে সন্দেহ নেই...।
ভাল-লাগলো।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

পুতুল এর ছবি

ধন্যবাদ শাহীন ভাই।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

দিগন্ত এর ছবি

আপনার সাথে কিছুটা হলেও দ্বিমত প্রকাশ করছি। তবে এখানেই কিছু লিখব না, পরে সচলেই আলাদা প্রবন্ধ দেব এ নিয়ে। একটা ট্রিভিয়া, জীবাণুর ওপর প্রথম পেটেন্ট নেবার কৃতিত্ব এক বাঙালীর - আনন্দমোহন চক্রবর্তী।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

পুতুল এর ছবি

ঠিক আছে দিগন্তদা, আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।
সেখানেই আমরা আলোচনাটা করব।
পড়ার জন্য ধন্যবাদ।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।