নহে নহে প্রিয় এ নয় আঁখি জল ... থেকে শুরু করে, “সলিল চাহিতে পেলে মরিচিকা ছল” পর্যন্ত দুজনে গানের কথা একিই রেখেছেন।
তারপর আশা গেয়েছেন...
এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে
ছলনা উঠিছে জেগে এ নহে বাদল।।
কিন্তু এস.এন.কে. আলম প্রিন্স গেয়েছেন...
কেন রে কবি খালি, হলি রে চোখের বালি
কাঁদাতে গিয়ে কাঁদালি নিজেরে কেবল।
দুটো অন্তরাই নজরুলের মনে হয়। কার টা ঠিক?
নাকী গানের অনেক গুলো অন্তরা থেকে দুজনে নিজেদের পছন্দমত অন্তরা গুলো গেয়েছে। সে ক্ষেত্রে পুরো গানটা কি (যদি কোন বিকৃতি না হয়ে থাকে)?
মন্তব্য
অতকিছু বুঝিনা ভাই, গান শুনে হা হয়ে গেলাম। কী মধুর কথা আর কী মধুর সুর!! আহা!!!
আশাজীরটা কমপক্ষে শত বার শুনেছি। কিন্তু তখনো প্রিন্স সাহেবেরটা শুনিনি। নান্টুভাই লিংকটি দিল আর আবার একশবার শোনার মত একটা গান পেয়ে গেলাম।
এর চেয়ে ভাল করে বলা সম্ভব হলনারে ভাই!
সে জন্যই একটু নিশ্চৎ হতে চেয়েছিলাম আর কি!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
প্রিন্সএর টাই শুনছি, বেশী ভাল্লাগছে।
নতুন মন্তব্য করুন