ঈশ্বরের মায় কইল; আমারে বিহা করবি? আমি কইলাম না। হেয় কয়; ক্যে? আমি কইলাম; ঈশ্বরের মত একটা কুলাঙ্গার জন্ম দিছস ক্যে? ঈশ্বরের মায় আমার কয়; হেয় তোর কি করছে? আমি কইলাম হেয় বড় লোকেরে বড় করে, আর গরীবের ুটকী মারে। ঈশ্বরের মায় কয় কি; হেরে তোরা জন্ম দিছস।
জটিলস! কিন্তু কোথায় যেন একটু..........তা বুঝি ঈশ্বর কৈতে পারব, তাই না?
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আসলেও জটিল, কিন্তু এই পরমানু আর ন্যানো গল্প কয়দিন চলবে? মজা পাই কিন্তু মনটা ভরে না। তারপরেও দেন, সবাই এরকম লেখা লিখতে পারে না।
================================= বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এই সব ফাঁকিবাজী চলবেনা। ঔপন্যাসিক পরমাণু গল্প লিখলে চলে?
পুতুল ভাইয়ের কালকেরটা মাথার উফ্রে দিয়া গেসিলো। তবে আজিকেরটা মর্মমূলে আঘাত হানিয়াছে... ভালৈসে। --------------------------------------------------------------------------- - আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ভালো, ভালো। তয় ঈশ্বরের মায়ের জেন্ডার কী? @@@@@@@@@@@@@@@@@@@@@ যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
রেজা ভাই, হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? আপনার "লোকজ"-এর পরের পর্ব কবে পাব?
জটিল লাগলো!
------------------------------------------------------------- স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
------------------------------------------------------------- জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
মন্তব্য
জটিলস! কিন্তু কোথায় যেন একটু..........তা বুঝি ঈশ্বর কৈতে পারব, তাই না?
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আসলেও জটিল, কিন্তু এই পরমানু আর ন্যানো গল্প কয়দিন চলবে? মজা পাই কিন্তু মনটা ভরে না। তারপরেও দেন, সবাই এরকম লেখা লিখতে পারে না।
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এই সব ফাঁকিবাজী চলবেনা। ঔপন্যাসিক পরমাণু গল্প লিখলে চলে?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পুতুল ভাইয়ের কালকেরটা মাথার উফ্রে দিয়া গেসিলো। তবে আজিকেরটা মর্মমূলে আঘাত হানিয়াছে...
ভালৈসে।
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ভালো, ভালো। তয় ঈশ্বরের মায়ের জেন্ডার কী?
@@@@@@@@@@@@@@@@@@@@@
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
রেজা ভাই, হঠাৎ কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? আপনার "লোকজ"-এর পরের পর্ব কবে পাব?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
জটিল লাগলো!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
নতুন মন্তব্য করুন