নূর হোসেনের রক্ত বৃথা যেতে দেবো না। এই শ্লোগানটা আমিও দিছি। হাজী দানেশ, রশিদ ভাই, রব খলিফা পল্টি খাইছে। হের লাইগ্যা গনতন্ত্রের মুক্তি ঠেইক্যা থাকব! আমরা নাই। স্টার সিগারেটে আগুন ধরছে আমাদের অগ্নিঝড়া বক্তিমায়। চায়ের কাপ খালি হইছে চাপা বাজিতে। খালি গনতন্ত্র মুক্তি পায় নাই। তোর বাপেরে শান্তনা দিতে নেতা-নেত্রীর লাইন লাগছে।
হেরা অহন স্বৈরাচারী এরশাদরে জামাইর আদর করে। বুঝলি এর নাম গনতন্ত্র। কাল যে স্বৈরাচার আজ সে গনতন্ত্রের সেবক। আমরাও খারাপ নাই। এই দেশে কুনু ভবিষৎ নাই দেইখ্যা বৈদেশ আইয়া পরছি। কালে-ভাদ্রে তোর কথা মনে অয়। এই যেমন এখন।
মন্তব্য
নূর হোসেনের রক্ত বৃথা যাবে না।
"নূর হোসেনের রক্ত বৃথা যাবে না", এই কথাটা যখন এত বছর পরও বলতে হয়, প্রবল সম্ভাবনা বিরাজমান যে নূর হোসেনের রক্ত পুরোপুরিই বৃথা গেছে। নূর হোসেনের ওপর হেগেমুতে ছয়লাপ করে দিয়েছি আমরা।
হিমু ভাইয়ের মন্তব্যে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হিমুভাই, কোনো দ্বিমত নেই। কিন্তু নূর হোসেন যে হাসিনা আপার সাথে মিছিলে যায়া গণতন্ত্রের মুক্তির জন্য জীবন দিছিলো, সেই হাসিনা আপার উপর এই টার্মে বিশ্বাস রাখতে মন চাইতাছে। এইটা অবশ্য আমার সমস্যা--আমি বোকচোদ ধরনের আশাবাদী।
১৯৯০ সালের পরই স্বৈরাচার আমের আচার হয়ে গেছে। ম্যাডামের দল হোক, বুবুর দল হোক আর ভাইদের দল হোক সবাই একে মাখিয়ে এত খেয়েছে - এখনো খাচ্ছে যে জুরাইনে শুয়ে থাকা নূর হোসেন মনে হয় এখন শহীদ হবার লজ্জায় মরে যাচ্ছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আশাহত হয়ে সম্ভবত '৯২ সালে আমি খালেদার সরকারকে সংসদীয় স্বৈরাতান্ত্রিক সরকার বলেছিলাম ।আজ পর্যন্ত তাই জারি আছে । মাঝে তো আবার খানত্রয়ীর সরকার নানা ভানুমতির খেল দেখালো । আজন্ম গণতন্ত্রের জন্য লড়াই করা বঙ্গবন্ধুই যেখানে গণতন্ত্রের কফিনে পেরেক মারেন সেখানে গনতন্ত্রের আশা করাই বাতুলতা । একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকারের জন্য হয়ত আমাদের আরো কিছুকাল অপেক্ষা করতে হবে । আমারও আশায় বুক বাঁধতে ইচ্ছা হয় যদিও মনে পড়ে যায়ঃ
আশা সে তো বেশ্যা মাত্র ! (লু স্যুন )
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
- হায়রে নূর হোসেন!
অবস্থা এমন হয়েছে যে, "ভিক্ষা চাই না রে মা, তোর কুত্তা সামলা!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাঝে মাঝে ভাবি, নূর হোসেনদের মতো এতো বোকা মানুষরা কেন পৃথিবীতে জন্মায়? বোকার মতো মরে, বোকার মতো চলে যায় দুনিয়া থেকে?
আবার এটাও ভাবি— আজকের পৃথিবী যতোটা সুন্দর, উপলব্ধি করার ক্ষমতা যতোটা জন্মেছে মানুষের মনে, তার সিংহভাগ কৃতিত্ব নূর হোসেনদেরই। নূর হোসেনদের দেখেই অনেক মানুষ জেনেছে তারা মানুষ, অনেক মানুষ জেনেছে মানুষের জন্য কিছু করণীয় আছে আমাদেরও।
স্যালুট, নূর হোসেন!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন