বাউলা কে বানাইলো রে.....

পুতুল এর ছবি
লিখেছেন পুতুল (তারিখ: রবি, ১৭/০৭/২০১১ - ৪:১৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাটের মতো হাল্কা হলুদ চুলের জটাগুলো মুকুটের মতো দেখাচ্ছে মাথায়। চোখে ছোট কাঁচের কিনার ছাড়া চশমা। পৃথিবীর সব ঘাটের জলে ধোঁয়া তামাটে চামড়ার মুখ, খোঁচা-খোঁচা দাড়িতে ঢাকা। অসংখ্য রং-এর তালি-তে পূর্ণ তাঁর ফতুয়া। মিহি সুরের দোতারাটা ঝুলছে গলায়। দূর্লব-দর্শন বাউল তাঁর উপস্থিতি দিয়েই জয় করেছেন মঞ্চ। বোধ, বুদ্ধি এবং যন্ত্র-যোগে সুরারোপ করে মোহাবিষ্ট রেখেছেন দর্শকদের। তাঁর নাচে কোন আরোপিত ভঙ্গির বাহুল্য নেই। লয়, তাল এবং সুরের দোলায় দোল খাওয়া শুধু। পদে পদে মুক্তির আনন্দে নৃত্যের চক্রগুলো অতিঅল্প জায়গাতেই চলছে অনায়াসে। অর্ধবৃত্তাকার মঞ্চের উপর ছোট চক্রের নৃত্যই সামনের বিশাল দর্শকপূর্ণ প্রান্তর আর তার উপরের তারকা খচিত অসীম আকাশ নেচে উঠে। দর্শক-হৃদয়ের কম্পন আত্মায় ধারন করে বাউল তাকে একটা ছন্দে বেঁধে ছড়িয়ে দেন যুবতী রাত্রির শরীরে।

তারের দেউড়ীতে আঙ্গুলের লুকোচুরি, পাটাতনে নৃত্যপদের আঘাত ছাপিয়ে একবার বাউলের কণ্ঠ ভেসে আসে কানে। সব কিছু ছাড়িয়ে, অক্টাবের সর্ব ডানে, সব কণ্ঠ-কারুকাজের অপূর্ব মোহনায় মিলে মহাসাগরের কলতানে দুলতে থাকে সবকিছু। এখনো মাটি আছে পায়ের তলায়? মাতৃভূমি বাংলার লাল মাটি কোথায়? বাউলের পা এখনো মাটি স্পর্শ করে? নাকী শুধুই কাষ্ঠ, ধাতু আর পথের পিচ? আগের মতো এখনো বাউলের নগ্নপদ আদৌও কোন কিছু স্পর্শ করে?

লোকে বলে বলে রে, ঘর-বাড়ি ভালা না আমার
কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।।

ধূলোর ধরণী থেকে বিলীন হয়েছে বাউলের পা? হাড়ের ঘরখানি চামড়ার ছাউনী যা একদিন খসে পড়বে রঙ্গিলা দালানের মাটি হয়ে। সংগীত এবং সাধনার সেই মর্মই তিনি প্রকাশ করেন আমাদের কাছে। মাটি এবং পায়ের মাঝখানে একটা শূন্যতা তৈরী হয়েছে। সে জন্যই নৃত্যটা পরিণত হয়েছে উড়ালে। পৃথিবীর নগরে বন্দরে উড়ে বেড়াচ্ছেন বাউল। সাথে থাকছে সুর, শব্দ, ছন্দ, তাল আর মঙ্গলাকাঙ্খা। সে জন্যই তার গানে গানে বিমূর্ত হয়ে উঠে বিশ্বব্যাপী অর্থ ও পণ্যের বেপরোয়া লেনদেনের অসাড়তা।

পায়ের তলার শূন্যতা বাউলকে ছিন্নমূল করে। কিন্তু একই সাথে করে সর্বব্যাপীও। তাঁর উপাদান এখন কেবলই মাটি নয়। বাতাসে ভর করে আসে ভিন্ন সুর এবং ছন্দ। আজ মিউনিখ, কাল প্যারিস, পরশু নিউর্য়ক.......


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আহ্ সৃষ্টিশীল শুদ্ধসাধকদের কী অপূর্ব বর্ণনা!!! উত্তম জাঝা!

পুতুল এর ছবি

ধন্যবাদ অমর কবি।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হাসি

রোমেল চৌধুরী এর ছবি

সুখজাগানিয়া কাব্যময় বর্ণনা। মৃন্ময়ী আবেশে মুগ্ধতার জন্ম দেয়। সেইসাথে প্রশ্নবিদ্ধ করে আমাদের আত্মাকে। বোধের এলোমেলো হয়ে যাওয়া অন্দরে পুনর্বার আপন প্রদীপ জ্বালানোর প্রেরণা জাগায়। শেকড়ে যে একদিন নিশ্চিত ফিরতেই হবে আমাদের।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

পুতুল এর ছবি

চমৎকার মন্তব্য কবি!

শেকড়ে যে একদিন নিশ্চিত ফিরতেই হবে আমাদের।

যথার্থ বলেছেন।
রিটার্ণ টিকেট হাতে নিয়া আইসাছ এই দুনিয়ায়
আইস ভবে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়।।

সেটাই ভূলে যাই সবাই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

তানিম এহসান এর ছবি

পায়ের তলার শূণ্যতা বাউলকে ছিন্নমূল করে! সেইসাথে ছিন্নমূল করে তার ভেতরের নিরাকার কোন এক জল,

বাউলের মনের খবর রাখেনা বাউল
বাউলের মনে কি দুঃখ জানেনা বাউল
বাউলের কেবলই সুখ - দেহ ছাড়া,
নাড়ীছেড়া কোন এক প্রবল টানে - জলে জলে বৈতরনী!!

ভাই, বাউলাদের নিয়ে আরো লেখেন, ধরে নিচ্ছি আপনি সিলেট এলাকার মানুষ; আমি দেখেছি সেখানে প্রচুর বাউল, বিশেষ করে একটু ভাটির দিকে। পোষ্টটা মিস করে গিয়েছিলাম, আজকে গুতোগুতিতে রোমেল ভাই এর কারনে পড়া হলো, আপনার নাম দেখলে আর মিস করবোনা হাসি

পুতুল এর ছবি

তানিম এহসান, আপনিওতো সুন্দের একখান বাউল গান লিখে ফেললেন!!!
ভিটির দেশে মাঝি আমি তবে সিলেট না। বাউলদের নিয়ে লেখার চেষ্টা করব।
আপনাদের মতো সমঝদার পেলে লিখতে ভাল লাগে।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আয়নামতি1 এর ছবি

গানটা শোনার লোভে এসেছিলাম, সাথে দারুণ বর্ণনা পেয়ে গেলাম! হাসি

অ:ট: আপনার মেয়েটা কেমন আছে রে ভাইয়া? ওর জন্য অনেক আদর আর পপকর্ণ পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম
আর আপনার জন্য (গুড়)

পুতুল এর ছবি

গানটা শোনার জন্য ধন্যবাদ।
এমন আদর আর পপকর্ণ পেলে মেয়েতো ভাল থাকবেই। আড়াই বছর, ভীষণ ছটফটে। কোন কিছু পছন্দ না হলেই বলে: তাখলে আমি বাংগাদেশে চলে যাব তিন্তু

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

আয়নামতি1 এর ছবি

উলি উলি! কী আদুরে আপনার মেয়েটা! ফুপির সাথে একটা মিল আছে কিন্তু ওর। রেগে গেলে আমিও বলি, বাংলাদেশ চলে যাবো' তবে ওর মত মিষ্টি করে বলতে পারিনা, " তাখলে আমি বাংগাদেশ চলে যাব তিন্তু" অনেক আদর মামণিটার জন্য হাসি

পুতুল এর ছবি

ফুপিদের সাথেতো মিল থাকবেই।
আদর পৌঁছেদিলাম।
অনেক অনেক ধন্যবাদ।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।