কমিক বানাবার ইচ্ছা অনেক দিন থেকেই। সেই ইচ্ছা থেকেই ছোট্ট একটা কাহিনী নিয়ে এক্সপেরিমেন্টালি বানানো কমিক ছায়া। একদম প্রাথমিক পর্যায়ের কাজ তাই ভুল ত্রুটি থাকবেই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল।
৬ | লিখেছেন ইঁদুর [অতিথি] (তারিখ: সোম, ২১/০৫/২০১২ - ৮:০৪পূর্বাহ্ন)
টেক্সট ভাইয়া প্রথম পেজ গুলাতে কম-৩ পর্বে শেষ হবে আশা করি পরের গুলা দেখলে পুরাটা বুঝতে পারবেন।:)-আর যদি কোন পেজের ফ্রেমে অসংগতি মনে হয় তাহলে আমাকে একটু নির্দিষ্ট করে জানালে ভালো হয় শুধরে নিতে পারি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
দারুণ হবে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারলাম না, দুঃক্ষিত। সংলাপ ছবির তুলনায় অনেক কম মনে হয়েছে। ছায়ার ডিরেকশন গুলো একটু এদিক ওদিক মনে হয়েছে। কিন্তু সব মিলে খুব ভালো লেগেছে। আশা করছি নিয়মিত হবেন।
২৪ | লিখেছেন তানজিম (যাচাই করা হয়নি) (তারিখ: সোম, ২১/০৫/২০১২ - ৫:৫৫পূর্বাহ্ন)
আমরা যখন স্কুলে পড়তাম তখন বাসায় ইত্তেফাকের চল ছিল। প্রতিদিন বসে থাকতাম টারজানের ৩ টুকরা কমিকের আশায়। আপানার পোস্ট দেখে সেই কথাই মনে হল। একটা কমিক কর্ণার থাকলে খারাপ হয় না।
খুবই ইন্টারেস্টিং!! বাকিটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাই দ্যা ওয়ে পোস্ট প্রকাশের পর ছবির পাশে "তালিকা" টিক চিহ্নটি সরিয়ে দিলে দু'দু কপি পোস্ট হবে না। দু'দুর ভিন্ন অর্থ করলে নির্ঘাৎ আপনার মনে পাপ।
অন্য এক ব্লগে আপনার কাজ দেখেছি কিছু দিন আগে।
মাঙ্গা স্টাইলে দারুণ কাজ করেন আপনি।
ভালো স্ক্রীপ্ট পেলে দুর্দান্ত কমিকস বেরোবে আপনার হাত থেকে।
চালিয়ে যান।
মন্তব্য
ওয়াও! আপনার আঁকার স্টাইল বেশ পছন্দ হয়েছে। চলুক।
_________________
[খোমাখাতা]
আঁকার হাত আসাধারণ চালিয়ে যান।
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
বেশ মজার তো!! :)
_______
বুনোফুল
বেশ মজার তো!!
_______
বুনোফুল
আমি কমিক্স এর মারাত্মক ভক্ত। বেশ কয়েকবার বোঝার চেষ্টা করলাম, পুরোপুরি বুঝতে পারলামনা। টেক্সট কম এসেছে। খুব করে চাইবো আরও লিখুন
টেক্সট ভাইয়া প্রথম পেজ গুলাতে কম-৩ পর্বে শেষ হবে আশা করি পরের গুলা দেখলে পুরাটা বুঝতে পারবেন।:)-আর যদি কোন পেজের ফ্রেমে অসংগতি মনে হয় তাহলে আমাকে একটু নির্দিষ্ট করে জানালে ভালো হয় শুধরে নিতে পারি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
কাজটাতো ভালো হয়েছে বেশ, চালিয়ে যান।
কিভাবে বানিয়েছেন যদি একটু জানাতেন, যদি কোনো আপত্তি না থাকে আরকি।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এটা পুরাটাই ফটোশপ সি এস ৩ দিয়ে করা-ফটোশপে কমিক করা অনেক হ্যাপা-ম্যাংগা স্টুডিও কমিকের জন্য ডেডিকেটেড সফটওয়্যার।:)
হ্যাঁ, ম্যাঙ্গা স্টুডিও বেটার অপশন, একবার চেষ্টা করে দেখেছিলাম।
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আরে, মজার তো । সচলে এরকম কমিক স্ট্রিপ আরো হলে খুবই ভালো হবে।
সহমত।
যারা আঁকতে পারে তাদের অনেক হিংসে হয়!
দারুন হয়েছে।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
ওরে নারে, অতি চমেতকার হৈছে। মরার ইলেক্ট্রিসিটি হাহাহাহাহাহা।
নিয়মিত দিন।
..................................................................
#Banshibir.
দারুন। দারুন। পরবর্তীর অপেক্ষায়......
ডাকঘর | ছবিঘর
জট্টিল বস! আপনার আঁকা দুর্দান্ত! দারুণ দারুণ! তবে এত কম কম দেন ক্যান? পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
বেশ হয়েছে। পরবর্তী পর্বের অপেক্ষায়
ওররে !!! দারুণ !!
মনে হচ্ছিলো মারভেলের ডার্ক সিটির কমিকস !! সিরিজের নিয়মিত পাঠক হয়ে গেলাম
আপনার নিয়মিত পাঠক হমু। চালাইতে থাকেন।
পরের পর্বের অপেক্ষায় থাকলাম, আমার কিছু কমিকের আইডিয়া আছে, কিন্তু আপনার মতন আঁকতে পারি না।
ইটা রাইখা গেলাম --
লন, ইটা লন।
সুন্দর।
facebook
_______________
আমার নামের মধ্যে ১৩
দারুণ হবে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে পারলাম না, দুঃক্ষিত। সংলাপ ছবির তুলনায় অনেক কম মনে হয়েছে। ছায়ার ডিরেকশন গুলো একটু এদিক ওদিক মনে হয়েছে। কিন্তু সব মিলে খুব ভালো লেগেছে। আশা করছি নিয়মিত হবেন।
আমরা যখন স্কুলে পড়তাম তখন বাসায় ইত্তেফাকের চল ছিল। প্রতিদিন বসে থাকতাম টারজানের ৩ টুকরা কমিকের আশায়। আপানার পোস্ট দেখে সেই কথাই মনে হল। একটা কমিক কর্ণার থাকলে খারাপ হয় না।
=)-সবাইকে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তিন পর্বে শেষ করার ইচ্ছা আছে কমিকটা। পরের পর্ব আসিতেছে।
খুবই ইন্টারেস্টিং!! বাকিটা পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাই দ্যা ওয়ে পোস্ট প্রকাশের পর ছবির পাশে "তালিকা" টিক চিহ্নটি সরিয়ে দিলে দু'দু কপি পোস্ট হবে না। দু'দুর ভিন্ন অর্থ করলে নির্ঘাৎ আপনার মনে পাপ।
ঠিকই বলেছেন। দু'দু বার করে ছবি পোস্ট না করাই ভালো!
কমিকের পরের পর্বের জন্য অপেক্ষা করছি।
হ্যাঁ, স্বীকার করছি। মনে পাপ আমারই কিন্তু বিষয় (দু'দু) টা তো ধয়িয়ে দিলেন আপনি।
দু'দু বার করে ছবিটা আসায় আসলেই দৃষ্টিকটু লাগছে। ধন্যবাদ তালিকা চিহ্নের বিষয়টি ধরিয়ে দেবার জন্য।=)
চমৎকার! সাবস্ক্রাইবার হলাম! পরের পর্বের অপেক্ষায়!
---------------------
আমার ফ্লিকার
পরের পর্বের আপেক্ষা করছি।
পরেরটা তাত্তাড়ি দ্যান!!
আমার বেশ ভালো লেগেছে। ফ্রেমিং-ও ঠিক আছে মনে হল। আশা করি কাহিনী আরও জমবে সামনের পর্বগুলোতে।
শুভ কামনা আপনার জন্য।
hironmoydigonto
চলুক। অপেক্ষায় রইলাম।
অন্য এক ব্লগে আপনার কাজ দেখেছি কিছু দিন আগে।
মাঙ্গা স্টাইলে দারুণ কাজ করেন আপনি।
ভালো স্ক্রীপ্ট পেলে দুর্দান্ত কমিকস বেরোবে আপনার হাত থেকে।
চালিয়ে যান।
কোন্ ব্লগ? লিংক আছে?
খুব সম্ভব সরবে। ইন্দুররে জিগান।
এখানে দেখতে পারেন ভাইয়া।
তাপ্পর?
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেশিই দারুণ!
বেশী জোস।
নতুন মন্তব্য করুন