ধারাবাহিক কমিক-ছায়া-(পর্ব ২)

ইঁদুর এর ছবি
লিখেছেন ইঁদুর [অতিথি] (তারিখ: সোম, ২১/০৫/২০১২ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমিক বানাবার ইচ্ছা অনেক দিন থেকেই। সেই ইচ্ছা থেকেই ছোট্ট একটা কাহিনী নিয়ে এক্সপেরিমেন্টালি বানানো কমিক ছায়া। একদম প্রাথমিক পর্যায়ের কাজ তাই ভুল ত্রুটি থাকবেই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল।

প্রথম পর্ব


মন্তব্য

হিমু এর ছবি

ব্র্যাণ্ডি এমন লাল হয় নাকি রে মূষিক?

ইঁদুর এর ছবি

খাইছে ভাই দেখা হয় নাই চক্ষু মেলিয়া গুগল ঘাটিয়া।

কল্যাণ এর ছবি

দলছুট ভায়ার প্রেয়সীর লালা হইতে পারে চোখ টিপি

_______________
আমার নামের মধ্যে ১৩

তাপস শর্মা এর ছবি

ম্রাত্মক। গুল্লি

জোশ হৈতাছে বস। কিপ টিউনিং হাসি

সত্যপীর এর ছবি

ইত্তেফাকে এরকম ডেইলি তিন ব্লকের টারজান পড়ার জন্য বসে থাকতাম। চালায় যান ভাই নো ইস্টপিং।

..................................................................
#Banshibir.

কল্যাণ এর ছবি

হ টারজান

_______________
আমার নামের মধ্যে ১৩

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

চমৎকার!

---------------------
আমার ফ্লিকার

কল্যাণ এর ছবি

ভালো হইতাছে চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

_______________
আমার নামের মধ্যে ১৩

তাসনীম এর ছবি

চলুক

চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সজল এর ছবি

চলুক!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

#অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে।।। বাঘের বাচ্চা

আশরাফুল কবীর

ইয়াসির এর ছবি

ভালো হচ্ছে। চালিয়ে যান। হাততালি

অঃটঃ নীড়পাতায় আপনার দুটো পোস্ট চলে এসেছে, মডুরামের থুড়ি মডুবড়'র হুঁশিয়ারির জন্য প্রস্তুত থাকুন

ইঁদুর এর ছবি

মডুবুড়র হুঁশিয়ারি বিষয়ক নিয়মটা জানা নাই! ভয় পেয়ে গেলাম!

ক্রেসিডা এর ছবি

ফলোয়িং প্রথম থেকে। চলুক।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

সুজন চৌধুরী এর ছবি
ইঁদুর এর ছবি

ইয়েস বাঘ মামা, ইয়েস!!! ধন্যবাদ সূজনদা!

অতিথি লেখক এর ছবি

গুল্লি উত্তম জাঝা! কোলাকুলি

শুভাশীষ দাশ এর ছবি

দারুণ!

চরম উদাস এর ছবি

হাততালি

নিটোল এর ছবি

সাথে আছি। চলুক

_________________
[খোমাখাতা]

মরুদ্যান এর ছবি

হাততালি

তদানিন্তন পাঁঠা এর ছবি

হাততালি গুরু গুরু ও কি নিজেই নিজেরে গুলি করল? মানে সুইসাইড? চাল্লু আই লাইক সুইসাইদ। তাড়াতাড়ি দেন। নয়টা লেখা পার হলেই। পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

ইঁদুর এর ছবি

কি করল সেইটা তৃতীয় পর্বে আসিতেছে শীঘ্রই!

শাফি এর ছবি

হাততালি

Zaved Hossain এর ছবি

চালায়ে যাও ইন্দুর মিয়া ঃ)

কানিজ ফাতেমা এর ছবি

ভালো হয়েছে।চালিয়ে যান।

ইঁদুর এর ছবি

ধইন্যবাদ জাভেদ ভাই!

ধ্রুব বর্ণন এর ছবি

এই সিরিজ পরতেকদিন চাই!

ইঁদুর এর ছবি

:)-প্রত্যেক দিন এমন কমিক দেবার মত ম্যাটেরিয়াল থাকলে তো হইতই! ধন্যবাদ মন্তব্যের জন্য। তিন পর্বে শেষ করার ইচ্ছা আছে এই কমিকটি।

ইঁদুর এর ছবি

সবাইকে ধন্যবাদ মন্তব্যের জন্য। =)=)

স্পর্শ এর ছবি

আপনার আঁকা দারুণ! উত্তম জাঝা!

আমি হলে ছায়াকে হত্যা করতে পিস্তল বের না করে টর্চলাইট বের করতাম! দেঁতো হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

ইঁদুর এর ছবি

আরি দারুন আইডিয়া দিলেন তো! =) ধন্যবাদ!

নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

উত্তম জাঝা! চলুক

বিনেমো এর ছবি

পছুন্দ হইছে দেঁতো হাসি

সা দা চো খ এর ছবি

সচলায়তনে নতুন ফ্লেভার পাচ্ছি।
লেখার পাশাপাশি কমিকস ভালই হচ্ছে। বিশেষ করে "ডরাইলেই ডর" ইবুকে আপনার অলংকরনের তুলনা হয়না। হাসি

তবে সুতন্বী অথবা সোলাইমানলিপি ফন্টে কমিকসে বাবলের ভেতরের লেখাগুলো কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে। বাংলায় কি Comic Sans এর মত একটু বাঁকাতোড়া লেখা ওয়ালা কোন ফন্ট নেই? যদি না-ই থাকে, তবে হাতের লেখাতেই চলবে।

পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

বিভিন্ন ধরনের কমিক্স ফন্ট এখানে এবং এখানে দেখতে পারেন। সবগুলোই অবশ্য ইংরেজীতে।

-- সাদাচোখ
sad_1971এটymailডটcom

ইঁদুর এর ছবি

বাংলা কোন কমিক ফন্ট নেই দুঃখজনক-বাংলা একটা ফন্ট বানাবার ইচ্ছা আছে সময় পেলে দেখি।

* ডরাইলে ডর ইবুকে আমি আঁকা আঁকি করি নাই ভাই! খাইছে

অতিথি লেখক এর ছবি

দুঃখিত, আঁকাইনের সাথে ইঁদুর কে গুলিয়ে ফেলেছি। খাইছে
গুলিয়ে ফেলার অবশ্য যথেষ্ট কারন রয়েছে। এই যেমন ধরুন আঁকাইন আর ইঁদুর, দুটো নামেরই শুরু হয়েছে স্বরবর্ণ দিয়ে। শুধু তা-ই নয়, এই স্বরবর্ণ দুটির উপরে একটি করে চন্দ্র বিন্দুও রয়েছে। এত মিল থাকলে ভূল না করে থাকি কেমন করে? চোখ টিপি

বাংলায় কমিক্স ফন্ট না থাকলে নাই, হাতে লিখুন (আবদার)। বাংলা ফন্ট বানাবার একটা গোপন ইচ্ছা, এই অধমেরও ছিল। কিন্তু এখন মরবারও সময় নেই। মন খারাপ

পরের পর্বের অপেক্ষায় রইলাম।

----- সাদাচোখ
sad_1971এটymailডটcom

হিমু এর ছবি

কমিকের জন্য একটা লেজিবল বাংলা ফন্ট তৈরির আবদার করে গেলাম আমিও। প্রচলিত ফন্টগুলোতে কমিকের আবেদনটা নষ্ট হয় অনেকাংশে।

প্রৌঢ় ভাবনা এর ছবি

আসিতেছে শীঘ্রই!

টিকিট পাওয়া যাবেতো নাকি কালোবাজারে--!
ভাল লাগছে। চলুক

যুমার এর ছবি

চলুক

রায়হান আবীর এর ছবি

দারুন!

তানিম এহসান এর ছবি

ছেলেবেলা’র প্রিয় কমিক ‘বেতাল’ এর কথা মনে পড়ে যাচ্ছে। আপনি থামবেন না ভাই, সচলে নিয়মিত আপনার পোস্ট চাই হাসি

নিলয় নন্দী এর ছবি

আপনার ছোটবেলায় বেতাল ছিল? ফ্যান্টম ছিল না?
ভাই, হাত মিলান। ইন্দ্রজাল কমিকসের নাম আজ আর কেউ মুখে নেয় না।
কি দিনগুলোর কথা মনে করিয়ে দিলেন। ইয়ে, মানে...

দারুচিনি এর ছবি

ছেলেবেলার সে‌ইদিন গুলো মনে করিয়ে দিলেন তো !!!! ভিশন ভালো লাগল। চলুক

Zahid এর ছবি

আপনার ড্রয়িং এবং কাহিনী দেখে মনে হচ্ছে জাপানিজ কমিক Golgo 13 থেকে অনুপ্রাণিত। পড়ে মজা পাচ্ছি,চা;ইয়ে যান।

প্রদীপ্তময় সাহা এর ছবি

দারুণ লাগছে।

আপনার কমিক্সের ফ্রেমের অ্যাঙ্গেল গুলো অসাধারণ।

চালিয়ে যান। হাততালি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।