কমিক বানাবার ইচ্ছা অনেক দিন থেকেই। সেই ইচ্ছা থেকেই ছোট্ট একটা কাহিনী নিয়ে এক্সপেরিমেন্টালি বানানো কমিক ছায়া। একদম প্রাথমিক পর্যায়ের কাজ তাই ভুল ত্রুটি থাকবেই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল।
এবং দি শেষ!
সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। =)
মন্তব্য
অনেক মজা পাচ্ছি আপনার এই ধারাবাহিক কমিক এ। চালিয়ে যান। অসাধারণ হচ্ছে।
সায়মনের আসল পরিচয় না জানিয়ে শেষ করে দিলেন তো !!! ভালো লাগলো , (গুড়)
সায়মন হল ভাই একটা অপরাধী! এখন সে ডেড বডি খেল খতম!
। কমিক স্ট্রিপ মিস করছিলাম।
দোস্ত কিপ ইট আপ
তোমার দরকার কিছু অণুরহস্যগল্প।
ঠিক বলেছেন হিমু ভাই
----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony
জ্বী ভাই কাহিনী খরায় ভুগছি!
আগের মতোই দারুন।
__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আরও কয়েক পর্ব চললে ভালো লাগত।
<ঘ্যাচাং>
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
এইটা শেষ?! করলেন কী? এর পরে "তিন ঘন্টা আগে" বা এইটাইপ কিছু আসবে না? বহুতদিন ভাল কমিপস্ট্রিপ পড়িনা।
==========================
আবার তোরা মানুষ হ!
হুম্মম এর পর আসলে আগের কথা টাইপ কিছু দিলে ভাল হইত। ঠিক বলছেন- তবে করা হয় নাই আর কাহিনীর অভাবে!
কমিক অদ্ভুত সুন্দর হচ্ছে। বিশেষ করে রাগের এক্সট্রিম (rage) মূহুর্তগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে!
চমৎকার। নতুন সিরিজ আনুন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনার আঁকাগুলো দেখতে বেশ ভালো লাগছে, তবে গল্প আরও জমতে পারে।
****************************************
বেশ পরিনত স্ট্রিপ। সুন্দর।
১) আংগুলের পারসপেকটিভের একটা বায়াস লক্ষ করলাম কি?, ভাল স্ট্রিপ পারসপেকটিভ বায়াসমুক্ত।
২) মিশ্র ঘরানার ইন্কিং (এখানে যেমন চরিত্র/প্রপ এ 'উডকাট' আর ছায়ায় 'এচিং/ক্রস হ্য়াশিং') সবসময়ই স্ট্রিপের শক্তি কমিয়ে দেয়।
ধন্যবাদ ভাইয়া-ইংকিং টা আরো ডেভেলপ করতে হবে-প্র্যাক্টিস চলতে থাকবে।=)
পরেরটা কবে দিবেন?
বরাবরের মতই দারুণ।
এবারে কাহিনী একটু শক্তপোক্ত করুন।
অবশ্য আপনার ছবিগুলো এত ভাল যে কাহিনীর দূর্বলতাকে তা অনেকটাই ঢেকে দেয়।
ভাই, আরও পর্ব চাই । দারুণ লেখতেছেন ।
এত তাত্তারি শেষ হয়া গ্যালো ক্যান।
ইঁদুর'রে দিক্কার এবং পেতিবাদ।
আরেকটা শুরু কৈরা দ্যান, তাত্তাড়ি।
ডাকঘর | ছবিঘর
ভাল্লাগছে।
_________________
[খোমাখাতা]
ঠিক্কাছ্ছে ।
আর একটু টাইনা লম্বা করলেই ।
কড়িকাঠুরে
ইয়েসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস। দ্য আল্টিমেট সুইসাইড। হাহাহা। আমি আগেই বলছিলাম। নিজের আইডিয়ার লগে মিল্লা গেলে হেভভি লাগে। মনে হয় গ্রেইট ম্যান (অর ইন্দুর? ) থিঙ্কস...
আমি প্রথম আলো খুলি শুধু বেসিক আলী পড়ার জন্য। কাজেই বুঝতেই পারছেন কত পছন্দ করি এই ধরনের জিনিস। চালায় যান।
নতুন মন্তব্য করুন