ধারাবাহিক কমিক-ছায়া-(পর্ব ৩)

ইঁদুর এর ছবি
লিখেছেন ইঁদুর [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৫/২০১২ - ১০:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমিক বানাবার ইচ্ছা অনেক দিন থেকেই। সেই ইচ্ছা থেকেই ছোট্ট একটা কাহিনী নিয়ে এক্সপেরিমেন্টালি বানানো কমিক ছায়া। একদম প্রাথমিক পর্যায়ের কাজ তাই ভুল ত্রুটি থাকবেই। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল।

প্রথম পর্ব

দ্বিতীয় পর্ব

এবং দি শেষ!

সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। =)


মন্তব্য

অমি_বন্যা এর ছবি

অনেক মজা পাচ্ছি আপনার এই ধারাবাহিক কমিক এ। চালিয়ে যান। অসাধারণ হচ্ছে।

দারুচিনি এর ছবি

সায়মনের আসল পরিচয় না জানিয়ে শেষ করে দিলেন তো !!! ভালো লাগলো , (গুড়)

ইঁদুর এর ছবি

সায়মন হল ভাই একটা অপরাধী! এখন সে ডেড বডি খেল খতম! খাইছে

নৈষাদ এর ছবি

চলুক । কমিক স্ট্রিপ মিস করছিলাম।

maddy mehedi  এর ছবি

দোস্ত কিপ ইট আপ

হিমু এর ছবি

তোমার দরকার কিছু অণুরহস্যগল্প।

আব্দুল গাফফার রনি এর ছবি

ঠিক বলেছেন হিমু ভাই শয়তানী হাসি

----------------------------------------------------------------
বন পাহাড় আর সমুদ্র আমাকে হাতছানি দেয়
নিস্তব্ধ-গভীর রাতে এতোদূর থেকেও শুনি ইছামতীর মায়াডাক
খুঁজে ফিরি জিপসি বেদুইন আর সাঁওতালদের যাযাবর জীবন...
www.facebook.com/abdulgaffar.rony

নিলয় নন্দী এর ছবি

হাসি

ইঁদুর এর ছবি

জ্বী ভাই কাহিনী খরায় ভুগছি!

ক্রেসিডা এর ছবি

আগের মতোই দারুন।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তাসনীম এর ছবি

চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

কানিজ ফাতেমা এর ছবি

আরও কয়েক পর্ব চললে ভালো লাগত।

টিউলিপ এর ছবি

<ঘ্যাচাং>

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

পল্লব এর ছবি

এইটা শেষ?! করলেন কী? এর পরে "তিন ঘন্টা আগে" বা এইটাইপ কিছু আসবে না? বহুতদিন ভাল কমিপস্ট্রিপ পড়িনা।

==========================
আবার তোরা মানুষ হ!

ইঁদুর এর ছবি

হুম্মম এর পর আসলে আগের কথা টাইপ কিছু দিলে ভাল হইত। ঠিক বলছেন- তবে করা হয় নাই আর কাহিনীর অভাবে!

মরুদ্যান এর ছবি

কমিক অদ্ভুত সুন্দর হচ্ছে। বিশেষ করে রাগের এক্সট্রিম (rage) মূহুর্তগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে! হাততালি

ত্রিমাত্রিক কবি এর ছবি

চমৎকার। নতুন সিরিজ আনুন হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাজ্জাদ সাজিদ এর ছবি

আপনার আঁকাগুলো দেখতে বেশ ভালো লাগছে, তবে গল্প আরও জমতে পারে।

মন মাঝি এর ছবি

চলুক

****************************************

দুর্দান্ত এর ছবি

বেশ পরিনত স্ট্রিপ। সুন্দর।

১) আংগুলের পারসপেকটিভের একটা বায়াস লক্ষ করলাম কি?, ভাল স্ট্রিপ পারসপেকটিভ বায়াসমুক্ত।
২) মিশ্র ঘরানার ইন্কিং (এখানে যেমন চরিত্র/প্রপ এ 'উডকাট' আর ছায়ায় 'এচিং/ক্রস হ্য়াশিং') সবসময়ই স্ট্রিপের শক্তি কমিয়ে দেয়।

ইঁদুর এর ছবি

ধন্যবাদ ভাইয়া-ইংকিং টা আরো ডেভেলপ করতে হবে-প্র্যাক্টিস চলতে থাকবে।=)

তানিম এহসান এর ছবি

পরেরটা কবে দিবেন? মন খারাপ

প্রদীপ্তময় সাহা এর ছবি

বরাবরের মতই দারুণ।

এবারে কাহিনী একটু শক্তপোক্ত করুন।
অবশ্য আপনার ছবিগুলো এত ভাল যে কাহিনীর দূর্বলতাকে তা অনেকটাই ঢেকে দেয়।

চন্দ্রশেখর এর ছবি

ভাই, আরও পর্ব চাই । দারুণ লেখতেছেন ।

তাপস শর্মা এর ছবি

এত তাত্তারি শেষ হয়া গ্যালো ক্যান। মন খারাপ

ইঁদুর'রে দিক্কার এবং পেতিবাদ।

আরেকটা শুরু কৈরা দ্যান, তাত্তাড়ি। দেঁতো হাসি

নিটোল এর ছবি

ভাল্লাগছে।

_________________
[খোমাখাতা]

অতিথি লেখক এর ছবি

ঠিক্কাছ্ছে ।

আর একটু টাইনা লম্বা করলেই ।

কড়িকাঠুরে

তদানিন্তন পাঁঠা এর ছবি

ইয়েসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস। দ্য আল্টিমেট সুইসাইড। হাহাহা। আমি আগেই বলছিলাম। দেঁতো হাসি নিজের আইডিয়ার লগে মিল্লা গেলে হেভভি লাগে। মনে হয় গ্রেইট ম্যান (অর ইন্দুর? চিন্তিত ) থিঙ্কস...

আমি প্রথম আলো খুলি শুধু বেসিক আলী পড়ার জন্য। কাজেই বুঝতেই পারছেন কত পছন্দ করি এই ধরনের জিনিস। চালায় যান। হাততালি পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।