পুষ্পস্তবক অর্পণ: জামায়াতী ক্ষমতার মরতবা

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: বুধ, ২২/০২/২০০৬ - ৬:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:


(তীর্থকের ক্ষমতা চাই পোস্ট পড়ে অনুপ্রাণিত হয়ে)
অনেকেই এই ব্লগে বলতে চেয়েছেন যে দুর্জনের ছলনার অভাব হয় না। আর ক্ষমতার জন্য জামায়াতেরও ধর্মীয় ফতোয়া বদলাতে দেরি হয় না।
এই সাইটে জামায়াতের এক ভক্ত তাদের পুরনো দলিল ঘেটে আমাদের জানালেন যে কবরে ফুল দেয়াটা ইসলামসম্মত নয়। তবে তার এই ইসলাম যে নতুন নেতা আমীরে মাওলানা মতিউর রহমান নিজামী যে বদলায়ে ফেলেছেন তা তিনি জানেন না। কি বলেছেন নিজামী? নিজামী ফরমাইয়াছেন, "জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ হারাম নয়- ইসলামের দৃষ্টিতে এটি মোবা (বৈধ)।" (দৈনিক জনকণ্ঠ, 27/10/2001)।
নিজামী ও মুজাহিদ সরকারী অনুষ্ঠান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিয়ে যাচ্ছেন এখন। কোনো অসুবিধা হচ্ছে না। ক্ষমতার কি মরতবা।
(নিজামীর কোনো কাটর্ুন আমার সংগ্রহে নাই দু:খিত)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।